কিভাবে ব্যবসা শুরু করা যায়, তখন ইকবাল বাহার জাহিদ স্যারের একটি ভিডিও আমার সামনে আসে
👉🏵️আমার জীবনের_গল্প 🏵️
👌 বিসমিল্লাহির_রাহমানির_রাহিম।
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন।
💢আসসালামু_আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু 🔳
👉 আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই তিনি আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এবং বাংলাদেশর মাটিতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেই সাথে বিশ্বনবী_হযরত_মুহাম্মদ (সা:) এর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন 👳
👌 আমি_কৃতজ্ঞতা_প্রকাশ_করছি
আমাদের প্রিয় মেন্টর শিক্ষক শতাব্দীর সেরা আবিষ্কার উদ্যোক্তা ও ভালো মানুষ গড়ার কারিগর জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যারের_প্রতি। যার অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে বিশাল এই পরিবার তৈরি করে দিয়েছেন যার দরুন ৫০ টি দেশ, ৬৪ টি জেলা এমনকি ৪৯২ টি থানার ভাই- বোনেরা দুরে থেকেও কাছাকাছি - পাশাপাশি আসার সুযোগ পেয়েছে।
👉নিজের_বলার_মতো_একটা_গল্প_ ফাউন্ডেশন।
যার স্বপ্নে বিভোর হয়ে লাখো বেকার তরুণ-তরুণীদের হৃদয়ে সৃষ্টি হচ্ছে উদ্যোক্তা তৈরীর মানসিকতা।
দোয়া করি আল্লাহ পাকের কাছে
প্রিয় স্যার কে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। -(আমিন)
🏵️ প্রিয়_স্যারের_শিক্ষাকে হৃদয়ে ধারন করে
আজ আমি আমার নিজের জীবনের গল্প
লেখার সাহস পেলাম এবং তার জন্য আমার মনের সুপ্ত কিছু না বলা কথা আপনাদের মাঝে তুলে ধরার সামান্য প্রয়াস।
চাকরি করবো না, চাকরি দিবো।
------------ইকবাল বাহার জাহিদ স্যার।
সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশা করি সাথেই থাকবেন।
চলুন জেনে নেয়া যাক আমার জীবনের গল্প। আশা করছি আমার গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন।
✍️✍️কোত্থেকে যে শুরু করি জীবন নামের গ্লপ,
জন্ম ও পরিবারঃ-
লক্ষ্মীপুর জেলার, চন্দ্রগঞ্জ থানা, ৭নং বশিকপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রামে আমার জন্ম। মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য হিসেবে স্থান নেই আমি। আমরা দুই ভাই, এক বোন। বাবা- মায়ের চোখের মনির মধ্যে আমি ১ম । জন্মের চার বছরের মাথায় আমার দাদা মারা যায়, দাদি এখনো জিভিত আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো না দাদা, না দাদির ভালোবাসা পাইছি, যা ভালোবাসা পেয়েছি আমার নানুর থেকে, কারণ আমার বয়স যখন সাত তখন আমার নানা মারা গিয়েছেন, এজন্য দাদা ও নানার ভালবাসা পাইনি বেশি।
🌱🌱আমার শৈশবঃ-
ছোট বেলা থেকেই গ্রামেই বেড়ে উঠা। গ্রামের মাঠে ঘাটে দুরন্ত ভাবে ঘুরাঘুরি আর খেলা ধুলা করা ছেলেদের মধ্যে আমি একজন। আমার শৈশব কেটেছে খুবই সুন্দর ভাবে এবং আমি ছিলাম অনেক শান্ত এবং হাসিখুশি। তবে আমি সব সময় চুপচাপ, নিরিবিলি, এবং একা থাকা বেশি পছন্দ করতাম। শৈশব ছিলো খুবই চমৎকার। এখনো মন চায় শৈশবে ফিরে যাই।
🌱🌱আমার পড়ালেখাঃ-
