ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে মন হয় এর আগে কেন ফাউন্ডেশনে খোজ পায়নি?
💓💗সবার জীবনেই গল্প আছে। তবে সবার গল্প ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আমার জীবনের গল্প পড়ার জন্য বিনীত অনুরোধ রইল।
আসসালামুয়ালাইকুম
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি
🕋 সর্ব প্রথম মহান আল্লাহু তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি তিনি আমাকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার অশেষ রহমতে আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ।🤲
দুরুদ ও ছালাম জানায় আখেরি নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি।
🔰শ্রদ্ধা
======
শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা-মাকে। তিনাদের মাধ্যমে সুন্দর এই পৃথিবীতে এসেছি।
তাদের দোয়া আদর ও ভালোবাসায় আজ আমি এতোবড় হয়েছি । তিনাদের ঋন কখনো কোনদিন শোধ হবার নয়। সকল মা-বাবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
🔰কৃতজ্ঞতা
==========
কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শতাব্দীর অন্যতম সেরা মানুষ, লাখো তরুণ তরুণীর আইডল প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি, তিনি সৃষ্টি নাহলে তৌরি হতো না #নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন। তৌরি হতো না ভালো মানুষের একটা পরিবার। প্রিয় স্যার নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত আমাদের জন্য কাজ করে যাচ্ছেন।
🤲দোয়া রইল প্রিয় স্যারের ও স্যারের পরিবারের জন্য।
🔰ধন্যবাদ
========
প্রিয় ফাউন্ডেশনে ভালোবেসে কাজ করে যাচ্ছেন কোর,মডেরেটর, লাইফসাপোর্ট টিম, রেজিস্ট্রেশন টিম, হাট মনিটর টিম ও ভলেন্টিয়ার বৃন্দ সাবায়কে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
🥀জীবনের_গল্প🥀
সবার জীবনে গল্প আছে। কিন্তু সেই গল্প কখনও বলা হয়নি। প্রিয় ফাউন্ডেশনে যুক্ত না হলে হয়তো কখনো কাউকে আমার জীবনের গল্প বলা হতো না।
✍️গল্প শুরু এখান থেকে
=================
আমার জন্ম ঝিনাইদহ সদর উপজেলার ছোট একটা গ্রামে। আমার জন্ম গ্রহনে সবায় অনেক খুশি। কারন আমার বাবারা ১০ ভাই বোনের মধ্যে বড় ছেলে আমার বাবা আর আমি তার বড়ো ছেলে। তাই একটু বেশি ভালোবাসা পেয়েছি।
💚 বাবা
বাবা ছিলেন কৃষক (পরবর্তীতে প্রবাসী) আমার বয়স যখন ৭ বছর তখন বাবা বিদেশে চলে যান। দিন শেষে সব বাচ্চারাই নিজ পিতা মাতাকে পাশে চাই ।
আমিও চাইতাম। বাবার ভালো বাসার কথা গুলো কাগজে লিখে লুকিয়ে রেখে দিতাম। কাউকে কখনো বলিনি।
💚 মা
মা গৃহিণী। আমরা দুই ভাইবোন ( আমি আর আমার বোন)।
আমার মা একজন অসাধারণ মানুষ। অনেক শক্ত (রাগি) আবার অনেক নরম।
