প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা ও আদর্শ নিয়ে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার গল্প
🌹 বিসমিল্লাহির রহমানির রাহিম 🌹
🌷 আমার জীবনের গল্প 🌷
💢আসসালামু আলাইকুম, শুরু করিতেছি মহান আল্লাহর নাম নিয়ে। দরুদ এবং সালাম প্রেরন করছি আমাদের সবার প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর প্রতি।অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মা বাবার প্রতি যাদের মাধ্যমে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে আমার আগমন হয়েছে। অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা আমিন।🤲
💢অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর ❤️❤️ জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে আজকের আমাদের এই প্রিয় ফাউন্ডেশন। ২০১৮ সালের ১ লা জানুয়ারি আমাদের এই প্রিয় প্লাটফর্মের যাত্রা শুরু ১৬৪ জন নিয়ে। আজ আমারা এই প্লাটফর্মে আছি ৩৬০০০০ জনের অধিক ভলো মানুষ। আমাদের প্রিয় স্যার যদি এই উদ্যোগটা না নিতেন তা হলে আজ এত গুলো ভালো মানুষ এক সাথে হতে পারতাম না। আমারা এত গুলো ভাই বোন এক সাথে হতে পেরেছি এক মাত্র স্যার এই উদ্যোগটা নেওয়ার কারণে। প্রিয় স্যার এই উদ্যোগ টা নেওয়ায় স্যারের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
💢অনেক অনেক দোয়া ও ভালবাসা থাকলো প্রিয় প্লটফর্মের সকল ভাই বোনদের প্রতি, যারা একে অন্যের পাশে থেকে এক সাথে এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরনের লক্ষ্যে। এই প্লাটফর্মটা এমন একটা প্লাটফর্ম যেখানে সবসময় পজিটিভ সব জিনিসের চর্চা হয়। এখানে নেগেটিভ কোন কিছু চর্চা হয় না। আমরা সকল ভাই বোনেরা একে অন্যের বিপদ আপদে এগিয়ে আসি।
আমার পরিচয় ও সংক্ষিপ্ত জীবনের গল্প 👉
💢আমি মহিউদ্দিন ফারুক, ১৯৮৭ সালে ৮ই জানুয়ারী চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলায় ১ নং সৈয়দ পুর ইউনিয়নের আলাকুলি পুর গ্রামে খোসাল মুহুরী বাড়িতে একটি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করি। আমি আমার ৫ ভাই ৬ বোনের মধ্যে সবার ছোট। এখানে বলে রাখা ভালো আমার বাবার ছিল ২দুই সংসার। আমার বড় মা মারা যাওয়ার পর আমার মা বিয়ে করে আমার বাবা। আমার মায়ের ঘরে আমরা হচ্ছি ২ ভাই ১ বোন। আমার বয়স যখন চার বছর তখন আমার বাবা মারা যায়। এই জন্য বাবার আদর ভালোবাসা কোনটা আমার মনে নাই। আমার বাবা কে নিয়ে কিছু না বললে নয়। আমার বাবার আমাদের বাজারের অনেক বড় ব্যবসায়ি ছিলেন। সবাই আমার বাবাকে রুহুল আমিন সওদাগর নামে চিনে। কিন্তু বাবার ব্যবসা টা আমার কোন ভাই ধরে রাখতে পারে নাই। বাবা শেষ বয়সে এসে ব্যবসাটা চালিয়ে যেতে পারে নাই কারণ আমার কোন ভাই বাবা ব্যবসাটা করে নাই। বাবা শেষ বয়সে এসে অনেক অসুস্থ হয়ে অনেক দিন কষ্ট করে মারা যান ১৯৯১ সালের এপ্রিল মাসে।
আমার কষ্টের দিন গুলো 👉
💢বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাইয়েরা সবাই আলাদা হয়ে গেল। আমাদের আয়ের কোন উৎস নাই। আমার মা আমরা ভাই বোন তিন জন কে নিয়ে অনেক কষ্টে পড়ে গেল। কি করবে কিছু বুঝতেছেনা। আমাদের জমি আছে কিন্তু ঐগুলো কে চাষ করবে আমরা ভাই বোন তিন জনও ছোট। ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত আমাদের দিন গুলো অনেক কষ্টে গেল যা বলে বুঝানো যাবেনা। এক বেলা ভাত দুই বেলা রুটি খেয়ে অনেক দিন পার করেছি। আমি রুটি খেতে পারতাম না মা আমার জন্য দুপুর বেলার কিছু ভাত রেখে দিতেন। আমার বড় ভাই বোন দুই জনের পড়ালেখা বন্ধ হয়ে গেল টাকার আভাবে। আমার বড় ভাই আমাদের জমি গুলো চাষ করতে থাকলো। এছাড়াও মাঝে মধ্যে অন্যের জমিতে কাজ করে আমাদের সংসার চলতো কোন মতে। আমি চলে গেলাম নানার বাড়িতে। আমি যে ছেলে মা ছাড়া একটা রাত ও কোথাও ছিলাম না সেখানে আমি মা ছাড়া থাকতে হচ্ছে এটা ছিল আমার জন্য অনেক কষ্টের।ঐখানে ৩য় শ্রেনী পর্যন্ত পড়ার পর আমাদের বাড়িতে চলে এসে আমাদের গ্রামের স্কুলে ভর্তি হলাম।
