ঢাকা জেলার রমনা জোনের শীতবস্ত্র বিতরণ প্রোগাম
উদীয়মান রমনা জোনের শীত বস্ত্র বিতরণ-২০২৩
শীতের কবলে কাঁপতে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিতে হবে আমার-আপনার-আমাদের সবাইকে। সামান্য একটু মানবিকতার স্পর্শ বাঁচাতে পারে শীতার্তদের, তাদের মুখে ফুটিয়ে তুলতে পারে খুশির ঝিলিক।
তেমনিভাবে আমাদের মধ্যে এই শীতে মানবিকতার উন্মেষ ঘটাতে হবে। ক্রমশ জেঁকে বসা শীতে একটুখানি উষ্ণতার আশায় প্রহর গুনতে থাকা সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। কিছু সময়ের জন্য নিজেদের আরাম-আয়েশকে দূরে ঠেলে শীতে কাঁপতে থাকা মানুষের দুঃখ লাঘবে এগিয়ে আসতে হবে। দিনশেষ আমরা যেন ভুলে না যাই—‘মানুষ মানুষের জন্য’।
বলা নয় -করতে বিশ্বাসী
ভবিষ্যৎ নয় - বর্তমানে বিশ্বাসী
করব নয় -করে দেখাতেই স্বাচ্ছন্দ অনুভব করি
অন্যকে করতে বলা নয়- নিজে করতে আনন্দ
বলায় নয় - করায় বিবেচনা
একা নয়- সবাই মিলে এগিয়ে যেতে আনন্দ
শুরু হলো শেষ নয়-চলবে নতুনের হাত ধরে।