আমি প্রবাস থেকে একেবারের জন্য দেশে চলে যাব তখন দেশে যে আমি কি করবো।
______"বিসমিল্লাহির রাহমানির রাহিম"________
আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ
শ্রদ্ধা ভালোবাসা আমাদের প্রাণপ্রিয় মেন্টর "Iqbal Bahar Zahid " স্যারের প্রতি।
প্রাণের ফাউন্ডেশনের সকল ভাই/বোনেরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন দোয়া করি সবাই অনেক ভালো ,সুস্থ ও নিরাপদ ও খুশিতে থাকেন।
আমি মনে করি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান উদ্যোক্তা তৈরীর কারিগর আমাদের ফাউন্ডেশনের সকলের আইডল প্রান-প্রিয় Iqbal Bahar Zahid স্যার এই ফাউন্ডেশনে তৈরির মাধ্যমে পথভ্রষ্ট হাজারো তরুণ-তরুণীদের সঠিক পথে চলার মাধ্যম করে দিয়েছেন।
প্রিয় ফাউন্ডেশনে আমার আজ ৫৫৬ দিন
আমি একজন প্রবাসী , যখন আমি প্রবাস থেকে একেবারের জন্য দেশে চলে যাব তখন দেশে যে আমি কি করবো বারবার আমার মনে নাড়া দেয় একদিন আমার পাশে একজন কাজ করে তার সাজ্জাদ ভাই তার গায়ে নিজের বলার মত একটা গল্প টি-শার্ট দেখি কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম সাজ্জাদ ভাই এইটা আবার কি? তখন সে আমাকে বলল এটা আমাদের একটা প্লাটফর্ম এখান থেকে তরুণ উদ্যোক্তা তৈরি করে তখন মনে মনে ভাবলাম এটা কিভাবে সম্ভব আমরা প্রবাসে থাকি এইখানে উদ্যোক্তা তৈরি করে কিভাবে তারপর উনাকে রিকোয়েস্ট করলাম আমাকে এই প্লাটফর্মের লিংকটা একটু দিবেন মেসেঞ্জারে সে আমাকে লিংকটা পাঠায়।
তারপর থেকে আমি যুক্ত এই প্রাণের ফাউন্ডেশন এর সাথে , আমি যখন এনআরবি কুয়েত মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয় প্রিয় ভাইয়াদের এক্টিভিটি দেখে আমি মুগ্ধ হয়ে যাই , একদিন আমাদের প্রাণপ্রিয় মাহমুদ ভাইকে জিজ্ঞাসা করলাম কমিউনিটি ভলান্টিয়ার কি , এদের কাজ কি , কি করলে এই যোগ্যতা অর্জন করতে পারি , মাহমুদ ভাই আমাকে কমিউনিটি ভলান্টিয়ার সম্বন্ধে সবকিছু বুঝিয়ে বললেন এবং লেখার জন্য আমাকে উৎসাহ দিতে লাগলেন।
তার পর নিজের জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " আমার পরিবারের প্রিয় ভাই বোনদের সাথে ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে 23 সেপ্টেম্বর একটি পোস্ট করি। পোস্টটি "স্ট্যাটাস অফ দ্যা ডে" নির্বাচক টিমের বিজ্ঞ নির্বাচক-মণ্ডলীর বিবেচনায় ঐ দিন , স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হয়।
সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না
এ এক অন্যরকম অনুভূতি আমি সারাদিন লেখলেও তা ভাষায় প্রকাশ করতে পারবো না , আমার নিজের ভেতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে ছেলেটা জীবনে একটা স্ট্যাটাস লেখে নাই তার প্রোফাইলে , সেই ছেলেটা আজ তার জীবনের গল্প লেখার জন্য সাহস করেছে ,শুধু লেখা না সবাই কে সাথে নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে চলতে হয় তা শিখিয়েছে ফাউন্ডেশন। উদ্যোক্তা তৈরীর পাশাপাশি প্রিয় মেন্টর এই ফাউন্ডেশন থেকে সমাজের প্রতি,পরিবারের প্রতি আত্মীয়-স্বজনদের প্রতি,অসহায়দের প্রতি, আমাদের দায়িত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন।
