""চাকরি করবো না, চাকরি দিবো" প্রিয় মেন্টর জনাব, Iqbal Bahar Zahid স্যারের এই বাণী দ্বারা অনুপ্রানিত হয়ে আলহামদুলিল্লাহ আজ আমিও একটি উদ্যোগ গ্রহণ করেছি।
⭐⭐অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই, এই কথার অনুপেক্ষিতে আমার জীবনে ও ছোট্ট গল্প আছে ⭐⭐
🌿🌿🌿🥀🥀আমার জীবনের গল্প 🥀🥀🌿🌿
☘️সবাইকে অনুরোধ করছি, গল্পটি পড়ার জন্য ☘️
🌿🌿আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ্🌿🌿
🌹🌹কৃতজ্ঞতা এবং হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি, মহান রব্বুল আলামীনের প্রতি। যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এখন ও পর্যন্ত সুস্থ রেখেছেন।
🌹🌹লাখো কোটি দরুদ বরশিত হোক মানোবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি, (আল্লাহুম্মা সল্লিআলাই আল্লাহুম্মা বারিক আলাই)
🌹🌹ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক ,জনাব @Iqbal Bahar Zahid স্যারকে। যার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা পেয়েছি "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " উদ্যোক্তা তৈরির কেন্দ্র।
চাকরি করবো না, চাকরি দিবো।
------------ইকবাল বাহার জাহিদ স্যার।
এই বাণী দ্বারা অনুপ্রানিত হয়ে আলহামদুলিল্লাহ আজ আমিও একটি উদ্যোগ গ্রহণ করেছি।
চলুন জেনে নেয়া যাক আমার জীবনের গল্প। আশা করছি আমার গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন।
🏠 জন্ম ও পরিবারঃ-
সাতক্ষীরা জেলার, কলারোয়া উপজেলার ৮নং কেরেলকাতা ইউনিয়নের ছোট্ট একটি গ্রামে আমার জন্ম। মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য হিসেবে স্থান নেই আমি। আমার বাবার জন্মস্থান ভারতে আমরা থাকি নানার বাড়ি বাংলাদেশে সেই সুবাদে বাংলাদেশি। এই কারনে আমাদের পরিবারকে একক পরিবার বলাই চলে। আমরা তিন ভাই, বোন। বাবা- মায়ের চোখের মনির মধ্যে আমি ১ম । জন্মের পরে কোনও দিন দাদা, দাদিকে, দেখি নি। কারন আমার জন্মের অনেক আগেই দাদা ও দাদি মারা গেছেন,(ইন্নাঃ) এজন্য দাদা ও দাদির ভালবাসা পাইনি কখনো।
🌱🌱আমার শৈশবঃ-
ছোট বেলা থেকেই গ্রামেই বেড়ে উঠা। গ্রামের মাঠে ঘাটে দুরন্ত ভাবে ঘুরাঘুরি আর খেলা ধুলা করা ছেলেদের মধ্যে আমি একজন। আমার শৈশব কেটেছে খুবই সুন্দর ভাবে এবং আমি ছিলাম অনেক শান্ত এবং হাসিখুশি। তবে আমি সব সময় খেলা বেশি পছন্দ করতাম। যেহেতু আমার মামাতো ভাই ও বোনেরা ছিলো তাই খেলার সাথীর অভাব ছিলো না।শৈশব ছিলো খুবই মনোমুগ্ধকর। এখনো মন চায় শৈশবে ফিরে যেতে।
🌱🌱আমার পড়ালেখাঃ-
গ্রামের স্কুলে আমার লেখাপড়ার হাতেখড়ি। প্রাইমারী টা গ্রামের স্কুলে শেষ করি। তারপর মাধ্যমিক পর্যায়ের জন্য ভর্তি হলাম বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিদিন সাইকেল-চালিয়ে যেতাম সেই কাংঙ্খিত স্কুলে। লেখাপড়ায় মটা মুটি ভালো ছিলাম এবং আমি খুব ভালো ফুটবল খেলতাম বলে স্যারেরা খুবই ভালবাসতো। স্কুল জীবন কেটেছিল খুবই ভালো ভাবে। অনেক শান্ত ও খেলাধুলাই ভালো থাকার কারনে প্রিয় হয়ে উঠতে সময় লাগে নি একটুও। সবাই আমাকে অনেক ভালোবাসতো। স্যার থেকে শুরু করে সহপাঠী, ছোট এবং বড় ভাই, বোনদের কাছে ছিলাম খুবই প্রিয়। সবার ভালোবাসা আমাকে অনেক এগিয়ে নিয়েছিল সব ক্ষেত্রে। তবে মাধ্যমিক টা আর শেষ করা হলো না আর্থিক সংকটের কারণে ,তাই এই অল্প বয়সে পাড়ি জমালাম প্রবাসে।আমার বাবা যেহেতু ভারতের বাসিন্দা ছিলো সে ক্ষেত্রে এদেশে কোন জমি জায়গা ছিলো না, আমার নানার আর্থিক অবস্থা ও ভালো ছিলো না, সামান্য একটু জমিতে বসত বাড়ি করে তাদের নতুন জীবন শুরু হলো। সেই কারনে আমি খুব ছোট্ট কাল থেকে দেখেছি টাকা পয়সা ছাড়া কেউ কাউকে পরিচয় দিতে চাই না। এমন কি নিজের ভাই ও না। তাই চিন্তা করলাম নিজের পরিচয় নিজে তৈরি করতে হবে কিন্তু কি ভাবে ? পড়া শুনা শেষ করতে ও তো অনেক বছর লাগবে তার পরে চাকরি হবে কি না তাও ঠিক নেই। তাই ঠিক করলাম বিদেশে যাবো। যেই কথা সেই কাজ আব্বু আম্মু কে বললাম ওনারা আমাকে বাধা দিলো না। তাই আর পড়া শুনা করলাম না। এখান থেকে আমার জীবনের মোড় ঘুরে গেলো।তবে এবারের জার্নিটা ছিলো আমার জন্য অনেক কঠিন। কারন আমি তখন অল্প বয়সে প্রবাসে আসি তাই জানি ও না বুঝি ও না বাইরের দেশ সম্পর্কে। তবে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নি। এর পরে আমার জন্য খুবই খারাপ সময় আসে, আমার বিদেশ আসার ৭ মাস পরে আমার আব্বু মারা যাই মাত্র ৪০ বছর বয়সে। তখন আমার ছোট বোনটার বয়স মাত্র ১১ মাস। এর পর থেকে ২ বোন সহ আমার আম্মু এবং আমার অসুস্থ নানীর দায়িত্ব আমার উপর চলে আসে। সে দিন ছিলো আমার জন্য খুবই কষ্টের একটা দিন। খুব কান্না করেছিলাম আজ ও কান্না আসে, এর কিছু মাস পরে আমার নানি ও মারা যাই এবার ততো কষ্ট হয় নি কারন আল্লাহ ছিলো আমার ভরসার এক মাত্র জায়গা। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সে দেশে ফিরে যেতো। কিন্তু আমি সবর করেছিলাম এবং আল্লাহর উপর ভরসা করেছিলাম।তবে কষ্ট লাগে এখানে যে প্রিয় জনের কবরে এক মুঠো মাটি ও দিতে পারি নি। এর পরে আল্লাহর রহমতে সব কিছু সামলে নেই।আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সব কিছু ঠিক হয়ে গেলো ,আর্থিক সমস্যা ও সমাধান হয়ে গেলো, এর পরে আমি দীর্ঘ ৫ বছর পরে ছুটি তে যাই পরিবারের সাথে দেখা করতে, এর পরে আলহামদুলিল্লাহ পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কয়েক মাস আগে ছুটি থেকে আসলাম। আলহামদুলিল্লাহ এক মাস হলো আমার একটা পুত্র সন্তান হয়েছে। আমি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান রত আছি ।
🌼🌼আমার প্রিয় ব্যক্তিঃ-
আমার বাবা -মায়ের পরে যাদের সব থেকে বেশি ভালোবাসি তারা হলেন আমার স্ত্রী। যার অনুপ্রেরণায় আমি এতদুর পর্যন্ত আসতে পেরেছি।
তার মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটি আমার
♥️♥️প্রিয় মেন্টর প্রিয় স্যার, জনাব Iqbal Bahar Zahid স্যার। যার অনুপ্রেরণায় ভবিষ্যতে কিছু করার সাহস পাই।
🌹চাকরি করবো না চাকরি দিবো।
🌹স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন, লেগে থাকুন সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
স্যারের কথায় অনুপ্রাণিত হয়ে এবং স্যারের শিক্ষা বুকে লালন করে প্রবাস জীবনের পাশাপাশি আমিও শুরু করেছি নিজের উদ্দোক্তা জীবন।
কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় স্যারের প্রতি।
🌱🌱 আমার স্বপ্নঃ-
ছোটো বেলা থেকেই স্বপ্ন ছিল টাকা পয়সা ইনকাম করে গরীব দুখি ও ইয়াতিমদের পাশে দাড়াবো ইনশাআল্লাহ। এই সপ্ন পুরন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এবার আমার লক্ষ্য এক জন সফল উদ্যোক্তা ও ভালোমানুষ হওয়া। সব সময় যেন মানুষের সেবা করতে পারি, সকলের কাছে আমি দোআ চাচ্ছি,,
তবে আমার এবারের স্বপ্ন একজন সফল উদ্দোক্তা হওয়ার লক্ষ্যে কাজ করা এবং দেশের মানুষের সেবা করা।
ইনশাআল্লাহ আমিও হবো একজন সফল উদ্দোক্তা।
🌱🌱বিজনেসের শুরুঃ-
ছোট বেলা থেকেই ব্যবসা পছন্দ করতাম। তাই ভাবলাম আমি ও কিছু শুরু করতে পারি অল্প করে হলে ও। বেশি দিন হয়নি আমার বিজনেসে আসা ৫ মাস হয়েছে।
২০২৩ সালের জানুয়ারি শুরুতে আমি আমার ভাইয়ের কাছ থেকে রিসেলিং শুরু করি কারণ আমার বিজনেসের জন্য কোনো মুলধন ছিল না। তবে প্রথম মাসেই আমি সবার সহযোগিতায় ১৮ পিস শার্ট পাইকারি সেল করি । এটা আমার অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি
। তবে এটা সেল করি আমার পরিচিত মানুষের কাছে। এর পরে অপরিচিত মানুষের কাছে ও সেল করি, তারা
আামকে বিশ্বাস করেছিলেন। তাদের বিশ্বাস আমি ধরে রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমার কিছু রিপিট কাস্টমার রয়েছে।
এরপর থেকে আমার সাহস আরও বেড়ে গেল। আমার মনে হল আমিও পারবো।
🌱🌱প্রিয় প্লাটফর্মে আগমনঃ-
আমি এমন কিছু খুজছিলাম যেটা আমাকে ফ্রী'তে কিছু শিখতে সাহায্য করবে। কারন আমার টাকা দিয়ে কিছু শিখার মতো সামর্থ্য ও সময় ছিলো না, প্রবাস জীবন খুবই ব্যস্তের জীবন হয়ে থাকে। তো হঠাৎ করে আমার একটা ভাই বললো এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন প্লাটফর্মের কথা। তার পরে আমার সেই ভাই বললো কি ভাবে কি করতে হবে। আমি আমার ভাই কে না করে দিলাম কারন আমি সময় দিতে পারবো না বলে।