NBMEGF এর ২০০০ তম দিনকে ঘিরে অনুভূতি প্রকাশ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
****অনুভুতি প্রকাশ****
🤲প্রথমে শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের প্রতি যিনি সুস্থ ও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ।
💖লাখো সালাম ও দরুদ আখেরী নবী হযরত মুহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি।💖
💝ফাউন্ডেশন থেকে পাওয়া,,,,
💚প্রিয় মেন্টর ও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যার অক্লান্ত পরিশ্রমের ফলে এতো সুন্দর একটি ভালোবাসার প্ল্যাটফর্ম পেয়েছি। পেয়েছি হাজারো ভালো মানুষের পরিবার আলহামদুলিল্লাহ ।
♥️যেভাবে আমি এই ফাউন্ডেশনের সন্ধান পেয়ে যুক্ত হলাম : প্রতিবেশি ভাবী Mahmuda Azad এর বাসায় যাতায়াতের সুবাদে উনার মুখে এই প্ল্যাটফর্মের গল্প শুনি এবং আমার নিজেকে ও এরকম একটা সেতুবন্ধনে যুক্ত করতে নিজের মধ্যে একটা সুপ্ত আকাংক্ষা প্রকাশ পায়।ইহা কে বাস্তব রুপ দিতেই ভাবীর উৎসাহেই এরকম একটা বৃহৎ এবং ভালো প্ল্যাটফর্মে যুক্ত হওয়া এবং এরই ধারাবাহিকতায় সেশন চর্চা ক্লাসে যুক্ত হওয়া।আমি ২০ তম ব্যাচ থেকে এই প্ল্যাটফর্মে যুক্ত হই মতিঝিল জোন ।
💗শুরু হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমার পথ চলা:
প্রথম সেশন থেকেই আমি সেশন চর্চা ক্লাস করি এবং ফাউন্ডেশন এ এক্টিভ থাকার চেষ্টা করি। খুব ভালো লাগে । উদ্যোক্তা বিষয়ক অনেক সুন্দর সুন্দর পরামর্শ পাচ্ছি, কিভাবে নিজের ব্র্যান্ডিং বাড়ানো যায়, কিভাবে একজন ভালো মানুষ হয়ে সমাজে বিচরণ করা যায় আরো অনেক কিছু প্রতিনিয়ত শিখছি । খুব আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভাইয়া আপুদের মাধ্যমে এগিয়ে যাচ্ছি হাটি হাটি পা পা করে । আরো ভালো লাগা শুরু হয় যখন মতিঝিল জোনের অফলাইন মিটআপ গুলোতে অংশ গ্রহণ করি এভাবে চলতে চলতে এই ফাউন্ডেশনের প্রতি মুগ্ধতা এবং ভালোবাসা বেড়েই চলেছে এবং এই পযর্ন্ত যতোগুলো অফলাইন মিটাপ হয়েছে প্রতিটি মিট আপে actively participate করি। এরই মধ্যে Mohammad Hanif ভাইয়ার সহযোগিতায় আমার নিজ জেলা লক্ষীপুরে সেশন চর্চা ক্লাসে যুক্ত হই এবং Nasir Mirza ভাইয়ার সহযোগিতায় প্রমোশন টিমে কাজ করার সুযোগ পাই।এবং কয়েকজন আপু ভাইয়াকে নিয়ে প্রমোট content লিখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ।এরই মধ্যে ফাউন্ডেশনে একটা পোষ্টের মাধ্যমে জানতে পারলাম টানা ২০০০তম সেশন চর্চা ক্লাস উদযাপন উপলক্ষে একটা উদ্যোক্তা সম্মেলন এর কথা ।সাথে সাথে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম টিকেট বুক করে ফেললাম ।কারণ আমাদের প্রিয় মেন্টর উপস্থিত থাকবেন , উপস্থিত থাকবেন দায়িত্বশীল ভাইয়া আপুর এবং আজীবন সদস্যবৃন্দ। স্যার কে সামনে থেকে দেখবো , কথা বলবো ,ছবি তুলবো এ সুযোগ হাত ছাড়া করতে চাইনি আমি ।
🍁অবশেষে টানা ২০০০ তম দিন উদযাপন :
১৫/০৭/২০২৩ শনিবার
স্মৃতিময় সেই ক্ষণের সাক্ষী হতে পৌঁছে গেলাম টিসিবি অডিটোরিয়াম কাওরান বাজার । অনেক ভাইয়া আপুরা আমার আগেই পৌঁছে গিয়েছিলেন আবার আমার পরেও কেউ কেউ এসেছেন । সবার আন্তরিকতা ভালোবাসা দেখে আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম । বরাবরই আমার জোনের ভাইয়া আপুরা অনেক অনেক আন্তরিক । ওইদিন ও তার ব্যাতিক্রম ছিলো না । যাদের কাছে আমি সম্পূর্ণ অপরিচিত তাদের আন্তরিকতা ,ভালোবাসা ,মায়া দেখে আমি বিমোহিত কখনো এই কথা আমি ভুলতে পারবো না। যথা সময়ে প্রোগ্রাম শুরু হয় খুব সুন্দর ভাবে ।
💖দারুণভাবে প্রোগ্রাম উপভোগ করছি । এরই মাঝে উপস্থিত হয়েছেন আমার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। আমি আবারও আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম । স্যার অডিটোরিয়াম এ প্রবেশ করলেন হাসি মুখে । প্রতিটা মানুষের সাথে মত বিনিময় করে তারপর তিনি আসন গ্রহণ করলেন ।কি অমায়িক কথা , কি সুন্দর ব্যাবহার মাশাআল্লাহ । স্যার কে দেখার আগে যতটা কল্পনা করেছি তার চেয়ে আরো অনেক বেশি বিনয়ী । স্যার কে না দেখলে কথা না বললে বুঝার উপায় নেই যে একজন মানুষ কতো টা ভালো আর বড়ো মনের মানুষ হতে পারেন ।
আলহামদুলিল্লাহ।
♥️ অপেক্ষা স্যার কখন আমাদের উদ্দেশে কিছু বলবেন ;
অপেক্ষার অবসান ঘটিয়ে স্যার মঞ্চে উঠে এলেন এবং আমাদের সকলের উদ্দেশে বক্তব্য শুরু করলেন । আমি মন্ত্রমুগ্ধ হয়ে স্যারের কথা শুনে যাচ্ছি । স্যার এর প্রতি টা কথা ছিল খুব গুরত্বপূর্ন আমাদের জন্য।
🌿এই দিন টি আমার জীবনের স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আমি স্যার এর ২০তম ব্যাচের ছাত্রী হতে পেরে গর্ববোধ করছি
আলহামদুলিল্লাহ।
🍀এতো অল্প সময়ের মধ্যে আমি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরি প্রতিষ্ঠান কে ভালবেসে ফেলেছি । আমি এই প্লাটফর্মে নিঃস্বার্থভাবে কাজ করে এগিয়ে যেতে চাই বহুদূর । সকলের কাছে আমি দোয়া প্রার্থী ।
স্ট্যাটাস অফ দি ডে: ৯৫০
তারিখঃ ২১- ০৬- ২৩