নিজের সফলতা অর্জনের জন্য পরিশ্রম করে
👉বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
👉আমার জীবনের গল্পটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইল।
👉 সর্ব প্রথম মহান রব্বুল আলামীনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আজ পর্যন্ত সুস্থ রেখে আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম প্রেরন করছি মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সা:) এর প্রতি। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জন্মদাতা মা ও বাবার প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে আমি আজ এখানে।
👉আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় শিক্ষক, মেন্টর, লাখো তরুণ এর আইডল, মানবতার ফেরিওয়ালা এ সময়ের সেরা আবিষ্কার জীবন্ত কিংবদন্তি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে ভালোবাসার একটি প্লাটফর্ম পেয়েছি "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এখানে নিজের পরিচিতি ও ব্যান্ডিং, কথা বলার জড়তা কাটানোর যায়, লাখো বেকার যুবক নিজের বলার মতো গল্প তৈরি করতে পারছে এবং নিজে একটি উদ্যোক্তা হতে পারছে এবং লাখ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে এই প্ল্যাটফর্ম থেকে।
স্যারের প্রতি দোয়া ও ভালোবাসা অবিরাম।
👉ভালোবাসা রইল: #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল কের ভলেণ্টার, মডারেটর, ডিএ সহ সকল আজীবন সদস্যদের প্রতি। সকলের সুস্থ্যতা ও দীর্ঘআয়ু কামনা করছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন।
🔴"জীবনের গল্প"🔴
👉জন্ম ও বেড়েওঠা:
আমি জন্মগ্রহণ করেছি ১৯৮৪ সালে সেপ্টেম্বর মাসে, যশোর জেলার মনিরামপুর থানার অজোপাড়া একটি গ্ৰামে। গ্ৰামীন পরিবেশে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা।
👉ছাত্র জীবন ও কর্ম জীবন:
আমার ছাত্র জীবন শুরু হয় আমার নিজের গ্ৰামে একটি বেসরকারি প্রাইমারি স্কুলে, লেখাপড়ায় আমি ভালো ছাত্র ছিলাম কিন্তু খেলাধুলার প্রতি আগ্ৰহ ছিলো অনেক বেশি। প্রাইমারি স্কুল থেকে সাফল্যের সহিত ৫ম শ্রেণী পাশ করি, এরপর পাশের গ্ৰামে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই, দুইটি মাধ্যমিক বিদ্যালয় পরিবর্তন করে অবশেষে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে ভর্তি হই এবং কৃতিত্বের সহিত বিজ্ঞান বিভাগ থেকে ১ম ডিবিশন এ এস. এস. সি. পাস করি।
এরপর যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ পাওয়ার ডিপাটমেণ্টএ ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও চালিয়ে যেতাম। একই বছর যশোর ২য় ও ১ম বিভাগ ফুটবল লিগ খেলি কিন্তু দুঃখের বিষয় আমার লিগারমেণ্টে টান লাগায় ফুটবল থেকে বিদায় নিতে হয়। এর পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেয় ঢাকায় একটি প্রাইভেট প্রথিষ্টানে জুনিয়র ইঞ্জিনিয়ার হাসাবে যোগদান করি।
চাকরিতে ভালোয় করছিলাম কিন্তু একটা সময় মনে হলো আমাকে যদি টপ ম্যানেজমেণ্ট লেভেলে প্রৌছাতে হয় তাহলে বি.এস.সি ইঞ্জিনিয়ার হতে হবে।
এর পর আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করি এবং একই সঙ্গে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইলেক্টিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ, বি.এস.সি ভর্তি হই। চাকরি ও পড়ালেখার একসাথে চালিয়ে যায় এবং চাকরিরত অবস্থায় আমাকে অনেকেই সহযোগিতা করেছেন পড়ালেখার জন্য, সত্যি তাদের কাছে আমি অনেক কৃতাগ্য।
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং শেষ সেমিস্টার এ অধ্যায়নরত অবস্থায় একটি করিয়ান কোম্পানিতে (LS Cable & System) ইন্টারভিউতে অংশগ্রহণ করি এবং আমাকে Project Coordinator হিসেবে Vodafone Qatar Project এর জন্য সিলেক্ট করে এবং সকল প্রকার প্রসেসিং শেষ করি এবং পূর্বের কম্পানিতে রিজাইন দিয়। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং এর শেষ সেমিস্টারের পরীক্ষা শেষ করেয় মধ্যপ্রাচ্য দেশ কাতারে পাড়িজমায়। কাতারে আমি খুব ভালো একটা চাকরি করতাম এবং অনেক ভালো বেতন ও পেতাম। ৪.৫ বছর পর আমি দেশে চলে আসি। এর পর চিন্তা করলাম ব্যবসা করবো কিছু ফ্যমিলির সম্মতি না পাওয়ায়, ঢাকায় একটি প্রাইভেট কম্পানিতে যোগদান করলাম টেকনিক্যাল ম্যানেজার হিসেবে।
