ভালবাসার প্রিয় প্লাটফর্ম (NBMEGF) এর সাথে স্মৃতিচারণ
প্রিয় প্লাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এ যুক্ত হয়েছি ২৮ জানুয়ারী।
ইউটিউবে যখন স্যারের সেশনগুলো দেখতে পাই,তখন থেকে শুরু হয়ে যায় আমার পাগলামি। অন্য কোনদিকে মন তেমন একটা বসে না সারাদিন এটা নিয়ে পড়ে আছি অন্যান্য কাজগুলো অটো চলছিল। মনে মনে আমি এইরকম প্লাটফর্ম খুজতেছিলাম, কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার নিকট।
আমার আশা গুলো পূরণ করে দেন।
১৭ তম ব্যাচের ১৩ তম সেশন চলছে, আমি বার বার আগের ভিডিও ব্লুটুথ লাগিয়ে বার বার শুনছি।এই এক অন্যরকম অনুভুতি।
আমাকে রেজিষ্ট্রেশন করে দিয়েছেন প্রিয় Sohel Raz ভাই, ফেনী মেসেঞ্জারে Abu Taher ভাই, সৌদি মেসেঞ্জারে Ali Mortuza ভাই যুক্ত করে দিয়েছেন।
ফেনী মেসেঞ্জারে প্রথম সেশন চর্চা ক্লাসে যুক্ত হই হোস্টিং এ ছিলেন J M Faruk ভাই, সন্চালনায় ছিলেন Nasima Bhuyian আপু,কোরান তেলওয়াত করেছেন Hashem Khondokar ভাই
সহ আরও অনেকে।
উনাদের সাথে প্রথম কথা হয়, কিন্তু কোন ভাবে মনে হয় নাই আজকেই প্রথম কথা বলছি।তারা প্রত্যেকে এত বেশি আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন, আমার আজও মনে পড়ে।
পরবর্তী ফেনীর পাশাপাশি সৌদি আরব সেশন চর্চা ক্লাসে নিয়মিত সেশন চর্চা ক্লাসে যুক্ত থাকি।প্রথম প্রথম ডাকলে লিভ নিয়ে নিতাম, কিছুদিন পর যুক্ত থাকতাম সাড়া দিতাম না,এর কিছুদিন পর নিজের পরিচয় দিতাম কিন্তু মনে হয় আমি যুদ্ধ জয় করে এসেছি।হাঁটু কাঁপুনি কথা বলার জড়তা ছিল। সম্মানিত সৌদি কান্ট্রি এম্বাসাডর Jahangir Alam Sheikh Siraj Sittu Mohammad Dulal ভাই সহ আরও অনেকে নতুনদের সবসময় অভয় দিচ্ছেন। একসময় সন্চালক মহোদয় আলী মুর্তজা ভাই পুরাতন দের পাশাপাশি নতুনদের সেশন নিয়ে সংখিপ্ত আলোচনা করতে বলেন।
একটু একটু করে এক দু'লাইন কথা বলি পরবর্তীতে নিজ জেলা ফেনীতে নিয়মিত হোস্টিং এবং সঞ্চালনা করেছি প্রায় ১৭,১৮,১৯।সুযোগ করে দিয়েছেন জিএম ফারুক, MD Motaher Hossain Afcer ভাই সহ সিনিয়র সদস্যরা।
একদিন আমি হাশেম খন্দকার ভাইকে জিজ্ঞেস করি,ভাই কিভাবে এত একটিভ থাকেন প্রতিনিয়ত মেসেজ করতাম সাথে সাথে রিপ্লাই। ভাই আপনি প্লাটফর্ম যুক্ত থাকুন আপনিও প্রেমে পড়ে যাবেন ফাউন্ডেশনের।আমিও এক সময় মোবাইল হাতে যতখন ফাউন্ডেশনে আছি ততক্ষণ।
সৌদি সেশন চর্চা ক্লাস শেষে এস ও ডি, টপ টুয়েন্টি এবং অন্যান্য বিষয় নিয়ে সিনিয়র ভাই আলোচনা করে, আমাদের কোন বিষয় প্রশ্ন থাকলে আলোচনা করতে থাকে। যখন বুঝতে পারলাম রাতে গল্প লিখে ফেলি অনেকটা সময় নিয়ে, পরামর্শ দিয়ে সহায়তা করেছেন Nabin Nabin ভাই সহ আরও অনেকে।
এস ও ডি পোস্ট করি এবং সেরা পোস্ট নির্বাচিত হয়ে নবনিযুক্ত কমিউনিটি ভলেন্টিয়ার হই ১৭ তম ব্যাচে। মন খারাপ থাকলে মাঝে মধ্যে সবার কমেন্ট গুলো পড়তাম খুব ভালো লাগতো।
যেহেতু প্রতিনিয়ত প্লাটফর্মে যুক্ত আছি সিনিয়র ভাইদের পরামর্শে টপ টুয়েন্টিতে অংশগ্রহণ করি।
Anwarul Islam Jeweel মালেক মোল্লা ভাই Toriqul Islam Mdmintu Khan সহ আরও অনেকে প্রতিনিয়ত পরামর্শ দিয়েছেন। মাস শেষে টপ টুয়েন্টি বিজয়ী হই,,,, পর পর চার বার।
মেসেঞ্জারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন Fardous Ahmed Khandaker M H Bhuiyan Shipon Hussain Kabir ভাই সহ আরও অনেকে।
