ফেনী জেলায় গাছ লাগানো কর্মসূচি।
আসসালামু আলাইকুম
প্রিয় Iqbal Bahar Zahid স্যার বলেছে এই-বার ঈদে বাড়িতে গেলে সবাইকে গাছ লাগাতে বললো। আমি কেন বাদ যাবো তাই আমিও লাগিয়ে নিলাম কমলা গাছ☺️
যদিও আমি গ্রামের বাড়িতে থাকি আর সব সময় গাছ লাগাই। কিন্তু এই গাছ স্যারকে উৎসর্গ করে লাগালাম। আরো লাগাবো ইনশাআল্লাহ।
পুরনো বাড়ি হওয়াতে বড় বড় গাছপালায় ভরপুর আমার বাড়ি মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ। মেস্কিমাম গাছ আমার দাদুর লাগনো, কিছু গাছ দাদা লাগানো। সেই গাছ গুলো অনেক বড় হওয়াতে নতুন করে গাছ লাগালে হয় না। যেহেতু প্রায় ১০০ বছরের পুরনো বাড়ি। এই-বার পুরনো ঘর ও কিছু গাছ কেটে ফেলায় একটু নিচে গাছ লাগানোর সুযোগ হয়েছে। এমনিতে বেশীরভাগ ছাদে লাগাই আমি 😊
ওহ্ আচ্ছা গতকাল কে চুইঝাল গাছ লাগিয়েছিলাম, সেটাও এড করে দিচ্ছি 🤗 বাকি গাছ বৃষ্টি হলে লাগাবো ইনশাআল্লাহ। খুলনার বাগেরহাটের বিখ্যাত চুইঝাল এখন ফেনীতে লাগিয়ে দিলাম ☺️।
সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার দাদা দাদুর জন্য। আল্লাহ যেন উনাদের বেহেস্ত এর সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে। আমিন,,,