মাদারীপুর জেলার মেয়ে সুমি আক্তার আপুর জীবনের গল্প।
জীবনের গল্প
,,,,,,,,,,,,,,,
☀️আসসালামু আলাইকুম
ওয়ারহমাতুল্লাহ
বিসমিল্লাহির রহমানির রাহিম।
A🤲সকল প্রসংশা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন ও সুস্থ রেখেছেন।
👉দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি। যিনি পৃথিবীতে এসেছিলেন সমস্ত মানবজাতির মুক্তি ও কল্যাণের দূত হিসেবে।
🤲শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা-মাকে। যাদের উছিলায় সুন্দর এই পৃথিবীতে এসেছি। বড় হয়েছি তাদের মায়া মমতা এবং অকৃত্রিম ভালোবাসায়। যাদের ঋণ কখনো শোধ করা সম্ভব না।
👉 কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর @Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যিনি না চাইলে বাংলাদেশের ৬৪ জেলার সেই টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া এবং বিশ্বের পঞ্চাশটি দেশ থেকে আমরা সকল ভাই ও বোনেরা একটি ছাতার নিচে আসার সুযোগ পেতাম না। যিনি এ শতাব্দীর শ্রেষ্ঠ পথপ্রদর্শক, শিক্ষক, মোটিভেশনাল স্পিকার, লক্ষ লক্ষ তরুণ-তরণীর হৃদয়ের স্পন্দন, পথহারা বেকারদের পথের দিশারি,আমাদের স্বপ্নের রূপকার।
👉 শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি প্রিয় #নিজের_বলার_মত_এ
---------------
জীবনের গল্পঃ👇👇
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ
✨✨ জন্ম ও পারিবারিক বৃত্তান্ত :
পরিবারে আমরা এক ভাই ও তিন বোনের মধ্যে আমি মেঝো। বাবা-মা ভাই-বোনদের প্রচন্ড আদর স্নেহ ভালোবাসা মধ্যে দিয়ে আমার বেড়ে ওঠা।
🌹🌹শৈশব কাল 🌹🌹
সবার মতো আমার শৈশব ও আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে।
ছোটবেলা থেকেই পড়াশুনায় ছাত্রী হিসেবে ভালই ছিলাম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও খুব পছন্দ করতাম। অন্যরা যখন খেলতো পাশে থেকে উৎসাহ যোগাতাম। বান্ধবীদের সাথে সে সময়টা খুব মধুর ছিল। 🌻🌻🌻
🌹 বিবাহিত জীবন 🌹
এসএসসি পাস করার আগেই দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করি। শ্বশুরবাড়িতেও শ্বশুর শাশুড়ি সহ সকলের ভালোবাসা নিয়ে খুব সুন্দর ভাবে জীবন যাপন করছি। বিয়ের এক বছর পরে আমার ঘর আলোকিত করে চলে আসে আমার স্বপ্নের সন্তান। সংসার জীবনের পাশাপাশি লেখাপড়া চলছে..... এইচ এস সি পাস করে অনার্স চলছে মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে সকল কিছুতেই পরিপূর্ণ আলহামদুলিল্লাহ।
🌷 তবুও নিজের ভেতরে একটা প্রশ্ন আমি যে নারী কোনটা আমার বাড়ি? আমি যে নারী কি আমার পরিচয়? বিয়ের আগে বাবার নামে পরিচিত, বিয়ের পরে স্বামীর পরিচয় পরিচিত, সন্তান জন্মের পরে তার নামে পরিচিত, জন্মের পরে বাবা-মায়ের দেয়া আমার যে সুন্দর একটা নাম ছিলো সেটা তো সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে কিন্তু আমি তো আমার পরিচয়ে পরিচিত হতে চাই এই প্রশ্নগুলোর উত্তর খুজতেছিলাম, পাচ্ছিলাম না।
🌻 যেভাবে করে যুক্ত হওয়া প্রাণের ফাউন্ডেশনে ; আমার একজন শিক্ষক মাদারীপুর জেলা এম্বাসেডর ও আইসিটি ট্রেইনার জনাব মেহেদী হাসান শুভ স্যারের আমন্ত্রণে কোনো এক অফলাইন মিটআপে অংশ নেওয়া সেখান থেকেই প্রাণের ফাউন্ডেশনে যুক্ত হওয়া। কৃতজ্ঞতা প্রকাশ করছি মেহেদী হাসান শুভ স্যারের প্রতি। এরপরে মাদারীপুর সদর উপজেলা এম্বাসেডর মোঃ সৈকত হোসেন (সায়ান) ভাইয়ের মাধ্যমে ১৯ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করা ও মাদারীপুর জেলা মেসেঞ্জার টিমে যুক্ত হওয়ার সুযোগ হয়। কৃতজ্ঞতা সায়ান ভাইয়ের প্রতি। সেশন চর্চায় যুক্ত হওয়ার পর যখন আমি সেশনগুলো করতেছিলাম মনে হচ্ছে যেন আমার প্রশ্নগুলো উত্তর এখানে খুজে পাবো ইনশাল্লাহ।
