সাগরকন্যা পটুয়াখালী জেলার প্রতিবেদন
সাগরকন্যা পটুয়াখালী জেলার প্রতিবেদন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন
--------------- পটুয়াখালী জেলার প্রতিবেদন-----------
আসসালামু আলাইকুম
সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার যিনি আমাদের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টের জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রম এবং লেগে থাকার কারণে আজ আমরা বিশাল একটি ভালো মানুষের পরিবার ও একসাথে বিশাল নেটওয়ার্কিং পেয়েছি।আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আজীবন সদস্য সহ পটুয়াখালী জেলার সকলের প্রতি।
__________ ভৌগোলিক অবস্থান ______________
রবি শষ্যের অন্যতম উৎপাদনাগার বরিশাল বিভাগ।
বাংলার শষ্য ভান্ডার হিসেবে বরিশাল বিভাগ হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে।
পটুয়াখালী জেলা বরিশাল বিভাগের একটি অন্যতম বানিজ্যিক ও রবি শষ্যের জেলা হিসেবে পরিচিত।
🧿 পটুয়াখালী জেলা প্রতিষ্ঠাকাল:- ১ লা জানুয়ারি ১৯৬৯ খ্রীষ্টাব্দ।
🧿 পটুয়াখালী জেলার নামকরন:-
সপ্তদশ শতাব্দীতে স্থানীয় লোকেরা বিশেষ একটি খালের নামকরন করেন ""পাতুয়ার খাল"" যা বর্তমানে পটুয়াখালী জেলা হিসেবে পরিচিত।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা হানাদার বাহিনী থেকে মুক্ত হয়।
সেই থেকে পটুয়াখালী জেলা স্বাধীন ভাবে নিজেরদেরকে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সফলতা, অর্জন করছে।
🧿 পটুয়াখালী জেলার আয়তন:-
পটুয়াখালী জেলা আয়তন হচ্ছে ৩,২২১,৩১ বর্গ কিলোমিটার। সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে পটুয়াখালী জেলায়।
পটুয়াখালী ৪টি সংসদীয় আসন ও ৮ টি উপজেলা নিয়ে নিয়ে গঠিত।
🧿 বিশিষ্ট ব্যাক্তিত্ব ও গুনিজন।
পটুয়াখালী জেলা, মন্ত্রী, উপমন্ত্রী, নির্বাচন কমিশন,সংসদ সদস্য ৪ জন সহ, চিত্র শিল্পী, অভিনয় শিল্পী, সংগীত শিল্পী, ক্রিকেটার সহ অগনিত বিশিষ্ট কৃতিসন্তাদের জন্মস্থান।
🧿 শিক্ষা:-
শিক্ষা ও জ্ঞানবিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে আছে পটুয়াখালী জেলা। শিক্ষার হার ৬৫% (আদম শুমারি ২০১১)
🧿পটুয়াখালী জেলা মৎস্য,বনজ ও কৃষি সম্পদে ভরপুর।
বানিজ্য পণ্য হিসেবে পটুয়াখালী জেলার উৎপাদিত পণ্য দেশ সহ বিশ্বের দরবারে সফল ভাবে বিচরণ করছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পটুয়াখালী জেলা বিশাল একটা বাণিজ্যিক এলাকা রুপান্তরিত হতে যাচ্ছে।
🧿 পটুয়াখালী জেলায় বছরে ২ বার ধান চাষ হয় ""আমন "" ও"" ইরি""পটুয়াখালী জেলার উৎপাদিত ধান বরিশাল বিভাগ সহ বাংলাদেশ ৭টি বিভাগেই বাজারজাত করা হয়ে থাকে।
তার পাশাপাশি রবি শষ্যের মধ্যে অন্যতম হচ্ছে বাদাম, শুকনো মরিচ, মুগ ডাল, পেঁয়াজ, আলু, ও পটুয়াখালী জেলা কে বর্তমানে তরমুজে বাড়িও বলা হয়।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালি, কলাপাড়া, গলাচিপা ও কুয়াকাটা উপজেলা বিশাল পরিসরে বানিজ্যিক ভাবে তরমুজের চাষ হচ্ছে।
🧿 বৃহৎ সম্ভাবনাময় পটুয়াখালী জেলা:-
