নিজেকে ভালো মানুষ রূপে প্রকাশ করার এক অদম্য ইচ্ছা শক্তি তৈরি হয়।
আসসালামু আলাইকুম
*****অনুভুতির প্রকাশ*****
🤲আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমাকে এত সুন্দর একটি প্লাটফর্মে নিজেকে তুলে ধরার সুযোগ করে দেয়ার জন্য। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর। 🤲
💚প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে আমার সালাম রইল। 💚
💞💞ফাউন্ডেশন হতে ইকবাল বাহার জাহিদ স্যারের মতন একজন শিক্ষক পেয়েছি। পেয়েছি অনেক ভালো মনের ভাই ও বোনদের। পেয়েছি অনেক ভালোবাসা। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে সবাই অদৃশ্য এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ। যেখানে ভালো মানুষ হওয়ার মতো সুযোগ রয়েছে।
💙আমাদের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের মতন একজন বিনয়ী ও ভালো মানুষের সংস্পর্শে আসার সুযোগ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং স্যারের প্রতি প্রতিনিয়ত দোয়া ও শ্রদ্ধার সহিত ভালোবাসায় মুগ্ধ না হয়ে পারা যায়না। স্যারের সহধর্মিনী @Chameli_Kamal_Afroza_Akter ম্যামের অমায়িক ব্যবহার মনমুগ্ধকর। না দেখলে বা কথা বলার সুযোগ না হলে বুঝতেই পারতাম না ভালো মানুষ কাকে বলে। পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রিয় মেন্টর ও তাঁর সহধর্মিনী সহ পরিবারের সকলকে সুস্থতার সহিত নেক দীর্ঘায়ু দান করুন। শ্রদ্ধার সহিত সালাম জানাই স্যারের মায়ের প্রতি, যেই মা স্যারের মতন একজন গর্বিত মানুষ আমাদের জন্য পৃথিবীতে এনেছেন। এমন ইকবাল বাহার জাহিদ স্যারের মত সন্তানের মা হওয়ার সৌভাগ্য যেনো হয় আরও মায়ের।
🎀খুব হতাশায় ছিলাম। ঠিক তখন Shahanur Suma ভাবি আমাকে ভালোবাসার প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের কথা বলেন। এবং আমাকে এখানে যুক্ত করে দেন। ভাবির কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এত সুন্দর প্লাটফর্মের খোঁজ আমাকে দেয়ার জন্য । তারপর শুরু হল এই প্লাটফর্মে আমার পদচারণা।
😍আমার পথ চলা শুরু হলো ২০২১ সালের জুলাই মাসের ৪ তারিখ হতে। এরপর ৯০ দিনের সেশন করে ১৮ তম ব্যাচ হতে আমি স্টেশন চর্চা শুরু করি। শুরু হয় নতুন করে আবার পড়ার নেশা, জানার নেশা ও সকলের সাথে পরিচিতি হওয়ার নেশা।
💝 ১.দিনটি ছিল আমার জন্য অসাধারণ ২০২২ সালের ২০ শে নভেম্বর মিরপুরে একটি ছোট্ট মেলার আয়োজনে আমার স্টল নেয়া। প্রথম দিনই আমার সৌভাগ্য হয়েছিলো স্যারের হাত হতে ক্রেস্ট নেয়া। সেদিন আমার মনে হয়েছিল এক অনন্য মানবের দেখা পেলাম। স্যারের প্রতি শ্রদ্ধার সহিত মুগ্ধতা যেন আরো বেড়ে গেলো। সেখানে আমার সাথে ছিলেন সুমা ভাবি, দোলা,আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, বড় মেয়ে জামাই আরো পরিচিত অনেকে।
২. এরপর দ্বিতীয়বারের মতন ২০২৩ সালের মার্চের ১৮ তারিখ ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সেদিন আমার কাছে আরেক আশ্চর্য ছিলেন ম্যাম। আমি সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত বিনয়ী, লাস্যময়ী ও মিশুক ম্যামকে দেখে।
