উদ্যোক্তা হয়ে উঠা এক বিরঙ্গনার জীবনের গল্প
💓 জীবনের গল্প💓
🙏আমার জীবনের গল্পটা পড়ার অনুরোধ রইল🙏
"আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ"
"বিসমিল্লাহির রহমানির রাহিম"
🤲সকল প্রশংসা করুনাময় মহান রাব্বুল আলামিনের যিনি আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন ও সুস্থ্যতার সাথে ইবাদত করার সুযোগ দিয়েছেন।
সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)এর প্রতি। যার উম্মত হবার পরম সৌভাগ্য হয়েছে আমাদের ।
🥀শুরু করার আগে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্বরন করছি আমার মা ও বাবাকে। যাদের নিঃসার্থ মায়া মমতা ও ত্যাগের ঋণ কখনও শোধ করা সম্ভব না।
🥀সাথেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত প্রচেষ্টার এই বিশাল পরিবার আমরা পেয়েছি। সময়ের শ্রেষ্ঠ শিক্ষক,লক্ষ তরুন তরুণীর হ্নদয়ের স্পন্দন ও যার পরিকল্পনা, প্রচেষ্টার মাধ্যমে আমরা পেয়েছি এই সুন্দর প্লাটফর্ম।
পেয়েছি লক্ষ্য লক্ষ্য ভাই-বোন।
পেয়েছি বিশাল একটা পরিবার।
যার শিক্ষা বুকে ধারণ করে লক্ষ্য লক্ষ্য শিক্ষিত বেকার তরুণ তরুণীরাও আজ সাহস করে, বাস্তব জীবনের সফলতা ও ব্যর্থতার গল্প অনায়াসে লিখতে ।
যিনি আমাদের কে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়তে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এবং
বাংলাদেশের বেকারত্ব দূরীকরনের মহৎ উদ্যোক্তা, তিনি হলেন -জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। স্যারকে স্যালুট জানাই।
Iqbal Bahar Zahid
ভালোবাসা রইল 🌿🌿নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ব্যাক্তিবর্গের প্রতি। সকলের সুস্থ্যতা ও দীর্ঘআয়ু কামনা করছি। আশা করি সবাই ধৈর্য্য সহকারে পাশে থাকবেন।
🌺জীবনের গল্প🌺
🥀🥀আজকে নিজেকে নিয়ে কিছু গল্প বা কথা তুলে ধরবো। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রতিটি মানুষের জীবন একটা পদ্দপাতার জ্বলের মতো দেখতে স্বচ্ছ কিন্তু লুকিয়ে থাকে নানান গল্পকথা।
যেখানে সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,ব্যার্থতা-সফলতার বাধা থাকে প্রতিটি সুর ও ছন্দ। যেন এক একটা রুপকথা। আমিও তার ব্যাতিক্রম নই।
সংক্ষিপ্ত আকারে কিছুটা অংশ ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করবো....
🌿🌿পারিবারিক পরিচয়
আমার জন্ম হয় মুন্সিগঞ্জ সদরে।
তিন ভাই আর আমি!
🌿🌿শৈশবের দিন
বাবার খুব আল্লাদি মেয়ে ছিলাম আমি,
আমার জন্মের ৩ বছর পর আমার ছোট ভাইয়ের জন্ম।
তাই আমাকে বড় খালামনি ঢাকা নিয়ে চলে আসে। সেইখানে আমার স্কুল জীবন কেটে যায়। আম্মু মাঝেমধ্যে খালামনির বাসায় আসতো আমাকে দেখতে, আবার নিয়ে ও যেতো আমাদের বাসায়।
আলহামদুলিল্লাহ সুখী পরিবার।
🔷আমার কথা🔷
আমি বরাবরই ছোট থেকে পড়া-লেখা ও হাতের কাজে খুব পারদর্শি ছিলাম, যেমনঃ কাগজ দিয়ে ক্রাফট তৈরি, হ্যান্ড প্রিন্টার কাজ । যেকোন কাজের প্রতি অনেক আগ্রহ ছিলো, ১ বার যে কোন কাজ দেখলেই ওটা শিখে যাওয়া। যেকোনো কিছু শেখার অনেক নেশা...
