প্রিয় ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামের ছবি ও স্মৃতিনিয়ে আমার সংক্ষিপ্ত অনুভূতি।
আস-সালামু ʿআলাইকুম।
আশা করছি শত কর্ম ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও যার যার অবস্থানে সবাই ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।
সময়টা ছিল এপ্রিল-২০১৮। ২য় ব্যাচ চলছিল যখন আমার প্রথম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চোখে পড়ে। দেখতে পেলাম এতো এতো গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক প্লাটফর্ম, যেখানে যুক্ত না হয়ে আর থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গেই পেইজের সাথে জয়েন হয়ে যাই জুন-২০১৮, ৩য় ব্যাচ থেকেই। সেই থেকে প্লাটফর্মের সাথে লেগে থাকা, প্লাটফর্মের প্রতি ভালবাসা, ভালোলাগা, আবেগ, অনুভূতি ইত্যাদি সব কিছু কাজ করা শুরু হল।
আমার জীবনের সবচেয়ে সেরা এবং বড় প্রাপ্তি হল “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন”। এই ভালবাসার প্লাটফর্ম আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। চলার গতি, সুন্দর একটা রাস্তা, আগামীর পথ-চলায় যথেষ্ট অনুপ্রেরণা দেয় এই ফাউন্ডেশন। প্রিয় ফাউন্ডেশনের যুক্ত হওয়ার পর থেকেই কেন জানি নিজের মধ্যে ভালোলাগা, ভালোবাসা, পরিবর্তন, ভালোমানুষি চর্চা, মহৎ কাজ করা এসব বেড়ে গেলো। প্রিয় প্লাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে ভালো ভালো কাজ করার ইচ্ছে জাগে মনে, ভালো কিছু করতে পারলে মানুষের বিনয় ও ভালোবাসা অর্জন করা যায়। সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।। এই ফাউন্ডেশনের খোঁজ না ফেলে হয়তো এখন নিজের যে পরিবর্তন গুলো নিয়ে আসছি সেটি কোন দিনই সম্ভব হতোনা।
আমি নিজেকে নিয়ে খুব গর্বিত যে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে একজন গর্বিত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারছি। পাশাপাশি গর্ববোধ করছি যে, প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের মতো একজন সৎ ও ভালোমানুষের ছাত্র হতে পেরে। যিনি ফাউন্ডেশনের লক্ষ্য লক্ষ্য তরুন-তরুণীর আইডল, মেন্টর, শিক্ষক, পরামর্শদাতা, উদ্যোক্তা তৈরির কারিগর, পদ-প্রদর্শক এবং একজন অভিবাবক। যিনি এই পরিবার ও ভালো মানুষদের ফাউন্ডেশনকে আজ গ্রিনিজ বুক অফ ওয়াল্ডে নাম লিখিয়েছেন। প্রিয় প্লাটফর্ম থেকে প্রাপ্তির কথা লিখে শেষ করা যাবেনা, একটু-একটু করে যে শিক্ষা, দক্ষতা, ভালোমানুষি চর্চা, একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকা ও পাশাপাশি সবাইকে ভালো রাখা, এটাও একটা বিশাল প্রাপ্তি।
প্রিয় ফাউন্ডেশন থেকে প্রতিদিনের সেশন, গুরুত্বপূর্ণ আইডিয়া, অনুপ্রেরণামূলক পরামর্শ, দিকনির্দেশনা মূলক আলোচনা পেয়ে যাচ্ছি তা এক কথায় অসাধারণ প্রাপ্তি বলে মনে করছি। যা আর কোথাও এই সুযোগ গুলো পাওয়া যায়না। একমাত্র নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনেই সব কিছু এক ছাদের নিচেই সম্ভব। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতিদিন যে সময়টা প্রিয় স্যার আমাদের জন্য ব্যয় করছেন, তা অতীতে আর কেউ কোনদিন ফ্রিতে করেন নাই। করেছেন, তবে তা ছিল টাকার বিনিময়ে অন্য কোন ভাবে। এই ফাউন্ডেশনের মতো সুযোগ-সুবিধে অন্য কোথাও বা কোন গ্রুপে আছে বলে আমার জানা নেই। প্রিয় ফাউন্ডেশনের বিষয়ে যদি লিখতে যাই তা আসলে কম হয়ে যাবে, ভাষায় প্রকাশ করা অথবা এখানে লিখে শেষ করা যাবে না।
প্রতিটা মুহূর্ত প্রিয় স্যার আমাদেরকে যেভাবে আগলে রেখে শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, প্রিয় ভাই-বোন ও সকল দায়িত্বশীল যে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তা বলে/লিখেও বা ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবোনা। সুখে-দুখে, ভালো-মন্দ বিপদে-আপদে এবং কি প্রত্যেকটা সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটাই আন্তরিকতা, বিনয়, ভালোবাসা, ভালোলাগার অনুভূতি। প্রিয় স্যারের পাশাপাশি প্রিয় ফাউন্ডেশনের প্রত্যেকটি ভাই-বোন ও সকল দায়িত্বশীল যে আন্তরিকতা বজায় রেখে এবং সন্মান দিয়ে একে অন্যের সাথে ব্যবসা পরিচালনা করছেন তা কথায় চমৎকার এক ভালোবাসা ও ভালোলাগার জলন্ত প্রমান। যা আমরা পোষ্ট করা মাত্রই দেখতে পাই লাইক/কমেন্টস করে যাওয়ার মাধ্যমে। ভালোবাসা তখনই প্রকাশ পায় যখন সবাই সবার পাশে দাঁড়ায় এবং একে অপরকে সাহায্য করে বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রিয় ভাই-বোনদের অনেকেই আছেন যে বিজনেস করতে গেলে আমাদের অনেক সময় অপরিচিতির কারনে ব্যবসা করা সুখকর হয়ে উঠেনা সেটার জন্যও প্রিয় স্যার একটি সুযোগ করে দিয়েছেন যে কিভাবে সবাই একে অন্যকে প্রমোটিং পোষ্টের মাধ্যমে পরিচিতি লাভ করা যায়। এটাও একটা প্রিয় ফাউন্ডেশনের ভালোবাসার এবং ভালোলাগার বহিঃপ্রকাশ।
আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রিয় পরামর্শদাতা জনাব “ইকবাল বাহার জাহিদ” স্যারের প্রতি। যার বিশেষ দক্ষতা এবং মনোযোগে আজ "নিজেকে বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের” মতো প্লাটফর্মের সৃষ্টি। আমাদের এত সুন্দর দক্ষ এবং অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
স্ট্যাটাস অফ দি ডে- ৯৫০
তারিখ: ২০- ০৬- ২৩