নিপা আক্তার আপুর জীবনের গল্প। আশা করছি গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন।
🌿🌿🌿🥀🥀আমার জীবনের গল্প 🥀🥀🌿🌿
☘️সবাইকে অনুরোধ করছি, গল্পটি পড়ার জন্য ☘️
🌿🌿আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ্🌿🌿
🌹🌹কৃতজ্ঞতা এবং হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি, মহান রব্বুল আলামীনের প্রতি। যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এখন পর্যন্ত সুস্থ রেখেছেন।
🌹🌹দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি।
🌹🌹ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মেন্টর, প্রিয় স্যার,জনাব @Iqbal Bahar Zahid স্যারকে। যার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা পেয়েছি "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " উদ্যোক্তা তৈরির কেন্দ্র।
চাকরি করবো না, চাকরি দিবো।
------------ইকবাল বাহার জাহিদ স্যার।
এই বাণী দ্বারা অনুপ্রানিত হয়ে আজ আমিও একজন উদ্দোক্তা।
চলুন জেনে নেয়া যাক আমার জীবনের গল্প। আশা করছি আমার গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন।
🏠 জন্ম ও পরিবারঃ-
টাংগাইল জেলার, সদর উপজেলার মগড়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রামে আমার জন্ম। মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য হিসেবে স্থান নেই আমি। আমার বাবা, তার বাবা-মার একমাত্র সন্তান হওয়ায় আমাদের পরিবারকে একক পরিবার বলাই চলে। আমরা চার বোন, কোনো ভাই নেই। বাবা- মায়ের চোখের মনির মধ্যে আমি ৩য়। জন্মের পরে কোনোদিন দাদাকে দেখি নি। কারন আমার জন্মের অনেক আগেই তিনি মারা গেছেন,(ইন্নাঃ) এজন্য দাদা আর চাচার ভালবাসা পাইনি কখনো।
🌱🌱আমার শৈশবঃ-
ছোট বেলা থেকেই গ্রামেই বেড়ে উঠা। গ্রামের মাঠে ঘাটে দুরন্ত ভাবে ঘুরাঘুরি করা মেয়েদের মধ্যে আমি একজন। আমার শৈশব কেটেছে খুবই সুন্দর ভাবে এবং আমি ছিলাম অনেক শান্ত এবং হাসিখুশি। তবে একা থাকতে অনেক বেশি পছন্দ করতাম। যেহেতু বড় বোনেরা ছিলো তাই খেলার সাথীর অভাব ছিলো না।শৈশব ছিলো খুবই মনোমুগ্ধকর। এখনো মন চায় শৈশবে ফিরে যেতে।
🌱🌱আমার পড়ালেখাঃ-
গ্রামের স্কুলে আমার লেখাপড়ার হাতেখড়ি। প্রাইমারিটা গ্রামের স্কুলে শেষ করি। তারপর মাধ্যমিক পর্যায়ের জন্য ভর্তি হলাম বাড়ি থেকে ৫/৬ কিলোমিটার দূরের একটি বালিকা বিদ্যালয়ে। প্রতিদিন পায়ে হেঁটে যেতাম সেই কাংঙ্খিত স্কুলে। লেখাপড়ায় অনেক ভালো ছিলাম এবং অনেক দুর থেকে স্কুলে যেতাম বলে স্যারেরা খুবই ভালবাসতো। স্কুল জীবন কেটেছিল খুবই ভালো ভাবে। অনেক শান্ত থাকায় সবার প্রিয় হয়ে উঠতে সময় লাগে নি একটুও। সবাই আমাকে অনেক ভালোবাসতো। স্যার থেকে শুরু করে সহপাঠী, ছোট এবং বড় বোনদের কাছে ছিলাম খুবই প্রিয়। সবার ভালোবাসা আমাকে অনেক এগিয়ে নিয়েছিল সব ক্ষেত্রে। এভাবে শেষ করলাম মাধ্যমিক।
