স্টেটাস অফ দা ডে" হওয়ার পরই প্রিয় ফাউন্ডেশনের একটিভিটিস আমার অনেক উন্নতি ঘটে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
👉#স্ট্যাটাস_অফ_দ্যা_ডে_৯০০_তম_দিনে_আমার_অনূভুতিঃ
🌹শুরুতেই আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাকে এখনো ভালো রেখেছেন সেই সাথে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে বলতে পারি পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা পৃথিবীর কোন সন্তানই লিখে শেষ করতে পারবে না।
🔥আর যে মানুষটাকে কেন্দ্র করে পেয়েছি একটি ভালো মানুষের বাগান Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
স্যার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য রইল অনেক ভালোবাসা দোয়া করি মহান আল্লাহ তা'আলা যেন আপনাকে আপনার অন্তরে লালন করা স্বপ্নকে দৃশ্যমান অবস্থায় পৃথিবী আপনি দেখে যেতে পারেন।
🌹এবার আসি মূল কথায় কেন আজকে লিখতে বসলাম। আজ প্রিয় ফাউন্ডেশনের ৯০০তম "স্ট্যাটাস অফ দ্যা ডে" আমার কিছু অনুভূতি আমি তুলে ধরার চেষ্টা করছি। সত্যিকার অর্থে কিছু অনুভূতির ভাষা প্রকাশ করার মত নয়, কিছু অনুভূতি লিখে শেষ করা যায় না, কিছু মানুষের বিষয়ে লিখেতে গেলে কলমের কালি থাকলেও ভাষা খুজে পাওয়া যায়না,
👉প্রাণ প্রিয় গ্রুপের সকল সদস্যদের এবং সকল দায়িত্বশীল ভাই ও বোনদের জানাই অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং বুকভরা ভালোবাসা সেই সাথে লাল গোলাপের শুভেচ্ছা,
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র তুলে ধরি জীবনের একাংশ সেই সাথে আমি হয়ে যাই "স্টেটাস অফ দা ডে" প্রিয় ফাউন্ডেশন এর ৯০০তম দিনে।
সেদিন থেকেই আমি প্ৰিয় ফাউন্ডেশন এক জন কমিউনিটি ভলান্টিয়ার। সত্য বলতে কি প্ৰিয় ফাউন্ডেশনের ৯০১ তম দিনের আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো না যেমন ছিল আমার এসএসসি পাস (২০০৪ সালে) করার অনুভূতি।
যদিও আমি একাধিকবার "স্টেটাস অফ দা ডে" হই তারপরও প্রথম "স্টেটাস অফ দা ডে" লিংকটা আমি সবার উদ্দেশ্যে দিলাম।
Md Iqbal Hossain ভাইয়া প্রোফাইল থেকে কপি করলামঃ অভিনন্দন ১১
"স্ট্যাটাস অব দ্যা ডে"-257 Date :- 20/06/2020
https://www.facebook.com/groups/youngentrepreneurs bdiqbal/permalink/964225490715474/
https://www.facebook.com/groups/youngentrepreneurs
bdiqbal/permalink/963756454095711/
আমাকে "স্টেটাস অফ দা ডে" হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন সেই..... সৌদি আরব থেকে প্রিয় Hazi Farid Hossain ভাইয়া। অনেক ভালোবাসা ভাই।
করতে গিয়ে কিছু মানুষের সাথে এভাবে মিশে গেছি এ যেন আমার আরেকটি পরিবার।
নবম ব্যাচ থেকে আজ পর্যন্ত কিছু ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করলে বড় বেমানান লাগে।
Shahadat Hossain Nobel ভাই যার মাধ্যমে আমি নিজেকে যুক্ত করি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে।
