অসহায়ের পাশে পুরো পরিবার
🐝🐝🐝🐝🐝🐝🐝
✊✊ এমন দিনে তারে বলা যায়
""৯০০ তম দিনে SOD হওয়ার অনুভূতি প্রকাশ""
নামক শিরোনামটি দেখামাত্র আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। কোন একটি বিষয়ের উপর অনুভূতি প্রকাশ করে লেখা যাবে না। এটা শুধু অনুভবের বিষয় ।
ভবঘুরে সুকান্ত চন্দ্র শীলের ভালোলাগার ভালোবাসার প্রিয় পরিবার যেখানে তিনি তার সবকিছু খুঁজে পেয়েছেন সেখানে কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় এটার ভাষা আমার জানা নেই। তবু ও প্রকাশ করার চেষ্টা করছি।
প্রিয় পরিবারের জনক "জনাব ইকবাল বাহার জাহিদ" স্যার এর অনুপ্রেরণায় প্রিয় দায়িত্বশীল ভাই-বোনদের ভালোবাসায় আজ আমি একজন স্বেচ্ছাসেবক। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। আমার প্রভুর কাছে একটি প্রার্থনা করি তারা যেন থাকে ভালোভাবে, সুখে যেন জীবন কাটিয়ে দিতে পারে। আমার পুরো পরিবার যেন থাকে দুধে ভাতে সেই প্রত্যাশা রাখছি।
🧨 হাটি হাটি হাটি হাটি পা পা করে বিশাল এক পরিবার হয়ে গেছি আমরা । দেশ থেকে বিদেশে আমরা রেখেছি আমাদের কার্যের মাধ্যমে আমাদের সাফল্য । সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা দেশ জাতি তথা পৃথিবী গড়ার দায়িত্ব নিয়েছি । আমরা শুধু মুখস্ত বিদ্যায় পারদর্শী নয় । প্রকৃত জ্ঞানী আমরা দক্ষতা অর্জন করছি । ৩৬৪ কে সদস্য পূর্ণ হয়েছে । ইকবাল বাহার জাহিদ স্যারের লাগানো সেই গাছটি আজ বটবৃক্ষকে পরিণত হয়েছে । তার শিকার অনেক গভীরে । ডালপালার বিস্তৃতি ব্যাপক । ক্লান্ত মানুষকে ছায়া দিচ্ছে । ফল ফুল দিয়ে সেবা করছে পৃথিবীর অভুক্তদের । সৃষ্টিকর্তার এক অশেষ কৃপা ।
🧨🧨 একজন অন্ধ যদি চোখ ফিরে পেয়ে চোখ । অনিন্দ্য সুন্দর পৃথিবী যদি দেখার সৌভাগ্য হয় । এমন অনুভূতি প্রকাশ করার সুযোগ তার ভাষায় প্রকাশ করতে পারবে না । আমি সুকান্ত সৈকত ঠিক তেমনি একজন অন্ধ মানুষ । নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আমাকে তৈরি করে দিয়েছ আমাকে চোখের আলোর পূর্ণ ব্যবহার করতে শিখেছে । এত অনুভব এর বিষয় ।
🧨🧨🧨 এদিনটি আমার কাছে ঈদ আনন্দের মতো মনে হয় ।। এক মহোৎসব । আমি এই প্রিয় পরিবারে এক নতুন দিক সূচনা হয়েছে মনে হচ্ছে । বাঙালি জাতি স্বাধীনচেতা । পুরো পরিবারের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে হয়েছে মানুষ মুক্তবাক চিন্তার অধিকারী । আমি তাদের মাঝে একজন । আজ মানুষ অনলাইন কে সদ্ব্যবহার করে জীবন-জীবিকার মাধ্যমে সে বেছে নিয়েছে । বাঙালি সময়ের মূল্য দিতে শিখিয়েছে । এই অবদান নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের । অনেকের স্বপ্ন পূরণ করছে এই পরিবারের সদস্য হয়ে । এক অন্যরকম অনুভূতি । শুধুমাত্র এই পরিবারের সদস্যরাই তা উপলব্ধি করতে পারে ।
🌺🐝🐝🐝🐝🌺
✊✊✊ ওরে তোরা উলুধ্বনি
দে
SOD এর গুরুত্ব
জীবন মানেই প্রতিযোগিতা। প্রতিযোগিতা ছাড়া সৌন্দর্য কল্পনা করা যায় না। ছোটবেলা থেকেই প্রতিযোগিতাকে আমি পছন্দ করি। লেখার প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি লেখকদের মাধ্যমে আমরা সুন্দর লেখা উপস্থাপন করতে পারি। প্রতিদিন রাত হলেই আমরা অপেক্ষা করি আজকে সেরা লেখক বা লেখিকা কে হবেন। এর মাধ্যমে আমরা লেখার মান উন্নয়ন করতে পারি। সুন্দর সুন্দর লেখক তৈরি হতে পারে। আমি যে সুন্দর লিখতে পারি তা এই শডএর মাধ্যমেই নিজেকে খুঁজে পেয়েছি, আজ বলতে আমার দ্বিধা নেই।
স্ট্যাটাস অফ দ্য ডে আমি যতদূর যাই যেখানে যাই এই প্রতিযোগিতাকে আমি সম্মান করবো শ্রদ্ধা করব। আমার শিরা-উপশিরা যেমন রক্ত বহমান থাকে ঠিক তেমনি এই স্ট্যাটাস অফ দ্য ডে আমার হৃদয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে বহমান থাকবে। ভুলিতে পারিনা কোন একদিন।
এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রেখে যাচ্ছি প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত। নতুনরা আগ্রহ প্রকাশ করতেছে নতুন কিছু সৃষ্টির মাধ্যমে। এই মাধ্যমটাকে আমি বলব জ্ঞানী গুণীজন তৈরির কারখানা। আমাদের পরিবার আমাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যতগুলো কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয় এটা শ্রেষ্ঠতম। কলমি যোদ্ধা তৈরি হয়।
