পটুয়াখালী জেলা লোহালিয়া খেয়াঘাট শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
৷৷৷৷৷৷৷৷ মানুষের জন্য কাজ করলে,
জীবিকার জন্য কাজের অভাব হয় না।৷৷৷৷৷
------- #Iqbal__Bahar_Zahid
প্রিয় প্ল্যাটফর্মের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।
#ইকবাল_বাহার_জাহিদ স্যারের নির্দেশনা অনুযায়ী, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের #পটুয়াখালী_জেলার_উদ্দ্যেগে তৃতীয় বারের মত আগামী ৩১শে ডিসেম্বর ২০২২ রোজ শনিবার থেকে অসহায় সুবিধা বঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
স্থানঃ পটুয়াখালী লোহালিয়া খেয়াঘাট, পটুয়াখালী বিসিক এবং পটুয়াখালী লঞ্চ ঘাট।
এই বছরে ৮০০ জন অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হবে পটুয়াখালী জেলা সহ সকল উপজেলায়।
তাই পটুয়াখালী জেলার সকল উপজেলা এম্বাসেডর ও কমিউনিটি ভলান্টিয়ারদের কে জানানো যাচ্ছে যে,
আপনারা নিজ নিজ উপজেলায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করতে পারেন।
প্রত্যেক উপজেলার জন্য ১০০ করে শীতের কম্বল বিতরন করার জন্য দেয়া হবে।আপনারা নিজ নিজ উপজেলায় ১০০ জন লোকের তালিকা করে ছোট আকারে অনুষ্ঠানের মতো করে কার্যক্রম করেতে পারেন।
তাই পটুয়াখালী জেলা প্রতিনিধিদের সাথে
যোগাযোগ করুন।
১।মোঃহাসিবুল হাসান
মডারেটর ও পটুয়াখালী জেলা প্রতিনিধি।
মোবাইল 01792005795
২।শামসুদ্দোহা শাওন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
মোবাইল 01712220246
৩।সাইফুল আরেফিন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
মোবাইল 01771776199
সহযোগিতা করেছেন,
ম্যানেজিং ডিরেক্টর
মোঃহাসিবুল হাসান
মডারেটর ও পটুয়াখালী জেলা প্রতিনিধি।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
২.মেসার্স আদিল এন্টারপ্রাইজ
পরিচালক মোঃসাইফুল আরেফিন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
৩.এস এস ট্রেডিং
পরিচালক শাওন শামসুদ্দোহা (বাবু)
পটুয়াখালী জেলা প্রতিনিধি
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
ও পটুয়াখালী জেলার কমিউনিটি ভলান্টিয়ার এবং আজীবন সদস্য বৃন্দ।
সর্বশেষে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে প্রতিবছর আমরা এভাবে অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পারি এবং সমাজের ভালো কিছু কাজে আপনাদের নিয়ে যুক্ত হতে পারি