৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন ২০২৩ উপলক্ষে খাগড়াছড়ি জেলা টিমের প্রস্তুতি মিটআপ।
মিলনমেলা মিলনমেলা
আয়োজনেঃ খাগড়াছড়ি জেলা টিম
স্থানঃ স্বপ্ন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার, খাগড়াছড়ি সদর।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন ২০২৩ উপলক্ষে খাগড়াছড়ি জেলা টিমের প্রস্তুতি মিটআপ।
আজ ২৫শে ডিসেম্বর ২০২২ইং রোজ রবিবার প্রকৃতির রাণী খাগড়াছড়ি জেলা টিম কর্তৃক “৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন ২০২৩" উপলক্ষে একটি প্রস্তুতিমূলক মিটআপের আয়োজন করা হয়েছে।
মিটআপে উপস্থিত ছিলাম আমি Arpan Chakma ,
সুপার এক্টিভ ও খাগড়াছড়ি জেলা টিমের নিবেদিত প্রান ভলান্টিয়ার খাগড়াছড়ি জেলা টিমের সকলের বড় ভাই Md Kamal Hossain Titu ভাই,
খাগড়াছড়ি জেলার আরো একজন নিবেদিত প্রান ভলেন্টিয়ার রামগড় উপজেলার প্রতিনিধি RaFiquL IsLaM ভাই,
সুপার এক্টিভ ভলেন্টিয়ারOmor MD Omar Faruk ভাই,
দিঘীনালা উপজেলার প্রতিনিধি S M Sohaill ভাই
,পানছড়ি উপজেলা প্রতিনিধি Alo Taluckder দাদা,
খাগড়াছড়ি সদর উপজেলার প্রতিনিধি Anjana Chakma Anju
এবং খাগড়াছড়ি জেলা টিমের আজীবন সদস্য Akter Hossain Cht ভাই,
Jannatul Ferdous আপু,
নজিবুন নেছা জীবন আপু,
Anowara Begum আপু,
Safi Ahammad ভাই,
Shafiqul Islam ভাই,
মানিকছড়ি উপজেলা এম্বাসেডর Tazul Islam ভাই,
Md Masumভাই সহ সকল দায়িত্বশীল ও আজীবন সদস্যবৃন্দ।
আর অনলাইন লাইভে যুক্ত থেকে আমাদেরকে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে সাথে ছিলেন শ্রদ্ধেয় ভাই কোর ভলান্টিয়ার ও মডারেটর জনাব Md. Iftekher Alam ভাইয়া।
সকলের আন্তরিক উপস্থিতিতে সুন্দর একটি আয়োজন সম্পন্ন করলাম।
আজকের আলোচনার বিষয় ছিলো-
৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন ২০২৩”এর প্রস্তুতি এবং টিকেট সংগ্রহ নিশ্চিত করা।
ফাউন্ডেশনের লক্ষ্য,উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে সকলের সাথে মত বিনিময়।
খাগড়াছড়ি জেলা টিমের ভবিষ্যৎ পরিকল্পনা।
জেলা ও উপজেলা পর্যায়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করণ এবং
খাগড়াছড়ি জেলা টিমের সার্বিক কার্যক্রম।
সকল ব্যস্তটাকে উপেক্ষা করে আমাদের জেলার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা যারা শত শত মাইল পাড়ি দিয়েও মিট আপে উপস্থিত থেকে পুরো আয়োজন সফল ও প্রানবন্ত করার জন্য সহযোগিতা করেছিলেন আপনাদের সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
পরিশেষে আবারও সেই প্রিয় শিক্ষক, লক্ষ তরুণ তরুণীর স্বপ্নের পথ প্রদর্শক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। যার অনুপ্রেরণায় আজকের আজকের দিনটাকেও আমরা নতুন রুপে,নতুন ভাবে দেখার সুযোগ পাচ্ছি এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য সাহস পাচ্ছি।