পঞ্চম বর্ষপূর্তিতে আমার কিছু অব্যক্ত অভিব্যক্তি।
পঞ্চম বর্ষপূর্তিতে আমার কিছু অব্যক্ত অভিব্যক্তি
সবাই কে কুয়াশায় ঘেরা শীতের শুভেচ্ছা,,
শুভ জন্মদিন ভালোবাসার পরিবার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ( NBMEGF)
আসোলে ভালোবাসা এমন একটা ব্যাপার যার কোনো কারন থাকে না এটা ভিতর থেকেই হয়ে যায়,, অনেকেই ভাবতে পারে ভালোবাসা প্রকাশ করলেই তা লৌকিকতা,, বাস্তবিক ভাবে তা নয় সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এসব মন থেকেই আসে আর এসবের জন্যই টিকে আছে আমাদের পৃথিবী।
আমি ভালোবাসি প্রিয় ফাউন্ডেশন, প্রিয় স্যার আমাদের ফাউন্ডেশনের ভাইবোনদের।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি এতো সুন্দর একটা প্লাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন।
যেখান থেকে পেয়েছি অনেক কিছু আর শিখেছি কিভাবে নিজেকে নিয়ে ভাবতে হয়,, কিভাবে অপরের জন্য কিছু করতে হয়।
অন্যের জন্য কিছু করার চিন্তা ভাবনা আমার সব সময়ই ছিলো কিন্তু কিভাবে করা যায় সে-রকম কোনো ডিরেকশন কখনো পাইনি কারো কাছে
২০২১ সালের ২ রা জানুয়ারি আমার বড় ভাই দঃ কোরিয়া প্রবাসী মেহেরাব হোসাইন রাসেল এর মাধ্যমে ফাউন্ডেশন সম্পর্কে জানি, সাথে সাথেই জয়েন করে ফেলি গ্রুপে। তারপর এক আপুর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে জেলা মেসেনজারে যুক্ত হয়ে যাই,,
নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সিগঞ্জ জেলা মেসেনজারে এড করা হয় আমাকে তখন আমাদের দুই জেলার দায়িত্বে ছিলেন কোর ভলান্টিয়ার মোঃ কামরুল হাসান ভাই।
আমার সব সময় আফসোস হয় কেনো একটা দিন আগে জয়েন করতে পারলাম না তাহলেই তো প্রিয় প্লাটফর্ম এর জন্মদিনে যুক্ত হতে পারতাম।।
স্যারের প্রতিটি সেশন খুবই মনোযোগ সহকারে পড়তাম,, আর পড়লে মনে হতো " এটাই তো আমি করতে চাই,, এটা তো আমার সাথে ঘটে,, আবার বিজনেস সম্পর্কে খুব সুন্দর পরামর্শ পেতাম, আইডিয়া পেতাম,,,
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ভাইবোনদের সাথে কথা বলতাম, তখন তো প্রতিদিনের সেশন চর্চার মিটআপ শুরু হয়নি,,
আমরা তখন সাপ্তাহিক আর মাসিক মিটআপ করতাম
করোনা কালীন সময়ে সবাই অনলাইনে গুগল মিট এর মাধ্যমে মিটআপ চালিয়ে যেতাম। সোনারগাঁ উপজেলার ভাই-বোনগুলোর প্রতি আমি কৃতজ্ঞ, এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগন্জ জেলার সকল দায়িত্বশীল ভাই আপুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার পরে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম যার রেষ এখনো আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ।
সেদিন আমি ফাউন্ডেশনের ভাই আপুদের একে অপরের প্রতি সহযোগিতা, ভালোবাসা উপলব্ধি করতে পারি।।
কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার পোস্টের মাধ্যমে আমি আরেক জেলার ভাই আপুদের ভালোবাসা পাই যে জেলা কে আমার নিজের জেলার মতো মনে করি তা হচ্ছে চাঁদপুর জেলা
উদ্যাক্তা হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ প্রতিনিয়ত এই প্লাটফর্মে দেয়া হয় যা ইতিহাসে বিরল
আর আমি এমন একটা ইতিহাস গড়ার প্লাটফর্মের আজীবন সদস্য হতে পেরে গর্বিত
এই প্লাটফর্মে সবচেয়ে বেশি শিখেছি 24/7 লাইভ সাপোর্ট টিমে কাজ করে,,,
আমার হাজবেন্ড প্রবাসী এবং IT Expert হওয়া সত্বেও আমাকে কখনো ল্যাপটপে ১ ঘন্টা কোনো কাজ করাতে পারেনি ফরেক্স এ ট্রেড করতাম অনলাইনে তা-ও আধা ঘণ্টা হলেই ভালো লাগতো না,
কিন্তু লাইভ সাপোর্ট টিমে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছি খারাপ লাগে নি
কৃতজ্ঞতা আমার প্রিয় সহযোদ্ধাদের প্রতি যারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন এবং এই টিমের জন্য যোগ্য মনে করেছেন।
