ভালো কাজ কখনো হারে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
৯০০ তম দিনে SOD হওয়ার অনুভূতি প্রকাশ
আলহামদুলিল্লাহ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এমন একটি প্লাটফর্ম যার অনুভূতি বলে শেষ করার মত নয় ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি যিনি নিজের সময় ব্যয় করে আমাদের জন্য বিনা পারিশ্রমিকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রতি নিয়ত শিক্ষা এবং উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
বৃষ্টি সবার জন্যই পড়ে,তবে ভিজে কেউ কেউ।
SOD হওয়ার আগে দায়িত্বশীলদের চাইতে কোন অংশে কম কাজ করতাম না।অদম্য টাংগাইল জেলার দায়িত্বশীল যারা আছেন তারাই আমার সম্পর্কে ভালো বলতে পারবেন।
সম্মানিত কোর ভলান্টিয়ার ইবনে সাইম রানা ভাই একদিন বললেন,আপনি তো খুব ভালো কাজ করেন আপনি দায়িত্বে চলে আসেন আরো ভালো কিছু করতে পারবেন।তার কাছ থেকে পরামর্শ নিলাম কিভাবে দায়িত্বে আসতে হয়,তিনি বললেন দায়িত্বের প্রথম ধাপ হচ্ছে কমিউনিটি ভলান্টিয়ার এটা হতে হলে SOD হতে হবে না হলে টপ ২০ তে আসতে হবে।
একসাথে যারা সেশন চর্চা ক্লাস করতাম তারা সবাই কমিউনিটি ভলান্টিয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমি হতে পারছিনা,লাইক কমেন্ট পোস্ট করে যাচ্ছি কিন্তু টপ টুয়েন্টিতেও নাম আসে না।
কমিউনিটি ভলান্টিয়ার আমাকে হতেই হবে সেটা যেভাবেই হোক,দায়িত্বশীলদের পরামর্শ নিয়ে লিখতে শুরু করলাম আমার জীবনের গল্প প্রায় ১৫ দিন পর লেখা সমাপ্তি করে একদিন পোস্ট করলাম।
আলহামদুলিল্লাহ!অদম্য টাংগাইল জেলার সকল ভাইবোনদের সহযোগিতায় SOD হয়েই গেলাম।
ভালো কাজ কখনো হারে না।
সবার উনুপ্রেরণায় কাজের গতি আরো বেড়ে গেল,হঠাৎ দেখি উপজেলা এম্বাসেডর হিসেবে আমার নাম চলে এসেছে।
আলহামদুলিল্লাহ এখন উপজেলা সেন্ট্রাল টিমে কাজ করে যাচ্ছি এবং পাশাপাশি একজন উদ্যোক্তা হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি,সবাই আমার জন্য দোয়া করবেন একজন সফল উদ্যোক্তা হয়ে যাতে পরবারের জন্য সমাজের জন্য এবং দেশের জন্য কাজ করতে পারি।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে লেগে আছি এবং সারা জীবন লেগে থাকতে চাই।
আমার ১ম SOD গল্পের লিংক;
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1518283048643046/
সকলের জন্য শুভ কামনা এবং ভালো বাসা,সকলেরই তৈরি হোক নিজের বলার মত একটা গল্প এই প্রত্যাশায়...
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
Mominul Islam Sarkar
১২/৩৬৬৬৬
উপজেলা এম্বাসেডর (দেলদুয়ার)
জেলা টাংগাইল
ফাউন্ডার #কিনতে_পারেন