ফেনী জেলার অফলাইন মিটআপের মাধ্যমে প্রিয় ফাউন্ডেশন এর সাথে আমার একটিভিটিস শুরু হয়। উপস্থিত ছিলেন Jahedul Islam Emon ভাইয়া যার হাত থেকে একটি ফুল আমাকে অনেক অনুপ্রাণিত করে।
* প্রিয় প্লাটফর্মের একাধিক পোস্ট করি নিজ জেলা সেই সাথে ঢাকার জোন মেসেঞ্জারে এড হওয়ার জন্য। Sagar Banik দাদার হাত ধরে Anamol Haque ভাইয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা মেসেঞ্জারে। আমার এখন স্পষ্ট মনে আছে রাত তিনটার সময় আমি দাদাকে ফোন করি। আমি জানি যে দাদা একজন ফার্মাসিস্ট। তাৎক্ষণিক যা ছিল আমার জন্য আরেকটি অনুপ্রেরণা।
কেরানীগঞ্জ জোনে এড হওয়ার পরই "স্ট্যাটাস অফ দ্যা ডে" হই সেই সাথে হয়ে যাই কমিউনিটি ভলান্টিয়ার। জোন থেকে আমাকে সেলিব্রেশন দেওয়া হয়। সেই অনুভূতি কখনো ভুলার নয়।
কেরানীগঞ্জ জোনে এড হওয়ার পরই "স্ট্যাটাস অফ দ্যা ডে হই সেই সাথে হয়ে যাই কমিউনিটি ভলান্টিয়ার। জোন থেকে আমাকে সেলিব্রেশন দেওয়া হয়। সেই অনুভূতি কখনো ভুলার নয়। বন্ধুবর MD Tofayel Bhuiyan Toha & Abdus Salam Bhuiyan Zahidul Islam Zahid Najnin Rimi আপনাদের খুবই মিস করি। আরো অনেকেই এই মুহূর্তে কল্পনায় দেখছি কিন্তু নাম আসতেছে না ।
প্রিয় ফাউন্ডেশনের ১০০০তম দিন থেকে আমি ওয়ারী জোনে
আছি Foysal Bin Sharif ভাইয়ের হাত ধরে। Ismat Hasan Md. Roman Sarkar Md Shovon Md Sohel Rana ভাইয়াদের হাত ধরে আমি থানা এম্বাসেডর মূলত একাধিক বার "স্ট্যাটাস অফ দ্যা ডে" হওয়ার জন্য ভাইয়াদের অনুপ্রেরণা অনস্বীকার্য।
মূলত প্রথম "স্টেটাস অফ দা ডে" হওয়ার পরই প্রিয় ফাউন্ডেশনের একটিভিটিস আমার অনেক উন্নতি ঘটে।
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সুপার কার্যক্রম
"স্ট্যাটাস অফ দ্যা ডে" এর প্রস্তাবক, বাস্তবায়ন টিম প্রতিনিধি কাজ করে যাচ্ছেন তাদের সবাই ৯০০ তম দিনে জানাচ্ছি বিনয় শ্রদ্ধা ও ভালোবাসা। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সুপার এক্টিব সোড টিম। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো মহান আল্লাহ তায়ালা প্লাটফর্মের সবাই কে ভালো রাখুন সবসময়।
আশা নয় বিশ্বাস "স্ট্যাটাস অফ দ্যা ডে" এই সুপার কার্যক্রম চলবে যুগ যুগ ধরে ইনশাআল্লাহ ।
#নিজের_বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সাক্ষী থাকবে ইতিহাসের সেরা সফলতা ও বিফলতার গল্পের মাধ্যমে আমার মত যারা "স্টেটাস অফ দা ডে" হয়েছেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানায়ে বিদায় নিচ্ছি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
আন্তরিক শুভকামনায়,
Md Mahbubur Rahman Bhuiyan
জোন এম্বাসেডর ওয়ারী, ঢাকা।
ব্যাচঃ নবম, রেজিষ্ট্রেশনঃ ৯৬১৩
সদস্যঃ প্রমোশন, হাট মনিটরিং এবং টপ-২০ ক্লাব।
স্বত্বাধিকারীঃ Women's Bd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