৮ম শ্রেণীতে পড়াশোনা কালিন সংসারের হাল ধরেই শুরু হয় আমার সংগ্রামী জীবন
বিসমিল্লাহ্ হির রহমানির রহিম।
সকলের প্রতি আমার সালাম,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন?
★আমার জীবনের গল্পঃ
আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ্হি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ্ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন, ভালো মন্দ, হারাম, হালাল বুঝে ভক্ষণ করার তৌফিক দিয়েছেন, সে জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ্।
★ শত কটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার নেতার প্রতি,যিনি অন্ধকার,কুসংস্কারাচ্ছন্ন অবস্হায় থাকতে আরবের দেশে জন্মগ্রহণ করে শান্তির পথ দেখিয়ে দিয়েছেন তার জন্য সকলেই বলি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
★ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় বাবা,মা,র প্রতি যারা আমাকে জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন এবং সভ্য সমাজে বিচরন করার শিক্ষা দিয়েছেন, এ জন্য সকলেই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন।
★ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শতাব্দীর অন্যতম সেরা ব্যক্তিত্ব, লক্ষ লক্ষ তরুণ-তরুণীদের শিক্ষক, প্রিয় মেন্টর,প্রিয় স্যার,যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন পেয়েছি। সেজন্য আমার প্রিয় 'অনলাইন হাটের জনক' জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আপনাকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করুক। আমিন।
★ আমার শৈশবকাল: আমি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি, আমার বাবা-মায়ের ৬ জন ছেলে মেয়ের মধ্যে আমি তৃতীয়, আমার বড় দুইটা বোন, দুই বোনের পরে আমি, সবার আনন্দের শেষ ছিল না । আমার দাদা আমি খুব ছোট থাকতে মৃত্যু বরণ করেন। দাদী,বাবা-মা, চাচা, ফুফু সবাই মিলে একটি অনেক বড় পরিবার ছিল আমাদের। আমার বাবা বরাবরই একটু উদাসীন মানুষ ছিলেন সংসার পরিবারের প্রতি মনোযোগ কম ছিল। আমার বাবার চেয়ে আমাদের চাচা, মামাদের ওপর নির্ভর একটু বেশিই করতে হইতো।
★ শিক্ষা জীবনঃ আমি ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম, এজন্য স্যারেরা প্রতি ক্লাসে আমাকে ক্যাপ্টেন করতেন। সবার আদর স্নেহের মধ্যে দিয়ে, বেশ ভালো রেজাল্ট করে প্রাইমারি শেষ করি। ষষ্ঠ শ্রেণী খুব ভালোই ছিল। সপ্তম শ্রেণীর মাঝামাঝি সময়ে চাচাদের সাথে আমার বাবার মনোমালিন্য হয়ে আমাদের আলাদা করে দেয়। দাদী বেঁচে ছিলেন, তখনো দুইটা ফুফুর বিয়ে হয়নি, এজন্য অল্প কিছু অংশ জমি আমার বাবাকে আলাদা করে দেয়। আমার বাবার ছোটখাটো একটা ব্যবসা ছিল। তখনো আমাদের দুইটা বোন লেখাপড়া করছিল।আগেই বলেছি আমার বাবা একটু উদাসীন ছিলেন, এজন্য সংসারের হাল আমাকে ধরতে হয়। শুরু হয় আমার সংগ্রামী জীবন। অষ্টম শ্রেণীতে উঠে আমার পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুরোপুরিভাবে সংসার দেখাশোনা শুরু করি। আমার মা অনেক বড় পরিবারের মেয়ে, সব কিছু শক্ত হাতে একাই সামলাতেন।