🧨 এই রোবটিক্স দুনিয়ায় আমরা অনলাইন প্লাটফর্ম অনেক সংগঠন দেখেছি ফাউন্ডেশন দেখেছি যেখানে ভালোমানুষি চর্চা আমি কখনো দেখিনি । একজন সাদামাটা মানুষ এখানে এসে পুরো পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্টায় সে হয়েছে একজন আন্তর্জাতিক মানের সেরা মানুষ । একজন অসভ্য সভ্যতার আলোর দিশারী দেখতে পায় । আজ প্রিয় পরিবার একসাথে প্রায় তিন লক্ষাধিক সদস্য হয়েছি । অটুট থাকবে আমাদের এই বন্ধন । চির অমলিন থাকুক আমাদের এই হাসিমাখা মুখ গুলো ।
🧨🧨 এই সভ্যতার অগ্রযাত্রায় পাল্লা দিয়ে প্রতিটি সদস্য বিজয় ছিনিয়ে আনততেছে সে একটার পরে একটা । মা-বাবার উত্তম সন্তান হচ্ছে । এক বিশাল অর্জন' । প্রিয় স্যার আমাদেরকে সুন্দর একটি অনলাইন ডায়েস তৈরি করে দিয়েছেন । এখানে আমরা কল্যাণ এর সদ্ব্যবহার করার সুযোগ পাচ্ছি । ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তা । যেখানে প্রতিটি কর্ম বিনিময় অর্থ প্রয়োজন । একেবারে বিনামূল্যে আমরা শিখেছি এবং শিখাচ্ছি । এমন পরিবারের সদস্য হতে পেরে আমরা গর্বিত ।
🧨🧨🧨 প্রত্যেকেরই একটি পরিবার থাকে যেখানে সে নিজের মতো করে মানুষ হয় । এখন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আরেকটি পরিবার । যেখানে তিনি তার আপন পরিবারের মতো বড় হচ্ছে, তৈরি হচ্ছে । বাবা তার সন্তানকে নিয়ে এসেছে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য । স্বামী তার স্ত্রীকে নিয়ে এসেছে এখানে । এক ভাই আরেক ভাইকে এনেছেন । এক বন্ধু আরেক বন্ধুকে । এত ভালো পরিবার কোথায় গেলে পাব !
🌺🐝🐝🐝🐝🌺 দায়িত্বশীলদের ত্যাগ
✊✊✊✊
🧨 আমরা একটি সুন্দর মূর্তি কে প্রশংসা করি । ধন্যবাদ দেই । পাড়ায় পাড়ায় তার সুনাম ছড়িয়ে দেই । কল্পনায় কবিতায় আলোচনায় সেই মূর্তি কে নিয়ে আমরা গত কিনা করি । আমরা মুক্তির জন্য এত কিছু করি আসলে সবকিছু একজন ব্যক্তির জন্য হয়ে থাকে সে হচ্ছে কারিগর । যিনি মূর্তি টা কে তৈরি করেছেন । সকল প্রশংসা সেই কারিগর পায় । সঠিক দিক-নির্দেশনা পরিকল্পনা পেছন দিয়ে আমাদেরকে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর জনক ইকবাল বাহার জাহিদ স্যার এক ঝাঁক তরুণ-তরুণীকে দায়িত্ব দিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার মত অনেক সুকান্ত সৈকত তৈরি হচ্ছে । আপনাদের ঋণ কোন কিছুর বিনিময় শোধ করার নয় । আপনাদের নিরলস পরিশ্রম আমাদেরকে অবাক করে দিয়েছে । আপনাদের রোবটিক আচরণ আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিখিয়েছে । আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে কার্য সমাধান করার জন্য অনুপ্রেরণা । আপনাদের ভ ভ্রাতৃত্ব সুলভ আচরণ শুধু আমাকে নয় পুরো পৃথিবীতে অবাক করে দিয়েছে । We are proud of you . আপনাদের তিল তিল যত্নে এক বিশাল পরিবার তৈরি করেছেন . তেমনি এক একটি সদস্য লালিত হচ্ছে সেই আদরে । আজ আমরা আনন্দে আত্মহারা দিন দিন আমাদের সদস্য বেড়েই চলছে । ভালো মানুষের ভিড়ে আরো ভালো মানুষ যোগ হচ্ছে । এক অন্যরকম অনুভূতি যা শুধু নিজের বলার মত একটা গল্প পরিবারের সদস্যদের ভোগ করার সুযোগ রয়েছে ।
🧨 আমি যখন এই পরিবারে নবাগত তখন জ্ঞান পিপাসু মন বারংবার আপনাদেরকে প্রশ্ন করে বিরক্ত করেছি । আপনারা বিনয় দিয়ে এই সুকান্ত কে তৈরি করেছেন বুঝিয়েছেন সুন্দর ভাবে কিভাবে পোস্ট করতে হয় ।
কিভাবে লিখতে হয়,
সেশন গুলো কোথায় এবং কিভাবে পড়তে হয় ।
কিভাবে জ্বালাতন সহ্য করতে হয় ।
আপনাদের সহমর্মিতা আমার ভিতর ভালো মানুষি চর্চা করতে বাধ্য করেছে ।
