সৎ পজেটিভ ভালো মনের মানুষ মানবিক মানুষ
🌹শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ট-জীব হিসাবে পৃথিবীতে প্রেরণ করে এখন পর্যন্ত সুস্থ ও নিরাপদে রেখেছেন,,
🌹কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরম শ্রদ্রেয় ও সম্মানিত মা বাবা প্রতি,যাদের উচিলায় আমাকে এই সুন্দর পৃথিবীতে এনছেন,তারা পরম মমতা ভালোবাসা ও আদর যত্ন দিয়ে বড় করছেন,, সৃষ্টিকর্তা তুমি তাদের শান্তিতে রাখো..
🌹আমি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর, সময়ের সাহসী শিক্ষক,শতাব্দীর জীবন্ত কিংবদন্তি, লাখো লাখো তরুণ তরুণীর আইডল,জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি,যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন, পেয়েছি লাখো ভালো মানুষে একটি পরিবার,তিনি এই প্লাটফর্ম উপহার দিয়ে থেমে যাননি, প্রতিনিয়ত আমাদের সাথে আছেন যেন আমরা ছিটকে না পড়ি বা ক্ষতিগ্রস্ত না হই,আল্লাহ স্যারের দীর্ঘ হায়াত দান করুক, সুস্থ ও নিরাপদে রাখুক,,
🌹আমার জীবনের গল্প 🌹
♥️ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার জীবনে ঘটে যাওয়া হাসি-কান্না এবং সুখ-দুঃখের কিছু স্মৃতির দিনগুলোর কথা,
আসা করবো সবাই ধৈর্য সহকারে আমার জীবন গল্প টা পড়বেন,এটা সত্যি গল্প নয় আমার জীবনের স্মৃতিবিজড়ীত কিছু কথামালা,
🌷🌷-----------আমার ছেলেবেলাঃ
একটি সম্ভান্ত্র হিন্দু পরিবারে 1989 সালে 08 ফেব্রুয়ারি আমার জম্ম চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলায়,, বাবা ছিলেন একজন রেমিট্যান্স যোদ্ধা মা ছিলেন গৃহীনি,আমি পিন্টু দেব নাথ (আকাশ) সহ ছোট এক ভাই ও বড় একটি বোন ও ছোট একটি বোন নিয়ে বসবাস,বাবার কড়া শাসনে ছোট বেলা থেকেই মানুষ হতে থাকি,মা ছিলেন অতি নরম মনের মাটির মানুষ,,
🖊️শিক্ষা জীবনঃ
1995 সালে আমাদের গ্রামে কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির মাধ্যমে আমার শিক্ষা জীবন শুরু হয়,আমার এক বছরের বড় বোন আর আমি একেই ক্লাসে ভর্তি হয়ে একসাথে আসা যাওয়া করি। শ্রেনীতে ভর্তি করে দেয়,ছাএ হিসাবে খুবেই ভালো ছিলাম,দুষ্টমীতে সবার আগে,ক্লাসে আমি সবার পরে গেলেও প্রথম টেবিলে আমার বসা চাই
সবধরনের খেলাধুলায় আগের কাতারে থাকতাম,খেলাধুলার জন্যে অনেক মার খেয়েছি, বাড়িতে সময়মত না ফেরার কারণে..
ক্রিকেট আমার খুব প্রিয় খেলা ছিল। আমি বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একজন ফ্যান,.
যেদিন বাংলাদেশের খেলা থাকত কোন দেশের সাথে সেই দিন সব কাজ ফেলে রেখে খেলা দেখতাম বন্ধুদের সাথে,,,তখন গ্রামে এত টিভি ছিল না আমাদের বাসার টিভিতে খেলা দেখতে আসতো আশে পাশের অনেক প্রতিবেশীরা অনেক আনন্দ ছিল তখন..
