আমাদের পরিবারটাকে ভালো অবস্থানে নিয়ে এসেছে
----জীবনের গল্প! গল্পটা সবাইকে পড়ার অনুরোধ রইলো---
🤝আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
💝বিসমিল্লাহির রাহমানির রাহিম, আশা নয় বিশ্বাস আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলের ভালো আছেন!
🥀🥀সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের যিনি আমাকে সৃষ্টি করেছেন।
🤲🕌দুরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার জন্য আল্লাহ দুনিয়াটাই সৃষ্টি করেছেন।
👩👩👧সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মা বাবার প্রতি যাদের কারণে আমার দুনিয়ার আলো দেখা
🌷 সব শেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি হাজারো মানুষের আইডল,মেন্টর স্বপ্নদ্রষ্টা ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি। যিনি না থাকলে হয়তো আমার মত অধম এত গুলো ভালো মানুষের সাথে পরিচিত হতে পারতাম না।
🌱আমার ছোট বেলা .
ছোটবেলায় দেখেছি ফ্যামিলির অবস্থা বেশি ভালো ছিল না। আমি তখন গ্রামের একটি স্কুলে পড়তাম আমার বাবা শিক্ষকতা করতো বেসরকারি একটি মাদ্রাসায় সাত হাজার টাকা বেতন পাইতো। সেটা আমার বাবা সংসার পরিচালনা করত। তারপর ওনার মাদ্রাসায় আমাকে ভর্তি করে দেয়! সেখানেই আমার পড়াশোনা আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমার দুই ভাইয়ের জব হয় সরকারি তখন থেকে আমার পরিবারের ভালো দিন আসতে থাকে।
✍️আমার জীবনের গল্প..........
আমাদের পরিবারে আমরা তিন ভাই এবং এক বোন আমি ছোট, দুই ভাই সেনাবাহিনীতে চাকরি করে বাবা মাদ্রাসার শিক্ষক ছোটবেলা থেকেই অভাব কি জিনিস আমি বুঝি নাই দুই ভাই এবং বাবা অনেক কষ্ট করে আমাদের পরিবারটাকে ভালো অবস্থানে নিয়ে এসেছে । তখন থেকে আমি স্বপ্ন দেখা শুরু করি কিন্তু কিভাবে বাস্তবায়ন করতে হয় তা আসলেই জানতাম না।
🌴 আমার ব্যবসায়িক জীবন....
হঠাৎ একদিন পরিচিত এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হল তার মাধ্যমে একটি বিজনেসের দাওয়াত পাই সেটা ছিল এমএলএম যা আমি কখনোই জানতাম না সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে রাত ১২টায় বাড়ি ফিরতাম এত পরিমাণে কাজ করতাম তিন বছরে আমার সেল হয়ে যায় ত্রিশ হাজার ডলার যা বাংলা টাকায় ৩০ লক্ষ টাকার উপরে তার মধ্যে আমার দুইটা অফিস হয়ে যায়। এবং আমি সৎ থাকার কারণে আমার কাছে যত টাকা মানুষ দিত আমি সব টাকা আমি ওই ভাইকে দিয়ে দিতাম তারপর অনেক টাকার হিসাব প্রায় ৫ লক্ষ টাকার উপর মিলেনা অনেক বড় ঋণের মধ্যে পড়ে যাই এখন ঋণ কিভাবে সুদ করবো কারণ আমি তো স্টুডেন্ট অনেক চিন্তায় পরে যাই! দুই ভাই এবং বাবার সাথে পরামর্শ করলাম! তারা বলেছেন আমরা না করেছি তুমি এসব কেন করেছিলে এখন তোমারটা তুমি বুঝ। তখন আমি ছাত্র আমার কাছে কোন টাকা পয়সা নাই আমার সাথে এত বড় প্রতারণা করলো আমার উপরে যারা সিনিয়র সবাইকে আমি জানিয়েছি তারা কোন পদক্ষেপ নিল না উল্টা সব চাপ আমার উপর চলে আসলো! আমি চারদিকে শুধু হতাশা দেখতে থাকি।
🛫 আমার প্রবাস জীবন... 😭
বসে সিদ্ধান্ত নিলাম দেশের বাহিরে চলে যাব যারা আমার কাছে টাকা পাবে আমি সবাইকে টাকা পরিশোধ করে দেবো তারপর আমার খালোতো ভাইয়ের সাথে যোগাযোগ করলাম কিভাবে দেশের বাহিরে যাওয়া যায়। ভাইয়া তুমি আমাকে একটি দুবাইয়ের ভিসা দাও। তারপর আমি দেশের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে পাড়ি জমালাম এখানে এসে অনেক কষ্ট ডিউটি আর ডিউটি কারণ জীবনে কোথাও কাজ করিনি এই প্রথম এত লম্বা সময় ডিউটি করতে হয় তারপর অনেক কান্নাকাটি করি মা আমাকে অনেক বোঝায় কিছুদিন পর চলে আসবে একটু কষ্ট করো। কিন্তু কিছুতে আমার মন প্রবাসে বসতেছে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। সবাই আমাকে বোঝানোর পরে এখন আছি প্রবাস জীবন এ একটি বছর হয়ে গেল এই প্রবাসে যারা আছে তারাই বুঝতে পারে কত কষ্ট। প্রবাসীদের কে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। এখন ভালোই আছি সবার টাকা পরিশোধ করতে পেরেছি আলহামদুলিল্লাহ 🤲।
🌳ফাউন্ডেশন থেকে শিক্ষা....