পটুয়াখালী জেলা বর্তমানে বাংলাদেশ সহ বৈদেশিক ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি অন্যান্য জেলার তুলনায়।
কারণ ১৩শ ২০ মেগাওয়াট করে বর্তমান ৪টি তাপবিদ্যুৎ কেন্দ্র চলমান। পটুয়াখালী জেলায় ২৬ হাজার চাইনিস লোক বসবাস করে।
২০২৫ সালের মধ্যে সারে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত আমাদের এই পটুয়াখালী জেলায়। যেটি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং জাতিয় গ্রীডে যোগ করা হয়েছে।
🧿 পর্যটন কেন্দ্র পটুয়াখালী জেলা:-
সমুদ্র সৈকত কুয়াকাটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত ও আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। যেখানে একই স্থানে থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। মনোরম দৃশ্য সম্বলিত এই কুয়াকাটা পর্যটন কেন্দ্র, বাংলাদেশের অর্থনীতির ভিত শক্ত করতে রেখে চলেছে অনেক বড় একটা ভূমিকা ।
🧿 মৎস সম্পদের জেলা পটুয়াখালী:-
বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নত মানের সামুদ্রিক মাছের শুটকি উৎপন্ন হয় কুয়াকাটায় যা বাংলাদেশের অন্যান্য জেলাসহ ও বিদেশেও বিখ্যাত।
🧿 রুপালি ইলিশ রপ্তানীর জেলা পটুয়াখালী:-
বাংলাদেশে ভিতরে একমাত্র অত্যন্ত সুস্বাদু, রুপালি ইলিশ রপ্তানি করা হয় পটুয়াখালী জেলার মহিপুর উপজেলাথেকে। এই স্থান হতে প্রতি বছর ১০ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে।
🧿 এছাড়াও বাংলাদেশের ২য় সাবমেরিন ক্যাবল পাওয়ার স্টেশন রয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়ায়।
🧿 বাংলাদেশে ১ম পানি যাদুঘর অবস্থিত পটুয়াখালীর কলাপাড়ায়।
🧿শক্তিশালী রাডারের অবস্থানের জেলা পটুয়াখালী:-
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবচেয়ে বেশি শক্তিশালী রাডার আছে ৩টি তার মধ্যে ০১টি অবস্থিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়।
🧿 তৃতীয় সমুদ্র বন্দর এর জেলা পটুয়াখালী:-
বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর 🌷পায়রা পোর্ট🌷 পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা অবস্থিত।
🧿 কৃষি বিশ্ববিদ্যালয়ের জেলা পটুয়াখালী:-
বাংলাদেশে মোট ২টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে ০১টি অবস্থান পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়।
🧿 এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির, পটুয়াখালী জেলার কলাপাড়ার মিশ্রিপারায় অবস্থিত।
🌷পটুয়াখালী জেলা🌷ব্যাপক সম্ভাবনাময় একটি এলাকা।
তাই নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের উদ্যোক্তা ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষন করছি যেকোন জেলা থেকেই পটুয়াখালী জেলার উৎপাদিত পণ্য নিয়ে কাজ করার যথেষ্ট পরিমাণ সুযোগ-সুবিধা রয়েছে এবং রয়েছে বাণিজ্যিক ভাবে বিনিয়োগ করার সুযোগ।
তাই নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের
গর্বিত সকল সদস্য ভাই,বোনদেরকে উদত্ত আহবান জানাচ্ছি।
***পটুয়াখালী জেলা টিমের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন ভূমিকা********
পটুয়াখালী জেলা নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন
২৮ ফ্রেব্রুয়ারি ২০১৮ সালে
হাসিবুল হাসান ভাই
পিসি হালদার ভাই
গোপাল দাস ভাই
আতিকুল ইসলাম ভাই
মোহাম্মদ আশ্রাফ ভাই
আরও অন্যান্য
কয়েকজন ২য় ব্যাচ সদস্য নিয়ে যাত্রা শুরু করেন।
✅✅বর্তমানে পটুখালী সদস্য সংখ্যা _____৪৭৫+
✅✅সুপার একটিভ সদস্য________৭০+ জন
✅✅জেলা এম্বাসেডর ___________৬ জন
✅✅উপজেলা এম্বাসেডর _________৩ জন
✅ক্যাম্পাস এম্বাসেডর ___________________ ২জন
✅✅কমিউনিটি ভলান্টিয়ার সংখ্যা ৫০+
✅✅রেজিষ্ট্রেশন টিম মেম্বার আছেন _________৩ জন।
✅✅২৪/ ৭ লাইভ সার্পোট টিমে ______________২ জন।
✅✅ব্লাড টিম মেম্বার আছেন _____________ ৬ জন।
✅✅স্যোসাল মিডিয়া মিডিয়া ফিটব্যাগ __ ২ জন
✅✅ টপ টেন অর্জন কারী ____ ৪ জন।
✅✅বর্তমান আমাদের উদ্যোক্তা সংখ্যা ____৩৫ জন
✅✅সফল উদ্দোক্তা এবং যারা নিজেরদের প্রতিষ্ঠান প্রতিষ্টার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থ্য করতে সক্ষম হয়েছে ________১৫জন।
✅✅নতুন সদস্যদের থেকে প্রিয় স্যারে শিক্ষা নিয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হবার পথে হাটছেন অনেকে আলহামদুলিল্লাহ।
✅✅নারী উদ্যোক্তা আছেন _______ ৭ জন
✅✅সফল উদ্যোক্তা গল্প স্যারের UTV লাইভে এ পর্যন্ত বরিশাল বিভাগের থেকে ৬ জন গিয়েছে তারমধ্য ২ জন পটুয়াখালী সদস্য।
✅✅স্টাটাস- অফ দ্যা-ডে _____৫০+
আলহামদুলিল্লাহ সেরা গল্প লিখে সাথী আক্তার জেলা প্রতিনিধি ২০ বার টা স্ট্যাটাস অফ দ্যা ডে খেতাব অর্জন করতে পেরেছেন।
দিন দিন আলহামদুলিল্লাহ কমিউনিটি ভলান্টিয়ার বেড়ে যাচ্ছে।
✅✅পটুয়াখালী জেলার যাত্রা শুরু থেকে অফলাইনে মিট আপ সংখ্যা _____ অসংখ্য অফলাইন মিট আপ হয়েছে।
✅✅অনলাইন মাসিক মিট আপ _______ ৩০ টা
✅✅সাপ্তাহিক মিট আপ __________ ৮৬ টা
✅✅ আন্তর্জাতিক পর্যায়ে ক্রস বর্ডার মিট আপ করতে পেরেছি ২ টি।
✅✅ জেলা ভিক্তি ক্রস বর্ডার মিট আপ আয়োজন করতে পেরেছি এ পর্যন্ত ৪ টি
✅✅সেশন মিট আপ ___________ গতকাল পর্যন্ত ৫৬৫ তম সম্পূর্ণ হলো ইনশাআল্লাহ নিয়মিত চালিয়ে যাবো।
**--পটুয়াখালী সদস্যে গন প্রতিদিনের সেশন চর্চার মাধ্যমে নিজের জ্ঞান নিজের বিবেক বিবেচনা , নিজেকে কিভাবে মোটিভেট করতে হয় সেটা আয়ত্ত করতে পারছে।
*** প্রিয় স্যার পটুয়াখালী জেলার সেশন চর্চা আপনার শুধু নিজেরা সদস্য না আমাদের যুক্ত থাকেন দেশে কয়েকটি জেলার সদস্যবৃন্দ নিয়মিত। আমরা তাদের কে মোটিভেট করি। তাদের সঞ্চালন করার সুযোগ সহ তার মূলবান বক্তব্য বলার সুযোগ করে দিচ্ছি। যার মাধ্যমে এক জেলার থেকে অন্য জেলার বিজনেস রিলেশন ক্ষেত্রে সুসম্পক তৈরি হচ্ছে। তাছাড়া রেজিষ্ট্রেশন টিমে ভলান্টিয়ার করে নতুন সদস্যদের আমাদের জেলার সেশন মিট আপে যুক্ত করে গ্রুপের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারনা দিয়ে থাকি।
**** নিয়মিত সেশন চর্চা যুক্ত হয়ে উদ্যোগতা হবার স্বপ্ন দেখছেন অনেক। আবার অনেক শুরু করে দিয়েছে।
*** পটুয়াখালী বানিজ্যিক পণ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বরিশালে বিভাগীয় উপদেষ্টা হাসিবুল হাসান ভাই। তার এলিট এগ্রো ফার্মে কৃষি ও গবাদি পশু, হাঁস- মুরগী চাষাবাদ করা হচ্ছে। এলিট এগ্রো ফর্মে উৎপাদিত পণ্য দেশে বিভিন্ন অঞ্চলে বিচরন করছে।
**** পটুয়াখালী জেলার কৃষি পণ্য নিয়ে ও তার পাশাপাশি রঙিন মাছ ও পোশাকাদি নিয়ে উদ্যোক্তা জীবন শুরু করে মোঃ রিয়াদ হোসেন রিমন ভাই। খুব তারাতারি তার পোশাক শো রুম উদ্বোধন করবে আপনার মাধ্যমে প্রিয় স্যার।
📣📣**--নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের
মানবিক কার্যক্রমে সব সময় অংশগ্রহণ করে আচ্ছে বরাবর সামনেও করবে। পটুয়াখালী জেলা টিম মানবাতার সেবায় সবসময় সজাগ।
📣📣**--পটুয়াখালী টিমের প্রত্যেকটি সদস্যকে,দক্ষ- লিডার,এবং একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করার লক্ষ্যে,কাজ করে যাচ্ছি আমাদের জেলা প্রতিনিধিগন ও বিভাগের কোর ভলান্টিয়ার গন।
📣📣*** পটুয়াখালী জেলা ২০২১ সালে জানুয়ারী মাসে এলিড বিডির পক্ষ থেকে
১ম ধফায় পটুয়াখালী সদর ও বেদেপল্লী সহ ৭০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা এডিশনাল এসপি।
২য় ধফায় বরগুনা জেলার আমতলীতে হেফজখানার ৪০০ ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী পৌর সভা মেয়র মহাদ্বয়।
📣📣 ২০২০ সালে করোনা কালীন শুরুর দিকে পটুয়াখালী জেলার সদরে বেমাগারে স্বাস্থ্যবিধি মিনে ১৮৬ জন দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রিক বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পৌরসভার মেয়র
এবং মোঃ সারোয়ার খান এডিশনাল সার্বিক।
📣📣**-প্রিয় স্যারের গোষনা অনুযায়ী বৃক্ষ রোপন কর্মসূচি ও পটুয়াখালী জেলা বাস্তবায়ন করেছি সফল ভাবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পৌর সভা মেয়র মহাদ্বয় তার উপস্থিততে ৩০০ গাছ রোপন করা হয়।
-
📣📣ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ খাদ্য বিতরনহয়ে ছিলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন পৌর সভা মেয়রমহাদ্বয়।
📣📣 প্রিয় স্যার পটুয়াখালী জেলা টিম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সকল সামাজিক ও মানবিক কাজে সফলতার সাথে অংশ গ্রহন করে আসচ্ছে।
📣📣 ২০২২ সালে পটুয়াখালী জেলার এম্বাসাডর ও মডারেটর হাসিবুল হাসান ভাই এর কোম্পানি হাওলাদার এন্ড কমার্শিয়াল থেকে ১০০০ কম্বল বিতরণ করা হয়েছে।
📣📣 উদ্যোক্তা ক্লাব গঠনের লক্ষ্যে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ১০ টি কলেজ,ভার্সিটি প্রিয় স্যারের চিঠি প্রেরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে।
➡️পরিশেষে , কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর স্বপ্নের কারিগর লক্ষ তরুণ/তরুণীর আইকন জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার আইডিয়ার কারনে আজকে আমরা দূরে থেকেও অতি কাছে হতে পারছি একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পেরেছি। তৈরি হচ্ছে বিশাল এক নেটওয়ার্ক। পটুয়াখালী জেলা টিম প্রিয় স্যার এবং তার পরিবারের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক সবসময় সহায়ক হোন।
---ধন্যবাদান্তে---
সাগরকন্যা পটুয়াখালী জেলা টিম
সকল দায়িত্বশীল ও আজীবন সদস্য।