আমার ছেলেবেলা ও কৈশরের বেশিরভাগ সময় কাটাই খেলাধূলা করে।আমাদের গ্রামে এবং আশে পাশে অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো তখনকার সময়ে,আমি সেই সব টুর্নামেন্ট অংশগ্রহণ করতাম এবং অধিনায়কত্ব করা ছিল আমার শখ,এবং প্রিয় একটা কাজ।আমার বাবা প্রবাসী হওয়ায় যখন এ টাকা চাইতাম না করত না আমার মা,মায়ের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন যায়গায় থেকে প্লেয়ার হায়ার করে এনে আমার দলে তাদেরকে ইন করে খেলাতাম,একটা আনন্দ কাজ করতো আমার মধ্যে।
মাধ্যমিক এ আমার টেস্ট পরীক্ষা দেওয়ার পর আর পড়া হয়নি,আমি ব্যবসা শিক্ষা অনুষদে ছিলাম ছাত্র হিসেবে খারাপ ছিলাম না,স্যাররা আমাদের বাসায় অনেক বার এসেছিল এস.এস. সি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিন্তু কোন এক অজানা কারণে এক্সাম দেওয়া হয়ে উঠে নাই..
সালটা তখন ২০১০ আমি বিয়ে করি আমার ভালোবাসার মানুষটিকে..
আমার বাবা তখন ও প্রবাসে, তখন কি করবো বুজতে পারছিলাম না বাবা ফোন দিয়ে বলল আমি যেন বিদেশ চলে আসি।কিন্তু আমার বিদেশ যেতে ইচ্ছে করছিল না প্রিয় ভালোবাসার মানুষটিকে রেখে কারন ওকে আমি অনেক ভালোবাসতাম।বছরখানক পর আমাদের প্রথম সন্তানের জন্ম হয়,আমি খুশিতে আত্নহারা প্রথমবার বাবা হওয়ার অনুভূতি বলে বুজাতে পারব না..
আমার বাবা মা সবাই খুশি তাদের নাতি হওয়াতে।ধীরে ধীরে মনে হচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে, হঠাৎ একদিন আমার ভালোবাসার মানুষটি রাতে ঘুমানোর আগে আমার হাতে হাত রেখে বলল যে আমাদের পরিবারের কথা আমাদের সন্তানের ভবিষ্যৎ এর কথা ভেবে হলেও তুমি বিদেশ চলে যাও,সারারাত ঘুমাতে পারি নাই। পরে মনস্থির করলাম বিদেশে পাড়ি জামাবো বাবা কার সাথে কথা বলেছে আমাকে বিদেশ নেওয়ার কয়েক মাস পর ২০১২সালের ফেব্রুয়ারিতে আমার ফ্লাইট ছিল দুবাইতে, চলে যাওয়ার দিন মায়ের কান্না,আমার ভালোবাসার মানুষটির কান্না আর আমার সন্তানের কথা বেশি মনে পড়ছিল।
দুবাইতে যাওয়ার পরে আমি বুজলাম জীবনের মানে কি তপ্ত মরুভূমির ৫০ডিগ্রি তাপমাত্রায় আমি ক্লান্ত।অনেক পরিশ্রম করতে হয়েছে টিকে থাকার জন্য। আমি তখন বুজতে পারলাম যে বিদেশে আমার বাবা কত কষ্টে টাকা ইনকাম করতেন। মাঝে মাঝে মনে হতো চলে আসি কিন্তু সবার কথা মনে হলে আর আসার সিদ্ধান্ত বাতিল করতাম।বাবা কুয়েত থেকে ফোন দিলে আমি বলতাম বাবা আমি ভালো আছি এখানে,যদি বলতাম কষ্টে আছি তাহলে হয়তো বাবার খারাপ লাগতো তাই বলতাম না..
আমার বাবার এক বন্ধু দুবাই থাকতেন তিনি একবার আসছিলেন আমার কাছে দেখলেন আমি অনেক কষ্টে আছি তখন আমি কাকাকে অনুরোধ করলাম বাবাকে না বলার জন্য, কিন্তু তিনি আমার কষ্ট সহ্য না করতে পেরে বাবাকে ফোন দিয়ে বলে দেয় সব।কয়েক দিন পরে বাবা আমাকে ফোন দিয়ে বলল তুই দুবাই থেকে চলে আয় কুয়েত আমি ভিসা রেডি করতেছি আমি আর কত তোকে এবার দায়িত্ব নিতে হিবে সংসারের..