🍀 এরপর থেকে শুরু হয় আমার ফাউন্ডেশন এর প্রতি ভালোলাগা💜💜
কিছুদিন পর থেকেই নিয়মকানুন শিখে মাদারীপুর জেলা টিমে সেশন চর্চা ক্লাসটি আমি নিজেই হোস্টিং এবং উপস্থাপনার মধ্য দিয়ে পরিচালনা করে থাকি। যার ফলে চমৎকার একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে আমার। শুধু মাদারীপুরেই আমার নেটওয়ার্ক হয়েছে এমন টাই না এ ছাড়াও অন্যান্য জেলাতে এমন কি সৌদি আরবসহ অন্যান্য কান্ট্রিতেও নেটওয়ার্ক তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ।
🌸 একটি স্লোগান আমার মনের ভেতর আশার আলো জ্বালিয়ে দিয়েছেন🌻🌻
স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন ও লেগে থাকুন সফলতা আসবেই।
ইনশাল্লাহ।।।।।
আমার প্রশ্নের উত্তর এখন মনে হচ্ছে এক জীবনে যত চাওয়া সকল চাওয়া পাওয়ায় পরিণত করা সম্ভব এ প্রাণে ফাউন্ডেশন থেকে।
এখানে প্রত্যেকের আন্তরিকতা ও ভালোবাসায় আমাকে অনেক বেশি মুগ্ধ করে।
🌻আমি যে মানুষটি কারো সামনে যেতে চাইতাম না কথা বলতে সংকোচ বোধ করতাম আর সেই আমি এখন নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছি। এটা সম্ভব হয়েছে এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার ফলে। কাজেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। আজ আমি সাহস পাচ্ছি একজন নারী শুধুই সন্তানের মা হবে না। নিজের পরিচয় পরিচিত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কাজেই আমি ও আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া পেলে নিজের পরিচয়ে পরিচিত হব ইনশাল্লাহ।
🌱🌱🌱প্রিয় গ্রুপ থেকে প্রাপ্তিঃ❤️❤️
আমি #নিজের- বলার- মত- একটা - গল্প এই প্লাটফর্মে যুক্ত হবার পরে যে শিক্ষা নিয়েছিঃ প্রিয় স্যার বলেছেন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন।
👉স্বপ্ন দেখতে শিখেছি। স্বপ্নের সাথে সাহস করে লেগে থাকা শিখেছি।
👉নিজেকে এবং অন্যকে ভালবাসতে শিখেছি।
👉একজন পজিটিভ মানুষ হবার শিক্ষা পেয়েছি।
👉কিভাবে বিজনেসের জন্য টাকা সেইফ
করতে হয় জানতে পেরেছি।
👉কিভাবে একে অপরের সহযোগী হয়ে চলা যায় তা শিখেছি।
👉কিভাবে সেল বাড়ানো যায়। কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় তা শিখেছি।
👉মা - বাবার প্রতি আগের চেয়ে অনেক বেশি ভালোবাসা বেড়েছে।
👉নেটওয়ার্ক বৃদ্ধি পেয়েছে। অনেক লোকের সাথে পরিচিত হতে পেরেছি।
👉উদ্যোক্তা ও ব্যবসায়ী হবার সকল কলা- কৌশল শিখতে পেরেছি ।
👉আত্মবিশ্বাস বেড়েছে নিজের পায়ে দাঁড়াবার।
👉ব্যাসিক স্কিল অর্জন করতে পেরেছি।
👉একটা পরিবার পেয়েছি যেখানে ভালো মানুষ এবং ভালোবাসার মানুষের সংখ্যা অনেক।
👉একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার আগ্রহ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।
👉ভুল ধারণা ও সংশয় গুলো কেটে গিয়েছে মনের ভিতর সাহস ফিরে পেয়েছি।
তাইতো লেগে আছি প্রিয় ফাউন্ডেশনের সাথে, থাকবো একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত এবং নিজের বলার মত একটা গল্প তৈরি না করা পর্যন্ত। ইনশাআল্লাহ।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
👌আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় নিয়ে, ধৈর্য ধরে গল্পটা পড়ার জন্য।
👏ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে।
❤️❤️ ভালোবেসে ❤️❤️
💟💟 পাশে থাকবেন 💟💟
💟💟 পাশে রাখবেন 💟💟
সুমি আক্তার
ব্যাচঃ ১৯
রেজিস্ট্রেশনঃ ১০৮০০২
মাদারীপুর সদর।