হঠাৎ একদিন ফেসবুকে নিজে বলার মত গল্প ফাউন্ডেশন এর সন্ধান পাই তখন থেকেই আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল নিজেকে দিয়ে কিছু হবে এবং সেশন পড়ে যাচ্ছি ভিতরে শক্তি চলে আসছে।
এখন প্রতিদিন শিখছি কিভাবে ভালো মানুষ হওয়া যায়। কিভাবে বড় বিজনেসম্যান হওয়া যায়। অনেক বড় স্বপ্ন দেখা যায় এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করা যায়। আলহামদুলিল্লাহ স্যারের কথায় উদ্বুদ্ধ হয়ে এই রমজান ঈদে কিছু পাঞ্জাবি ক্রয় করেছিলাম আমি প্রবাস থেকে 16 হাজার টাকার ইনকাম করেছি । স্যার বলেছিলেন ছোট ছোট রিক্স থেকেই একদিন বড় রিক্স নিতে পারবেন তো সেই কথার উদ্বুদ্ধ হয়ে আমার এই ইনকামটা চলে আসছে এটা মনে করি ফাউন্ডেশন থেকে আমার অনেক বড় পাওয়া। একদিন অনেক বড় বিজনেসম্যান হবো সেটাই এই ফাউন্ডেশন থেকে ইচ্ছা। ইনকামটা করে আমার নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে।আরো যা শিখতেছি..
👉 কিভাবে ভলান্টিয়ারিং করা যায়।
👉কিভাবে উদ্যোক্তা হওয়া যায়।
👉কিভাবে নেটওয়ার্ক বৃদ্ধি করা যায়।
👉কিভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা যায়।
👉সর্বোপরি কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়।
👉ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে ব্যাপক পরিবর্তন হয়েছে যা আমি প্রতিটা মুহূর্তে বুঝতে পারি। 💖
🌱.....কৃতজ্ঞতা...
সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনিক দুবাই টিমের কান্ট্রি অ্যাম্বাসেডর জনাব মাসুদ রানা ভাই প্রতি ওনার অক্লান্ত পরিশ্রমে আমি আজ দুবাই টিমে অ্যাক্টিভ 💖 এবং যাদেরকে ধন্যবাদ না দিলেই নয় ইউনিক দুবাই টিমের প্রতিটি ভাই যাদের ভালবাসায় আজ আমি সবার সামনে কথা বলতে শিখেছি। সারা জীবন কৃতজ্ঞ থাকবই দুবাই টিমের প্রতি। পাশাপাশি নিজ জেলা ক্রিয়েটিভ ময়মনসিংহ টিমের প্রতি। সবার প্রতি দোয়া ও ভালোবাসা সবাই এগিয়ে যাবে এই ফাউন্ডেশন এর মাধ্যমে সেটাই প্রত্যাশা এবং মহান সৃষ্টিকর্তার কাছে। 🤲🤲
🌱গল্পটা অনেক বড় হয়ে গেছে ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার গল্পটা পড়েছেন সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯৪২
তারিখ ১৭-০৫-২০২৩
🌴আমার পরিচয়
🌲নাম: মো: আয়াত উল্লাহ
🌲জেলা- ময়মনসিংহ
🌲উপজেলা-নান্দাইল
🌲ব্যাচ---১১তম
🌲রেজি:২৮০৪৪
🌲বর্তমান : সংযুক্ত আরব আমিরাত দুবাই 🇦🇪
💖ভালোবেসে যুক্ত আছি নিউনিক দুবাই টিম এ
আমার পেইজ লিংক সবাই ভালোবেসে💖 ফলো দিবেন আশা করি। 👇
https://www.facebook.com/profile.php?id=100090622502125&mibextid=ZbWKwL.