এখনও আমি মাকে ভয় পাই। তার সাথে যদি কেউ রাগ করে আর পরবর্তীতে ওই ব্যক্তি তাকে ডেকে কথা বলে তখন মুহূর্তেই সব রাগ শেষ হয়ে যায়।
বাবা উপস্থিত না থাকায় ছোট বেলায় মায়ের শাসনে বড় হয়েছি। পুকুরে গোসল করতে যাওয়া যাবেনা, বৃষ্টিতে ভিজা যাবে না,গাছে উঠা যাবে না সন্ধ্যায় পড়তে বসতে হবে। আমাদের অনেক নিয়ম-কানুন চলতে হত। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি এবং সম্মান করি।
🏠স্কুল জীবন
গ্রামের প্রইমারি স্কুল থেকে স্কুল জীবন শুরু। পড়াশোনার চেয়ে খেলাধুলা ও বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশি ভালো লাগতো। এক বার বাবা বিদেশ থেকে বেড়াতে দেশে আসে। এবং আমাকে দেখে সিদ্ধান্ত নেয় আমাকে শহরের আবাসিক স্কুলে পড়াশোনা করতে পাঠাবে। আমার খুশি লাগলেও সেখানে যাওয়া পর খুব খারপ লাগছিলো।গ্রামে মা,ছোট বোন এবং বন্ধুদের জন্য ।
তার পরও মানিয়ে নিয়েছিলাম। এই ভাবে ৩ বছর পার হয়ে যায়। অষ্টম শ্রেণী শেষ করে নবম শ্রেণিতে ভর্তি হলাম ঝিনাইদহ জেলা সরকারি স্কুলে।বাড়ি থেকে বাসে এবং বাই সাইকেলে ক্লাস করতাম। ছোট থেকে খুব হিসাবি ছিলাম। হাত খরচের টাকা থেকে বাচিয়ে নোট বই, গ্রামার এবং সাধারণ ঙ্গানের বই কিনতাম।
ইচ্ছা ছিলো পড়াশোনা শেষে ব্যাংকের চাকরি অথবা ব্যবসা করবো।
কিন্তু পড়াশোনা শেষ করতে পারলাম না । সামনে ssc টেষ্ট পরিক্ষা এর মধ্যে কুয়েত থেকে বাবা এবং চাচাদের একই কথা পড়াশোনা করে চাকরি হবে না ।ভিসা পাঠাচ্ছি চলে আসো। সবার কথা মতো রাজি হলাম। আর একবার যার বিদেশ যাওয়ার কথা মাথায় ভর করে ,না যাওয়া পর্যন্ত কোন কিছুতে মন বসে না।
🔰 প্রবাস জীবন ✈️
============
জীবনে অনেকটা সময় প্রবাসে কাটিয়ে ফেলেছি। অনেকটা উদ্দেশ্যে বিহীন।
প্রবাস জীবন শুরু হয় 28/12/2003 তারিখ থেকে। মালিকানা ড্রাইভারি চাকরি। কিন্তু আমার গাড়ি চালানোর কোন দক্ষতা ছিল না। ৩/৪ মাস সময় লাগে গাড়ি চালানো শিখতে ও লাইসেন্স পেতে। (আপনি যেখানেই যান বা যে কাজে যান আগে সেই কাজ শিখে যেতে হবে। তাহলে একটা দিন ও বেকার থাকা লাগবে না)। ভালো ভাবেই চাকরি চলছিলো। চাকরির পাশাপাশি ছোট ছোট উদ্যোগ নিয়েছিলাম যেমন মোবাইল কার্ড বিক্রয়, বিভিন্ন দেশে কথা বলার কল ছেন্টার ।
2007 সালে বেতন বাড়ানোর কথা বলাতে মালিক রাজি হয় না এবং দেশে চলে যাওয়ার কথা বলে ( অপেক্ষার ফল মিষ্টি হয়)। আমি আগের বেতনেই চাকরি করতে রাজি হয় কারণ বাংলাদেশের ভিসা বন্ধ। এবং কথা বলার সুযোগ খুজি । একদিন সুযোগ পায় এবং অর্থনৈতিক সমস্যার কথা গুলা বলে বুঝাতে সক্ষম হই। আমাকে ছেড়ে দিতে রাজি হয়।
শুরু হয় নতুন জীবন। গাড়ি কিনবো কিন্তু টাকা নাই । স্যারের একটা সেশন মিলে যায়। (আপনার নিজের দিকে তাকান ।আপনি কোটি টাকার সম্পদ)। তখন অনেকেই আমাকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছিল।
এর পর সফলতা দিকে অগ্রসর হতে থাকি।গ্রামে বাড়ি মেরামত করি কিছু জমি কিনি।
এবং 13/1/2012 সালে বিবাহ করি । (বর্তমান দুই ছেলের জনক)। শহরে জমি কেনার শখ ছিল এবং অনেক টাকা খরচ করে বাড়ি করি । জমি এবং বাড়ি সহ ৪০+ লক্ষ টাকা খরচ হয়। এখনও দেশে গেলে বেকার। প্রিয় স্যার বলেন "প্রবাস থেকে টাকা ইনকাম করে দেশে ব্যবসা করুন এবং লাভের টাকা দিয়ে বাড়ি করুন"। বাড়ি তৈরির আগে ফাউন্ডেশনে যুক্ত হলে হয়তো এতো টাকা খরচ না করে প্রবাস জীবন শেষ করে কিছু একটা করতাম।
প্রবাস থেকে দেশে অনেক বার গিয়েছি কিন্তু কখনো কোন কর্মে জড়িত হয়নি।
স্যার বলেন "থাকবো না একটা দিনও বেকার" ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর দেশে ফিরে বাড়ির ছাদের উপরে মুরগীর ফার্ম করি । স্যার বলেন "হয় জিতবেন না হয় শিক্ষবেন হারবেন না কক্ষনো"। তাই আমার উদ্দেশ্য ছিলো কাজটা শিক্ষা।
🔰প্রিয় ফাউন্ডেশনে যুক্ত
==================
আগে থেকেই ব্যবসার প্রতি ভালোবাসা । আমার সহধর্মিণীর সাথে পরামর্শ করে দেশে অনলাইনে থ্রিপিস নিয়ে কাজ শুরু করি।
তাই YouTube মোটিভেশন ও ডিজিটাল মার্কেটিং ভিডিও দেখতে দেখতে স্যারের ভিডিও সামনে আসে স্যারের কথা খুবই ভালো লাগে।সেখান থেকে প্রিয় ফাউন্ডেশনের খোজ পাই ।নিজেই রেজিস্ট্রেশন করি । কিন্তু ব্যাচ ভুল হয়ে যায় । রেজিস্ট্রেশন টিম মেম্বার চট্টগ্রামের Shirin Sultana আপু ঠিক করতে সহাযো করে। সেশন ক্লাস কিভাবে করবো আপু তার নিজ জেলাতে যুক্ত করিয়ে শিখিয়েছেন। কুয়েত টিমে এবং নিজ জেলা টিমে যুক্ত হতেও সাহায্য করেন।কৃতজ্ঞতা আপুর প্রতি।🤲
অনুভূতিঃ ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে মন হয় এর আগে কেন ফাউন্ডেশনে খোজ পায়নি?💕
❤️বিনয়ী
=======
নিজের বলার মতন একটা গল্প ফাউন্ডেশনের সকল কান্ট্রি এম্বাসিডর, ডিষ্টিক এম্বাসিডর, ভলেন্টিয়ার বৃন্দ অত্যান্ত বিনয়ী। অফলাইন ও অনলাইন মিটাপে যুক্ত হয়ে আমি তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। এতো আন্তরিকতা ও বিনয়ী অন্য কোথাও দেখিনি।
🤲 আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আমার দ্বারা কোন ব্যক্তির ক্ষতি না হয়।
মানুষ মাত্রই ভুল করে তবে আমি ভুল শিকার করতে পছন্দ করি।
মানুষকে উপকার করতে ভালো লাগে। সুযোগ পেলে মানুষকে উপকার করার চেষ্টা করি ।আমি শিখতে চায় জানতে চাই। হতে চাই একজন ভালো মানুষ, হতে চাই একজন সফল উদ্যোক্তা।
আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি।
আমার পল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০৭
তারিখ ২৫-১১-২০২২ইং
꧁পরিচয়꧂
♦️ ইমরান খান
♦️ ব্যাচ নাম্বারঃ ১৫
♦️ রেজিষ্ট্রেশন নাম্বারঃ ৭১৬৫৪
💉 ব্লাট গুরুপঃ O+
🏠 ঝিনাইদহ সদর
বর্তমান কুয়েত প্রবাসী