টেকনো থেকে তেতুলিয়া বিশ্বের ৫০ টি দেশের অধিক বাংলাভাষী ভাই-বোনদের একই সুতায় গেঁথে রেখেছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
কি নেই এই ফাউন্ডেশনে একজন সফল মানবিক মানুষ হওয়ার জন্য যা যা দরকার সবই আছে আমাদের এই প্রিয় প্লাটফর্মে।
সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে প্রিয় ফাউন্ডেশন এর প্রতিটা মানুষ খুবই আন্তরিক এবং হেল্পফুল অল্পতেই এখানে সবাই সবাইকে আপন করে নেয়, আমাদের প্রাণপ্রিয় স্যার প্রবাসীদের যে সম্মান দিয়েছেন এ ফাউন্ডেশন এর ভিতর সত্যি অতুলনীয় এতটুকুই বলবো প্রিয় স্যার কে এ ফাউন্ডেশন এর মাধ্যমে আপনি প্রবাসীদের নতুন জীবন দান করেছেন, আজ আমরা অসহায় প্রবাসীরা ফাউন্ডেশন এর মাধ্যমে অনেক বড় বড় স্বপ্ন দেখছি এবং আমাদের মধ্যে অনেকে সেই স্বপ্ন বাস্তবায়িত করেছে।
একটা সময় প্রবাসীরা দেশে ইনভেস্ট করতে ভয় পেতো অনেকে চিন্তা করত কি করব কি করা যায় এইসব ভেবে ভেবে বছরের পর বছর কাটিয়ে দেয় এই প্রবাস নামক জেলখানায়। কিন্তু এখন সময় বদলে গেছে এখন প্রবাসীরা স্বপ্ন দেখে বড় উদ্যোক্তা হবে দশজনের কর্মস্থল করবে। প্রবাস নামক জেলখানা থেকে একসময় চির বিদায় নিয়ে মাতৃভূমিতে ফিরে আসবে। এতটুকু সাহস তারা এখন করতেই পারে কারণে এই সাহসটুকু যুগিয়েছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এখন প্রতিটা প্রবাসীর কাছে আবেগের জায়গা, ভালোবাসার জায়গা এবং আস্থার জায়গা।
আমি যদি লেখা শুরু করি কলমের কালি ফুরিয়ে যাবে কিন্তু প্রিয় ফাউন্ডেশন নিয়ে ভালোলাগার-ভালোবাসার যে আবেগ তৈরি হয়েছে ওটা লিখে শেষ করতে পারবো না।
আজ ষষ্ঠ বছরে পদার্পণ এই উপলক্ষে প্রাণপ্রিয় মেন্টর সহ সকল কোর ভলেন্টিয়ার, মডারেটর, কান্ট্রি এম্বাসেডর, জেলা এম্বাসেডর, ক্যাম্পাস এম্বাসেডর, উপজেলা এম্বাসেডর,জোন এম্বাসেডর, কমিউনিটি ভলেন্টিয়ার সহ সকল আজীবন সদস্যদের কে জানাচ্ছি NRB Kuwait team-এর সকল সদস্য এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে একবার শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আশা ব্যক্ত করছি প্রিয় স্যার ষষ্ঠ বছরে নতুন নতুন সারপ্রাইজ আমাদেরকে দিবেন এ ফাউন্ডেশনের মাধ্যমে।
পরিশেষে বলবো
Iqbal Bahar Zahid" স্যার আপনার একটি মহৎ উদ্দেশ্যের কারণে হাজার হাজার তরুণ তরুণী আজ সঠিক পথে পরিচালিত হচ্ছে, হাজার হাজার ফ্যামিলি বাঁচতে শিখেছে হাজার হাজার প্রবাসীরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে। সর্বক্ষণ আমরা দোয়া করি আপনার এবং আপনার পরিবারের জন্য। আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবেন লাখ লাখ তরুণ তরুণী আপনি ভালো থাকলেই ভাল থাকবে হাজারো প্রবাসী।
আমার কিছু অনুভূতি অগোছালোভাবে লেখেছি যারা আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে লেখাটি পরেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি,লেখায় কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!! ভালো থাকবেন সবাই।
শুভ জন্মদিন প্রিয় ফাউন্ডেশন
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯১৬
Date:- ০২/০১/২০২৩ইং
ধন্যবাদান্তে
....…..................................................
আমি শামসুল ইসলাম রুবেল
একজন গর্বিত ভলেন্টিয়ার
ব্যাচ ১০/রেজি ২০৮৬৬