চাকরি ও পরিবার নিয়ে ভালোই দিন কাটছিলো। করনা মহামারীর শোষে দীর্ঘ ১ জুগ চাকরি করার পর বাধ্য হয়ে বিশেষ চাপের কারণে চাকরি ছাড়তে হয়।
👉উদ্যাক্তা জীবন:
উদ্যাক্তা হওয়ার স্বপ্ন আমার চাকরি সুরুর দিক থেকে ছিলো কিন্তু আইডিয়া, মূলধন, প্রশিক্ষণ, সুযোগ না মেলায় হয়ে ওঠেনি। তবে চাকরি ছাড়ার আগে শিদ্ধান্ত নিলাম যে ব্যবসা করবো, প্রশিক্ষণ নিয়েছি, সাহস করে শুরু করলাম। আমার ভালোবাসার প্রথিষ্টান: Glory Vision Ltd. একটি ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইডার ও সাপ্লাই কোম্পানি।
👉আমার সিগনেচার প্রডাক্ট:
অনলাইন - অফলাইন ইউপিয়েস, ব্যাটারি, সার্কিট ব্রেকার, এমসি, ইনভার্টার, ইসপ্লাইসিং মেশিন, ওটিডিআর, পাওয়া মিটার সহ সকল ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারিজ আইটেম সাপ্লাইয়ার।
👉আমার স্বপ্ন:
আমার স্বপ্ন বড় কিছু নয়, আমি একজন সফল উদ্যোক্তা এবং সফল মানুষ হতে পারি, বেকার যুব সমাজের মাঝে বেকারত্ব দূর করতে পারি, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি, পরিবার নিয়ে ভালো থাকতে পারি। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি, মৃত্যুর আগে পর্যন্ত যেনো ভালো মানুষ ও সত হিসেবে থাকতে পারি। ইনশাআল্লাহ সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব এবং নিজের সফলতা অর্জনের জন্য পরিশ্রম করে যাবো।
👉বৈবাহিক ও পারিবারিক জীবন:
প্রতিটি মানুষের জীবনে একটা সুখের মুহূর্ত আসে আমার জীবনেও এসেছে ২০১৩ সালে। পারিবারিক ভাবে আমাদের বিবাহ সম্পন্ন হয়। আমার সহধর্মিনী সুশিক্ষিত, সুন্দরী, ধার্মিক, ন্যায় পরায়ণ ও কেয়ারিং। আল্লাহর রহমতে এক ছেলে, এক মেয়ে, মা বাবা ও পরিবার এর সকল কে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ!
👉ফাউন্ডেশনের যুক্ত:
ইউটিউবে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখতে গিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ভিডিওটি দেখতে পাই, ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও গুলো দেখে আমার মনে কথাগুলো গেঁথে যায় এবং ভিডিওটি দেখে ভালো লাগা কাজ করে সেখান থেকে ফাউন্ডেশনের যুক্ত হবার জন্য আগ্রহ প্রকাশ করি। একদিন দেখি ফেসবুকে রেজিস্ট্রেশন করার জন্য, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে পোস্ট করে এবং আমি ১৩ তম ব্যাচে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন জন্য সহযোগিতা করেন জেসমিন রোজ আপু এবং যশোর জেলার এম্বাসেডর ও মডারেটর আর এম রনি ও ইউনুস আলী ভাই।
এই প্লাটফর্মে যুক্ত হয়ে যা শিখতে পেরেছি: একজন ভালো মানুষ হওয়া। মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা। অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ।
মানবিক কাজে মানুষকে সহযোগিতা করা। আরও অনেক কিছু শিখতে পেরেছি তা একমাত্র সম্ভব হয়েছে স্যারের জন্য এবং এই প্লাটফর্মের মাধ্যমে। তাই আমি স্যারে প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি ।
👉 যশোর জেলার কোর ভলান্টিয়ার ও মডারেটর এবং জেলা এম্বাসেডর ও উপজেলা এম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার, আজীবন সদস্যগণ সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম। সবাই সবাইকে অনেক ভালবাসে এবং সহযোগীতা করে সকলের
অনুপ্রেরণায় আমার পথ চলা। দায়িত্বশিল সকালে সুন্দরভাবে যশোর জেলা টিমকে নির্দেশনা ও ভালবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
👉ধৈর্য্য সহকারে আমার এই লেখাটি সম্পূর্ন পড়ার জন্য আপনার প্রতি আন্তরিক ভালবাসা ও অসংখ্য ধন্যবাদ রইল। সকলের সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
লেখার মাঝে ভূলত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০৪
তারিখ ২০-১১-২০২২ইং
👉ধন্যবাদান্তে,
মোঃ বুলবুল আহমেদ
ব্যাচ নং: ১৩ তম
রেজিস্ট্রেশন নং: ৫৯৫০৯
জেলা: যশোর
বর্তমান অবস্থান: খিলক্ষেত, ঢাকা।
ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/bulbul.ahmed.925602?mibextid=ZbWKwL
বিজনেস পেজ লিংক: https://www.facebook.com/gloryvisionltd?mibextid=ZbWKwL