ব্যবসায়ের প্রথম মূলধন ছিল ১০,০০০ টাকা
...............সকল প্রসংশা আল্লাহ তাআলার...............
🕌๑▬▬๑﷽๑▬▬๑🕌
💦💦 দোয়া কখনো বিফলে যায়না।।💦💦
🕋আস্সালামু_আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ🕋
🤲সর্ব_প্রথম_শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামীনের প্রতি
যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
💞আমার_পরিচয়💞
আমি সাজেদা রহমান হেপী।
Mayesha's Collection
ব্যাচ নং-১১.
রেজিষ্ট্রেশন নং-২৪৬৭১.
ব্লাডগ্রুপ -O+.
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সাতঘড়িয়া আমার নিজের বাড়ি। কিন্তু আমার জন্ম শৈশব কৈশোরের অনেকটা সময় আমি কাটিয়েছি ঢাকার ফার্মগেট এলাকায়।
বর্তমানে পটুয়াখালীর বাসিন্দা।
💦উদ্যোক্তা হয়ে উঠার গল্প💦
২০০০সালে মাস্টার্স ১ম বর্ষে থাকা কালীন সময়ে আমার কর্মজীবন শুরু করি একটা কোরিয়ান টেক্সটাইলে টানা ৫ বছর কাজ করার পর মনে হল সন্তান রেখে চাকরি করা সম্ভব না।নিয়ে নিলাম কিছু প্রশিক্ষণ। ২০০৭ সালে ১০,০০০৳ মুলধন নিয়ে শুরু করলাম ব্লকের ড্রেসের ব্যবসা। তখন পেইজ অনলাইন ছিলনা।টার্গেট কাস্টমার ছিল আত্নীয়, প্রতিবেশী ও ভাগিনার স্কুল গার্ডিয়ান। এটা ছিল শখের বশে। বেশ কিছু টাকাও জমেছিল এই সময়ে। আলহামদুলিল্লাহ।
২০১২ সালে আমাদের জীবনের একটা দুর্ঘটনায় আমি পটুয়াখালী তে চলে যাই এবং জীবনসংগ্রামে লড়াই করার জন্য হয়ে উঠি আসল উদ্যোক্তা।
২০১৪ সাল থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু হয় পটুয়াখালীতে।
নতুন পরিবেশ কাজের ক্ষেত্র নাই বললেই চলে।প্রথমে সুপারশপ তারপর এক্সপোর্ট গার্মেন্টস সাথে আমার শখের ব্লকের ড্রেস ও ব্লকের ট্রেইনার হিসাবে নিজেকে পরিচিত করার চেষ্টা।সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গুছিয়ে উঠেছিলাম। ২০২০ সালে ধসে আমিও বিপর্যস্ত দোকান ব্যবসা সব বন্ধ।
বিসিকের ছোট একটা লোন ও মিজের পুঁজি সব মিলিয়ে ঈদের পূর্ব প্রস্তুতি মাথায় রেখে প্রচুর মালামাল কিনে পার্সেল করে ১৬ই মার্চ পটুয়াখালী এসে জানতে পারি দোকানের চাবি দিয়ে দিতে হবে এবং লকডাউনের পর সিদ্ধান্ত হবে কী হয়। ১৭ই মার্চ কুরিয়ার থেকে মালামাল এলো একরাশ হতাশা নিয়ে। অনিশ্চিত অন্ধকারময় আগামী।
তবে থেমে যাইনি আমি থেমে যায়নি মায়িশা'স কালেকশন
শুরু করলাম পোল্ট্রি ফার্ম কোন প্রশিক্ষণ ছাড়া বেঁচে থাকার তাগিদে।এরপর কিছু এগ্রো। লকডাউন অফুরন্ত সময় ইউটিউব দেখে দেখে শুরু করা আমারএই উদ্যোগ নানান চড়াই-উতরাই পার হয়েআলহামদুলিল্লাহ এটা এখন আমার স্বল্প পরিসরের প্রতিষ্ঠিত ব্যবসা।মায়িশা'স পোল্ট্রি ৫০টা মুরগী থেকে শুরু হয়ে এখন আলহামদুলিল্লাহ ৫০০ মুরগী রানিং থাকে।
আমার খামারে অর্গানিক উপায় মুরগী লালন পালন করে বিষমুক্ত প্রোটিন সরবরাহের চেষ্টা করছি। ইনশাআল্লাহ এগিয়ে যাব বহুদূর।
আমার উদ্যোগের ২টি পণ্য
❤️ কুয়াকাটার হ্যান্ডলুম গামছা।
ও
❤️হোমমেইড চিংড়ি রসুন ভর্তা বাংলাদেশের ২০-২৫টা জেলায় এবং সৌদি আরব ও দুবাইতে যাচ্ছে। শুকরিয়া।
💦 নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের কাছ থেকে কী পেয়েছি বলে শেষ করা যাবেনা।তবে এই যে লেগে থাকা হার না মানা এই শিক্ষা কিন্তু পেয়েছি
প্রিয় শিক্ষক, প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের কাছ থেকে।আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতা ও ভালবাসা প্রিয় মেন্টরের জন্য যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি এতো সুন্দর একটা প্লাটফর্ম যেখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন উদ্দোক্তা।
