ইসরাত নিপার ২০০ টাকা পুজি দিয়ে কাজ শুরু করে এখন ৫০০০০ টাকা পুজি হয়েছে৷ আলহামদুলিল্লাহ।
💓 জীবনের গল্প💓স
🙏আমার জীবনের গল্পটা পড়ার অনুরোধ রইল🙏
🌺🌺বিসমিল্লাহির রাহমানির রাহিম,,🌺🌺
🌹আসসালামু আলাইকুম🌺
💠শুরুতেই আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে এবং আমার পরিবারকে এখনো সহি সালামতে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন,, আলহামদুলিল্লাহ ।
🥀শুরু করার আগে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্বরন করছি আমার মা ও বাবাকে। যাদের নিঃসার্থ মায়া মমতা ও ত্যাগের ঋণ কখনও শোধ করা সম্ভব না।
🥀 আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর প্রিয় মুখ"♥জনাব ইকবাল বাহার জাহিদ♥ স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এত সুন্দর একটি প্লাটফর্ম পেয়েছি।তার প্রচেষ্টায় আজ আমরা ভালো মানুষ হতে পেরেছি।৷
♥"নিজের বলার মতো একটা গল্প"♥ফাউন্ডেশন এর সম্মানীত প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
নিজের বলার মতো একটা গল্প,,প্লাটফর্ম
🌺 চলে যাচ্ছি গল্পের মূল পর্বে,,,,,
🌺জন্ম পরিচয় 🌺
আমি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইসরাত জাহান নিপা। বাবা-মায়ের অনেক সাধনার মেয়ে। কারন আমার আগে তাদের কোল আলো করে এসেছিল আমার বড় বোন। সে পৃথিবীর আলো দেখেছিলে মাত্র একদিন। যেটা আমার বাবা মায়ের জীবনে বড় একটা ধাক্কা ছিল। তারপরে অনেক বছর পরে আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে নাকি আমি জন্মেছি।। মায়ের কাছে শুনেছি আব্বু নাকি বিশ্বাস করতে চাইনি যে আমি পৃথিবীতে আসবো।। সে প্রবাসে চলে যায়। তারপর যখন ২০০৪ সালের ১ লা জুন আমি আসি পৃথিবীতে তখন আব্বুকে আমার ছবিসহ চিঠি পাঠায় আম্মু। তখন আব্বু বিশ্বাস করে।🥰
🌺শৈশবের জীবন 🌺
আমার ছোটবেলা কাটে আম্মুর সাথেই। ছোটবেলার স্মৃতিতে শুধু মায়ের চেহারাটাই ভেসে ওঠে।। কারণ আব্বু আমার জন্মের আগে থেকে সৌদি আরবে থাকে। আব্বুকে চিনতাম ছবি দেখে। কয়েক বছর পর পর আসতো দুই মাস থাকতো,, সেটুকু দেখায় আরো মন খারাপ হতো।আমার চোখে আমার বাবা একজন পরিশ্রমী পুরুষ। মা একজন সংগ্রামী নারী।
আমি আমার তিন ভাই বোনের মধ্যে বড়।। আমার পরে আমার ছোট বোন তার পরে আমার কুট্টি ছোট ভাই।। আমি আমার মায়ের সংগ্রামী জীবন থেকে দেখেছি উপলব্ধি করেছি মায়ের কষ্ট। দেখেছি প্রখর রোদে ২-৩ টা বাজারের ব্যাগ নিয়ে বাসায় এসে দুচোখ বেয়ে পানি পড়তে। আমার ছোট বোন যেদিন জন্ম নেয় সেদিনও আমার মা নিজে গিয়ে বাজার করে নিয়ে আসে। তখন ভাবতাম আমি ছেলে হলে হয়তো আব্বু আম্মুকে এতো কষ্ট করতে হতো না।।
