★সৃতিচারন ২৪ অক্টোবর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২২★
★সৃতিচারন ২৪ অক্টোবর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২২★
কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর শতাব্দীর সেরা কিংবদন্তী জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি,
★★অনুভুতি প্রবাস জীবনের অবসান ও প্লাটফর্মের★★
প্রবাস জীবন অনেক কষ্টের,প্রবাস হচ্ছে একটা দেয়াল বিহীন জেলখানা,বড় বড় যন্ত্রদানবের কান ফাটা আর্তনাদের মধ্য দিয়ে ঘুমিয়ে পড়া ও ঘুম থেকে উঠা, মেঘে ঢাকা সেই রংধনু ছড়িয়ে পড়া আকাশ,বজ্রের হুংকার,চাঁদনি রাতের মিষ্টি বাতাস, তরুলতা পরিবেষ্টিত নির্জন আবাস,জোনাকির ঝি ঝি আওয়াজ সবই যেন প্রবাসিদের কাছে স্বপ্নের মতো,ভোরের সূর্য উদয় হবার আগেই নিজেদেরকে সপে দিতে হয় কর্মের মাঝে সেই কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে এত বড় আকাশ পারি দিয়ে কখন যে সূর্য পশ্চিম দিগন্তে নিমজ্জিত হয়ে অন্ধকারে বিলীন করে দেয় এই পৃথিবীটাকে তা আর এখন বোধগম্য হয়না অনেক প্রবাসিদেরই, প্রবাস অনেক কষ্টের জানে শুধু ভুক্তভোগীরাই,সেই প্রবাস জীবেনর অবসান ঘটাতে যখন দিনের পর দিন মাসের পর মাস বছের পর বছর নানা বিধ জল্পনাকল্পনা করেও কোন সিদ্ধনন্তে উপনিত হতে পারছিলামনা,ঠিক তখনই সন্ধান পাই প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে ৬০০০ জন সদস্যকে নিয়ে একটা সমাপনি অনুষ্ঠানের ভিডিওর মাধ্যমে, অনেক ভালো লাগে,,অনুপ্রাণিত হই,৬০০১ তম ছাত্র হবার জন্য কমেন্টস করি,তখন থেকে শুরু হয় স্বপ্ন দেখা, মরিয়া হয়ে উঠি স্যারের সাথে দেখা করার জন্য স্যারের সংস্পর্শে আসার জন্য সেই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০১৮ তে ছুটিতে আসি এবং ইন্টারনেট সার্চ করে স্যারের অফিসের ঠিকানা বের করি এবং অফিসে যাই দেখা করতে,প্রথম দিন ফিরে আসি,দ্বিতীয় দিনে কথা হয় সাক্ষাতে স্যারের সাথে, আমাকে অনেক সময় দেন মূল্যবান সময় থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন দিক নির্দেশনা দেন,আমি চিরকৃতজ্ঞ, তারপর আবার সেই প্রবাস জীবনে চলে যাই কর্মস্থল সৌদি আরবে,তখনও আমি যুক্ত হইনি গ্রুপে, ইতি মধ্যে ২৩ অক্টোবর ২০১৮ তে শুরু হয় চতুর্থ ব্যাচ আমি যুক্ত হই রেজিস্ট্রেশন করে।আমার মধ্যে শুরু হয় একটু একটু করে বদলে যাওয়া,স্যারের অুনুপ্রেরনায় অনুপ্রাণিত হয়ে ১৩ সেপ্টেম্বর ২০১৯ প্রবাস জীবেনের অবসান ঘটিয়ে চলে আসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রিয়জনদের কাছে।শুরু করি ছোট্ট একটা উদ্যোগ, নামঃ JAAZ Traders, যার যাত্রা শুরু হয় ৪ জানুয়ারি ২০২০ মহাসম্মেলনের মধ্য দিয়ে।জাজের উৎপাদিত পন্য বিষ ও সার মুক্ত ঢেঁকিছাটা লাল চাল,লাল আটা,লাল চিড়া,চালের গুড়ি কাউনের চাল, হলুদ মরিচ,ধনিয়া গুড়া ইতি মধ্যে সকলের মন জয় করে কমিটমেন্ট বজায় রেখে কাজ করে চলছি কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে।বৈশিক মহামারি করনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন আমার মতো হাজারো নতুন ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের পন্য সেল নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তখনই সময় উপযোগী পদক্ষেপ নিয়ে প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার যে অনলাইন হাট চালু করছেন এটা পৃথিবীতে বিরল,এ একটা ইতিহাস,এখানে উভয় উভয়ের ক্রেতা বিক্রেতা, এখানে পেয়েছি বিশাল এক ভালো মানুষের পরিবার, পেয়েছি হাজারো ভাই বোন, এ যেন ভালো বাসার এক মেলবন্ধন,এখানে যুক্ত হয়ে সক্ষম হয়েছি প্রবাস জীবনের অবসান ঘটাতে,এখানে এসে শিখছি কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয়।কিভাবে নিজেকে ব্যান্ডিং করতে হয়,কিভাবে কথা বলার জড়তা কাটাতে হয়।শিখেছি কিভাবে ভালো মানুষ হওয়া যায়,শিখেছি কিভাবে স্বপ্ন দেখতে হয় এবং সাহস করে শুরু করে লেগে থাকতে হয়।প্রিয় স্যারের একটা কথাই আমাকে ভিষন ভাবে নাড়া দেয় যে,উদ্যোক্তা হওয়া এটা শুধু মাত্র একটা ইচ্ছা এবং না হতে পারা পর্যন্ত লেগে থাকা। প্রিয় স্যার আমি লেগে আছি দোয়া করবেন,সকলের কাছে দোয়া চাই,সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইলো।