NRB মালয়েশিয়া টিম প্রতিবেদন
এনআরবি মালয়েশিয়া প্রতিবেদনে সবাইকে স্বাগতম। শুরুতেই জানাবো মালয়েশিয়া দেশটির পরিচয়। ★ ভৌগোলিক অবস্থান: মালয়েশিয়া ১৩ টি রাজ্য এবং ৩ টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। যার মোট আয়তন ৩,২৯,৪৮৫ বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী কুয়ালালামপুর এবং ফেডারেল সরকারের রাজধানী পুত্রজায়া । দক্ষিণ চীন সাগর দ্বারা, দেশটি দুই ভাগে বিভক্ত। মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে,থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রুনাই, এবং সমুদ্র সীমান্তে রয়েছে, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইন।
মোট জনসংখ্যা ২৮ মিলিয়নের অধিক। সরকারি ভাষা: মালয়। মুদ্রার নাম: রিংগিত। মালয়েশিয়ার অর্থনীতি মুলত মুক্তবাজার অর্থনীতি। চীন,সিঙ্গাপুর ও আমেরিকা প্রধান বানিজ্য সহযোগী দেশ।আশ্চর্যজনকভাবে মালয়েশিয়ায় মাত্র একটি ঋতু। বর্ষা ঋতু। মালয়েশিয়ার দর্শনীয় স্থান: মালয়েশিয়ায় পাহাড় পর্বত ঝর্নাবেষ্টিত অনেক দর্শনীয় স্থান রয়েছে। উল্লেখযোগ্য, পেট্রোনাস টুইন টাওয়ার। যা মালয়েশিয়ার সব থেকে জনপ্রিয় স্থান। রয়েছে আকর্ষনীয় মসজিদ ও নানাবিধ স্থাপনা। লাংকাইয়ে, পেনাং মালাক্কা পোর্টডিকসনের মত নানা সামুদ্রিক সৌন্দর্যের লীলাভুমি এ দেশ।পর্যটকদের আনাগোনার সদাব্যস্ত বুকিবিনতাংয়ের মত অসংখ্য সুসজ্জিত শহর, বিপনী বিতান। মনোরম রাস্তাঘাটে পরিপূর্ণ একটি পর্যটন সমৃদ্ধ দেশ মালয়েশিয়া। ★প্রিয় ফাউন্ডেশনে এনআরবি মালয়েশিয়া টিমের সূচনা: শীতের রুক্ষ তা শেষে, গাছে গাছে নতুন পাতা, মুকুলের মৌ মৌ গন্ধ, কোকিলের কুহুতান যেমন করে প্রকৃতিতে বসন্ত এনে দেয়, তেমনি করে দেশের গণ্ডি পেরিয়ে, মালয়েশিয়া প্রবাসীদের জন্য, প্রিয় মেন্টর, লক্ষ তরুণ তরুণীর স্বপ্নদষ্ট্রা, শ্রদ্ধেয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। নিয়ে এলেন এক খুশির বার্তা। যার নাম, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। প্রিয় ফাউন্ডেশনের শুরু থেকেই, ১ম ব্যাচে যুক্ত হনআমাদের মালয়েশিয়া টিমের প্রিয় ভলান্টিয়ার ও বর্তমান কান্ট্রি এম্বাসেডর হুমায়ুন কবির ভাইয়া। ৬ষ্ঠ ব্যাচ থেকে যুক্ত কোর ভলান্টিয়ার ও মডারেটর প্রিয় আসাদুজ্জামান ভাইয়া। প্রিয় স্যারের শিক্ষা বুকে ধারণ করে, কতিপয় স্বপ্নবাজ যুবক একত্রিত হয়েছিল। করেছিলো এন আর বি মালেশিয়া টিমের শুভ সূচনা। স্মরন করছি সেই নিবেদিত দায়িত্বশীলদের যাদের নিরলস পরিশ্রম ও কর্ম উদ্যোগ আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। মালয়েশিয়া টিমের দায়িত্বশীলঃ
কোর ভলেন্টিয়ার ও মডারেটর = ১জন (আসাদুজ্জামান ভাইয়া।) মডারেটর= ২জন (আলী আকবর ভাইয়া।) কান্ট্রি এম্বাসেডর=৬জন (হুমায়ূন কবির ভাইয়া,মো: সোহেল আরমান ভাইয়া,রেজাউল করিম সোহাগ ভাইয়া,বেলাল এইচ সাহিদ ভাইয়া, আব্দুল মালেক ভাইয়া ও আব্দুলাহ আল মামুন ভাইয়া।) কমিউনিটি ভলেন্টিয়ার ৩৫জন প্লাস। ★ সদস্য সংখ্যা:
শুরুতে সদস্য সংখ্যা ছিলো ৫ থেকে ৭ জন। তার পর হয় ২০ থেকে ২২ জন। বর্তমানে মালয়েশিয়া টিমের সদস্য সংখ্যা ৩ হাজার। ফাউন্ডেশনের বিভিন্ন টিমে মালয়েশিয়া সদস্যা সংখ্যাঃ টপ টুয়েন্টি= ১০ জন হাট মনিটরিং টিমের= ৬ জন লাইভ সাপোর্ট টিম =৩ জন রেজিষ্ট্রেশন টিমে =৪ জন। স্টাটাস অফ দা ডে হয়েছেন = ৬০ জন । "একটি কাজ করার জন্য আপনার জন্ম হয়নি" শ্রদ্ধেয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের এই অমীয় বানী বুকে ধারণ করে ও প্রিয় স্যারের শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে,প্রায় ৪০ জন স্বপ্নবাজ যুবক সফল উদ্যোগক্তা হয়েছেন। মালয়েশিয়া টিমের কার্যক্রমঃ টুইন টাওয়ারের পাশে, ঘাসের গালিচাতে বসে, কোর ভলান্টিয়ার ও মডারেটর আসাদুজ্জামান ভাইয়ার হাত ধরে,অফলাইন মিটাপের মাধ্যমে,এনআরবি মালয়েশিয়া টিমের কার্যক্রম শুরু হয়েছিলো। তারি ধারাবাহিকতায়, ২০২০-২০২৩ ইং পর্যন্ত অফলাইন মিটাপ করা হয়েছে, ২০/২৫ টি করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া সেশন চর্চা ক্লাস মডারেটর আলী আকবর ভাইয়ার হাত ধরে পুনরুজ্জীবিত হয়েছিলো, যা ২০২০-২০২৩ ইং পর্যন্ত ৫০০ প্লাস সেশনচর্চা ক্লাস অতিবাহিত হয়ে, চলমান আছে। ২০২০-২০২৩ ইং পর্যন্ত ১০০+ অনলাইন মেগা মিটআপ করা হয়েছে । ফাউন্ডেশনের ১০০০ তম দিন উদযাপন করা হয়েছে বর্নিল আয়োজনে। এছাড়াও প্রতিনিয়ত অধিকসংখ্যক পোস্ট, লাইক কমেন্ট চলমান রয়েছে, যার ১০০% পজেটিভ। ★মালয়েশিয়া টিমের মানবিক কাজ গুলি: আমাদের মালয়েশিয়া টিম মানবিক কাজে সব সময় এগিয়ে। মালয়েশিয়া টিমের ২০২০-২০২৩ পর্যন্ত ১! মালয়েশিয়া তে অবস্থিত টাঙ্গাইল জেলার এক ভাইয়া মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো,প্রিয় স্যারের মাধ্যমে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
২! মালয়েশিয়া কান্ট্রি এম্বাসাডর জাহিদুল ইসলাম গত ৬ ফেব্রুয়ারি ২০২০ সালে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেন। তার লাশ দেশে পাঠানো সহ তার পরিবার কে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।এন আর বি মালেশিয়া টিম সহ যার অংশীদার হোন প্রিয় স্যার ও অন্যান্য দেশের প্রবাসী ভাইয়েরা।
৩! ভিসা জনিত সমস্যার কারনে ৫/৬ জন ভাইকে মালয়েশিয়া জেলে আটক করা হয়েছিল। তাদেরকে মুক্ত করে দেশে পাঠানো হয়েছে। ৪! করোনার সময় বাংলাদেশের বিভিন্ন জেলাতে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়। ৫! শীত বস্ত্র বিতরণ করা হয়। ৬! বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করা হয়। ৭!মালয়েশিয়াতে রক্তাদান কর্মসূচি করা হয়। ৮!করোনাকালীন সময়ে অসহায় মালয়েশিয়া প্রবাসীদের অর্থ ও খাদ্য সহায়তা করা হয়। এন আর বি মালয়েশিয়া প্রিয় স্যারের শিক্ষাকে বুকে ধারন করে, একটি মানবিক,সহযোগী কর্ম উদ্যোমী সফল টিমগঠন করে, কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এনআরবি মালয়েশিয়া টিমের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা: ১। ২০২৩ সালের মধ্যে কমপক্ষে আরো ২০ জন উদ্যোক্তা তৈরি করতে সহযোগীতা করা হবে। ২। মালয়েশিয়াতে লাইব্রেরী তৈরি করা হবে। ৩। কমপক্ষে আমাদের সদস্য সংখ্যা ৫ হাজারে উন্নতি করা হবে। ৪। বিভিন্ন ইউনিভার্সিটিতে ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। ৫। দেশ থেকে আমাদের উদ্যোক্তাদের পণ্য মালয়েশিয়া নিয়ে আসার ব্যবস্থা করা হবে। ৬। মালয়েশিয়াতে যারা উদ্যোক্তা হয়েছেন, তাদের পণ্যের সেল বাড়াতে কাজ করা হবে। ৭। কমপক্ষে আরো ১০০+ ভলেন্টিয়ার তৈরি করা হবে। ৮। ২০২৩ সালে কমপক্ষে আরো ২০টা অফলাইন মিটআপ এর ব্যবস্থা করা হবে। ইনশাহআল্লাহ।
প্রিয় স্যারের শিক্ষা ও ফাউন্ডেশনের সবার ভালোবাসা সাথে নিয়ে এন আর বি মালয়েশিয়া টিম একদিন পৌঁছে যাবে সফলতার স্বর্ণ শিখরে। আমাদের সাথে থাকার জন্য এন আর বি মালয়েশিয়া টিমের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ।