শুরু করে দিলাম Food & Fabric By Mily এর মাধ্যমে নিজের উদ্যোগ।
🎀বিসমিল্লাহির রাহমানির রাহিম🎀
👉আমার জিবনের গল্প👈
প্রথমে শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের প্রতি।যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এখনও সুস্থ রেখেছেন।
কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পিতা-মাতার প্রতি যাদের মাধ্যমে আমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি।
💝কৃতজ্ঞতা জানাই হাজারো তরুণ -তরুণীর আইডল,উদ্যোক্তা গড়ার কারিগর, আমাদের সবার প্রিয় শিক্ষক জনাব " ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।যার মাধ্যমে আজ আমরা আজ একটা বিশাল পরিবার।
👉আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার জিবনের কিছু না বলা কথা শেয়ার করব।আশা করি সবাই আমার পাশে থাকবেন।
👉আমার জীবনের গল্প
আমি ফাতেমা আক্তার মিলি। ছোটবেলা থেকেই আমি শান্ত স্বভাবের মেয়ে।৫ বোনের মধ্যে আমি ছিলাম চার নাম্বার। আমার
কোন ভাই নেই।আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন(আর্মি)। আমার বাবা এমন একজন ভালো মানুষ ছিলেন যার কথা না বললেই নয়।বাবা অত্যন্ত সৎ,এবং দ্বীনদার মানুষ ছিলেন। বাবাই ছিলেন পরিবারের একমাএ উপার্জনকারি ব্যাক্তি। তবুও খুবই সুন্দর
করেই চলত আমাদের সুন্দর সংসার। অভাব খুব একটা চোখে দেখিনি বললেই চলে।
শৈশবে একটু আনাড়ি প্রকৃতির ছিলাম। যেটা ভালো লাগতো সেটাই আমাকে কিনে দিতে হত।অন্য কেউ না দিলেও বাবা আমার আবদার গুলো পুরন করতেন সবসময়।সব মিলিয়ে খুবই হাঁসি খুশি ভাবেই আমার শৈশব কাটে।শৈশব পার করে যখনি কৈশরে পা দিব ঠিক তখনি আমাদের জীবনে নেমে আসে অন্ধকার।
দুর্বীসহ জীবন;
-----------------
আমি যখন ৮ম শ্রেনীতে তখনি আমার বাবা স্টোক করে মারা যান।হতাশায় ভরে যায় আমাদের জীবন।বাবা যখন বেঁচে ছিলেন তখন আমার বড় তিন বোনকে বিয়ে দিয়ে যান।
আর একটা কথা বলা হয়নি।আমাদের কোন ভাই ছিলনা বলে আমাদের জন্য একটা ভাই দত্বক নেয়া হয়।বাবা মারা যাবার সময় তার বয়স মাএ চার বছর।
তো আমাদের তিন জনকে নিয়ে শুরু হয় আমার মায়ের কস্টের জীবন।মা শত কষ্টের মাঝে ও আমাদের পড়াশুনা ঠিকভাবে চালিয়ে নিতে লাগলেন।একটা পরিবারে উপার্জন করার কেউ যখন না থাকে তখন সে পরিবারের অবস্থা কেমন হতে পারে বুজতেই পারছেন।
বিবাহ;
--------
যেহেতু আমার বড় কোন ভাই ছিলনা।তাই আমি সবসময়ই চাইতাম পড়াশুনা করে একটা কিছু করব।নিজের পায়ে দাড়াবো।আমার মায়ের কষ্ট দুর করব।কিন্তু নিয়তি তা হতে দিলনা।আমি যখন ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি তখনি আমার বিয়ে হয়ে যায়।আমার স্বপ্নগুলো ভেঙে যায়।স্বামির বাড়ি গিয়ে নতুন করে নতুন স্বপ্ন দেখার চেস্টা করি। আমার স্বামী কখনই চাইত না আমি পড়াশুনা করি বা চাকরি করি।
অনেক বুজিয়ে অবশেষে পড়াশুনা শুরু করি। এবং ডিগ্রী কমপ্লিট করি।এরই মধ্যে আমি আমার প্রথম সন্তানের মা হলাম।পড়াশুনা,সংসার, সন্তান সব মিলিয়ে কঠিন একটা জীবন পার করতে হয়েছে।শত কিছুর মাঝেও আমি আমার স্বপ্নটাকে ভুলতে পারনি।
আবারও হতাশা;
----------------------
হঠাৎ করে আমার স্বামীর ব্যবসায় অনেক লস হয়ে গেল।সে অনেক টাকা ঋন হয়ে গেল।শুরু হলো আমাদের কষ্টের জীবন।এরই মধ্যে দ্বিতীয় সন্তানের মা হলাম।সন্তানদের ভালো রাখতে, সংসার ভালোভাবে চালাতে দুজনেই চেষ্টা করতে লাগলাম।কয়েকবার চাকরির জন্য চেস্টা করেও কোন লাভ হলোনা।সেও বিভিন্ন ব্যবসা করল। কিন্তু যেটাই করতে যায় সেখানেই লস।
অবশেষে পাড়ি জমায় প্রবাসে।
উদ্যোক্তা হওয়া এবং ঘুরে দাঁড়ানো ;
----------------------------------------------
যেহেতু চাকরির চেস্টা করেও হলোনা।তাই সিদ্ধান্ত নিলাম উদ্যোক্তা হব।কিন্তু কিভাবে শুরু করব বুজতে পারছিলাম না।
হঠাৎ একদিন আমার কাজিন,"কাজি হাছান মাহমুদ"(কোর-ভলেন্টিয়র)এর মাধ্যমে ফাউন্ডেশনে যুক্ত হই।সে আমাকে লক্ষীপুর জেলা টিমে যুক্ত করে দেয়।তার পর "মো:হানিফ আহমেদ জুয়েল(মডারেটর)ভাই আমাকে রেজিষ্টেশন করে দেয়।
তারপর প্রতিদিন সেশনে যুক্ত হয়ে স্যারের সেশন গুলো ফলো করি।স্যারের ভিডিও সেশন গুলো দেখে অনুপ্রানিত হলাম।স্যারের মুল্যবান কথা " স্বপ্ন দেখুন,সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন "---এ স্লোগানটি আমাকে আর বসে থাকতো দিলো না। শুরু করে দিলাম Food & Fabric By Mily এর মাধ্যমে নিজের উদ্যোগ।
যেহেতু রান্না করতে আমার ভীষন ভালো লাগত তাই সেটা দিয়েই আমার উদ্যোগটা শুরু করলাম।আমার মেয়েরা কেক খেতে খুবই পছন্দ করে।তাই কেক দিয়ে প্রথমে শুরু করলাম।এখন আমার উদ্যোগের পন্য হচ্ছে, সব ধরনের কেক,রসমালাই, দই,চানার সন্দেস, চানার মিষ্টি, পুডিং, আইসক্রিম, নবাবি সেমাই,সব ধরনের পিঠা,প্রোজেন আইটেম ইত্যাদি।
আলহামদুল্লিলা, যদিও নতুন,তবুও ভালোই সেল হচ্ছে।আসলে গুনে এবং মানে সেরা খাবারটাই সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
🥰আমি প্রতিদিন সেশনে যুক্ত হয়ে অনেক কিছু শিখতে পারছি।জেলার প্রতিটা ভাইবোন আমাকে যেকোন সমস্যায় সহযোগীতার হাত বাড়িয়ে দেয়।আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ।
🙏সবশেষে মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ এবং সুন্দর জীবন কামনা করি।
আমার জন্য সবাই দোয়া করবেন।
🥰এতক্ষণ আমার অগোছালো লেখাগুলো সময় নিয়ে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
🥰ফাতেমা আক্তার মিলি
স্যাটাস অব দ্যা ডে ৯৪৬
তারিখ ০৪-০৬-২০২৩
রেজিঃ১০৮৬১৪
ব্যাচ: ২০
জেলাঃ লক্ষীপুর
উপজেলা: রায়পুর