🧨🧨🧨 কথা বলার জড়তা সেশন কে আমি একটু ভিন্নভাবে বলবো । আমরা অনেক কিছু শিখেছি জেনেছি বুঝেছি । কিন্তু তা আমরা প্রকাশ করতে পারিনা আমাদের বক্তিতা দ্বারা । কথা বলার জড়তা সেশন এমন একটি মাধ্যম যার মাধ্যমে প্রতিটি ব্যক্তি তার মনের ভিতরে সুপ্ত প্রতিভা কে জাগ্রত করে । একজন সুবক্তা হয় একজন ভাল মানুষ হয় । প্রতিটা ব্যক্তিদেরকে আপনারা শিখিয়েছেন কিভাবে কথা বলতে হয়l
তার জন্য পিছিয়ে পড়েছি অনেক সম্ভাবনা থাকতেও।
আমরা বাঙালি আমরা জ্ঞান-গরিমায় অনেকটা উচ্চ ধারণা পোষণ করি ।
আমাদের সুপ্ত প্রতিভা কে জাগ্রত করার জন্য সুযোগ থাকলেও আমরা সঠিকভাবে আমরা আমাদের মুখনিঃসৃত বাণী দ্বারা প্রকাশ করতে পারিনা
আমাদের এই কথা বলার জড়তা সেশন এক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করছে । আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা অনেক ভাই বোন কথা বলার জড়তা সেশন এ যোগদান করে আজ তারা সুন্দরভাবে তাদের মনের ভাষা গুলো প্রকাশ করছে।
এটা আমরা বুঝতে পারছে যখন একজন ব্যক্তির 25 থেকে 30 টা ভিডিও দেখতে পেয়েছি ।
সৃষ্টিকর্তার অশেষ রহমত এখানে অবশ্যই প্রবেশ করেছে। সুন্দর করে উপস্থাপন করা একটি সুন্দর মাধ্যম।
আমরা সুন্দর করে কথা বলা শিখছি এই কথা বলার জড়তা সেশন এর মাধ্যমে। পৃথিবীতে আবার দেখা এটাই হয়তো প্রথম কোন অনলাইন প্লাটফর্ম যেখানে একজন আনাড়িকথা বলা শেখানো হয় একদম বিনামূল্যে । এত অনিন্দ্যসুন্দর পরিবার আছে কিনা আমার জানা নেই ।
আমি সুকান্ত সৈকত নিঃসন্দেহে সুন্দর করে কথা বলতে পারছি এই কথা বলা জনতা সেশন এর মাধ্যমে ।
আমি যখন দশম ব্যাচে জয়েন করি তখন কথা বলার জড়তা সেশন দেখে আমি বিমোহিত হয়ে পড়ে এবং নিয়মিত কথা বলার জড়তা সেশন শুনি এবং চেষ্টা করি।
আমার ভিতরে লুকায়িত প্রতিভা প্রকাশ পেয়েছে এই কথা বলার জড়তা শেসনেঈ। প্রিয় পরিবারের ৩৬৪ লক্ষাধিক ভাইবোন মিলে আমরা একটি সুন্দর ডাইস তৈরি করব সেখানে আমরা সুন্দর সুন্দর বাক্য বিনিময় করব শব্দের মাধ্যমে যেটাকে আমরা কথা বলার সেশন মাধ্যম বলতে পারি ।
ইংরেজিতে আমরা অনেকেই লিখতে পারি কিন্তু ক'জন আছে আমরা কথা বলতে পারি । হাতেগোনা অল্প কয়েকজন । আমি যখন বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পড়েছি তখন অনেকেই আমরা আসি পেয়েছি যেটাকে লেটার মার্ক বলা চলে । কিন্তু আমরা ইংরেজি স্যার দের সামনে 5 মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারিনি কারণ আমাদের এই ইংরেজি কথা বলার চর্চা ছিল না বলেই চলে। সময় পরিবর্তন হয়েছে মানুষ অত্যাধুনিক হয়েছে।
মানুষের ব্যবসা-বাণিজ্য চিন্তা-চেতনা এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশে চলে গেছে
দেশী-বিদেশী মানুষের সাথে কথা বলতে গেলে একটি ভাষার প্রয়োজন হয় সেটা এখন দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি দখল করে নিয়েছে ।
আমাদের এক্সপোর্ট এবং ইমপোর্ট চিন্তা-চেতনা করতে গেলে অবশ্যই আমাদের ইংরেজিতে কথা বলতে হবে । আমার মতো অনেক আমি খুঁজে পেয়েছে ইংরেজিতে কথা বলার চর্চা । আমরা অনেক সময় অনেক টাকা ব্যায় করে অনেক শিক্ষাকেন্দ্র গিয়ে আমরা কথা বলার চেষ্টা করি কিন্তু পারি না সঠিক নিয়ম নীতি না জানার কারণে আমরা কিছুদিন ওখানে গিয়ে আবার ফেরত আসি ।
কিন্তু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আমাকে আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই ইংরেজিতে কথা বলার মাধ্যম। আমরা অনেকেই এখন ইংরেজিতে কথা বলতে পারি মনের ভাব প্রকাশ করতে পারি দেশি-বিদেশিদের মাধ্যমে আমরা নতুন নতুন ব্যবসায়িক চিন্তা ধ্যান ধারণা প্রকাশ করতে পারি ।
এর মাধ্যমে পৃথিবী নামক মানচিত্রে বাংলাদেশকে উন্মোচন করতে পারব এক নতুন দেশ হিসেবে আমি বিশ্বাস করি । এত চমৎকার আয়োজন করেছেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ।
সত্যি আমি ধন্য পুরো পরিবারের একজন সদস্য হতে পেরে
🌺🐝🐝🐝🐝🌺
✊✊ লিখতে লিখতে লেখক
🧨 পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে প্রত্যেকেরই নতুন নতুন চিন্তা-চেতনায় পৃথিবী কে সাজাতে চায় । প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র নতুন নতুন সুন্দর চিন্তা চেতনা কর্মকে একত্রিত করে আজকের এই অত্যাধুনিক পৃথিবী আমরা দেখতে পাচ্ছি । আমাদের মাথায় হঠাৎ হঠাৎ নানা পরিকল্পনা জল্পনা তৈরি হয় । আবার কিছুক্ষণ পরেই তা হারিয়ে যায় । সমাজে যারা এই চিন্তা চেতনা গুলি লিপিবদ্ধ করে বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা লেখক-শিল্পী বলে থাকি । সমাজে তারা সুন্দর পরিবেশ ধারণ করে । এরা সমাজে অন্যরকম আদর পায় । কারণ এরা লেখক এরা সাহিত্যিক এরা শিল্পী । এদের কর্মের প্রমাণ আছে।
কিন্তু অধিকাংশ মানুষ চিন্তা-চেতনাকে তারা লিপিবদ্ধ করতে পারেনা । এ কারণে তাদের নাম ইতিহাসের পাতায় উঠে আসে না । কিন্তু এই নিজের বলার মত একটা গল্প পরিবার আমাদেরকে সুন্দর সুন্দর কনটেন্ট রাইটিং করতে সুযোগ করে দিয়েছে ।
আমাদের একটি প্রতিযোগিতার নাম হচ্ছে কমেন্টস প্রতিযোগিতা । এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা টপ টেন বা টপ টুয়েন্টি হতে পারি। আর নিজেকে প্রকাশ করার জন্য সুন্দর কমেন্টস করার বিকল্প আমার বা আমাদের জানা নেই । আমরা প্রথমে যখন এই পরিবারে প্রবেশ করি তখন আমাদের দু'একটা শব্দে কমেন্টস করি । এবং দু'একটা কমেন্টস করতে অনেকগুলো লাইনেআমরা কমেন্ট্স করে ফেলি ।
যখন মানুষ সুন্দর করে লিখে একটি পোস্ট করে তখন আমরা সেটা পড়ে অনুধাবন করি। তার যথোপযুক্ত কমেন্টস করি । কমেন্ট করতে গেলে লিখতে হয় হয় ।
এভাবেই আস্তে আস্তে লেখক হওয়া যাতে পারে এই প্রিয় পরিবারে SOD এর মাধ্যমে ।
আমি আজ সুন্দর সুচারুরূপে লিখতে পারি এই পুরো পরিবারের প্রবেশ করার ফলেই তা নিঃসন্দেহে আমি বলতে পারি । আমার গল্পের মত এরকম হাজারো গল্প আছে যারা একদিন টাইপ করতে সমস্যা হতো লিখতে সমস্যা হতো পড়তে সমস্যা হতো আজ তারা লিখে পড়ে বিভিন্ন ওয়েবসাইটে টাকা আর্ন করতেছে সেটা আসলে সত্যিই অবাক করার মত । এত সুন্দর প্রিয় পরিবারে আজ 3 লক্ষাধিক সদস্য যোগ হয়েছে এই আনন্দ এ বিজয় উচ্ছ্বাস আমার মনকে আরো উৎসাহিত করছে ।
🧨🧨 একজন ভাল মানের লেখক পৃথিবীর সেরা সম্পদ। এই সেরা সম্পদ তৈরি করেন নিজের বলার মত একটা গল্প পরিবার । একজন ভবঘুরে বাউন্ডেলে খুঁজে পায় তার আয়ের এর উৎস একজন লেখক হিসাবে সে পায় পৃথিবীতে এত সুনাম । এ অনুভূতি প্রকাশ করার ভাষা আজও মনে হয় তৈরি হয়নি ।এটাতো উপলব্ধির বিষয় । আমি আজ একজন লেখক হয়েছি এ প্রিয় পরিবারের সম্পূর্ণ অবদান তা আজ আমার বলতে দ্বিধা বোধ হয় না ।
🧨🧨🧨 খাতা থেকে লেখাগুলো অনলাইনে : ছোটবেলা থেকে আমি লিখি লিখি খাতায় লিপিবদ্ধ করেছি । নিজের নামে কখনো প্রকাশ করার সাধ জাগে নি । কখন যে মনের অজান্তে আমি যে একজন আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে লেখক হয়েছি তা আমি দিনক্ষণ ঠিক করতে পারব না । এটা মনে হচ্ছে আমার কাছে মাতৃভাষা শিখার মত । আপনাদের পোস্ট কমেন্টস এর উত্তর দিতে দিতে আমি আজ লেখক হয়ে গেছি । এটা কি এই পরিবারের অবদান নয় !অবশ্যই ।
3 লক্ষাধিক পরিবার যোগ হয়েছে এদের উপস্থিতিতে আমার আজ এ কথাগুলো না বললে নিজেকে ছোট মনে হবে বলে মনে করছি ।
🌺🐝🐝🐝🐝🌺 আমার আমিকে খুঁজে পাওয়া ।
🧨 দশম ব্যাচ এ জয়েন করে আমি বুঝতে পারলাম আমি এতদিন খুজেছি তাই প্রিয় পরিবারের অন্তর্ভুক্ত আছে। নিজের ভালোলাগা নিজের খারাপ লাগা নিজে কি খুঁজতে হয় । খুঁজতে খুঁজতে প্রিয় পরিবারকে পেয়ে গেলাম । এখানে এসে নিজেকে পুনরায় মানুষ করলাম ।
সক্রেটিস বহু বছর আগে বলেছেন,
'নিজেকে জানুন নিজেকে বোঝুন'"
নিজেকে জানার জন্য অনেক পাঠশালায় হয়তো ভর্তি হয়েছিলাম কিন্তু কি নিজেকে চিনতে পেরেছিলাম না আমি কোথায় গিয়ে আনন্দ পাব আমার কোড কাজটা ভালো লাগে , "#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন এই পরিবারে এসে সবাই তার নিজের ভালো লাগাকে খুঁজে পাবে বলে আমি বিশ্বাস করি । অংকে ভালো ,কেউ ইংরেজিতে ভালো । কেউবা কেউবা মধ্যদুপুরের কড়া রোদের মাঝে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতে বেশি ভালোবাসেন ।
আমাদের এত জনসংখ্যা তার মাঝে কে কার মেধাকে মূল্যায়ন করবে বলুন !