বাড়ির পাশের মাদ্রাসায় প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। তারপর হেফজ বিভাগে ভর্তি হই বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরের একটি মাদ্রাসায়। লেখাপড়ায় মটা মুটি ভালো ছিলাম। এবং আমি একা এবং নিরব থাকা বেশি পছন্দ করতাম। মাদ্রাসা জীবন কেটেছিল খুবই ভালো ভাবে। অনেক শান্ত ও নিরব থাকার কারনে সবাই আমাকে অনেক ভালোবাসতো। শিক্ষক থেকে শুরু করে সহপাঠী, ছোট এবং বড় ভাই। সবার ভালোবাসা আমাকে অনেক এগিয়ে নিয়েছিল সব ক্ষেত্রে।
আর্থিক সংকটের কারণে পড়ালেখা শেষ করা সম্ভব হয়নি। আমার বাবা একটা কোম্পানিতে অল্প বেতনের জব করে, যা দিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যেত, কারণ আমরা তখন ভাই বোন তিনজনই পড়ালেখা করতাম।
সেই কারনে আমি খুব ছোট্ট কাল থেকে দেখেছি টাকা পয়সা ছাড়া কেউ কাউকে পরিচয় দিতে চাই না। এমন কি নিজের মা বাবা বোন ভাই ও না। তাই চিন্তা করলাম নিজের পরিচয় নিজে তৈরি করতে হবে কিন্তু কি ভাবে ? পড়া শুনা শেষ করতে ও তো অনেক বছর লাগবে। তাই ঠিক করলাম বিদেশে যাবো।
আব্বু আম্মু কে বললাম বিদেশে যাবো।
আব্বু আম্মু আমাকে বলল তোকে বিদেশে পাঠানোর জন্য এত টাকা আমরা কই পাবো। পরে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত বাদ দিয়ে দি। এরপরে চিন্তা করলাম দেশে কি করা যায় কিনা, তখন ব্যবসা করার একটা চিন্তা মাথায় আসে, কিন্তু টাকা না থাকার কারণে, তাও আর করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোন কিছু করতে না পেরে, একটা প্রতিষ্ঠানের চাকরি নেই।
দুই বছর চাকরি করার পর। লকডাউন শুরু হয়ে যায়। ৬ মাসের মতন বাড়িতে বেকার বসে ছিলাম। এরপর দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার পর আবার চাকরিতে জয়েন করি। জয়েন করার তিন মাসের মাথায় মাদ্রাসার পরিচালকের সাথে মতের অমিল থাকার কারণে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দিয়ে চলে আসি বাড়িতে। এরপর সিদ্ধান্ত নিই ব্যবসা করব! তাৎক্ষণিকভাবে কোন প্রস্তুতি না থাকার কারণে তা আর করা শুরু করতে পারেনি। এরপর আবার মাদ্রাসায় চাকরি নি। চাকরি নেওয়ার কিছুদিনের মধ্যেই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মাদ্রাসা যেহেতু ২৪ ঘন্টা আবদ্ধ থাকি, বাড়িতে আসা খুবই কষ্টকর হয়ে যায়, তাই সিদ্ধান্ত নিয়েছি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করব। কি ব্যবসা করব, কিভাবে করব, কোন কিছু বুঝে উঠতে পারিনি। তখন facebook youtube এ সার্জ দিই, কিভাবে ব্যবসা শুরু করা যায়, তখন ইকবাল বাহার জাহিদ স্যারের একটি ভিডিও আমার সামনে আসে, তখন আমি সেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখি, এভাবে একটু একটু করে শিখছি আর প্রস্তুতি নিচ্ছি, সকলের দোয়া এবং সাপোর্ট থাকলে খুব দ্রুতই শুরু করব। ইনশাআল্লাহ।
👉আমার অনেক সপ্ন আছে আমি সবসময় চাই পরিবার এবং অন্যকে সাপোর্ট করতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন।
চাকরি করবো না চাকরি দিবো।