বাবা বিদেশে থাকতেন ,দেশে আসার পর খালামনির কাছ থেকে নিয়ে আসে আমাকে , তারপরেই কলেজ লাইফ মুন্সিগঞ্জ!
কলেজে ফার্স্ট ইয়ারেই বিয়ে হয়ে গেলো আমার।
🥀🥀প্রান প্রিয় বাবা : আমি ছোট বেলা থেকে বাবাকে খুবই মিস করতাম কারন বাবা বিদেশ থাকতেন। বাবার আদর দূর থেকেই অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কোন দিক দিয়ে কোন কিছু কমতি ছিল না দুইটা বাবা দুইটা মা পেয়েছিলাম, খালুকে বাবা বলি এখনও
তাদের ভালোবাসায় আজ আমি অনেক বড় হতে পেরেছি 🥰🥰সেই ছোটবেলা থেকে এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সংগ্রামী বাবা।
🥀🥀 মাজননী : সে তো মমতাময়ী মা- যে মা আমাকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে এক মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে জন্ম দিয়েছেন এবং পরম যত্নে বড় করেছেন আমার খালামুনি। দুই মায়েয় ভালোবাসা পেয়ে আমি ভালো মানুষ হতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
🥀🥀ভাই-বোনদের সম্পর্ক:
আমার তিন ভাই আমি একা আমার কোন বোন ছিলনা, যার বোন নেই সে বুঝবে বোনের কষ্টটা কি, কিন্তু আমার যেই খালাতো বোনগুলো আছে তাদের সাথে এত আন্তরিকতা আপন বোনের মতন যাই হোক নিজের বোনতো বোনই, আমি আমার ভাইয়ের কথা বলি আমার দুই ভাই- বড় ভাই তারপর আমি তারপরে যে ছোট একটি ভাই আছে, ভাইটা এত দুষ্টু সারাদিন আমার সাথে লেগে থাকতো। এখনো লেগে থাকে আমি যে মাঝেমধ্যে যাই বাবা বাড়ি তারপরও ছোট ভাইটা আমার সাথে লেগে থাকবে, এটা কমবেশি সবার সাথেই হয়ে থাকে এই যে একটু ঝগড়া করা, মারামারি করা, এগুলো হবেই, ভাই বোন ভালোবাসা খুবই চমৎকার। যা সবার থাকেনা, তাদের জন্য বলছি আমরাই আপনাদের ভাই আমরাই আপনাদের বোন।
🥀🥀 স্কুল জীবন: স্কুলে ভর্তি হয় ঢাকা, স্কুল জীবন পার করে দিলাম ঢাকাতে, খুব চমৎকার সময় ছিল যা লিখে প্রকাশ করা যাবে না।
তবে সব শিক্ষকদের আলাদা একটা নজর পেতাম সবসময়।
মায়ের হাত ধরে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে বাবার হাত ধরে মাধ্যমিক শিক্ষা জীবন শুরু করি।এখানেও আলহামদুলিল্লাহ জে, এস,সি পরিক্ষা দিয়ে তারপর ঢাকা থেকে মুন্সিগঞ্জ চলে আসি আলহামদুলিল্লাহ- ভালো একটা রেজাল্ট হলো , আবার মুন্সীগঞ্জে ক্লাস ৯ম শ্রেণীতে ভর্তি হলাম স্কুল জীবন শেষ হয়।
🥀🥀 কলেজ: একটা নাম করা বেসরকারী কলেজে পড়াশোনা, আলহামদুলিল্লাহ অনেক আনন্দেই কাটলো। এবং আমার চঞ্চলতার কারনে আমাকে পুরো কলেজের সবাই চিনতো আমি অনেক উপভোগ করতাম আমার কলেজ জীবন। আমার অনেক বন্ধু ছিলো। মোটামুটি এভাবেই কলেজ জীবন শেষ হয়। কিন্তু সে কলেজ আমার জীবনে নতুন পর্দাপন হলো ইন্টার সেকেন্ড ইয়ারে বিয়ে হয়ে গেলো।
🥀🥀ইউনিভার্সিটি :২বছর পড়াশোনা বন্ধ ছিল.. তারপর আমার হাসব্যান্ড আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলো,
এখন বি,এ পড়াশোনা করছি এবং পাশাপাশি ই,কে আর্দশ বিদ্যালয়ে শিক্ষকতা করছি।