সঠিক মেধাকে মূল্যায়ন করে সঠিক জায়গায় রাখাটা এ যেন ভারী দুষ্কর হিসাব । নানাবিধ সমস্যা থাকার কারনে আমার মেধার সঠিক জায়গায় আমার মেধাকে স্থাপন করা যায় না ।
কিন্তু পুরো পরিবার সব ধরনের মেধার বিকাশ করার জায়গা আছে বলে আমি মনে করি । আমাকে ভেঙ্গে চুরে নতুন একজন ভালো মানুষ তৈরি করছি আপনাদের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা দিয়ে আমি আজ স্বাধীন মুক্তমনা । এখন আমার ভাবনার উপর কেউ টেক্স বসাতে পারবে না ।
আমার মত অধম লেখক আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আপনাদের সাথে আছি। আপনারা আমার পাশে আছেন এত সুন্দর সৌভাগ্য আমার হয়েছে তাতে নিজের বলার মত একটা পরিবার আছে বলেই ।
🧨🧨 কবি-সাহিত্যিকরা কখনো হতাশা গ্রস্থ হয় না । এদেরকে মানুষ স্বাভাবিক মানুষ মনে করে না' । এরা সমাজের জটিল-কুটিল মানুষদেরকে চিনলেও সরাসরি এদের বিরুদ্ধে যায় না । কলমের শক্তির মাধ্যমে তারা প্রকাশ করে তাদের না বলা যন্ত্রণা বা ভালোবাসা ।। প্রিয় পরিবারের অনেক পোস্টে কমেন্ট করে অনেক পোস্ট করে আমি আজ আমার মেধাকে মূল্যায়ন করার সুযোগ পেয়েছি তাই পুরো পরিবারের অবদান।
আজ এই তিন লক্ষ পরিবারের মাঝে নিজেকে বিলীন করতে আমার আপত্তি নেই ।
🧨🧨 আমার সমস্ত ভালবাসা পূর্ণ সব এই পরিবারকে ঘিরে মনে হয় । বিভিন্ন মিটআপে আপনাদের সাথে আমি বারবার দেখা করেছি, কথা বলেছি, নতুন নতুন তথ্য-উপাত্ত নিয়ে নিজেকে সাজিয়েছে। এত সুন্দর করে কি আমাকে সাজাবে বলুন নিজের বলার মত একটা গল্প পরিবার ছাড়া । এর জন্য আমাকে কোথাও কখনো টাকা দিতে হয়নি বা কোন শর্ত মানতে হয় নি ।
✊✊✊✊✊✊ একজন লেখক যখন বিক্রেতা
🧨 আমাদের কাজ হচ্ছে লেখালেখি করা । সেখানে দুপুর গড়িয়ে রাত যাবে রাত করিয়ে সকাল হবে। লেখনী চর্চা করতে হবে । লেখকদের দুপুরের ভাত এর চিন্তা করতে হয় না । পর্যায়ে এসে যখন দুপুরে ভাত এর কথা চিন্তা করতে হয় তখন লেখা আর লেখক থাকে না
লেখা বন্ধ করে শ্রমবাজারে নিজেকে বিলীন করে দিতে হয় । লেখক হওয়ার স্বপ্নটা দুপুরের ভাত সংগ্রহ করতে শেষ হয়ে যায়। হিরো পরিবার আমার মত হাজারো লেখক আছে যারা লেখার হাত ঠিক রেখে বিক্রির মাধ্যমে সৃষ্টি করে জীবন জীবিকা নির্ভর করতে পারে ।
এত সুন্দর একটি মাধ্যম এই পুরো পরিবার তৈরি করেছে তা আমি ভাষায় বর্ণনা করতে পারব না।
এ মাধ্যমটির প্রশংসা করার কোন ভাষা আমার জানা নেই । কোন বিশেষ অনেক প্রিয় পরিবারকে বিস্মিত করব তা আমার অগোচরে ।
🧨🧨 একটি মেধা পূর্ণ বিকাশ: আমি যখন নবাগত তখন ততটা ভালো করে বুঝতাম না । এখনও অনেক কিছু বোঝার বাকি । দায়িত্বরত অনেক প্রিয় ভাই বোনকে আমি কত জ্বালাতন করেছি তার হিসাব নেই।
যখন আমি কোন পোস্ট পড়ে বুঝতাম না আমি হুট করেই না অনুমতি নিয়ে মেসেঞ্জারে কল বা কমেন্টস করে ফেলেছি । তারা বিরক্ত বোধ না করে আমাকে ছোট্ট বাচ্চার মত বুঝিয়েছে । তাদের ধৈর্য দেখে আমি অবাক । আমার অযৌক্তিক প্রশ্নের বিরুদ্ধে না গিয়ে তারা সঠিকভাবে উত্তর দিয়েছে তা সত্যিই অবাক করার মত । তাদের তিল তিল করে যত্নে গড়ে তোলা এই পরিবার । এত সুন্দর শিক্ষক-শিক্ষিকা আমি পেয়েছি তা বলার বাহিরে । হে শিক্ষাগুরুর আপনাদেরকে না ভালবেসে না শ্রদ্ধা করে পারিনা। অনেকের নাম হয়তো আনতে পারি অনেকের নাম বাদ যাবে বলে আমি নাম গুলো প্রকাশ করলাম না । আপনারা আমাকে যোগ্য উত্তরসূরি বানিয়েছেন ।
ভালো মানুষ চর্চায় আমাকে পাশে রেখেছেন ।
আপনাদের ভালোবাসা পেয়ে সিক্ত।
🧨🧨 বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র :