আমার স্কুল জীবন 👉
নানার বাড়ি থেকে এসে আমাদের গ্রামের স্কুলে ভর্তি হলাম। ২০০৪ সালে এস এস সি পাস করলাম এবং ২০০৬ সালে এইস এস সি পাস করলাম। এইস এস সি পরিক্ষা দেওয়ার পর আমি গার্মেণ্টস এ চলে গেলাম। ঐখানে যাওয়ার পর বুঝতে পারলাম গার্মেণ্টস এ আমাদের দেশের ভাই বোনেরা কি অমানসিক কষ্ট করে। গার্মেণ্টসে আমি ৩ মাসের বেশি ঠিকতে পারলাম না।
আমার কর্ম জীবন 👉
💢২০০৮ সালের ১ লা ফেব্রুয়ারি আমার স্টীল জগতে কর্ম জীবন শুরু হলো পি এইচ পি স্টীল এ। চাকরি ও পড়া লেখা এক সাথে করতে থাকলাম ২০১২ সালে বি বি এস পাস করলাম। ২০১৫ সালে এম বি এস পাস করলাম।২০১৫ সালে ১৫ অক্টোবর বি এস আর এম স্টীলে জয়েন্ট করলাম। বর্তমানে আমি এখানে কর্মরত আছি।
আমার পারিবারিক জীবন
আমি ২০১৬ সালের ১৪ অক্টোবর বিয়ে করার মাধ্যমে আমার পারিবারিক জীবন শুরু হলো। ২০১৮ সালের ১৩ মার্চ আমার বড় ছেলের জন্ম হয়। আমার বড় ছেলের যে দিন জন্ম ঐ দিন আমার জন্য এক দিকে ছিল সুখের, কিন্তু অন্য দিকে ছিল অনেক কষ্টের। কারণ হাসপাতালে বাচ্চার মা ছিল অনেক অসুস্থ ডাক্তার আমাকে ডেকে বলল আপনি যে কোন একটা দিক বেচে নিতে হবে। আমরা এক সাথে দুইজনকে বাচাতে পারবো না। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। বাহিরে এসে আল্লাহর কছে অনেক কান্না কাটি করলাম। আল্লাহ সবার দোয়ায় আমার ছেলে ও বো দুইজনে সুস্থ ছিল। বর্তমানে আমার দুটি সন্তান আছে সবাই ছেলেদের জন্য দোয়া করবেন। আমি আমার মা ও সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মা এখন অসুস্থ আছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
এই প্লাটফর্ম থেকে শিক্ষা 👉
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এমন একটা প্লাটফর্ম যেখানে সবসময় পজিটিভ কিছু চর্চা হয়। এখানে যুক্ত হলে আমরা যদি উদ্যোগতা না ও হয় তবে একজন ভালো মানুষ হবো এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আমাদের স্যারে অনেক গুলো স্লোগান থেকে এই স্লোগান টা আমি সবসময় মনে প্রানে ধরন করি স্বপ্ন দেখুন শুরু করুন সাহস করুন লেগে থাকুন সফলতা আসবে।আমাদের প্রিয় স্যারের প্রতি অনেক দোয়া ও ভালবাসা থাকলো।
উদ্যোক্তা জীবন 👉
💢আমার উদ্যোক্তা এখনো বলার মতো তেমন কিছু হয়ে উঠেনি। গত একমাস থেকে আমি গার্মেণ্টস এর বিভিন্ন পন্য নিয়ে পাইকারি ও খুচরা বিক্রি করতেছি। তবে ব্যবসার অবস্থা তেমন ভালো নেই কিন্তু আমি হাল ছাড়ছিনা। আমার একটা অনলাইন পেইজ আছে যার নাম হচ্ছে কেনাকাটা শপ বিডি সবাই ভালো বেসে পাশে থাকবেন। আমি আগামীতে অর্গানিক ফুড নিয়ে কাজ করতে চাই। আপনারা যারা মধু ঘি পাইকারি বিক্রি করেন আমার সাথে কষ্ট করে একটু যোগাযোগ করবেন।
যা অনুপ্রেরণায় আমি উদ্যোগতা হতে চাই👉
💢আমি এক মাত্র আমাদের সবার প্রিয় স্যারের অনুপ্রেরনায় আমি উদ্যোগতা হতে চাই। স্যার আমাদের প্রতি ব্যাচ এ ৯০ দিনে যে সেশন গুলো দিয়ে থাকেন এই গুলো যদি আমরা চর্চা করে থাকি তাহলে আমরা এক একজন উদ্যোগতা হতে পারবো। আর যদি উদ্যোগতা হতে না ও পারি তা হলে আমরা যে একজন ভালো মানুষ হতে পারবো এতে কোন সন্দেহ নাই।
উদ্যোগতা হতে আমার পরিবারের সহযোগিতা👉
