টাঙ্গাইল মধুপুর উপজেলায় বার্ষিক বনভোজন ও প্রীতি ফুটবল ম্যাচ
আলহামদুলিল্লাহ
প্রায় ২০০ জন উদ্যোক্তা নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অদম্য টাঙ্গাইল জেলার #মধুপুর_মডেল_উপজেলার তৃতীয় বার্ষিক বনভোজন এবং প্রীতি ক্রিকেট ম্যাচ।
উক্ত অনুষ্ঠানের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্মানিত মধুপুর উপজেলা প্রতিনিধি Jahid Mridha এবং কো- কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন Khadiza Hosen আপু।
এই সফল আয়োজনের নায়ক ছিলেন আমাদের অদম্য টাঙ্গাইল জেলার সম্মানিত জেলা প্রতিনিধি Kh Istiak Ahmed Shajib ভাই।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #Md_Robiul_Islam ম্যানেজার পূবালী ব্যাংক লিমিটেড। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সম্মানিত কোর ভলেন্টিয়ার Mohammad Ali ভাই Sagar Banik দাদা, ইবনে সাইম রানা ভাই।
আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমন্বয়ক ও মডারেটর Mezbah Ahamed ভাই এবং ঢাকা জেলা এম্বাসাডর ও মডারেটর Mazbah Uddin ভাই সহ সেন্ট্রাল টিমের অনেক সিনিয়র লিডারগন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার প্রথম জেলা প্রতিনিধি Ashik Ahmed ভাই, টাঙ্গাইল জেলা প্রতিনিধি MD Jahir Islam ভাই Iqbal Hossain ভাই ময়মনসিংহ জেলা প্রতিনিধি #Nashid ভাই।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রতিনিধি Sharker Mominul Islam
Shamim Rahman Azizul Hakim
ও অসংখ্য কমিউনিটি ভলেন্টিয়ার সহ আজীবন সদস্য বৃন্দ।
ভালোবাসা এবং কৃতজ্ঞতা সেই সকল ভাই-বোনদের প্রতি যাদের আর্থিক সহযোগিতায় আমাদের এত বড় একটি প্রোগ্রাম সফল হয়েছে।
#টাইটেল_স্পনসরে ছিলেনঃ
১) kh Istiak Ahmed Shajib
২) Md Mamun JM
৩) Md Rahim
#জার্সি_স্পন্সরে ছিলেনঃ
১) Abdul Alim Bhuiyan
#এলিট_স্পনসরে ছিলেলঃ
১) Sheikh Manik
২) Riyadul Hasan Rana
৩) Jasmin Ripa
৪) Jahid Mridha
#গোল্ড_স্পনসরে ছিলেনঃ
১) Khandakar Lipi
২) Rabeya Nasrin Rumi
৩) Shakh Nahar
৪) Sabnom Tonny
৫) Israt Jahan
৬) Mahbubur Rahman Shaikat.
৭) Khadiza Hasan
৮) Jakiya Sultana
মধুপুর মডেল উপজেলার সেরা সম্মাননা।
#মধুপুর_মডেল_উপজেলার সেরা ভলেন্টিয়ার।
১) Md. Mamun JM
#মধুপুর_মডেল_উপজেলার সেরা উদ্যোক্তা পুরুষ।
১) Mahmudul Hasan Saikat
#মধুপুর_মডেল_উপজেলার সেরা উদ্যোক্তা নারী।
১) Israt Jahan
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার। আপনার কল্যাণে আমরা পেয়েছি প্রিয় এই ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনের শিক্ষা নিয়ে প্রতিনিয়ত আমাদের ব্যক্তি জীবন এবং উদ্যোক্তা জীবনের পরিবর্তন ঘটছে।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আদম্য টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ জেলা থেকে আগত সকল অতিথিবৃন্দদের প্রতি।