আমাদের মামাগণ খুব সহযোগিতা করতেন। অষ্টম শ্রেণীতে উঠে খুব কষ্ট করে অল্প কিছুদিন ক্লাস করি।সংসারে সারাদিন কাজ করি রাতে পড়াশোনা করি, এভাবে মোটামুটি রেজাল্ট করে নবম শ্রেণীতে ভর্তি হই। ক্লাস করতে পারিনি, স্যারেরা বলল ক্লাস না করলে রেজিস্ট্রেশন করা যাবে না। অনেক কষ্ট করে রেজিস্ট্রেশন করলাম। সারাদিন সংসার, গরু, ছাগল,এগুলো নিয়ে পড়ে থাকতে হয়। কিন্তু আমার মনের মধ্যে দুমড়ে মুছরে একাকার হয়ে যায়। পড়াশোনা আমাকে করতেই হবে। নবম শ্রেণীতে কোন ক্লাস করতে পারিনি। এরই মধ্যে বড় বোনের বিয়ে হয়ে যায়। সংসারে খরচ আরো বাড়তে থাকে, যতদিন যাই নিজের ভবিষ্যৎ নিয়ে সামনে অন্ধকার দেখি। কিছু স্যার সহ অনেকে বকাঝকা করে স্কুলে যায় না বলে। আমার একটি ফুফু পড়াশোনায় খুব ভালো ছিল। রাতে তার কাছে একটু করে পড়া শিক্ষা গ্রহণ করতে যাইতাম। আমার মধ্যে সব সময় একটি বিষয় কাজ করতো পড়াশোনা আমাকে করতেই হবে। এসএসসি পরীক্ষার ছয় মাস আগে, মনের মধ্যে একটু জেদ কাজ করলো, সিদ্ধান্ত নিলাম আমি পরীক্ষা দিব। শুরু করে দিলাম পড়াশোনা। দিনে সংসার রাতে পড়াশোনা, পড়তে পড়তে ফজরের আজান দিয়ে দেয়, এভাবে এসএসসি পরীক্ষা দিলাম। এবং মোটামুটি ভালো রেজাল্ট করে পাস করলাম।
★কষ্টের দিনগুলোঃএসএসসি পাশ করলাম কলেজে ভর্তি হওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু...............আমি দেখেছি একটি মধ্যবিত্ত পরিবারের অভাব, অনাটন, বড় বোনের বিয়ে ছোট ভাই বোনদের, পড়ালেখার খরচ সংসারের খরচ।আমার মধ্যে একটি জেদ সবসময় কাজ করতো, পড়াশুনা আমাকে করতেই হবে। কলেজে ভর্তি হলাম। একই নিয়মে দিনে কাজ রাতে পড়ালেখা।প্রায় চিন্তাভাবনা করি কিছু একটা আমাকে করতেই হবে। এইচএসসি খুব ভালো রেজাল্ট করে পাশ করলাম। আমি দেখেছি একটি মধ্যবিত্ত পরিবারের বলতে না পারা কত আর্তনাদ কত কষ্ট। আমি সিদ্ধান্ত নিলাম সংসারের বাইরে কিছু একটা করতে হবে।
★ আমার স্বপ্নঃআমার বরাবরি স্বপ্নের মাঝে ভিন্ন কিছু একটা করার কিন্তু কি করবো ভেবেচিন্তে পাইনা।২০০৬ সালে কয়েক জন বন্ধু মিলে সমাজ সেবা অধিদপ্তর থেকে একটি রেজিস্ট্রেশন করি।একটি এনজিও যাত্রা শুরু করেছিলাম।যার নাম সি,এস,এস( চকগোচর সমাজ উন্নয়ন সংস্হা।) ভালই চলছিলো,মনে হচ্ছিলো হইতোবা কোন একদিন ডক্টর ইউনিস অথবা ফজলে হোসেন আবেদের মত হতে পারবো। কিন্তু ভাগ্যের পরিহাস সহায় হলো না। নিজেদের মধ্যে সমস্যার কারনে এনজিও বন্ধ হয়ে গেলো।চাকরি ছেড়ে হতাস কি করবো হটাৎ একজনের পরামর্শে ২০১২ সালের ২৫ শে ডিসেম্বর এম,এস ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট যাত্রা শুরু করি।এবং পর্যায়ক্রমে, আম,পাট,ডিলার এসি আই সল্ট,টেটলি চা, কয়েল নিয়ে কাজ করছি।
