হাটি হাটি পা পা করে আমি অনেক দূর এগিয়ে এসেছি
🌹 SOD ৯০০ তম দিনে অনুভূতি প্রকাশ 🌹
বিসমিল্লাহির রাহমানির রাহীম
🌹সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 🌹
🌹প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে যিনি আমাকে সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাকলুকাত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন এবং এখনো আমাকে সুস্থ ও ভালো রেখেছেন৷ 🌹
🌷আমাদের সকলের প্রিয় মেন্টর 🌺ইকবাল বাহার জাহিদ 🌺
স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আজকে স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে এতো সুন্দর ভালোবাসার প্লাটফর্ম পেয়েছি...৷
✍️নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গ্রুপের সকল নিবেদিত প্রাণ সম্মানিত কোর ভলান্টিয়ার, মডারেটর, জেলা প্রতিনিধি, কান্ট্রি এম্বাসেডর, উপজেলা এম্বাসেডর,ক্যাম্পাস এম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার এবং আজীবন সদস্য বৃন্দর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। অফুরন্ত শুভেচ্ছা এবং ভালবাসা।
🌹আজ ৯০০ তম দিনে অনুভূতি প্রকাশ করার মতো সুযোগ পেয়েছি৷৷৷ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্পর্কে যতই বলি তা কখনো বলে শেষ করতে পারবো না৷৷৷ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে হাজারো ভালো মানুষের দেখা পেয়েছি৷৷ তাদের থেকে যে ভালোবাসা পেয়েছি তাতে আমি মুগ্ধ৷৷৷ ❤️❤️
🌿নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমি যুক্ত হই ১৩ তমে ব্যাচে৷৷৷ এই ফাউন্ডেশনে আমার বাবা রফিকুল ইসলাম খোকন ও কাকা মাসুদ রানা কাকা হাত ধরে এসেছিলাম৷৷৷ যখন এই ফাউন্ডেশনে যুক্ত হয়েছিলাম তখন কিছুই বুঝতাম না৷৷৷ কিভাবে মিট আপে যুক্ত হবো তাও জানতাম৷৷ আমার বাবা ও কাকা দুইজনই আমাকে সব সময় সাপোর্ট করতো৷৷ একদিন কাকায় ফোনের মাধ্যমে আমাকে সব শিখিয়ে দিলো৷৷৷ তারপর আমি শিখে গেলাম আসলে খুবই সহজ ছিল৷৷৷
এবার যুক্ত হলাম কিন্তু এখানে নাকি কথাও বলতে হবে, কি বলো কিছুই বুঝতাম না৷৷ হঠাৎ করে আমাকে ডাক দিলো বললো আমার পরিচয় দিতে, খুব ভয় করতো কি বলবো৷ আমি তো লিভ নিয়ে চলে গেলাম৷৷ পরেদিন আমাকে আবার সব বুজিয়ে দিল এমনকি আমার পরিচয় টুকু সব লিখে দিল মাসুদ রানা কাকায়৷৷ এভাবে আমি কয়েকদিন পরিচয় দিতে থাকি৷৷ আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল৷৷ এখন আমার কথায় কোন জড়তা নেই৷৷
🌿 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে বরগুনা জেলার সর্ব কনিষ্ঠ সদস্য আমি৷৷৷ এই জেলার সকলেই আমাকে ভাইসতা নামে চিনে৷৷ কারন আমার বাবাও এই ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য৷৷ সৈকত সৌন্দর্য বরগুনা জেলার অনেক কাকা ও আন্টিরা আমাকে সব সময় সাপোর্ট করতো ৷৷ তাদের নাম না বললেই নয়৷৷ মানসুরা রিনা মডারেটস, খাদিজা আক্তার জেলা প্রতিনিধি, মারিয়া আক্তার, উপজেলা এম্বাসেডর, মাসুদ রানা, কান্ট্রি এম্বাসেডর, রফিকুল ইসলাম খোকন, কমিউনিটি ভলান্টিয়ার৷৷৷ সহ আরো অনেকই সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল৷৷৷ আপনাদের কারনেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি৷৷৷৷ সব সময় আপনাদের জন্য ভালোবাসার অভিরাম৷৷৷৷
🌹আমি স্ট্যাটাস অফ দ্য ডে এসেছিলাম ৭২২ তম দিনে৷৷৷ সেই দিনটা ছিল খুবই চমৎকার ও অত্যন্ত আনন্দের একটা দিন৷৷৷৷
সবাইকে বলাবলি করতে শুনি যে অনেক অনেক কাকা এবং আন্টিরা SOD হচ্ছে৷
আমি বুঝতামই না SOD কী৷ একদিন আমি জিজ্ঞেস করি আমার কাকাকে উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন SOD সম্পর্কে৷ নিয়মিত সবার সাথে সেশন চর্চা করে পরিচিত হলাম৷ সবাই বললো জীবনের গল্প লেখার জন্য৷ আমি কি লিখব ভাবতেছিলাম৷
পারছিলাম না৷ সবাই মিলে অনেক উৎসাহ দিচ্ছে লেখার জন্য৷
তারপর সবার উৎসাহতে আমার জীবনের গল্প লিখে আমি SOD হয়েছি৷ 🌻
🥀আমি যখন SOD হয়েছি সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল আমি এ প্লাস পাইছি এত আনন্দ আমার মধ্যে কাজ করেছে 🥀
🌷সবার এত এত অভিনন্দন পেয়ে আমার লেখার আগ্রহ বেড়ে যায় আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় SOD হয়েছি🌷
🌹 সেইদিনের অনুভূতিটা খুবই চমৎকার ছিল৷৷৷৷ সকলের ভালোবাসায় ও সাপোর্ট এ আমি স্ট্যাটাস আপডেট দিতে এসেছিলাম৷৷৷৷৷
🌹নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সৈকত সৌন্দর্য বরগুনা জেলায় এসে ৮৩ তম দিন থেকে আজ ৫০২ তম দিনে এখন পর্যন্ত লেগে আছি৷৷ ইনশাআল্লাহ সামনেও থাকবো৷৷৷ এই ফাউন্ডেশন থেকে অনেক কিছু শিখতে পেরেছি৷৷৷ ভালো মানুষের পরিবারে যুক্ত হতে পেরে আমি গর্বিত৷৷৷৷
🌹হাটি হাটি পা পা করে আমি অনেক দূর এগিয়ে এসেছি৷৷৷৷ ফাউন্ডেশন থেকে অনেকগুলো গ্রুপে যুক্ত হয়েছি৷৷৷ ভলান্টিয়ারিং করছি রেজিস্ট্রেশন টিম মেম্বার হিসেবে, ২৪/৭লাইফ সাপোর্টে মেম্বার হিসেবে, এগ্রো ফার্ম টিম মেম্বার হিসেবে, টপ টি-টোয়েন্টি ক্লাব মেম্বার,, ও মানবিক টিমে কাজ করছি ব্লাড ডোনেশন টিম মেম্বার বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে৷৷৷৷
🌹ফাউন্ডেশন থেকে শিখে ও সকলের ভালোবাসা ও দোয়ায় ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি৷৷ আমার বিজনেস পেজ এর নাম শুভ কালেকশন৷৷ কাজ করছেন মেয়েদের সকল ধরনের থ্রিপিস ও শাড়ি নিয়ে৷৷৷ সকলে আমারও আমার উদ্যোগের জন্য দোয়া করবেন৷৷৷৷৷
🌿 প্রিয় ইকবাল হোসেন ভাইয়ের আইডি থেকে SOD ঘোষণা হয়৷
https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1508711292933555/
👆সময় পেলে আমার গল্প টা থেকে ঘুরে আসবেন৷৷৷ 🥰
✍️সবার ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত এবং আনন্দিত।সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।এভাবে ভালোবেসে পাশে থাকবেন সবসময় প্রিয় পরিবার।সবার জন্য আবারও দোয়া ও ভালবাসা রইলো।
লেখায় ভুল হলে হ্মমা করবেন প্লিজ
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
🌹🌹শুভেচ্ছান্তে 🌹🌹
🌿মোঃ সিদ্দিকুর রহমান শুভ
🌿নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য৷
🌿ক্যাম্পাস এম্বাসেডর পাথরঘাটা কলেজ৷
🌿রেজিষ্ট্রেশন টিম মেম্বার
🌿২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার৷
🌿প্রমোটিং টিম মেম্বার
🌿এগ্রো ফোরাম ভলান্টিয়ার৷
🌿টপ টি-টুয়ান্টি ক্লাব মেম্বার
🌿ব্লাড ডোনেশন টিম মেম্বার
🌿ব্যাচঃ ১৩
🌿রেজিষ্ট্রেশনঃ৫৮০০৭
🌿বিভাগঃ বরিশাল
🌿নিজ জেলা বরগুনা
🌿থানাঃ পাথরঘাটা
🌿বর্তমান অবস্থানঃ পাথরঘাটা
🌹 কাজ করছি মেয়েদের সকল ধরনের থ্রি পিস ও শাড়ি নিয়ে৷৷৷
পেজের নাম শুভ কালেকশন৷৷৷
পেজ লিংকঃ https://www.facebook.com/MdSiddiqurRahmanShuvo