আমার উদ্যোগতা হতে আমাকে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সে হচ্ছে আমার স্ত্রী। আমি হচ্ছি খুব অলস প্রকৃতির মানুষ চাকরি করছি বাকি সময় শুইয়ে বসে কাটিয়ে দি। আমার স্ত্রী সবসময় বলতো চাকরির পাশাপাশি যেন কিছু করি। এই ছাড়া ও আমাদের প্রিয় ফাউন্ডেশন এর শিক্ষা তো আছে। তাই ১০০০০ টাকা দিয়ে বর্তমান ব্যবসা টা শুরু করেছি। বর্তমানে আমার মূলধনের পরিমান ২০০০০ টাকা। আপনার হতো ভাবতে পারেন এত অল্প পুজি দিয়েও কি ব্যবসা হয় নাকি। আমি বলবো অবশ্যই হবে। এ ছাড়াও আমাদের ফাউন্ডেশনে হাজারও উদাহরণ আছে যারা ৫০০০ টাকা দিয়ে শুরু করে এখন অনেক ভালো অবস্থানে আছে।
🌹নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যুক্ত হওয়া 👉
💢স্যার ১ম ব্যাচ এর ১৬৪ জন কে নিয়ে একটা অনুষ্ঠান করছিল ঐ টা YouTube এ দেখে প্রিয় গ্রুপে যুক্ত হয়। কিন্তু আমি এক্টিভ ছিলাম এটা ছিল আমার সব চেয়ে বড় ভুল। ২য় ব্যাচ এ আমরা ছিলাম ৬০০০ জন এর মধ্যে প্রায় সবাই এখন সফল উদ্যোক্তা। আমি ১৯ তম ব্যাচ এ ধারাবাহিক ভাবে সব গুলো সেশন শেষ করেছি এবং সেশন চর্চা ক্লাস গুলোতে যুক্ত ছিলাম এখনো আছি।
এই ফাউন্ডেশন থেকে শিক্ষা 👉
💢আমাদের প্রিয় ফাউন্ডেশন থেকে শিক্ষার শেষ নাই।এখানে আমাদের বিনামূল্যে ১৬ টা স্কিল শিক্ষা দেওয়া হয়। ৯০ দিনে ৯০ টা সেশন দেওয়া হয় যে গুলো থেকে আমরা নতুন নতুন কিছু আইডিয়া জানতে পারি। আমি জানতে পারলাম শেয়ার যদি আমরা ব্যবসা করি তাহলে আমরা এক একজন এক একটা কাজে পারদর্শী হয়। এই ফাউন্ডেশন থেকে আমি এটা ও জানতে পারলাম ৫০০০ টাকা দিয়ে ও ব্যবসা করা যায়। অথবা আপনার কাজে কোন টাকা নাই কিন্তু আইডিয়া আছে এটা প্রয়োগ করেও ব্যবসা করা যায়। আমদের ব্যবসার পরিধি বৃদ্ধি করার জন্য যদি ব্যাংক লোন প্রয়োজন হয় তাহলে কিভাবে ব্যাংক লোন পাওয়া তা জানতে পারলাম। এছাড়াও আরও অনেক কিছু। একজন ভালো মানুষ কি ভাবে হওয়া যায় এই শিক্ষাটা এই ফাউন্ডেশন থেকে পেলাম।
এই ফাউন্ডেশনে যুক্ত হয়ে আমার যে অর্জন গুলো হলো। 👉
এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার আগে ৫ জন মানুষের সামনে কথা বলতে আমার কষ্ট হতো, মনে হতো যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কাপাকাপি করতো। কথা বলতে জড়তা আসতো এটা এখন হয় না। এই ক্ষেত্রে আমাকে সহায়তা করেছে আমাদের প্রতিদিনের সেশন চর্চা। প্রতিদিনের সেশন চর্চাটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জড়তা কটে নিজেকে সবার সাথে আরও বেশি পরিচিত করে। আমাদের সেল বৃদ্ধি করার জন্য অনেক কাজে আসে।
স্যারের কিছু কথা যা আমি সব ক্ষেত্রে মেনে চলি
স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবেই।
জীবনে বড় সফল ও সুখী হবার জন্য পজেটিভিটির কোন বিকল্প নাই।
সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেণ্ট।
সময় নিন, সময় দিন, সময় জীবন বদলে দিবে।
যে নিজেকে ভালো রাখে এবং অন্যকেও ভালো রাখে তিনি একজন ভালো মানুষ।
জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া।
💢প্রিয় স্যার কে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার জীবনের গল্প। স্যারের জন্য অনেক দোয়া ও ভালবাসা থাকলো। স্যারের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। সেই সাথে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ ধর্য সহকারে আমার জীবনের গল্প পড়ার জন্য। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।
❤️ধন্যবাদান্তে❤️
নাম - মহিউদ্দিন ফারুক
ব্যাচ নং - ২য়
রেজিষ্ট্রেশন নং ২১৩১
?