শিখার কোন শেষ নাই,জানার কোন শেষ নাই।
৯০০ তম দিনে অনুভূতি প্রকাশ 💝
সবাইকে আদাব /নমস্কার
✍️শুরুতে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন।
কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা মা বাবার প্রতি, ছোট বেলা থেকে অতি যত্নে লালন পালন করে বড় করেছেন।
সবার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় স্যারের প্রতি।
✍️নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গ্রুপের সকল নিবেদিত প্রাণ সম্মানিত মডারেটর এবং ভলেন্টিয়ারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। অফুরন্ত শুভেচ্ছা এবং ভালবাসা।
✍️স্যারের প্রিয় উক্তি এবং আমাদের জন্য শক্তিশালী বানীর মধ্যে একটা বানী।
❤️ সপ্ন দেখুন,
সাহস করুন,
শুরু করুন,
লেগে থাকুন,
সফলতা আসবেই ❤️
✍️নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমার সপ্নের প্লাটফর্ম। প্রতিনিয়ত মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি এত সুন্দর একটা প্লাটফর্ম এবং প্রিয় স্যারকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।মনে মনে এইরকম একটা প্লাটফর্ম খুঁজতেছি।এবং অবশেষে পেয়ে গেলাম। মোটিভেশান ভিডিও দেখতে পছন্দ করি, যখন পেলাম তখন ১৭ তম ব্যাচের সেশন ১৩, বার বার আগেকার ভিডিওগুলো শুনতে থাকি।প্রিয় ফাউন্ডেশনের প্রতি আসক্ত হয়ে পড়ি।রেজিষ্ট্রেশন করে ফেলি প্রিয় JA Pervaj ভাই ভাই। চমৎকার একজন ভালো মানুষ। প্রিয় Abu Taher ভাই এর মাধ্যমে আদর্শ ফেনী জেলা সেশন চর্চা ক্লাসে যুক্ত হই।প্রথম দিনে পরিচিত হই J M Faruk ভাই, Manik Laal দাদা, Nasima Bhuyian আপু, Hashem Khondokar ভাই সহ আরও অনেকের সাথে। স্বরণীয় হয়ে থাকবে সবসময়।
✍️পরবর্তীতে সৌদি আরব টিমে প্রিয় Mar Ali Mortuza ভাইয়ের মাধ্যমে যুক্ত হয়েছি সেশন চর্চা ক্লাসে।সবাই এতটাই আন্তরিক এবং ভালো মনের মানুষ। নিয়মিত সেশন চর্চা ক্লাসে যুক্ত থাকি।প্রথম প্রথম ডাকলে লিভ নিয়ে নিতাম,এরপর কিছু দিন ডাকলে কথা বলতাম না। কিছুদিন যাওয়ার পর শুধু পরিচয় দিতাম। উনারা কত সুন্দর করে কথা বলে আমি তো পারি না ভয় লাগতো। প্রিয় Fardous Ahmed Khandaker ভাই, Siraj Sittu ভাই, Mohammad Dulal ভাই Nabin Nabin ভাই, নতুনদের সবসময় অবয় দিতেন এবং কথা বলার জন্য উৎসাহিত করতেন। আন্তরিক ধন্যবাদ জানাই সবার প্রতি।
✍️প্রায়ই এস ও ডি নিয়ে কথা বলেন প্রিয় Jahangir Alam Sheikh ভাই, স্টাটাস অপ দ ডে কি জানতাম না। আমি কাউকে প্রশ্ন করতাম না এটা আমার বদঅভ্যেস। আমি শুনতাম একদিন উত্তর পেয়ে গেলাম। এস ও ডি কি,,, প্রিয় জাহাঙ্গীর ভাইয়ের কথা শুনে সাহস করে ঐদিন রাতেই পুরো গল্প লিখি।আমার মনে হয় না পরিক্ষায় রচনা এত বড় লিখেছি।লেখা শেষ করে নিজেই অবাক।
✍️সাহস করেছি বলে আমি পেরেছি আমি কখনো রচনা দুই পাতা বেশি লেখেছি বলে মনে হয় না কিন্তু স্যার এবং ভালো মানুষের প্লাটফর্ম এ ভালো মানুষদের অনুপ্রেরণা পেয়ে পুরো একটা বই লিখেছি আমার মনে হয়।