★চাকরি জীবনঃ এইচএসসি পাশ করে চাকরি পত্রিকা দেখি, কোন কাজ পাওয়া যায় কি? হঠাৎ করে একটি ফার্মাসিটিক্যাল কোম্পানির সার্কুলার দেখতে পাই, যোগ্যতা অনার্স কিন্তু অভিজ্ঞতা থাকলে এইচএসসি হলেও চলবে। কিন্তু আমার তো অভিজ্ঞতা নেই কি করবো। এরিয়া ম্যানেজার স্যারের খোঁজ পেলাম, বাসা গোদাগাড়ী।নাটোরে স্যারের সাথে দেখা করে সব খুলে বললাম। স্যার প্রথম দিকে রাজী না হলেও পরে রাজি হলেন এবং বললেন আপনি যদি ট্রেনিং এ ভালো করতে পারেন তাহলে কাজটি করতে পারবেন। বগুড়ায় টেনিং এ মাশাআল্লাহ অনেক ভালো পারফরম্যান্স করলাম। রাজশাহীতে স্পেশাল টিমে যোগদান করলাম। ৫ বছর অনেক ভালই ছিলাম কোন সেল কালেকশন ছিলোনা।শুধু প্রেসক্রিপশন করিয়ে নিতাম।সারাদিন শুধু ডাক্তার ভিজিট কাজ।খুব ভালো লাগছিলো পরিবাবে কিছুটা হলেও সহযোগিতা করতে পারছি।
আলহামদুলিল্লাহ!শত প্রতিকূলতার মধ্যেও চাকুরি অবস্থায় অনার্স ও মাস্টার্স কোর্স সম্পন্ন হয়েছিল।
২০১১ সালে চারঘাট ,পুঠিয়া উপজেলা মার্কেট স্থানান্তর করার জন্য স্যারকে বললাম স্যার আমাকে ওই মার্কেটে দেন আমি বাসা থেকে করবো, স্যার নিষেধ করলেন। অনুরোধ জানিয়ে চলে আসলাম। কিন্তু স্থানান্তর হওয়ার পর বেশি দিন কন্টিনিও করতে পারলামনা ২০১২ সালে চাকরি ছেড়ে দিলাম।
★দম্পতি জীবনঃ
২০০৭ সালে হটাৎ বিয়ে করি। সহধর্মিণী নাম
মোছাঃ সালমা ইয়াসমিন ( সুমি) ।আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে অনেক ভালো মেয়ে। ওর সবচাইতে বড় গুণ কখনো নামাজ কাজা করে না, নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং বাবা-মায়ের অনেক সেবা, যত্ন করে। আলহামদুলিল্লাহ! সংসার জীবনে আমার এক ছেলে এক মেয়ে। ছোট ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে। আল্লাহর রহমতে সবাই দাম্পত্য জীবনে ভালো আছেন। আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ্ তাআলা রহমতে আমিও অনেক ভালো আছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন,আমার মা একজন স্ট্রোকের রোগী।
★আমার ভালো লাগা: আমার নেতৃত্ব দিতে খুব ভালো লাগে, সেটা যে কোনো সর্ব অবস্থায়_খেলার মাঠ,রাজনৈতিক মাঠ, অথবা ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণ করতে খুবই ভালো লাগে, পিকনিক স্পট, দর্শনীয় স্থান অথবা বিভিন্ন শহর।
এজন্য প্রতিবছর ভ্রমণের চেষ্টা করি।
★ এতো সংক্ষিপ্তভাবে সবকিছু বলা সম্ভব নয়, এজন্য সারমর্ম টুকু তুলে ধরার চেষ্টা করেছি, ভুল হলে সবাই ক্ষমা করবেন।
★আমার জীবনে চলার পথে আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি ভালোবেসে সবাই পাশে থাকবেন।সবার সুখী ও সমৃদ্ধি জীবন কামনা করছি। ভালোবাসা অবিরাম।
আমার ফেসবুক আইডি 👎
https://www.facebook.com/mdmaynul.islam.39948?mibextid=ZbWKwL
পেজ লিংকঃ
https://www.facebook.com /the AamBari
Gmail :mynulislam@gmail.com
স্টাটাস অফ দি ডেঃ ৯২৯
তারিখঃ ১৬-০৩-২৩
★আমি
মোঃমাইনুল ইসলাম
ব্যাচঃ১৯
রেজিস্ট্রেশন নংঃ১০৭২০৯
উপজেলা:চারঘাট
জেলা: রাজশাহী
মোবাইল নংঃ০১৭৪৪৯০৯৫৩৪
কাজ করছি_সিজিনাল পণ্য