তবে আমার সে ভাই বললো তুমি কিছু স্যারের ভিডিও দেখতে পারো, তাই করলাম কাজের মধ্যে ফ্রি থাকলে ডিডিও দেখতাম সত্যি কথা আমাকে খুবই ভালো লাগলো। তার পরে আমার ভাইকে বললাম কি ভাবে রেজিষ্ট্রেশন করবো? ভাই আমাকে বললো রেজিষ্ট্রেশন করতে চাই লিখে মেইন গ্রুপে পোষ্ট দাও দেখবা কোন ভাইয়া নয়তো আপু সাহায্য করবে। কথা শুনে পোষ্ট করলাম, কিছুক্ষণ পরে @Naimul Hasan Sohel ভাইয়া আমাকে ইনবক্সে নক দেই। আমি ডিটেইলস দেই ভাইয়াকে । তারপর @Naimul Hasan Sohel ভাইয়ার মাধ্যমে আমি প্রিয় প্লাটফর্মে রেজিষ্ট্রেশন করেছি। ভাইয়া অনেক সাহায্য করেছে আমাকে। এবং আমাকে আমার জেলা মেস্যানজার গ্রুপে এড হওয়ার জন্য সাহায্য করেন @Khadiza Rahaman আপু ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপুকে।
🌹🌹প্লাটফর্ম থেকে শিক্ষাঃ-
আমি প্লাটফর্ম থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি আগে কারো সাথে কথা বলতে পারতাম না, কিন্তু এখন আমি কথা বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ সাতক্ষীরা জেলা টিমকে, নিয়মিত সেশন চর্চার ক্লাসের আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ আমার কথা বলার জড়তা কাটিয়ে উঠতে পেরেছি এই প্লাটফর্মের জন্য।
🌹🌹স্যারের যে কথায় অনুপ্রাণিত হইঃ-
১.স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন, লেগে থাকুন,সফলতা আসবেই।
২.চাকরি করবো না, চাকরি দিবো।
৩.বৃষ্টি সবার জন্য পড়ে, ভিজে কেউ কেউ।
৪. নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে হবে।
৫. আমরা সবাই ভালো মানুষ।
তাছাড়াও প্রিয় প্লাটফর্মের শপথ বাক্য নতুন করে অনুপ্রেরণা দেয়।
🌻🌻বিজনেসের বর্তমান অবস্থাঃ-
এখনো বলার মতো কিছুই হয় নি তবে আলহামদুলিল্লাহ,আমার বিজনেস গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে । আমি প্রথমে ৬০০০ টাকা ইনভেন্স করি।আলহামদুলিল্লাহ আমার বর্তমানে লেগে থাকার কারনে মোটামুটি সেল হচ্ছে । আরো একটিভ হলে ভবিষ্যতে আমি এক জন সফল উদ্যোক্তা হবো ইনশাআল্লাহ,
সবাই আমার জন্য দোয়া করবেন।
🌹🌹এই গল্প থেকে শিক্ষাঃ-
১.যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে,সাহস হারালে চলবে না, এবং ধৈর্য্য ধারণ করতে হবে।
২.নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে আমিও পারবো।
তাহলে আমরাও পারবো ইনশা-আল্লাহ।
🌹🌹আমার কাজঃ-
👉জামদানি হাফসিল্ক থ্রি পিস।
👉শার্ট , প্যান্ট ,ও পুরুষদের আন্ডার ওয়ার।
🙏লেখার মাঝে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
💖এতক্ষন গল্পটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
স্যাটাস অব দ্যা ডে ৯৪৬
তারিখ ০৪-০৬-২০২৩ ইং
নামঃ- হাসানুর জামান
ব্যাচ : নং ২১
রেজি: নং-১১৫২৪৬
জেলা: সাতক্ষীরা
উপজেলা : কলারোয়া
বর্তমান অবস্থান মালয়েশিয়া
💐💐আশাকরি ভালোবেসে পাশে থাকবেন দোআ করবেন ইনশাআল্লাহ 💐💐