✍️প্রথমে কিভাবে শুরু করবো জানার চেষ্টা করেছি আগেকার স্টাটাস অপ দ্য ডে দেখে সত্যিই প্রতিটি গল্পে আমাকে অনুপ্রাণিত করে।
✍️নিজের জীবনের গল্প গ্রুপে পোস্ট করতে পেরেছি অনেকটা নিজেকে হালকা লাগছে। কেউ শুনতে বা পড়তে চায় না একমাত্র নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে প্রিয় স্যারে আমাদেরকে সুযোগ করে দিয়েছে।
✍️জিবনের গল্প পোস্ট করে আমি হতবাক। আমার পেইজবুক ফ্রেন্ড এবং শুভাকাঙ্ক্ষী প্রিয় প্লাটফর্ম এর ভাই বোনদের অনেক বেশি গঠন মূলক মন্তব্য। আমাকে আবার নতুন করে নিজেকে আবিষ্কার করতে সাহায্য করেছে।আমি এখনও মাঝে মধ্যে উনাদের কমেন্ট গুলো পড়ি।এতটাই ভালোবাসা দিয়েছে ভাষায় প্রকাশ করা সম্ভব না।
✍️ভালোবেসে টানা ৬০ দিনের বেশি সময় দিয়েছি গ্রুপে(৭৭৫তম এস ও ডি) এবং অনেকের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে। এখান থেকে বের হতে পারি না ভালোবাসার টানে।কি এক মায়া ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন প্রিয় স্যার।ছোট বড় সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রতিনিয়ত মুগ্ধ করে।সবার কথা শুনি ভালো লাগে অনেক। অনেক কিছু শেখার আছে এবং শিখতে চাই।
✍️প্রিয় Md Iqbal Hossain ভাই এর আই ডি থেকে এস ও ডি ঘোষণা করা হয় 👇
https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1586903398447677/
👆সময় করে ভিজিট করে আসার আমন্ত্রণ রইলো এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন।
✍️পৃথিবীতে মায়ের আশির্বাদ বড় আশির্বাদ, মাকে বলেছি আমি আমার জিবনের গল্প লিখেছি। মা বাহবা দিতেছে আমাকে, এত বড় হয়েও পড়াশোনা করতেছি।শিখার কোন শেষ নাই,জানার কোন শেষ নাই।
✍️সবচেয়ে বড় কথা একা বড় হওয়ার মধ্যে কোন বাহাদুরি নাই। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া বাহাদুরি, বড় শক্তি।প্রথম এস ও ডি এর মাধ্যমে কমিউনিটি ভলেন্টিয়ার হয়ে কাজের প্রতি ভালোবাসা বেড়ে যায়। প্রতিনিয়ত চেষ্টা করি কারও না কারও উপকার করার জন্য এবং তাদের রিভিউগুলো প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আরও বেশি কাজ করতে।
✍️সবার ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত এবং আনন্দিত।সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।এভাবে ভালোবেসে পাশে থাকবেন সবসময় প্রিয় পরিবার।সবার জন্য আবারও দোয়া ও ভালবাসা রইলো।
(লেখায় ভুল হলে হ্মমা করবেন প্লিজ)
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
শুভেচ্ছান্তে💗💗💗💗
মিল্টন কান্তি ভৌমিক
ব্যাচ ১৭
রেজি নং ৮৪১৯২
প্রমোশন টিম মেম্বার
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
হাট মনিটরিং টিম মেম্বার
স্যোশাল মিডিয়া ফিডব্যাক টিম মেম্বার
একজন গর্বিত কমিউনিটি ভলেন্টিয়ার
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
জেলা ফেনী বর্তমানে সৌদি প্রবাসী
কাজ করতেছিঃ👇 D.k fashion
কুর্তি,পান্জাবী,ব্যাগ,কম্পোটার ইত্যাদি
(পাইকারি এবং খুচরা)
পেইজ লিংক 👇
https://www.facebook.com/dkfashionm