৩.এরপর আমার আবার সুযোগ হল এই মহান মানুষটির দেখা পাওয়া। এভাবে আরও দেখার সুযোগ হলো ২০ শে মে ও ১৫ ই জুলাই প্রোগ্রাম গুলোতে।
🫶প্রতিটি প্রোগ্রাম ছিল প্রাণবন্ত এবং আন্তরিকতার ছোঁয়া। স্যারের হাত হতে ক্রেস্ট নেয়া, গ্রুপের কভার ফটোতে আমাদের মতিঝিল জোনের সাথে গ্রুপ ছবিতে একবার নয়,একাধিক বার।প্রতিটি প্রোগ্রাম খুব সুন্দর ভাবে উপভোগ করেছি।
💖প্রোগ্রামে অপেক্ষায় ছিলাম কখন এই মহামানবের বক্তব্য কর্ণগোচর করতে পারবো। অবশেষে আসে সেই মুহূর্ত বিনয়ী মানুষটি স্টেজে আসলেন সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। আসলে স্যারের প্রতিটি বক্তব্যে বিমোহিত না হয়ে উপায় নেই। যেমন বিনয়ী, তেমনি সাবলীল ভাষা, তেমনই প্রতিটি বাক্যে শিক্ষার ছোঁয়া। ভালো মানুষ হওয়ার এক জাদুকর আমাদের প্রিয় মেন্টর। মুগ্ধ হয়ে শুধু শুনতেই ইচ্ছে হয়। নিজেকে ভালো মানুষ রূপে প্রকাশ করার এক অদম্য ইচ্ছা শক্তি তৈরি হয়। স্যারের এই বক্তব্যে তৈরী হোক হাজার হাজার ইকবাল বাহার জাহিদ।
💌প্রতিটি মিটআপের মূহুর্ত স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকুক । এই স্মৃতি যেন ভোলার নয়। এই স্মৃতি সারা জীবন হৃদয়ের মাঝে ধরে রাখতে চাই। যেখানে আছে বিনয়, ভালোবাসা, শ্রদ্ধা, ভালো মানুষ হওয়া, পরোপকারী হওয়া, আরো কত শিক্ষণীয় বিষয়। তথা একজন ভালো মানুষ হওয়ার সকল শিক্ষা। থাক না স্মৃতিগুলো স্মৃতির পাতায় চির অমলিন।
🥰আমার স্মৃতির পাতায় ২৪ শে মে ২০২৩ সাল লিখা হয়ে থাকবে। স্যার নিজে আমাকে ভালোবাসার প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস নেয়ার সুযোগ করে দেন। এ তো কোনোভাবেই ভোলার নয়।
🥰আমার স্মৃতির পাতায় আমাদের দু হাজার তম দিন। Nasima Rupa আপু এসে ডাকছেন আমাকে,আপু আপনি এদিকে আসেন। আপু পণ্য প্রদর্শনী করার জন্য স্টেজে নিয়ে গেলেন।এই প্রথম আমার পণ্য প্রদর্শনী ভালোবাসার প্লাটফর্মে। এই অনুভূতি আমি লিখে অথবা বলে বোঝাতে পারবো না। কিছু কিছু অনুভূতি শুধু অনুভব করা যায়। সেই অনুভুতিগুলোর মাঝে ১৫ই জুলাই এর পন্যপ্রদর্শনী তেমনই এক অনুভুতি হয়ে থাকবে স্মৃতির পাতায়।
💓সকলের সাথে দেখা হওয়া, আনন্দ করা, জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা গুলো নেয়া এ এক অন্যরকম অনুভূতি। চেনা নয়, জানা নয়, তবুও সকলে যেন অদৃশ্য এক সুতোয় এক আত্মায় বাধা পড়ে আছে। এক অন্যরকম ভালোবাসার টান। ভালোবাসার বিশাল একটি পরিবার।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯৫২
তারিখ ২৬-০৭-২০২৩ ইং
সকলের ভালোবাসায় সিক্ত
🙋♀️আমি ফৌজিয়া
ব্যাচ ১৮
রেজিস্ট্রেশন নং ১০ ১১ ৮১
নিজ জেলা নোয়াখালী
খিলগাঁও এর স্থায়ী বাসিন্দা
বর্তমান অবস্থান দক্ষিণ গোড়ান
কাজ করছি হোমমেড ফ্রোজেন ফুড ও পেস্ট্রি এন্ড বেকারির সকল আইটেম নিয়ে।
বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরি করতে প্রশিক্ষণ দিয়ে থাকি।
আমার ছোট্ট প্রয়াস Abrar's Kitchen