আজ আমার ভিতরে কোনো ইগো নেই । নেই কোনো পরশীকাতরতা । নেই কোনো হীনমন্যতা। হেরে যাওয়ার ভয় নি । বারবার জিততেই হবে এমন কোনো দুরাশা নেই । আপনাদের মাতৃসুলভ ,পিতৃসুলভ ,ভ্রাতৃত্ব সুলভ আচরণ আমাকে নতুনভাবে তৈরি করেছে । আমি আজ মন্ত্রমুগ্ধ হয়ে আপনাদের কাছে শিখতে বসেছি । আমার সমস্ত অহংকার জলে বিসর্জন দিয়েছি। হিরো পরিবারের পরশ কাঠির ছোঁয়ায় আজ আমি ভালো মানুষ । সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি।
🌺🐝🐝🐝🐝🌺 দায়িত্বশীল সুকান্ত:
✊✊✊✊✊✊ সাধারণ সদস্য থেকে একদিন কমিউনিটি ভলান্টিয়ার হয়ে গেলাম । আমার কাঁধে দায়িত্ব এসে ঝুলে পড়ল । দায়িত্ব গ্রহণ করা সহজ পালন করা কঠিন । একটি জাহাজ তার গন্তব্যে ফিরবে কিনা তাতো ক্যাপটিন বলতে পারে ।
। আমার দায়িত্ব আমি বুঝে গেলাম । আমার নবাগত ভাই ও বোনেরা একসাথে অনেক মিটিং করে আমাদের কে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হল । ইকবাল বাহার জাহিদ স্যার এর পুরো পরিবারকে আরো সক্রিয় করার জন্য আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে একসাথে কাজ করার জন্য দিক-নির্দেশনা পেলাম ।
অন্যকে সঠিক পথ দেখানো একটি মহৎ কাজ ।
যদিও ভুলে ভরা মানুষ তো তথাপি কিছু মানুষকে পাশে রেখে কাছে রেখে স্যারের দেওয়া বাণী গুলো সেগুলো শেয়ার করা শুরু করলাম । এখান থেকে নতুন অভিজ্ঞতা সঞ্চারিত হলো । মিষ্টি নিজে খাওয়া একটা ব্যাপার । আর মিষ্টি বিতরণ করা আরেকটি ব্যাপার ।
।
সঠিকভাবে বন্টন করা কঠিন কাজ । সঠিক পথ দেখাতে গিয়ে অনেকে বিপদে নিয়ে গেছে তা নিঃসন্দেহে বলতে হয় । আমার দায়িত্ব আমি ঠিকমত পালন করতে পারিনি এজন্য আমি মাফ চাচ্ছি।
আমি উপজেলা এম্বাসেডর হলাম। এক দায়িত্ব সঠিকভাবে পালন করতে না করতেই আরেক দায়িত্ব এসে ভিড় জমালো ।
আমার পূর্ব সূরিরা উপজেলা অ্যাম্বাসেডর হিসেবে বরণ করে নিলেন । এ যেন এক গুরুদায়িত্ব এসে ছাদে এসে পড়লাম । কি আর করার !
প্রতি মঙ্গলবার উপজেলা অ্যাম্বাসেডর দের নিয়ে মিটিং করি । সেখানে অনেক ভুলে ভরা আয়োজন এর মাঝে শেষ করছি । ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী' গিয়াছে সোনার ধানে ভরি । এখন আর কাউকে অভিযোগে দিতে পারি না । কারণ আমি দায়িত্বশীল । আমাকে সমস্যা সমাধান করতে হবে । ৩৬৪ লক্ষাধিক সদস্যের সুন্দর পরিবারকে আরও সুন্দর করতে হবে । জীবনযাত্রায় সামান্য ভাবে নিজেকে অনেক সময় গুটিয়ে রাখছি । জীবন-জীবিকাকে নির্ভর করতে গিয়ে অনেক দায়িত্ব অবহেলা করেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ।
🧨 উপজেলা আম্বাসেড এদের সাথে সখ্যতা :
মিডল ম্যান হিসেবে বা মাঝ মাঠের খেলোয়ার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের সাথে কথা বলতে হয় আলোচনায় অংশগ্রহণ করতে হয় । দায়িত্ব নিলে অনেক অভিজ্ঞতা হয় অনেক ভুল থেকে শিক্ষা গ্রহণ করা যায় । অনেকের সাথে সখ্যতা হয় । 493 টি উপজেলা অ্যাম্বাসেডর সাথে আমার আলোচনায় অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে । নতুন নতুন তথ্য-উপাত্ত নিয়ে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি । আমরা সবাই মিলে দলে কাজ করে নিজের বলার মত একটা গল্প পরিবারকে কিভাবে ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যায় সেই চিন্তা চেতনায় আমরা প্রতিনিয়ত কাজ করছি। নেতৃত্ব দিয়ে যাচ্ছি আপনাদের শেখানো উদ্দেশ্য দিকনির্দেশনা দিয়ে । এক নতুন অভিজ্ঞতা । যোগাযোগ হচ্ছে প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের সাথে । অনেক না বলা গল্পে নীরব সাক্ষী হচ্ছি।
এ এক নতুন পাঠশালায় নতুন ছাত্র । শিখছিআমি আপন মনে
🧨🧨 অনেকের সাথে আমার হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে । নজরুল বলেছিলেন ঘরের মানুষের সাথে আমার সম্পর্ক রক্তের। বাহিরের মানুষের সাথে আমার সম্পর্ক অন্তরের । অনেকের সাথে আমার অন্তরের সম্পর্ক হয়েছে । বন্ধুত্বের বন্ধন অটুট হয়েছে ।