২০১৬ সালে বাবা চলে আসার আগে আমাকে কুয়েত নিয়া যায় এবং বাবার ফলের ব্যবসা আমাকে বুজিয়ে দিয়ে একেবারে দেশে চলে আসে,আমি ধীরে ধীরে ব্যবসা বুজতে লাগলাম জীবনে সফলতা পেতে শুরু করলাম।আস্তে আস্তে বুজতে লাগলাম যে বাবারা সন্তানের ক্যারিয়ার নিজের সুখ বিসর্জন দিয়ে হলে ও করে দেয়,আমার বাবা ও ভিন্ন রকমের ছিলেন না।
আস্তে আস্তে বাবার উদ্যোগে ও নিজের প্রচেষ্টায় সম্পদ ক্রয় করা শুরু করি,ভালোভাবে কাটছে জীবন।
🏡আপনাদের দোয়ায় ২০০০ফিট স্কয়ারের একটি ডুপ্লেক্স বাড়ির কাজ শুরু করেছি.. 💖অনুভূতি প্রকাশ 💖 ইউটিউবে তে অনেক মোটিভেশনাল ভিডিও দেখতাম হঠাৎ করেই স্যারের একটি ভিডিও আসে ভিডিওর কথাটা ছিল এরকম সাহস করে শুরু করুন লেগে থাকুন সফলতা আসবে ইনশাল্লাহ তখনই
আমাদের গ্রুপের এক বড় ভাই মিল্টন কান্তি দাদা কে বলে এই গ্রুপের রেজিস্ট্রেশন করে দাও, এই গ্রুপে রেজিস্ট্রেশন করে দেয় , এবং কুয়েত এন আর বি টিমে মডারেটর সুমন হাসান ভাইয়ের আমাকে মেসেঞ্জার গ্রুপে জয়েন করায় প্রতিদিনই এনআরবি কুয়েত টিমের সাথে ক্লাস করে থাকি এন আর বি কুয়েত টিম শৃঙ্খলা একধাপ এগিয়ে ভাই গুলো অনেক ভালো যার কথা না বললেই নয় প্রিয় লিডার অনেক পজিটিভ একজন মানুষ মাহমুদুল ইসলাম মাহমুদ ভাই কোর ভলেন্টিয়ার এন্ড মডারেটর। প্রিয় ভাই অনেক বেশি সৎ পজেটিভ ভালো মনের মানুষ মানবিক মানুষ।
প্রতি নিয়ত সেশন চর্চা মিট আপ এ উপস্থিত থেকে বড় ভাই দের থেকে প্রিয় স্যারের শিক্ষা গ্রহণ করি ।
অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালোবাসার NRB KUWAIT শৃঙ্খলায় একধাপ এগিয়ে টীম এর 🇰🇼 প্রিয় ভাই দের সবার প্রতি। কুয়েত টিমের লিডার গন সহ সবাই অনেক বেশি সৎ পজেটিভ ভালো মনের মানুষ মানবিক ও বিনয়ী ভালোবাসায় আন্তরিকতায় ভরপুর টীম।
আমার নিজ জেলার ইলিশের বাড়ি চাঁদপুর প্রতিদিনই চাঁদপুর সেশন চর্চার ক্লাসে উপস্থিত থাকি , শাহেদ খান শাহেদ ভাই জান্নাতুল মাওয়া আপু, মেজবা আহমেদ ভাই উপস্থিত থাকেন এবং দিকনির্দেশনা দিয়ে থাকেন!
সব সময় লেগে আছি আমি বুঝতে পারছি জীবনে মানে টা কি।স্যারের সেশন চর্চা করে নিজের জীবন কে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবো এক জন সৎ পজেটিভ ভালো মনের মানুষ মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো ও নিজের বলার মতো একটা গল্প তৈরি করবো ইনশাআল্লাহ অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন।
এতো কষ্ট করে আমার জীবনের গল্প পড়ার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সবাইকে
আমার লেখায় কোন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে🙏🏿
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০৩
তারিখ ১৯-১১-২০২২ইং
🙋পিন্টু দেব নাথ(আকাশ)
🌺 থানা=হাজিগঞ্জ
🌺 জেলা=চাঁদ পুর
🌺 ভালবেসে যুক্ত আছি
🌺19 তম ব্যাচ থেকে
🌺 রেজিস্ট্রেশন নং -106101 🩸যুক্ত আছি ব্লাড ডোনেশন টিমের সাথে
🇰🇼 KUWAIT প্রবাসী 🇧🇩
🌺NRB K