এমএড ডিগ্রী অর্জন করেও একজন উদ্যোক্তা হয়েছেন।
আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প
প্রারম্ভিক : আসসালামু আলাইকুম। প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। দরুদে সালাম জানাই সৃষ্টিকূল শিরোমনি প্রিয় নবীজী (স) এর প্রতি।
কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় মেন্টর, লাখো তরুনের পথপ্রদর্শক, প্রতিটি উদ্যোক্তার আইডল প্রিয় স্যার জনাব Iqbal Bahar স্যারের প্রতি। যার অক্লান্ত শ্রম, মেধা ও মননের কারণে আমরা পেয়েছি প্রাণের প্রিয় প্লাটফর্ম #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
আমার পরিচয় :
আমি মাসুমা। বাবা মায়ের ২য় সন্তান। ১৯৮৬ সালের ১ লা বৈশাখের সন্ধ্যায় নানার বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামে জন্মগ্রহন করি। কয়েকমাস পর দাদার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার খামারগ্রাম নামক সবুজে ঘেরা গ্রামে মায়ের সাথে আসি। তার কিছুদিন পর থেকেই বাবার চাকরির সুবাদে সপরিবারে চলে যাই কিশোরগঞ্জ জেলা সদরে।
শৈশব স্মৃতি :
কিশোরগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক লেখাপড়া শুরু হয় আমার। তারপর দুই বছর পরপর বাবার বদলি আর আমার নতুন নতুন স্কুল হতে লাগলো। দুরন্ত শৈশবস্মৃতি পড়ে রইলো কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ এলাকায়, লক্ষীপুরে মিতালী কলোনী, কুমিল্লার গোমতীর তীরে মুরাদনগর, তিতাসতীরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, বান্দরবনে বালাঘাট এলাকায় সাঙ্গুতীরে, পাহাড়ে, ঝর্ণা আর ঝিরির স্রোতে, অচেনা পাখির কূজনে আর জুমের লেবুবাগানে।
কৈশোর :
দূরন্ত কিশোরীকাল কেটেছে আমার। কখনো ফলগাছে, কখনো দলবেঁধে নৌকায়, কখনো ছবি আঁকার খাতায়, কখনো বা হুমায়ূন আহমেদের বইয়ে বুঁদ হয়ে থাকতাম। লেখাপরায় বরাবর ভালো ছাত্রী ছিলাম। স্যারদের নয়নমনি যাকে বলে। সেই সাথে ইনডোর আউটডোর ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ছিল সমান পদচারণা।ভালো লাগতো নকশা আঁকতে, ফ্লোর রাঙাতে, কাজ কেটে অরিগ্যামি বানাতে। মনে মনে ভাবতাম বড় হয়ে আমি চারুকলায় পড়বো।
শিক্ষাজীবন :
কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি ২০০৫ সালে। হোস্টেলে থাকতাম আমি। সে এক আনন্দময় জীবনের অধ্যায়।সে সময় থেকেই নিজেকে সামলানো শিখে গিয়েছিলাম। সেবার ফাইনালের আগে রুমমেট বড় আপুদের সাথে আমিও জীবনে প্রথমবার চাকরীর আবেদনপত্র জমা দিলাম। ফাইনাল পরীক্ষার পর পার্ট পাইম জব নিলাম স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে। শিশুদের সাথে খুব আনন্দে সময় কাটে আমার। ২০০৬ সালে ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্সে প্রথমবর্ষে সপ্তাহখানেক ক্লাস করেছি মাত্র আর সেসময়ই পেয়ে যাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার এপয়েন্টমেন্ট লেটার। জয়েনিং ডেটে খুব মন খারাপ হয়েছিল সাধের অনার্সটা বাদ দিতে হবে ভেবে। পরে ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে আমি প্রাইভেটে ভিক্টোরিয়া কলেজ থেকে ২০১২সালে বিএ ও ২০১৫ সালে এমএ ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করি। পেশাগত দক্ষতা বৃদ্ধিকরণের লক্ষ্যে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে ২০১৬ সালে বিএড ও ২০১৯ সালে এমএড ডিগ্রী অর্জন করি।
আলহামদুলিল্লাহ সম্মানিত হয়েছি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক ২০১৮ জাতীয় শিক্ষা পদকে।
উদ্যোক্তা হলাম যেভাবে :
২০২০ সালে সারা পৃথিবীর মতো আমাদের প্রিয় বাংলাদেশেও নেমে এলো করোনার ভয়াল কালোছায়া। সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি হয়ে গেলো। ভার্চুয়াল ক্লাস আর জুম মিটিং ছাড়া বাকি সময়টা ফেবুতেই বেশি কাটতো। এদিকে চরম বিপর্যয় নেমে এলো মানুষের অর্থনৈতিক জীবনে। সংসার যেন চালানো দায় হয়ে গেলো খেটে খাওয়া মানুষের। স্থবির হওয়া সময়ে বিপদ নেমে এলো, কামাই রোজগার নাই। স্টুডেন্টদের খোঁজখবর নিতে মায়েদের সাথে ফোনে কথা বলার সময় তাদের সংসারের অভাবের কথা শুনতাম শুধু। কিছু একটা করতে চাইতাম তাদের জন্য। এমন একদিন কয়েকজন মহিলা এসে বললো মেডাম টাকা ধার দেন, আপনার তো বেতন আছে। আমাদের কাজও নাই টাকাও নাই। ওনাদের কথা শুনে আমি বললাম কাজ দেই করেন। আল্লাহ ভরসা। গ্রামের প্রায় সব মহিলাই কাঁথা সেলাই করতে জানে। এই দক্ষতাটাকেই সিলেক্ট করলাম আমি। কাঁথা ডট নেট নামে পেইজ খুললাম। সেই থেকে যাত্রা শুরু হলো উদ্যোক্তা জীবনের। আলহামদুলিল্লাহ কয়েকটি ছোটদলে প্রায় ২৪ জন মহিলা কাজ করছে আমার সাথে।
ফাউন্ডেশনে যুক্ত হওয়া :
একজন সফল উদ্যোক্তা কিভাবে হবো তা জানতে ইউটিউবে সার্চ দিতেই একদিন শ্রদ্ধেয় স্যার Iqbal Bahar Zahid স্যারের ভিডিও দেখি। চরমভাবে অনুপ্রানিত হই। ২০২০ সালের ২৫ অক্টোবর যুক্ত হই প্রিয় গ্রুপ #নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশনে। কুমিল্লা জেলা প্রতিনিধি @ইয়াছিন আরাফাত ভাই আমাকে ১২ তম ব্যাচে রেজিস্ট্রেশন করতে সহায়তা করেন। ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।
দেবিদ্বার উপজেলা এম্বাসেডর Md Nazrul ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার গল্প লিখতে উৎসাহিত করার জন্য। লেবানন কান্ট্রি এম্বাসেডর @Khorshed Alam ভাইকেও বিশেষ ধন্যবাদ।
পরিশেষে, ধৈর্যের সাথে আমার লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯২৩
Date:- ১৩/০২/২৩ ইং
ধন্যবাদান্তে _______
Hasina Sayed Masuma
ব্যাচ ১২
রেজিস্ট্রেশন নং ৪০১৯৯
উপজেলা মুরাদনগর
জেলা কুমিল্লা
পেইজ লিংক https://www.facebook.com/KanthaDotNet
ব্লাড গ্রুপ AB+
স্কিল : বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন
ভাষাদক্ষতা : বাংলা, ইংরেজি
ইমেইল masumaa350@gmail.com
01303358812 what'sup