এরপর শহরের কলেজে ভর্তি হলাম। তবে এবারের জার্নিটা ছিলো আমার জন্য অনেক কঠিন। কারন আমি খুবই বিরল একটা রোগে আক্রান্ত হয়েছিলাম। তখন এতটা সুবিধা ছিলোনা চিকিৎসার। অসুস্থ থাকার কারনে কোনো ক্লাস করতে পারি নি।তেমন কোন স্যারকেও চিনতাম না। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো পড়াশোনা ছেড়ে দিতো। কিন্তু আমি লেগে ছিলাম।তবে ইন্টার এক্সাম এর ২ মাস আগে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। মাত্র দুইমাস পড়াশোনা করেও করেছিলাম কাংঙ্খিত রেজাল্ট। এ ক্ষেত্রে আমার প্রিয় স্যার সাখাওয়াত হোসেন রনি(প্রভাষক কুমুদিনী সরকারি কলেজ),আমাকে অনেক সাহায্য করেছেন। তারপর উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হলাম সা'দত কলেজে। আমি বর্তমান অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।
🌼🌼আমার প্রিয় ব্যক্তিঃ-
আমার বাবা -মায়ের পরে যাদের সব থেকে বেশি ভালোবাসি তারা হলেন আমার প্রিয় স্যার। যার অনুপ্রেরণায় আমি এতদুর পর্যন্ত আসতে পেরেছি।
তার মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটি আমার
♥️♥️প্রিয় মেন্টর প্রিয় স্যার, জনাব Iqbal Bahar Zahid স্যার। যার অনুপ্রেরণায় ভবিষ্যতে কিছু করার সাহস পাই।
🌹চাকরি করবো না চাকরি দিবো।
🌹স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন, লেগে থাকুন সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
স্যারের কথায় অনুপ্রাণিত হয়ে এবং স্যারের শিক্ষা বুকে লালন করে আমিও শুরু করেছি নিজের উদ্দোক্তা জীবন।
কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় স্যারের প্রতি।
🌱🌱 আমার স্বপ্নঃ-
ছোটো বেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হবো। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে দেশের মানুষের সেবা করবো। সেভাবেই শুরু করলাম পড়াশোনা, তবে সেই স্বপ্নটা হারিয়ে গেল খুব তাড়াতাড়ি। আমি SSC তে A+ পেলাম না। এটা ছিলো আমার জীবনের প্রথম খারাপ মুহুর্ত। এর আগে কোনোদিন বুঝতে পারি নি, দুঃখ কি? আমি খুব বাজে ভাবে ভেঙে পরেছিলাম। তবে সবার উৎসাহে এবং নিজের ইচ্ছা শক্তির সাহায্যে নতুন করে গড়ে তুলতে পেরেছিলাম নিজেকে।
এবার লক্ষ্য পাবলিক ভার্সিটি। তবে দুঃখের বিষয় হলো এবার ও আমি কিছু করতে পারলাম না । ইন্টার পরীক্ষার পরে আমি অনেক অসুস্থ হয়ে পরি। যার কারনে কোনো ভার্সিটিতেই এক্সাম দিতে পারি নি। তবে এবার আমার কোন কষ্ট হয়নি কারন আমি পরিস্থিতি মোকাবেলা করতে শিখে গিয়েছিলাম। ভর্তি হলাম সা'দত কলেজে।
আমি বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন।
তবে আমার এবারের স্বপ্ন উদ্দোক্তা অর্থনীতি নিয়ে কানাডা গমন করা এবং একজন সফল উদ্দোক্তা হওয়ার লক্ষ্যে কাজ করা এবং দেশের মানুষের সেবা করা।
ইনশাআল্লাহ আমিও হবো একজন সফল উদ্দোক্তা।
🌱🌱বিজনেসের শুরুঃ-
ছোট বেলা থেকেই আর্ট পছন্দ করতাম। তাই ভাবলাম এই আর্টের মাধ্যমে আমি কিছু করতে পারি এবং এই সময় টাতে হ্যান্ড পেইন্ট ড্রেসের প্রচলন শুরু হল।