🥀🥀চাকরি জীবন: আমি আমার এই অল্প বয়সে অনেক প্রতিষ্ঠানে চাকরি করি, বিয়ের আগে থেকেই নিজে কিছু করা নিজের আইডেন্টিটি তৈরি করা চেষ্টা ছিল- কিছু একটা করবো, তারপরে রেডিও তে জব করা, করোনা ভাইরাস জন্য শশুর বাড়ি চলে আসলাম, রেডিও জব টা আর করা হলো না।
বিভিন্ন কোর্স প্রশিক্ষণ নিলাম- যেমনঃ বিজনেস ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাই, বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইন, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ইন্টেরিয়র ডিজাইন,ব্লক বাটিক ইত্যাদি। এখন বর্তমানে ই,কে বিদ্যালয়ে শিক্ষকতা করছি।
🥀🥀 উদ্দোক্তা জীবন : বিয়ের পর আমার উদ্যোক্তা জীবন শুরু হয়, হাজবেন্ডের সাপোর্ট ও মা বাবার চেষ্টা আজ আমি এত দূর আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, প্রায় ৩বছর আমার উদ্যোক্তা জীবন, কিছু বোনেরা আছে আমার পেইজে কাজ করছে । তাদের নিয়ে অনেক দূরে যেতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন।
🥀🥀ভবিষ্যৎপরিকল্পনা:
আমার স্বপ্ন নারীদের নিয়ে কাজ করা, তাদের পাশে দাঁড়ানো। স্বেচ্ছাসেবী মতো- এই পৃথিবীতে হাজার নারী আছে যারা এখনো পিছিয়ে- দিনের পর দিন কেটে যাচ্ছে তাদের বিনা পরিশ্রমে। আমি চাই ওই নারীকে নিয়ে কাজ করতে "চাকরী করব না চাকরী দিব" স্যারের এ শ্লোগানে আমি সত্যিই এ কাজটা করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি। পাশাপাশি একজন ভালো মানুষ হতে চাই। আমার আরেকটা ইচ্ছা রয়েছে রক্ত দেওয়া আমি জীবনে দেইনি কিন্তু হাজার হাজারো মানুষ রক্তের কারণে মারা যাচ্ছে তাই আমি চাই মানব সেবার মধ্যে এই রক্তটাকে নিয়েও কাজ করতে, মানুষ চাইলে সবই পারে আমিও চাই এই পৃথিবীতে কিছু করে যেতে, যা সবাই আমাকে মনে রাখে এবং ভালো একজন মানুষ হতে পারি। আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে কাজের মাধ্যমে তাদেরকে পারিশ্রমের দিতে, যাতে নারীদের হাত না পাততে হয় কারো কাছে, এখনো অনেক নারী-পুরুষ আছে যারা বেঁচে আছে যারা দুমুঠো ভাতের আশায় দিন পার করে দেয়, তাদের থাকার মতন বাসস্থান নেই। সে নারী এবং পুরুষকে নিয়ে আমি কাজ করতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি তাদেরকে নিয়ে।
🥀🥀 প্রিয় ফাউন্ডেশনে পথচলা : ১৯তম ব্যাচ থেকে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ফাউন্ডেশনে রেজিষ্ট্রেশন করতে সাহায্য করেছেন প্রিয় Samiya Sharmin আপু এবং সবসময় সার্বিক সহযোগিতা করে পাশে আছেন প্রিয় মুন্সীগঞ্জ জেলা টিম এর সকল ভাই-বোনেরা।
সবার জন্য শুভকামনা।
❤️❤️ প্রিয় ফাউন্ডেশন নিয়ে কিছু কথাঃ
এই ফাউন্ডেশনে যুক্ত হয়ে, নিয়মিত সেশন চর্চা ক্লাস করে, আমি অনেক কিছু জানতে পেরেছি।
যা বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেশনেই নতুন নতুন তথ্য যোগ করা হয়েছে,এবং তা বাস্তব ভিওিক।
ফাউন্ডেশনের কর্ণধারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
স্ট্যাটাস অফ দি ডে: ৯৫০
তারিখঃ ২৩- ০৭- ২৩