নবনিযুক্ত কমিউনিটি ভলেন্টিয়ার হওয়ার পর নিয়মিত একটিভ দেখে Ismat Hasan Jahangir Alam Mezbah Uddin ভাইরা, হাট মনিটরিং টিম এবং প্রমোশন টিমে যুক্ত করেন।এই ভলেন্টিয়ারিং করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। একজনকে কনভেন্স করা অনেক কঠিন ছিল, লিডারগন প্রতিনিয়ত পরামর্শ দিয়েছেন অতঃপর শতভাগ পজেটিভ রিভিউ পেয়েছি। সবাইকে স্যারের দিকনির্দেশনা বুঝাতে সক্ষম হয়েছি।
আমার খুব ইচ্ছে ছিল সবাইকে প্রমোট করার এবং সেই ইচ্ছে টাও পূরণ করতে পেরেছি।ব্যক্তিগত ভাবেও প্রায় ১০০+ প্রমোট করেছি বিভিন্নভাবে, একজনকে লিখা সহজ কাজ নয়। সেলুট জানাই সকল কন্টেন্ট রাইটারদের।আপনাদের থেকে শিখতে পেরেছি।
নতুন নতুন সন্চালনা, হোস্টিং, ভলেন্টিয়ার তৈরি করার চেষ্টা করেছি।প্রিয় স্যারের সেশন থেকে অনুপ্রাণিত হয়েছি, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।
ঈদ পরবর্তী মিলন মেলা আয়োজন করা হয়েছে সৌদি আরব রিয়াদ টিম। (রিয়াদ টু জেদ্দা) আমি কাজের জায়গা থেকে রিয়াদ আসতে প্রায় ৯০ কিলোমিটার দূরে। নির্দারিত সময়ের আগেই আমি হাজির।আমাকে রিসিভ করেছেন Lokman Bin Nurhashem Hazi Farid Hossain Ruhul Amin মিন্টু ভাই সহ আরও অনেকে।প্রত্যকে এতটাই আন্তরিক বলে শেষ করা যাবে না।
সফর সঙ্গী Gazi Anwar Hossain এবং মিন্টু খান ভাই আমাকে কোন খরচ করতে দেন নাই। এতটা ভালোবাসা দিয়েছেন কিভাবে সম্ভব? শুধু মাত্র সম্ভব হয়েছে "নিজের বলার বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" বলে।
দীর্ঘ প্রবাস জীবন শেষে ছুটিতে পাড়ি দেওয়ার পালা। আপ-ডাউন টিকেট নিয়েছি Anwar Travels & Tours এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ভাই থেকে।অনেক আন্তরিক মানবিক ভালো মানুষ।
দেশে যাওয়ার পর কিছু মানুষের সাথে দেখা করার ইচ্ছে ছিল তার মধ্যে অন্যতম প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার।আমাকে সুযোগ করে দিয়েছেন Sagar Banik দাদা।দেখা হলো আরও দুই উদ্যোক্তা Engr Md Sazzad Kaisar Nurun Nabi Riyaz ভাই।
ঢাকা প্রায়ই আসা হতো বিজনেসের কাজে। আরও অনেকের সাথে দেখা হয়েছে সম্মেলনে অনেক বড় একটা লিস্ট লাগবে।সবাই অনেক আন্তরিক ছিলেন।
এখনো চিন্তা করি কি সাহস,এত সাহস কোথেকে পেলেন? এককথায় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে। এক অদম্য সাহসী নারী এবং সেরা ভলেন্টিয়ার Jannatul Mawa আপুর সাথে টাঙ্গাইল সফর। সারাক্ষণ মোবাইল হাতে কিছুখনের জন্যও বিরতি নাই। ও হ্যা টাংগাইলের তাঁত শিল্প দেখা এবং বিজনেস আইডিয়া নেওয়া জন্য মূলত আমাদের সফর।আমাদের জন্য সম্পুর্ন নতুন এক জায়গা এবং সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। অসংখ্য ধন্যবাদ আপুকে।
ফেনী জেলা মিটআপের আমন্ত্রণে যুক্ত হয়ে অনেক আপু এবং ভাইদের সাথে পরিচিত হতে পেরেছি।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর আলোকে প্রিয় উদ্যোক্তা ভাই বোনদের সাথে দেখা করি এবং তাদের কার্যক্রম পরিদর্শক করি।
Mohammed Forkan Anisur Rahaman Didar
Kamal Mozumder Pervez Rafiqul Alam Manik Anas Advice Dictionary Asma Akter Shajeda Khanam Salina Akhtar Amina Jannat Lopa Taslima Nasrin Aninda Shaha Anisur Patoary ইনায়া ইসলাম বৃষ্টি Kapil Uddin Patwary Md. Iftekher Alam Mojumder
Shamima Afroza Mamtaz Binte Ahmed সহ আরও অনেকের সাথে।
পরিশেষে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে অনেক পরিবর্তন করেছে, অনেক অনেক ভালো মানুষের সাথে দেখা করার সুযোগ হয়েছে। আমার হারিয়ে যাওয়া সপ্ন আবারও D.k fashion নতুন করে শুরু করতে পেরেছি। সবাই দোয়া করবেন।
প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য।
স্ট্যাটাস অফ দি ডে: ৯৫০
তারিখঃ ২১- ০৭ - ২৩