ফাহিমা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের হাটবার থেকে বাহরাইনের ট্যাং অর্ডার করে রবিনকে সারপ্রাইজ দিলো।
ইফতারের সময়ে ঘটেগেল অদ্ভূত ঘটনা! কি হয়েছে জানতে পড়তে থাকুন পুরো গল্পটি।
সারাদিন ব্যস্তাশেষে ফ্রেশ হয়ে রবিন বসেছে ইফতার করার জন্য। রমজান মাস অফিসের কাজেও থাকে বাড়তি চাপ তাইতো রমজানের আগেই করে রেখেছেন রমজানের সব বাজার। পণ্য দাম বাড়তি হবে এটা আগেই থেকেই আচ করতে পেরেছে। যুদ্ধের কারণে ও পোষাকশিল্পে এবার রপ্তানি কম হওয়াতে ডলার সংকট যেমন তেমনি অন্যদিকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির পূর্বে বাজার করার মূল উদ্দেশ্য।
প্রথম রমজান কিন্তু প্রথম দিনেই রবিনের অফিসে ব্যস্তা ছিলো প্রচন্ড কারণ আজকে তাদের কনস্ট্রাকশন সাইডে অনেকগুলো প্লট বিক্রি করার জন্য বেশ কয়েকজন বায়ার এসেছে ভিজিট করার জন্য।
অফিস শেষ করে অন্যদিকে যাওয়ার মকো এনার্জি নেই তাই সোজা বাসায় এসেছে ইফতারের টেবিলে যখন গ্লাসের মধ্যে শরবত দেখতে পায় তখন রবিনের মনে পড়ে গেল বাজার করার সময়তো সে ট্যাং নিতেই ভুলে গেছে। তাহলে এখানে কিভাবে এল, এই শরবতের রহস্য জানতে সে ডাকদিলো ফাহিমাকে।
ফাহিমা রান্নাঘর থেকেই বাকি ইফতারের আইটেমগুলো গুছিয়ে নিয়ে এসে বসল রবিনের পাশের সিটে।
রবিন : তুসি কখন বাজার গেছে আর এইগুলোয়েইবা কখন কিনেছ। তাছাড়া আমিতো ম্যাংগো ট্যাংক ছাড়া অন্যগুলো খেতে পারি না তুমি তা ভালো করেই জানো।
ফাহিমা : আমি সবকিছু জেনে বুঝেই নিয়েছি। তোমার কি পছন্দ আর কি অপছন্দ তা আর আমার থেকে ভালো কে জানবে বলতো? ইউটিউবে দেখেছি ইকবাল বাহার জাহিদ স্যার নারীদের নিয়ে নারী উদ্যোক্তাদের সম্মেলন করেছে সেইদিন থেকেই আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পেজ ও গুরুপে জয়েন করে নিয়েছি। তুমি জেনে খুশি হবে যে প্রতি মঙ্গল ও শুক্রবার ফাউন্ডেশনের গুরুপে অনলাইনের হাট বসে। সেখান থেকে পছন্দের সব পণ্য কিন্তে পারা যায়। আমি ইফতারি তৈরি করার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেখছিলাম খেয়াল করে দেখি ট্যাংকটাই মিসিং। ফাউন্ডেশনের গুরুপে পোষ্ট করাতে অনেকেই আমাকে BD dot পেজর নাম মেনশন করেছে। পেজে একটু ভিজিট করে দেখছি বাহারাইনের ট্যাংক এবং দুইটা ফ্লেবারের মধ্যে ম্যাংগো দেখে বাসার জন্য অর্ডার করে দিলাম।
রিবন : অনলাইন হাট অনেক ইন্টারেস্টিংতো!
ফাহিমা : হে মঙ্গলবার ও শুক্রবার সেখানে শুধু পণ্য কেনাবেচা চলে ধুমছে। আমাদের প্রবাসিরা যারা প্রবাস থেকে তাদের পরিবারের বাজারের নিয়ে চিন্তা করতো তারাই বিদেশ থেকে হাট থেকে পণ্য কিনে কারণ তাদের বাজার কুরিয়ারে করে নিশ্চিনতে পৌছে যায় বাড়িতে। Iqbal Bahar Zahid স্যারের আরেকটা সেশনে দেখেছি উনি মালয়েশিয়ায় গিয়ে একটা সেশন নিয়েছে যেখানে সকল প্রবাসিদেকরে দেশের অক্রিজেরন হিসেবে আখ্যায়িত করেছে। তারাই যে রিয়েল হিরো সবার সামনে ভরা স্টেজে বলেছে। স্যারের কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে স্যার সকল প্রবাসিদেরকে ভি আই পি গেট দিয়ে যথাযথ সম্মান দিয়ে এয়ারপোর্টে থেকে রিসিভ করতো। একনো কোন প্রবাসি যদি ঢাকা এয়ারপোর্টে দিয়ে আসে তাদেরকে বরণ করে নিতে এবং নিরাপদ একটি গাড়ি খুঁজে দিতে আমি ঢাকার সকল দায়িত্বেশীলদেরকে বলেছি এবং তারা এই কাজটি যথাযথভাবে করছে।
রবিন : তাহলতো আমাকে জয়েন করে নিতে হয় এই মানবিক উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে যদি যুক্ত থাকতেই না পারি তাহলে নিজেকে অনেক হতভাগা মনে হবে।
ফাহিমা : কথা বলায় অবস্থায় ইফতারের সকল বান্ধোবস্ত করে নিয়েছে। দূর মসজিদ থেকে মাইকের আয়াজ ভেসে ভেসে আযানের আওয়াজ আসছে। দুইজনেই দোয়া পড়ে খেজুর মুখে দিয়ে শরবত মুখে নেয়।
রবিন : সরবত খেয়ে বলছে এইরোকম ট্যাংয়ের শরবত অনেক দিন পরে খেয়েছি। ঠিক যেন মায়ের হাতে বানানো কাঁচা আমের স্বাদ। ইফতার শেষে দুইজনেই নামাজ পড়তে যায়।
আপনাদের জন্য নিয়ে এসেছি বাহারাইনের শরবত। ম্যাংগো ও অরেঞ্জ ফ্লেভারের পাবেন আমার কাছে। পেজে নক দিলেই হবে। দাম মাত্র ১৫০০/-
আমরা কুরিয়ার মাধ্যমে সারাদেশে ডেলিভারি দিয়ে থাকি।
(ডেলিভারি চার্জ প্রযোজ্য)
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৩১
Date:- ২১/০৩/২৩
মোঃ ইয়াকুব হোসেন সুজন
ক্যাম্পাস এম্বাসেডর (বাওবি)
অর্গানাইজিং টিম
রেজি ৪৬৫৮,ব্যাচ ৭ম