এখান থেকে আমি পেয়েছি একটা পরিবার,লাখ লাখ ভাই বোনের ভালবাসা
❤️৯০০ তম দিনে অনুভূতি প্রকাশ❤️ অনুভূতি প্রকাশ❤️ অনুভূতি প্রকাশ❤️
বিসমিল্লাহির রহমানির রহিম
🕋আসসালামু আলাইকুম🕋
✍️ শুকরিয়া জানাই, সেই মহান রব্বুল আলামিনকে যিনি অত্যান্ত দয়ালু ও ক্ষমাশীল। যার রহমতে আমি ও আমার পরিবার এখন ও সুস্থভাবে জীবন যাপন করে যাচ্ছি।
ধন্যবাদ জানাই, আমাদের নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের মেন্টর, শিক্ষক,উদ্দোক্তা গড়ার কারিগড়,লক্ষ লক্ষ তরুন তরুনীর আইডল,জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে। যার অক্লান্ত পরিশ্রম ও ভালবাসার বিনিময়ে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন।
ধন্যবাদ জানাই সেই সকল কোর ভলেন্টিয়ার,মডারেটর, কান্ট্রি এম্বাসাডর, ডিসট্রিক্ট এম্বাসাডর, থানা এম্বাসাডর, ক্যাম্পাস এম্বাসাডর, কমিউনিটি ভলেন্টিয়ার ও আজীবন সদস্যদের কে যারা সেই শুরু থেকে আজ অবদি সম্পন্ন বিনা পয়সায় এই ফাউন্ডেশনের জন্য কাজ করে যাচ্ছেন।
নিজের বলার মত গল্প ফাউন্ডেশন হতে প্রথম বারের মত SOD হওয়ার মুহুর্ত। আমি কখন ও ভাবতেই পারিনি এই ফাউন্ডেশনের ভাই বোনেরা আমাকে এত ভালবাসে। ফাউন্ডেশনের ভাই বোনদের এত ভালোবাসাই, আমি আজ সত্যি মুগ্ধ,ও আনন্দিত।
👉ফাউন্ডেশনে যুক্ত হই ইমরান নাজির ভাইয়ের মাধ্যমে আর রেজিষ্ট্রেশন করে দেয় আমাকে,
১৬ তম থেকে ক্লাস আজ পর্যন্ত যশোর জেলার ভাইবোনদের উৎসাহ পেয়ে এগিয়ে চলার সাহস পায়
আর জেসমিন রোজ আপুর ডাকে প্রথম মিট আপে যুক্ত হই সেখানে ইউনুস আলী ভাইয়া, মেহেদী হাসান রুবেল দুলাভাই, হালিম রেজা ভাইয়া সহ আরও অনেক সদস্যদের সাথে পরিচিত হয়ে আমার সাহস হলো সামনে আগানোর ।সেই দিন থেকে শুরু করে, আজ পর্যন্ত লেগে আছি
প্রতিদিন সেশন ক্লাসে জয়েন করতাম
১৫ দিন ক্লাস করার পর মেহেদী হাসান রুবেল দুলাভাই সিনিয়রদের SOD হওয়ার জন্য বলছিল আমি শুনেই দুলাভাইকে নক করি তখন দুলাভাই তার SODআমাকে শেয়ার করে আমি ৩ দিনের মধ্যে লিখে দুলাভাইকে পাঠালে বলল এবার পোস্ট করেন ফাউন্ডেশনের সিনিয়র ভাই বোনেরা, আমাকে ভালোবেসে SOD করেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ
❤️আমার না বলা কথাগুলো
আমি আমার জীবনের যে কথাগুলো কখন কারো সাথে বলি নাই। আমার দুংখ,কষ্ট না পাওয়ার বেদনা, আমার স্বপ্ন আমার সংসার জীবন নিয়ে লিখে, আমি SOD হয়েছি।
❤️কমিউনিটি ভলান্টিয়ার কাজ সমূহ ?
নিজের ব্রান্ড ভ্যালু তৈরি করতে হবে :- আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে এবং তার জন্যে বেশি করে গ্রুপে পোষ্ট ও ভিডিও পোস্ট করতে হবে এবং স্ট্যাটাস লিখতে হবে, এতে আপনার পরিচিত বাড়বে এবং সেই সাথে ব্রান্ড ভ্যালু বাড়বে।
❤️ আমি যা কিছু পেয়েছি তার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই।
এখান থেকে আমি পেয়েছি একটা পরিবার,লাখ লাখ ভাই বোনের ভালবাসা, যেখান থেকে আমাকে সাহস যুগিয়ে সামনে এগিয়ে নিয়ে চলেছে প্রতিনিয়ত
কৃতজ্ঞতা জানায় এই ভালবাসার মানুষ গুলোর জন্য যারা আমাকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন
আমার SOD লিংক সময় পেলে একটু উকি দিবেন সবাই
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1528224680982216/
প্রতিনিয়ত সকল ভাই বোন সহযোগিতা করেন প্রত্যেকের সহযোগিতায় আমি আজ স্বপ্ন দেখার সাহস পায়, যারা আমাকে প্লাটফর্মে এগিয়ে চলার জন্য সব থেকে বেশি সহযোগিতা করেন তারা হলেন
Jesmin rose
Kibria Imran
Belal H ShAhiD
Abu bokker siddik
Younus Ali
RM Rony
Halim Riza Ak
Mehdi Hasan Rubel
Jobeda khatun tuni
Abul Kalam Azad
এই ভাইবোন গুলো আমাকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমি তাদের মঙ্গল কামনা করি
📌 স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
শুভকামনায়
ফাতেমা আজাদ
কমিউনিটি ভলেন্টিয়ার
উপজেলা এম্বাসিডর
প্রোমশন টিম মেম্বার
সোস্যাল মিডিয়া ফিডব্যাক টিম মেম্বার
ব্যাচ ১৫
রেজিষ্ট্রেশন নাম্বার ৭৭৮১৬
নিজ জেলা যশোর
আমার পেজ
https://www.facebook.com/profile.php?id=100064147680584