একজন ভাল মানুষ ও সফল উদ্যোক্তা হতে পারি।
৯০০তম দিনে অনুভতি প্রকাশ
বিসমিহী তাআলা
মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যে মহান করুণাময় আজও আমাদের কে তাঁর এই সুন্দর ধরণীতে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ|
দরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া খাতামুননাবীঈন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর।
গভীর শ্রদ্ধা ভক্তি সালাম ও ভালোবাসা- প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক- লক্ষ তরুণ-তরুণীর আইডল Iqbal Bahar Zahidস্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ।স্যারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।
অভিনন্দন
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৫২
Date:- ২১/১০/২০২১ইং
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1424584681346217/
অতি ছোট কয়েকটি শব্দ উদ্যোক্তা ও ভলান্টিয়ারিং এর দায়িত্ব বাড়িয়ে দেই, নব উদ্যোগে কাজের গতি বাড়িয়ে দেই। একজন সদস্য স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হওয়া বড় অনুপ্রেরনার। শত শত সদস্য অভিনন্দন পাওয়া সত্যিই অসাধারন অনুভতি, অনুভব করা যায় প্রকাশ করা বড় কঠিন।
SOD এর পোস্ট এর মধ্যমে প্রতিটি মানুষের লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ হয়। জীবনের গল্প উঠে আসে।
আমারও তাই হয়েছে, জীবনের কঠিন থেকে কঠিন সময় যখন পার করতেছিলাম তখন শ্রদ্ধেয় লিডার Bhuiyan Shabbir সাহস ও অনুপ্রেরনা, Mostak Ahmad Mridha ভাই এর সহযোগিতায় SOD পোস্ট করার সাহস পাই, দীর্ঘ ১৫দিন সময় দিয়ে SOD পোস্ট লেখার পর পোস্ট করা হয়।
ফাউন্ডেশনের প্রিয় ভাইয়া আপুদের সাপোর্ট ভালোবাসা না পেলে সাহসই স্ট্যাটাস অফ দা ডে পোস্ট করা হতো না । সবার অনুপ্রেরণায় উৎসাহ ও ভালোবাসায় সিক্ত হয়ে এসোডি নির্বাচিত হয়েছিলাম। আজও কৃতজ্ঞতা প্রকাশ করছি জাগো নরসিংদীর সহ যোদ্ধা/সহযোগী বন্ধু ভাইয়া আপুদের প্রতি।
SOD ১ম দিন থেকে শুরু করে আজ ৯০০তম দিন, আজ পর্যন্ত হাজারো ভলান্টিয়ার তৈরি হয়েছে SOD এর মধ্যমে, একজন সদস্য থেকে উঠে আসে উপজেলা, জেলা ও সেন্টালের সকল দায়িত্বে। সকল দায়িত্বে এগিয়ে যাওয়ার অন্যতম একটি সিড়ি SOD পোস্ট।
শ্রদ্ধার জ্ঞাপন করছি ভালাবাসার প্রিয় Md Iqbal Hossain সহ যারা নিরলস ভাবে "স্ট্যাটাস অব দ্যা ডে"- নির্বাচনে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালবাসা। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি নরসিংদী জেলার সকল দায়িত্বশীলদের প্রতি।আপনাদের ভালবাসা ও সহযোগিতায় আজ পর্যন্ত পথ চলা সম্ভব হয়েছে।
সবার নিকট দোয়া চাই, ভলান্টিয়ারিং-দায়িত্ব পালনের সাথে একজন ভাল মানুষ ও সফল উদ্যোক্তা হতে পারি।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেমন আমার ভালবাসা, অনুপ্রেরনা নাম, ফাউন্ডেশনে আছি থাকবো ইন শা আল্লাহ।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
ধন্যবাদান্তে
রায়হানুর রহমান
স্বত্বাধিকারী
হাজী আলতাফ রহ. অয়েল মিল
নিজস্ব মিলে ঘানী ভাঙ্গা খাঁটি সরিষার তেল পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
এম্বাসেডর
নরসিংদী সদর উপজেলা
১২/৫৯৩৪৭