আদর্শ ফেনী জেলার নারী টিমের প্রথম মিটআপ।
আসসালামু আলাইকুম,
আজ ১৬ জুন শুক্রবার অনুষ্টিত হলো আদর্শ ফেনী জেলার নারী টিমের প্রথম মিটআপ।
শুকরিয়া মহান আল্লাহর দরবারে সফল ও স্বার্থক মিটআপের জন্য।
" আমরা নারী আমরা পারি "
এ স্লোগানকে সামনে রেখে প্রিয় স্যারের শিক্ষা নিয়ে প্রথম বারের মত আমরা ফেনী জেলায় আয়োজন করি নারী মিটআপ।
প্রথম যখন নারীদের নিয়ে মিটআপ আয়োজনের চিন্তা করি , কিছু সমস্যার সম্মুখিন হয়, মনে শংকা কাজ করছিলো পারবা তো?
এসময় মডারেটর নিঝুম আমিন আপু,জেলা সমন্বয়ক ফোরকান ভাই আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন।
ফলে সাহস অনেক বেড়ে গেলো।
আয়োজন প্রস্তুতি চলছিলো,,,
সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ভালোবেসে
তাই ভালো একটা উপস্থিতির আশা ছিলো, কিন্তু আজকের উপস্থিতি আমাদের প্রত্যাশার থেকে অনেক বেশি ছিলো।
প্রাপ্তিঃউক্ত মিটআপ আমাদের নারী সদস্যদের পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, ব্ৰান্ডিং,ব্যবসায়িক জ্ঞান আহরন এর পাশাপাশি ফেনী জেলার নারীদেরকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।
তাই আজকের আয়োজন সফল এবং স্বার্থক বলে মনে করছি।
আর এ সফলতার কৃতিত্ব আমার একার নয় এ কৃতিত্ব উপস্থিত আমার সকল বোনদের প্রতি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই আজকের মিটআপকে সফল ও স্বার্থক করে তুলেছে।
বিশেষ প্রাপ্তিঃ জেলা সমন্বয়ক Mohamamed Forken ভাইয়ের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা প্রাপ্তি!
ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ ফেনী জেলার সকল আপুদেরকে যারা নিজেদের কর্মব্যস্ত সময় থেকে সময় করে আজকের মিটআপে উপস্থিত হয়েছেন,উপহার দিয়েছেন প্রানবন্ত একটি মিটআাপ।
বিশেষ কৃতজ্ঞতাঃ নিঝুম আমিন,Nowshin Tarannum, আপু এবং Mohammad Forken ভাইয়ের প্রতি।
কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি