সৈকত সৌন্দর্য বরগুনা জেলার সিদ্দিকুর রহমান শুভ ২য় বারের মতো লাল ভালোবাসা দান করলো।
আসসালামু আলাইকুম
করলে তুমি রক্ত দান, বাঁচবে অনেক তাজা প্রাণ🥰
তুচ্ছ নয় রক্ত দান🩸
বাঁচতে পারে একটি প্রাণ ❤️
রক্ত দিলে হয় না ক্ষতি,
জাগ্রত করে মানবিক অনুভূতি ||
২য় বারের মতো (বি পজিটিভ) লাল ভালবাসা দান করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
রক্ত দান,,,
দান অনেক প্রকার হয়।আমি মনে করি রক্তদানই পৃথিবীর শ্রেষ্ঠ দান।কারন রক্ত দান মানে জীবন দান তবে যদি বাঁচে তার প্রাণ।আমাদের চেষ্টা করা উচিত নিজ অবস্থান থেকে সকলেই রক্ত দান করা। আমরা অনেক সময় রক্তের বিনিময়ে টাকা হাতিয়ে নিই এবং রক্ত দান করি। তবে আমি মনে করি সেটা কখনো রক্ত দান হয় না।আপনি যা কিছু দিবেন কিছু পাওয়ার আশায় বিনিময়ে দিবেন না।তাহলে সেটাই হবে আপনার উত্তম দান।মনে রাখবেন আপনার প্রতিদানে সৃষ্টিকর্তা আপনার জন্য কোন একদিন ভাল কিছু করবে সে বিশ্বাস রেখেই দান করবেন।
আজক সারাদিন রোজা রেখে যখনি শুনলাম একজন গর্ভবতী মায়ের জন্য বি পজিটিভ ব্লাড এর প্রয়োজন,,,, তখনই ছুটে যাই হসপিটালে রক্ত দান করার জন্য৷৷৷আমার রক্তে যদি বাঁচে একটি প্রান ও ফুটাতে পারি তাদের মুখে হাসি তখন নিজের কাছেই অনেক ভালো লাগে৷৷৷ 🥰
ভাল থাকি আমরা সবাই সকলে মিলে মিশে।এগিয়ে যায় এগিয়ে নিই নিজেকে মানবতার কল্যাণে।৷
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্মানিত মডারেটস G M Shakil বিভাগীয় প্রধান ব্লাড টিমের তার হাত ধরে এগিয়ে যাচ্ছে বরিশাল ব্লাড টিম৷৷ ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবে৷৷৷ 🥰
ধন্যবাদান্তে
🌿মোঃ সিদ্দিকুর রহমান শুভ
🌿নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য৷
🌿কমিউনিটি ভলান্টিয়ার বরগুনা
জেলা
🌿ক্যাম্পাস এম্বাসেডর পাথরঘাটা কলেজ৷
🌿রেজিষ্ট্রেশন টিম মেম্বার
🌿২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার৷
🌿প্রমোটিং টিম মেম্বার
🌿এগ্রো ফোরাম ভলান্টিয়ার৷
🌿টপ টি-টুয়ান্টি ক্লাব মেম্বার
🌿ব্লাড ডোনেশন টিম মেম্বার
🌿ব্যাচঃ ১৩
🌿রেজিষ্ট্রেশনঃ৫৮০০৭
🌿বিভাগঃ বরিশাল
🌿নিজ জেলা বরগুনা
🌿থানাঃ পাথরঘাটা
🌿বর্তমান অবস্থানঃ পাথরঘাটা
🌹 কাজ করছি মেয়েদের সকল ধরনের থ্রি পিস ও শাড়ি নিয়ে৷৷৷
পেজের নাম শুভ কালেকশন৷৷৷