মুন্সিগন্জ জেলার জেলা প্রতিনিধি হিসেবে, নিজ জেলার ভাই বোনদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ।
শিখেছি একজন উদ্যোক্তা হতে হলে কি পরিমাণ ধৈর্য, পরিশ্রম ও কষ্ট করতে হয়।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন না থাকলে, আমি সামিয়া আজ কিছু ভাইবোন পেতাম না যারা আমার জন্য দোয়া করে আমার ভালো চায়
এই ফাউন্ডেশন আমার ২য় পরিবার যা আমি নির্দ্বিধায় বলতে পারি
গত ২ বছরে আমি যা পেয়েছি প্রায়শই আমার ভাবনায় আসে,, যদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠার সময়টাতে আমি থাকতাম তাহলে অনেক অনেক স্ট্রং হতে পারতাম আরও আগে থেকেই পরবর্তী সময়গুলো যেনো ভালোবাসার এই পরিবারের সাথে থাকতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ।
আমার ভাগ্যে ছিলো না তাই আগে যুক্ত হতে পারিনি,, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন।
চতুর্থ মহাসম্মেলনে অংশগ্রহণ করার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি দায়িত্বশীল ভাই আপুদের ভলান্টিয়ারিং তাদের ধৈর্য্য ও আন্তরিকতা
ভবিষ্যৎ ভাবনা ফাউন্ডেশন নিয়েঃ
আমি মন থেকে চাই যদি বেঁচে থাকি আমরা যখন অনেক বৃদ্ধ হয়ে যাবো তখন আমাদের প্লাটফর্ম এর রুপ অন্য রকম হয়ে যাবে,, তখন প্রযুক্তি এতো উন্নত হবে যে নতুনদের কথা শুনে আমরা তখন আমাদের সময়ের কথা মনে করে হাসবো, একটু মন খারাপ করবো বলবো ভবিষ্যত প্রজন্ম কে তোমরা তো সহজেই সবকিছু করতে পারছো কিন্তু আমরা অনেক কিছু কষ্ট করেই করেছিলাম কিন্তু সেখানে আনন্দ ছিলো। প্রযুক্তি আমাদের প্লাটফর্ম কে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে যা আমরা এবার টিকিট ক্রয়ের সময়ে বুঝতে পেরেছি অনেকেই।
এক সময় আমরা থাকবো না কিন্তু আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থাকবে শতাব্দীর পরে শতাব্দী
প্রযুক্তির কথা লিখতে গিয়ে আমার আরেকটি বিষয় মনে পরে গেলো, আমি যখন ফাউন্ডেশনে রেজিষ্ট্রেশন করি আমার নাম আসে শারমিন আক্তার,, তখন আমার আইডি নাম ছিলো Khandaker Samiya, বিষয় টা দেখে ভীষণ মন খারাপ হয়ে যায় এটা কিভাবে সমাধান করবো, কার কাছে বলবো কিছুই বুঝতে পারলাম না, স্যারের পোস্টে ছিলো নিজের নাম ব্যাবহার করবেন বুক ফুলিয়ে লাইভ সাপোর্ট টিমে কাজ করতে গিয়ে Mohammad Liton ভাই এর সাথে কথাটা শেয়ার করলাম তিনি বললেন কিছুদিন পরে আপনি নিজেই আপনার নাম ঠিক করতে পারবেন আপু
সত্যিই এক সময় আমি ফাউন্ডেশনে নিজের নাম ঠিক করে দেয়ার পাশাপাশি এখন অনেক ভাইবোনের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে দেই ওয়েব টিমে কাজ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ।
ফাউন্ডেশনের প্রতিটি দায়িত্বশীল ভাইবোনদের থেকে শিখতেছি আরও শিখার আছে অনেক কিছু,, প্রতিনিয়ত শিখে যাবো ইনশাআল্লাহ।
ক্যাম্পাস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অনেক ভাইবোন তাদের সাথে কাজ করতে গিয়ে নিজেকে ছাত্রজীবনে ফিরে পেয়েছি মনে হয়েছে
আমাদের নারী টিমের আপুদের কথা না বললেই নয়
তাদের সাথে থেকে অনেক বিষয় জানা হচ্ছে,, কৃতজ্ঞতা আপুদের প্রতি
দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের মডারেটর টিম তাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে হয় আলহামদুলিল্লাহ।
প্রিয় ফাউন্ডেশন কে নিয়ে লিখলে শেষ হবে না
স্যারের একটা কথা লিখেই শেষ করতে চাই,,
" বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ"
আপনিও সেই কেউ কেউর একজন হোন দোয়া রইলো আর নিজের বলার মতো একটা গল্প তৈরি করুন
নতুন বছরে আমাদের ফাউন্ডেশন ৬ষ্ঠ বছরে পদার্পণ করলো এগিয়ে যাবে আমাদের ফাউন্ডেশন ইনশাআল্লাহ
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯১৬
Date:- ০২/০১/২০২৩ইং
ধন্যবাদান্তে,,,
Moderator& DA Munshiganj
12/49852
Page: Ayesha’s Corner