শুভ জন্ম দিন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ জন্ম দিন
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন
সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন।
মহান আল্লাহ তাআলার নিকট সীমাহীন শুকর আদায় করছি, যে মহান করুণাময় আজও আমাদের কে তাঁর এই সুন্দর ধরণীতে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ|
দরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া খাতামুননাবীঈন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর।
গভীর শ্রদ্ধা ভক্তি সালাম ও ভালোবাসা- প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক- লক্ষ তরুণ-তরুণীর আইডল ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ।স্যারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ও শ্রদ্ধাভান স্যারে সংস্পর্শের ৪২৬দিন অনুভূতি
২৮-১০-২১ইং ১৬তম ব্যাচে রেজি. করে ফাউন্ডেশনে যুক্ত হওয়া। ১৬তম ব্যাচ ১ম দিন, ১ম সেশন শুরু করলাম, উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা করার দৃঢ় অঙ্গিকার করে শুরু করলাম।
আমি একজন নারী, নারীর জীবন মানে জানতাম সংসার, সন্তান, বাসা, সংসারের কাজ, স্বামীর আদেশ, শ্বশুর বাড়ীর সবার মন খুজে নিজেকে জীবন শেষ করা।
আমার মত অন্য একজন সহজে বুঝবে সংসার জীবনে একজন নারী কত টা পরাধিন।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এবং যুগশ্রেষ্ঠ নক্ষত্র-বাংলার এক দূরদর্শী দিকপাল এক অনন্যসাধারণ উদ্যোক্তা, শ্রাদ্ধাভান প্রিয় Iqbal Bahar Zahid স্যারর এর সান্নিধ্যে জানতে পারলাম-
আমরা নারী- আমরা সব পারি…..
নারী শব্দের আভিধানিক অর্থ যতটা গভীর বরং তার চাইতেও বড় তার দায়িত্ব।
নিজের সংসার জীবনের সব ঠিক রেখে ফাউন্ডেশনের প্রতি সেশনে যুক্ত হয়ে স্যারের শিক্ষা বুকে ধারন করে পথ চলমান।
ফাউন্ডেশনের শিক্ষা থেকে উদ্যোক্তা জীবন শুরু
১৬তম ব্যাচের সব সেশন যথাযথা সময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনন করি। স্বপ্ন দেখতে শুরু করি কি নিয়ে কাজ শুরু করা যায়। কোভিট-19 মাক্স এর চাহিদা প্রচুর। মায়ের কাজ থেকে হাতের কাজ শেখা। সে সুযোগ কাজে লাগিয়ে। মাক্স এ হাতের কাজ করে সেল শুরু করলাম। আলহামদুলিল্লাহ খুব ভাল সাড়া পেয়েছি। তারপর গিফ্ট আইটেম ও ফুড আইটেম নিয়ে কাজ শুরু করলাম।
শুণ্য হাতে উদ্যোক্তা জীবন শুরু
স্বপ্ন দেখুন- সাহস করুন- শুরু করুন - লেগে থাকুন
স্যারের শিরুনাম কে সামনে রেখে রোজা ও ঈদে পান্জাবি নিয়ে কাজ শুরু করি। ফাউন্ডেশনের প্রিয় ভাই আপুদের থেকে পাইকারি ক্রয় করে সীমিত লাভে আমার নিকটতমদের মাঝে বিক্রি করে ভাল সুনাম অর্জন করি। রোজার পর পান্জাবির তেমন চাহিদা না থাকায় ফুড আইটেম নিয়ে কাজ শুরু করি। নিজে উৎপাদন করা সকল প্রকার আচার, ঘানী ভাঙ্গানো খাটি সারিষার তেল নিয়ে কাজ শুরুকরি।চুলের জন্য একটি তেল উৎপাদন চলমান যা চুলের সকল সমস্যার সমাধান করবে ইন শা আল্লাহ। আলহামদুলিল্লাহ, শুণ্য থেকে আজ উদ্যোক্তার পথে নিজের পরিচয়ে পরিচিত হতে পেরেছি সব টুকু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ও স্যারের শিক্ষা।