অচেনাকে চিনেছি। অজানাকে জেনেছি । ৩৬৪ লক্ষাধিক মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে গেল আমার কোন আফসোস বা আপত্তি নেই ।
🧨🧨 কাজ করলে ভুল হয় ভুল থেকে শেখা যায় । অনেক কাজ করতে গিয়ে অনেক ভুল হয় । আর ভুল গুলো সঠিক করেই অভিজ্ঞতা অর্জন হয় । প্রিয় পরিবার আমাকে সুযোগ করে দিয়েছে ভুল করার জন্য এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য । সুকান্ত সৈকত আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায় যত্নে ভাল মানুষ হবে এত সুন্দর একটি আয়োজন আমার জীবনে পরম পাওয়া ।
🌺🐝🐝🐝🐝🌺
✊✊✊✊✊✊✊✊ মধুআলা সুকান্ত:
🧨 প্রত্যেকটা মানুষকেই দুপুরে ভাত কিনতে হয় ।
তার পরিবার আছে সংসার আছে । বাস্তুসংস্থান প্রক্রিয়ায় সবারই একটি পর্ব আছে । সেই পর্ব পালন করতে গিয়ে অর্থের দরকার হয় । মূল চালিকাশক্তি হিসেবে অর্থ এখানে কাজ করে । আমি লেখক বা সাহিত্যিক ভাবুক যাই হই না কেন আমার পকেট এ টাকা দরকার । আমি 2012 সাল থেকেই মধু বিক্রি করে আসছি । প্রিয় পরিবারে আমি গাছি মধু বিক্রি করছি । অগ্রিম অর্ডার পাই । আমার বেশিরভাগ মধু পাইকেরি সেল হয় । আমার সখ মধু বেচা। সব যখন ব্যবসা হয় তখন নিজের ইচ্ছাকে প্রস্ফুটিত করতে কার না ভালো লাগে ।
🧨🧨 সঠিক পথের সন্ধান সুকান্ত: আস্তে আস্তে আমরা তিন লক্ষাধিক ভালো মানুষ একটি ছাতার দলে অবস্থান করছি । একটি সুন্দর দীক্ষায় দীক্ষিত হচ্ছি আমরা সকলেই । ভালো মানুষ তৈরি করছি ভালো মানুষ তৈরি হচ্ছি। এ বিজয় আমাদের এ বিজয় সকলের এ বিজয় বাঙালির । এ বিজয় পৃথিবীর সকল ভালো মানুষদের জন্য ।
🧨🧨 খারাপ মানুষের দায়িত্ব : সবাই চাই ভালো মানুষের পাশে থাকতে । সবাই চায় সুন্দরের জয়গান গাইতে । সবাই কারিগরের সাথে সেলফি তুলতে চায় ।
কিন্তু পরিবার অসভ্য মানুষ খারাপ মানুষকে সঠিক সুন্দর পথ দেখিয়ে ভালো মানুষ তৈরি করে । এমন সুন্দর একটি পরিবার দৃশ্যমান এই বাংলার বুকে সত্যি আমি এমন একটি পরিবার দেখে নিজেকে গর্ববোধ করি । এখানে দিনদিন সদস্য বৃদ্ধি পাবে এটাই সত্য কথা কারণ এখানে খারাপ কে ভালো করা হয় ।
তার বাস্তব উদাহরণ আমি নিজেই ।
🌺🐝🐝🐝🐝🌺
✊✊✊✊✊✊✊✊ অনলাইন যখন আশীর্বাদ:
🧨 আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই তিন লক্ষ সদস্য বা ভাই-বোন কেউ অনলাইন কে বা ডিজিটাল সেবাকে অন্যায় পথে ধাবিত করে না বা অন্যায় ভাবে ব্যবহার করে না । আমরা যখন সময় পাই তখনই আমরা এই পুরো পরিবারই এই লাইক পেজে প্রবেশ করে কারো পোস্ট করি নয়তো কারো কমেন্টস করি ।
।
তারা বোঝেনা সে সে বিষয়ে বোঝানোর বোঝার চেষ্টা করে করে । যেখানে দেশ ডিজিটাল নিকোটিনের শিকার সেখানে নিজের গলার মত একটা পরিবার অনলাইল প্ল্যাটফর্ম ক্ষমতাকে কাজে লাগিয়ে ভালো মানুষ তৈরি হচ্ছে ,ভালো ব্যবসায়ী বানাচ্ছে এত সুন্দর একটি উদ্যোক্তা প্ল্যাটফর্ম ফ্রম কোথাও আছে কিনা তা আমি জানিনা
🧨🧨 প্রতিনিয়ত একজন বেকার কর্ম খুঁজে পাচ্ছে প্রিয় পরিবারে প্রবেশ করে 90 দিন শেষন গুলো শেষ করে । অনলাইন কে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর সেরা দের মধ্যে সেরা হ্ছ্ছি । এত সুন্দর একটি পরিবার যেখানে ডিজিটাল তথ্য ও উপাত্ত কে কাজে লাগিয়ে আমাদের জীবন ধারণের সুন্দরতম ব্যবস্থা করছে।
🧨🧨 পৃথিবী এখন ন্যানো টেকনোলজি তে থাকছে সেখানে আমি আর এক ধাপ এগিয়ে গেলে আমার দেশ এক ধাপ এগিয়ে যাবে পৃথিবী এক ধাপ এগিয়ে যাবে ।
এই অগ্রযাত্রার অগ্রভাগে অবস্থান করছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ।
🌺🐝🐝🐝🐝🌺
✊✊✊✊✊✊✊✊✊✊✊ নতুন পুরস্কারে ভূষিত পরিবার :
🧨 প্রিয় পরিবার প্রতিনিয়ত সুন্দর কর্ম উপহার দেয়ার জন্য পুরস্কার অর্জন করছে যা যা যা আমাদেরকে অনুপ্রেরণার মাধ্যম হিসেবে কাজ করছে ।