মহান রাব্বুল আলামীনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি আমাদের সবার মাঝে এমন একজন শিক্ষক পাঠানোর জন্য।
স্যারের সু স্বাস্থ্য কামনা করছি আল্লাহ যেন স্যার কে নেক হায়াত দান করেন আমিন।
💦💦আমার বাবা💦💦
আমার বাবা ছিলেন খুবই সাধারণ সহজ সরল চাকরিজীবী একজন মানুষ যার দায়িত্ব ছিল শুধু টাকা আয় করা বাকী সব দায়িত্ব ছিল মায়ের। তবে এত কম চাহিদার মানুষ আমি পৃথিবীতে খুব কম দেখেছি। জীবনের শেষ দিন পর্যন্ত যিনি সন্তানদের মঙ্গল কামনা করে গিয়েছেন কোন অভিযোগ ছাড়া। আমি আমার জীবনের ২৫টা দিন ব্যবসা সংসার সব ফেলে বাবাকে দিয়েছি আর বিনিময়ে পেয়েছি অফুরন্ত দোয়া।আলহামদুলিল্লাহ। 💞
তবে দুঃখ এটাই বাবাকে সরাসরি শেষ দেখা দেখতে পারিনি লকডাউন ও আমার করোনা পরবর্তী জটিলতারা কারণে তবে ভিডিও কলে সাথে ছিলাম 💖💖
💦জীবনের সবচেয়ে বড় ভুল ছিল প্রশিক্ষণ ছাড়া কাজে হাত দেওয়া তবে করোনার কল্যাণে অনলাইনে অনেক গুলো উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং করেছি। দেরিতে হলেও বুঝতে শুরু করেছি সঠিক পথ ও নির্দেশনা। শুকরিয়া।
💦 আমার শিক্ষা জীবন 💦
ফার্মগেটের এক মিশনারী স্কুল থেকে শুরু করে সফলতার সাথে শেষ করেছি কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় থেকে আলহামদুলিল্লাহ।💖💖
💦 ব্যবসায়ের প্রথম মূলধন ছিল ১০০০০টাকা 💦
বর্তমানে স্বল্প পরিসরে একটা
💦পোল্ট্রি ফার্ম আছে
💦পাটের শোপিস।
💦কুয়াকাটার হ্যান্ডল্যুম গামছা।
💦উঠোন এগ্রো আছে সিজনাল
💦 সিলেটের চা পাতা।
💦হোমমেইড খাবার।
💦সিজনাল আচার মোরব্বা।
💦হোমমেইড বিস্কুট।
💦নকশী কাঁথা।(অফলাইনে )
💦ব্লকের ড্রেস।
ইত্যাদি প্রোজেক্ট নিয়ে কাজ করছি।
💦 আলহামদুলিল্লাহ আমার ব্যবসার বয়স ১০ বছর।
💦বর্তমানে মাসে সেল ৪৫-৬০ হাজার টাকা।💦
💦বর্তমানে মূলধন ৫,০০০০০ টাকা।
আলহামদুলিল্লাহ। 💦
💦মোট সেলের ২০% আসে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের থেকে।ইনশাআল্লাহ আরো বাড়বে আশা করছি। 💦
💦৫ বছর পর নিজেকে আরো একটু সচ্ছল দেখার আশা রাখি। বাকীটা রাব্বুল আলামিনের হাতে। তবে প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ আগামী ৫ বছর পর অন্তত ১০ জন মানুষ হলেও বলবে সততা নিষ্ঠা ও ধৈর্যের সাথে লেগে থেকে আজ এই জায়গায়💦
💦একজন সকলের মন রক্ষা করতে পারেনা বা সকলের কাছে ভাল হতে পারে না।💦
❤️আমি নিজেকে পজেটিভ মানুস ভাবি নিম্নোক্ত বৈশিষ্ট্য আমার মাঝে বিদ্যমান।❤️
💦আমি যেকোন কিছুকে সহজ ভাবে মেনে নেওয়ার চেষ্টা করি।কোন কাজ কে ছোট মনে করিনা।সততা ও পরিশ্রমের মূল্যায়ন করি। নিন্দা করছে বা ছোট করে দেখছে বুঝার পরও হাসিমুখে সম্পর্ক বজায় রাখি।দেয়ালে পিঠ ঠেকে না গেলে কারো সাথে তর্কে যাই না।সম্পর্কের সন্মান রাখার চেষ্টা করি।সর্বপরি পরিবার সন্তান ও উদ্যোগের সমন্বয় রাখার চেষ্টা করি।💦
আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ ছোবাহানা তাআলার প্রতি আমাকে সুস্থ ভাবে বেঁচে থাকার ও হালাল জীবিকা অর্জনের তাওফিক দান করেছেন। এবং মানবজাতির মুক্তির পথ প্রদর্শক পৃথিবীর
সর্ব শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরমনী ..উম্মতি মুহাম্মদের সৌভাগ্য দান করেছেন।
স্যাটাস অব দ্যা ডে, ৯৪৬
তারিখ ০৪-০৬-২০২৩ইং
ধন্যবাদান্তে
সাজেদা রহমান হেপী।
১১/২৪৬৭১
পটুয়াখালী।