"যে ফাউন্ডেশনে প্রতিদিন বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়"- আলোকিত বাংলাদেশ
যে ফাউন্ডেশনে প্রতিদিন বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়
প্রযুক্তি প্রতিবেদক
০০:০০, ১৪ ডিসেম্বর, ২০২২
প্রযুক্তির আশীর্বাদে চাইলে এখন ঘরে বসেই যেকোনো বিষয়ে কোর্স করা যাচ্ছে। বাংলাদশেও এর ব্যাতিক্রম নয়। লাখো তরুণ চাকরির পেছনে না দৌড়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে হয়েছেন উদ্যোক্তা। প্রত্যন্ত গ্রাম থেকে অনলাইনে বিনামূল্যে বা স্বল্পমূল্যের কোর্স শেষে উদ্যোগ নিয়ে আয় করছেন অনেকে। এসব উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও অনুপ্রেরণা দিতে কাজ করছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। তেমনই একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশন। ২০১৮ সালে যাত্রা শুরু করা ফেইসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপটি বর্তমানে রূপ নিয়েছে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ প্ল্যাটফর্মে। এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় সাত লাখ উদ্যোক্তা। বর্তমানে এ ফাউন্ডেশনের ফেইসবুক গ্রুপের সদস্য সংখ্যা ৩ লাখ ৭০ হাজার প্রায়। ফেইসবুক পেজে রয়েছে ৬ লাখ ৫৫ হাজারের মতো ও ইউটিউবে ১ লাখ ৫০ হাজার সাবস্ক্রাইবার। এখন পর্যন্ত ১ লাখের বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে প্ল্যাটফর্মটির মাধ্যমে। যারা দেশে প্রায় ৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ। যিনি নিরলস পরিশ্রমে এ প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন। ইকবাল বাহার গত ৫ বছর ধরে প্রতিদিন উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন, যা সম্পূর্ণ বিনামূল্যে। এনবিএমইজির প্ল্যাটফর্মে উদ্যোক্তাবিষয়ক ১৬টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশিপ ও ভলান্টিয়ারিং চর্চাসহ বিভিন্ন অনুপ্রেরণা দেওয়া হয়। ১৯টি ব্যাচের সফল প্রশিক্ষণ শেষে বর্তমানে ২০তম ব্যাচ চলছে।