অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়ে গেল জাগো নরসিংদী জেলার ঈদ পূর্ণমিলনি.......
আলহামদুলিল্লাহ। ঈদ আমেজ থাকতে থাকতেই পড়ন্ত বিকেলে হয়ে গেলো জাগো নরসিংদী ঈদ পুনর্মিলনী ফিজিক্যাল মিট আপ।
উপস্থিত ছিলেন সম্মানিত নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের শ্রদ্ধেয় কোর ভলান্টিয়ার Bhuiyan Shabbir ভাইয়া Sumon Bhuiyan ভাইয়া ,মডারেটর ও উপজেলা এম্বাসাডর রায়হানুর রহমান ভাইয়া,জেলা এম্বাসাডর এম কে ইসমাইল হুসাইন ভাইয়া, Saiful Islam Mahabub ভাইয়া Roni Akter আপু সদর উপজেলা এম্বাসাডর Sharif Mahmud ভাইয়া, Tajrin Chowdury Champa নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা এম্বাসাডর Jobayer Mahamud মিউনিটি ভলান্টিয়ার সহ আজীবন গর্বিত সদস্য বৃন্দ।
ভালোবাসা.... আসলে ভালোবাসটা কি?দেখতে কেমন?কি তার আকার?কি তার রং?কি তার ঘ্রাণ??আসলে ভালোবাসা, মমতা অনুভব্য বিষয়। যখন যে পাত্রে যেভাবে রাখা হয় ঠিক সে পাত্রের রংই ধারন করে।ভালোবাসা, মমতা সময় নিয়ে ধৈর্য্য ধরে বছরের পর বছর তার যত্ন নিতে হয়।যত্ন ছাড়া যেমন আসবাবপত্র, দামী গহনা জং ধরা বা নষ্ট হয়ে যায় তদ্রুপ ভালোবাসাও................
এ ভালোবাসা স্থান, কাল,পাত্র বেধে একেক জনের জন্য একেক রকম।সে জায়গা থেকে ফাউন্ডেশনের প্রতি টান,ভালোবাসার মিল বন্ধনে আমরা জাগো নরসিংদী টিম একত্রিত হয়েছিলাম। আমরা প্রত্যেকেই নিজ জায়গা থেকে উদ্যোগ নিয়ে ভাবি।কিন্তু কিছু পরামর্শ আমার উদ্যেক্তা জীবনকে আরো বেশি প্রস্ফুটিত করে দিতে পারে দ্বিগুণ। আমাদের প্রিয় দায়িত্বশীলগণ শেয়ার করেছেন তাদের অভিজ্ঞতা। উদ্যোগের জন্য দিয়েছেন অসাধারণ টিপস,কিভাবে করলে আরো সুন্দর ইউনিক হতে পারে আমাদের স্বপ্নের উদ্যোগ।
যত্ন নেই প্রতিটি বন্ধনের,উদ্যেগের একে অন্যকে ছাড় দিতে শিখি দআলোচনায় বসি সমালোচনা না করি
আলোচনা থেকে বের হয়ে আসবে নতুন কোনো আইডিয়া।
দায়িত্বশীলদের নিঃসৃত বানীর কারনে হয়তো ভিন্নতর আইডিয়া থেকে নিজেকে নিজেরাই উপকৃত হতে পারি
আমরা জাগো নরসিংদী জেলাকে, ভালোবেসে দিয়ে ভালোবাসার বন্ধনে অটুট রাখি। তাহলেই স্বার্থক হয়ে উঠবে আমাদের "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
তারিখ ২৯-০৪-২০২৩