স্যারের সংস্পর্শে ধন্য হলাম।
প্রিয় রিমা আপুর মাধ্যমে আমার জন্য সব চেয়ে বড় প্রাপ্তী, অতি অল্প সময় এ স্যারের সংস্পর্শ পেলাম। স্যারের স্নেহ ভালবাসায় আমি সিক্ত। অভিভুত। মুগ্ধ, ধন্য- কৃতজ্ঞ।
আমার প্রিয় মেন্টর কে সামনে থেকে দেখার অনুভতি জীবনের যে কোন সময়ের চেযে অনেক বড় প্রাপ্তী। যার ঋণ কোন দিন শোধ করার নয়। বরং দিন দিন যে ভালবাসা বেড়ে চলছে তা এক পোস্টে প্রকাশ করার মত না।
ফাউন্ডেশন থেকে প্রাপ্তী___
জীবন মানে সংসার-কিছু হতাশা- কিছু অপ্রাপ্তী নিয়ে জীবন হতাশায় নিমজ্জিত, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে আমার যুক্ত হওয়া এবং সকলের ভালোবাসা, অনুপ্রেরণা উৎসাহ দেখে আমি মুগ্ধ।
প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সেশন চর্চা ক্লাস শুরু করার পর, নিজের ভিতর একটি আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছছে, নব উদ্যেপনায় নিজেকে চিনতে শুরু করি। নিজের ভিতর উৎসাহ অনুপ্রেরণা অনুভব করি।
প্রাণ প্রিয় স্যার আপনার ভালবাসা ও আদর্শ শিক্ষা আমাকে সাহস যোগিয়ে যাচ্ছে, প্রতিটি সেশন আমার আস্থার খোরাক-প্রতি টি ক্লাস আমার ঘুরে দাড়ানোর হতিয়ার, মনোবলের সাথে চলতে শিখেছি- শিখেছি ভলান্টিয়ারিং ও অন্যকে ভালোবাসা, কিভাবে পরিবার সমাজকে লিড দিতে হবে- বার বার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শিখেছি- ছোট বড় সবাইকে সম্মান করতে শিখিছি- একজন ভাল মানুষ হয়ে বুক ফুলিয়ে নিজের পরিচয় দেওয়ার রাস্তা খুঁজে চলছি- তাও পেয়ে যাব, ইনশাআল্লাহ ------!!
অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় স্যার
আপনার সন্ধান না পেলে, ভালবাসার ফাউন্ডেশন না পেলে আজ হয়ত হতাশা আমাকে গ্রাস করতো--কৃতজ্ঞতা প্রিয়
মতিঝিল টিমের সকল ভাই বোনের প্রতি আমি অনেক ঋণী। আপনাদের সকলের অনুপ্রেরণায় আজ আমি নিজেকে নিজের মাঝে খুজে পেয়েছি। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি আপনারা সকলে পাশে থেকে আমাকে দোয়া ও সহযোগিতা করলে ইনশাল্লাহ আমিও পারবো অনেকদূর এগিয়ে যেতে।
আপনার থেকে শিক্ষা পেয়েছি কিভাবে নিজেকে ভালবাসতে হয়, কিভাবে মা বাবা কে ভালবাসতে হয়, মানুষ কে ভালবাসতে হয় আপনি কথা বলতে শিখিয়েছেন, সাথে উপস্থাপনা ও ভাষা শৈলি-ভাল মানুষ হয়ে বাচতে শিখিয়েছেন, জীবনে অন্তত একজনের ভাগ্য পরিবর্তন করতে শিখিয়েছেন- মা বাবা ও অন্যদের দোয়াতে মৃত্যু দুয়ার থেকে কিভাবে জীবন বেচে আসে তা জানিয়েছেন- ভাগ্য-চমক-মিরাকেল বিশ্বাস করতে শিখিয়েছেন, আপনার অনুপ্রেরনায় উদ্ভোদ্ধ হয়ে লিখেছি-আপনি চিরদিন বেঁচে থাকবেন আমার,আমাদের হৃদয়ে, আমাদের স্মৃতিতে। আপনি বেঁচে থাকবেন আপনার কর্মে- কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়,
সৈয়দা তনিয়া , রেজি. নং : ১৬/৭৯৯৫৮