🌹স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন, লেগে থাকুন সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
💞💞ভালোবাসার প্রিয় প্লাটফর্ম নিজের বলার মতো একটা ফাউন্ডেশনে জয়েন হয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক প্রিয় ভাইয়া এবং আপুদের নিঃসার্থ ভালো বাসা টুকু পেয়েছি। পেয়েছি প্রিয় স্যারের শিক্ষা। তাই প্রিয় স্যারের শিক্ষাকে কাজে লাগিয়ে আমি একজন উদ্যোক্তা হতে চাই নিজের জীবনের সপ্ন গুলো পূরণ করতে
চাই,,,
🌱🌱 আমার স্বপ্নঃ-
ছোটো বেলা থেকেই স্বপ্ন ছিল টাকা পয়সা ইনকাম করে গরীব দুখি ও ইয়াতিমদের পাশে দাড়াবো ইনশাআল্লাহ। এই সপ্ন পুরন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এবার আমার লক্ষ্য এক জন সফল উদ্যোক্তা ও ভালোমানুষ হওয়া। সব সময় যেন মানুষের সেবা করতে পারি, সকলের কাছে আমি দোআ চাচ্ছি,,
তবে আমার এবারের স্বপ্ন একজন সফল উদ্দোক্তা হওয়ার লক্ষ্যে কাজ করা এবং দেশের মানুষের সেবা করা।
ইনশাআল্লাহ আমিও হবো একজন সফল উদ্দোক্তা।
🌹🌹প্লাটফর্ম থেকে শিক্ষাঃ-
আমি প্লাটফর্ম থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি আগে কারো সাথে কথা বলতে পারতাম না, কিন্তু এখন আমি কথা বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ লক্ষ্মীপুর জেলা টিমকে, নিয়মিত সেশন চর্চার ক্লাসের আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ আমার কথা বলার জড়তা কাটিয়ে উঠতে পেরেছি এই প্লাটফর্মের জন্য।
🌹🌹স্যারের যে কথায় অনুপ্রাণিত হইঃ-
১.স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন, লেগে থাকুন,সফলতা আসবেই।
২.চাকরি করবো না, চাকরি দিবো।
৩.বৃষ্টি সবার জন্য পড়ে, ভিজে কেউ কেউ।
৪. নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে হবে।
৫. আমরা সবাই ভালো মানুষ।
তাছাড়াও প্রিয় প্লাটফর্মের শপথ বাক্য নতুন করে অনুপ্রেরণা দেয়।
💘💘নিজের বলার মতো একটা ফাউন্ডেশনে একটিভ হওয়ার পিছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, লক্ষ্মীপুর জেলার গর্ব সকলের প্রিয় মুখ নাসির মির্জা ভাই।
ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা।
আমার জীবনি আজ এখানেই শেষ করলাম।
🙏লেখার মাঝে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
💖এতক্ষন গল্পটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
স্যাটাস অব দ্যা ডে ৯৪৭
তারিখ ১১-০৬-২০২৩ ইং
🙋আমি:- সাখাওয়াত জামিল
🤞ব্যাচ:- নং- 15
✌️রেজিস্ট্রেশন:- নং- 70211
🏞️জেলা:- লক্ষ্মীপুর সদর
🏜️বর্তমান অবস্থান: জমিদার হাট, রামগতি, লক্ষ্মীপুর।
✍️লেখক:- "জীবন সাজানোর অপূর্ব গল্প"
✍️ আরেকটি বই প্রকাশের অপেক্ষায়:- পারিবারিক ও সামাজিক জীবনের গল্প।
বইটি রকমারিতে ২৫% ছাড়ে অর্ডার করতে ক্লিক করুন: https://www.rokomari.com/book/277911/jibon-sajanor-apurbo-golpo
পেইজ:- লাইক দিয়ে পাশে থাকুন।
https://www.facebook.com/Md-Sakhawat-Hossain-Jamil-102090056100709/?mibextid=ZbWKwL
💐💐আশাকরি ভালোবেসে পাশে থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ 💐💐