২০২১ সালের ডিসেম্বরের লাস্টের দিকে আমি রিসেলিং শুরু করি কারণ আমার বিজনেসের জন্য কোনো মুলধন ছিল না। তবে প্রথম মাসেই আমি সবার সহযোগিতায় ২৩ পিস শাড়ি এবং ১৫ পিস পান্জাবি সেল করি খুচরা। এটা আমার অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। তবে এখানে কেউ আমার পরিচিত ছিলো না। সবাই ছিলো আমার অপরিচিত। তবে তারা
আামকে বিশ্বাস করেছিলেন। তাদের বিশ্বাস আমি ধরে রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমার অনেক রিপিট কাস্টমার রয়েছে।
এরপর থেকে আমার সাহস আরও বেড়ে গেল। আমার মনে হল আমিও পারবো।
🌱🌱প্রিয় প্লাটফর্মে আগমনঃ-
আমি এমন কিছু খুজছিলাম যেটা আমাকে ফ্রী'তে কিছু শিখতে সাহায্য করবে। কারন আমার টাকা দিয়ে কিছু শিখার মতো সামর্থ্য ছিলো না। তো হঠাৎ করে এক আপুর পোস্ট দেখি যেখানে আমাদের "অদম্য টাংগাইল জেলার" মিটআপের একটা অংশ। আমি আপুকে ইনবক্সে নক দেই। তবে আপু এর ডিটেইলস দিতে পারে নি। তারপর Shahanaz Akter আপুর ইনভাইটেশনে প্রিয় প্লাটফর্মে যুক্ত হই। মু. মহিউদ্দিন মাহী ভাইয়ার মাধ্যমে রেজিষ্ট্রেশন করেছি ভাইয়া অনেক সাহায্য করেছে আমাকে।
অনেক অনেক ধন্যবাদ আপু এবং ভাইয়াকে।
🌹🌹প্লাটফর্ম থেকে শিক্ষাঃ-
আমি প্লাটফর্ম থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি আগে কারো সাথে কথা বলতে পারতাম না, কিন্তু এখন আমি উপস্থাপনাও করতে পারি। অদম্য টাংগাইল জেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সেরা উপস্থাপিকার এওয়ার্ড আমি পেয়েছি।
এর জন্য অনেক ধন্যবাদ অদম্য টাংগাইল জেলা টিমকে। আলহামদুলিল্লাহ আমার কথা বলার জড়তা কাটিয়ে উঠতে পেরেছি এই প্লাটফর্মের জন্য।
🌹🌹স্যারের যে কথায় অনুপ্রাণিত হইঃ-
১.স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন, লেগে থাকুন,সফলতা আসবেই।
২.চাকরি করবো না, চাকরি দিবো।
৩.বৃষ্টি সবার জন্য পড়ে, ভিজে কেউ কেউ।
৪. নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে হবে।
৫. আমরা সবাই ভালো মানুষ।
তাছাড়াও প্রিয় প্লাটফর্মের শপথ বাক্য নতুন করে অনুপ্রেরণা দেয়।
🌻🌻বিজনেসের বর্তমান অবস্থাঃ-
আলহামদুলিল্লাহ,আমি বর্তমানে ৫০০০(পাঁচ) হাজার টাকা ইনভেস্ট করছি। আমার বর্তমান মুলধনের পরিমান ১৫০০০+ টাকা। আমার মাসিক সেল ২০০০০+ টাকা।
সবাই আমার জন্য দোয়া করবেন।
🌹🌹এই গল্প থেকে শিক্ষাঃ-
১.যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে,সাহস হারালে চলবে না।
২.নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে আমিও পারবো।
তাহলে আমরাও পারবো ইনশা-আল্লাহ।
🌹🌹আমার কাজঃ-
👉টাংগালের তাঁতের শাড়ি।
👉তাঁতের থ্রি পিস।
👉 কাস্টমাইজড হ্যান্ড পেইন্ট ড্রেস।
👉হাতের কাজের ব্লাউজ, শাড়ি,পান্জাবি, বেবি ড্রেস এবং কাস্টমাইজড সকল প্রকার নকশি কাজ।
🙏লেখার মাঝে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
💖এতক্ষন গল্পটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
🏠🏠আমার পরিচয়ঃ-
নামঃ- নিপা আক্তার
ব্যাচ নং-১৯,রেজিঃ নং-১০২৭৮৪
জেলাঃ-টাংগাইল
উপজেলাঃ- টাংগাইল সদর