বিশ্বদরবারে আমার দেশকে আমি উঁচু করে তুলে ধরতে পারছি । অনলাইন জগতে আমাদের প্রতিদিন ব্যক্তি কে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারছি ।
। আমাদের দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন। এখানে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
🧨🧨 এই দীর্ঘ তিন বছরে কত পুরস্কার পেয়েছেন তা হিসাব করতে পারবোনা । অনলাইন বা ডিজিটাল পুরস্কার নয় নানা বিষয়ে অবদান রাখার জন্য দেশি-বিদেশি নানা আয়োজনে আমাদের পরিবারকে অলংকৃত করেছেন বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে । আমাদের অহংকার এই পুরো পরিবার। আমরাই পুরো পরিবারকে নিয়ে গর্ববোধ করি । মা যেমন সন্তানকে লালন করে ঠিক তেমনি আমরাও এই প্রিয় পরিবারকে তেমনি লালন করে আসছে এবং ভবিষ্যতে লালন করব বলে বিশ্বাস করি ।
🧨🧨🧨জিতার আনন্দ কে ভোগ না করে বলুন।
আমরা যেদিন কোন একটা বিজয় অর্জন করি সেদিন বিভিন্ন ভাবে আমরা আমাদেরকে বরণ করি এত সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয় সত্যিই পৃথিবীর কাছে আমরা ঋণী । আমরা সরকার ও বিভিন্ন গণমাধ্যম দাতা সংস্থার মাধ্যমে আমরা প্রস্তুত হচ্ছি পৃথিবী এক নতুন দিগন্ত সৃষ্টি করার জন্য ।
🌺🐝🐝🐝🐝🌺
✊✊✊✊✊✊✊✊✊✊ অসহায়ের পাশে পুরো পরিবার ।
🧨 ৩৬৪ লক্ষ ভাইবোন এক পরিবারে আছেন । একজনের সুখে আরেকজন পাশে আছেন। ঠিক তেমনি একজন এর বিপদে আরেক জন এগিয়ে আসেন তার জলজ্যান্ত উদাহরণ আমি নিজেই ।
🧨🧨 আমার বড় ভাই দুবাই ফেরত তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ঠিক হই কিন্তু যখন তিনি অসুস্থ ছিলেন তখন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আমার ভাইয়ের পাশে ছিলেন তা তার জন্য আমি চির কৃতজ্ঞ প্রতিটি সদস্যের কাছে প্রতিটি প্রাণীর কাছে । আমাকে ও আমার পরিবারকে অনেক ভাই-বোন মানসিক সাহস যুগিয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে দোয়া করেছেন।
যার যার সামর্থ্য অনুযায়ী আমার ভাইয়ের জন্য অর্থের যোগান দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ । একটি অনলাইন প্লাটফর্ম একটি পরিবার একটি ইতিহাস আমার জীবনে । যা আমি কখনও জীবদ্দশায় ভুলতে পারবোনা । এ বাঁধন ছিঁড়ে যাবে না ।
আজ এই তিন লক্ষ সদস্য পূর্ণ হওয়ার মহেন্দ্রক্ষণ এতটুকু না বললেই নয়ষ
🌺🐝🐝🐝🐝🌺
✊✊✊✊✊✊✊✊ রেমিট্যান্স যোদ্ধাদের মূল্যায়ন
🧨 যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যাদের ডলারে আমার দেশ চলে তাদের সঠিক মূল্যায়ন পুরো পরিবার করে । তারা যেন পুরো পরিবারে এক নতুন প্রাণ।
তাদের কারণে প্রইয় পরিবার এক ধাপ এগিয়ে যাচ্ছে ।
তাদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার দেশ গড়ে উঠছে এক নতুনভাবে নতুন রূপে। প্রবাসীদের কষ্ট কেউ মূল্যায়ন করুক বা না করুক আমার প্রিয় পরিবার তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বরাবর । প্রিয় পরিবারের অনেকেই এখন দেশি এবং বিদেশি ব্যবসা প্রসারের জন্য এগিয়ে যাচ্ছে । আমাদের পরিবারের অনেকেই এখন যৌথ বিজনেস করছে প্রবাসীদের নিয়ে
। স্বর্গ সুখের রচনা করছে এই পরিবার ।
🧨 আমরা যদি প্রবাসী ভাইদেরকে সঠিকভাবে মূল্যায়ন করি আমরা এক নতুন পৃথিবীর সৃষ্টি করবো বলে বিশ্বাস করি । আজ পৃথিবীর অনেক দেশে আমরা ব্যবসা করে চলছি তাদেরকে নিয়ে এই প্রিয় পরিবারকে ভর করে । তারা অনেকেই এখন দেশে এসে হিরো পরিবারের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যাবসা করছে । ব্যবসায়িক জগতে
নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি
প্রথম SOD এর লিংক
https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1043026966168659/
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
শুভেচ্ছান্তে
সুকান্ত চন্দ্র শীল
ব্যাচ ১০ম
রেজী : ১৩৫৯৮
জেলা এম্বাসেডর শরীয়তপুর