🌺পড়াশোনা 🌺
আমার ছোটবেলার প্রথম প্রেম ছিল আমার পড়াশোনা। বই পড়ার মধ্যে যেন আলাদা সুখ খুঁজে পেতাম। সারাক্ষণ পড়তে মন চাইতো। সেরকমই প্রতিটি ক্লাসে মেধাবী শিক্ষার্থী হিসেবে শিক্ষকের অনেক ভালোবাসা কুরিয়েছি সাথে অনেক দোয়া।
ইন্টার প্রথম বর্ষে পড়া কালীন আমার বিয়ে হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে একজন সৎ এবং আদর্শবান স্বামী আমি পেয়েছি। যে আমার প্রতিটি চাওয়া পাওয়াকে সম্মান করে। আমার পড়াশোনা একটা দিনের জন্য বন্ধ হতে দেয়নি।। সব রকম ভাবে সাপোর্ট করেছে এবং এখনো করছে।। এভাবে তার অনুপ্রেরণায় ও নিজের চেষ্টায় ইন্টারেও জিপিএ ৫ পেলাম।
ইন্টারের পড়ে আমি ডিপ্রেশনে পড়ে যাই। আমার শুধু মনে হতো আমি যদি একটা চাকরি করতে পারতাম। কিন্তু এদিকে আমার অনার্সের ভর্তি ও শুরু হয়নি। তখন আমি হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ডি এইচ এম এস কোর্সে ভর্তি হই।। পাশাপাশি বাসায় টিউশনি করাই। এর মধ্যে অনার্সের ভর্তি শুরু হলে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হই।।
আর ফোন ঘাটতে ঘাটতে মনে হল আমার এইটুকু সময় অপচয় হচ্ছে তাই এই ফোনে সময় দেয়াটাও যদি ভালো কাজে লাগানো যেত।। তখন হঠাৎ করেই একদিন আমার পাথরঘাটা উপজেলার এক উন্নয়ন মেলায় নারী উদ্যোক্তাদের দেখে আমার খুব ভালো লাগে। আমার উপজেলার তিনজন নারী উদ্যোক্তা Mansura Rina, জান্নাতুল ফেরদৌসি, নুসরাত জাহান মনি আপুদের দেখে আমি অনুপ্রাণিত হই।
এখানেই শুরু উদ্যোক্তা জীবন। ঘরে থাকা নারকেল দিয়ে প্রথমে পাঁচ বোতল অর্গানিক তেল দিয়ে শুরু হয় আমার পথ চলা।।
ভালো ভালো রিভিউ আর রিপিট কাস্টমারের মাধ্যমে ২০০ টাকা পুজি দিয়ে কাজ শুরু করে এখন ৫০০০০ টাকা পুজি হয়েছে৷ আলহামদুলিল্লাহ।
আমার ১৯ বছরের জীবনে এটা আমার জন্য অনেক পাওয়া।আমি আমার পরিচিতি তৈরি করেছি আলহামদুলিল্লাহ।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্মানিত মডারেটর মানসুরা রিনা আপুর আইডিতে স্যারের অনুপ্রেরণা মুলক সেশন দেখে আমি নিজের বলার মতো গল্প প্লাটফর্ম এর সাথে যুক্ত হই।।তারপর এক ভাইয়ার মাধ্যমে ২১ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করি।
পরিচিতি পোস্ট দেয়ার সাথে সাথে আমাদের বরগুনা জেলার এবং দুবাই কান্ট্রি এম্বাসাডর মাসুদ রানা ভাইয়া এবং সুপার এক্টিভ কমিউনিটি ভলান্টিয়ারম ও টপ -২০- সদস্য,, সৌদি প্রবাসি রফিকুল ইসলাম খোকন ভাইয়া আমাকে কমেন্ট করে এবং আমাকে জেলা মেসেঞ্জারে যুক্ত করে এবং মিট আপে আসতে বলে।।। আমি অনলাইন মিট আপে যুক্ত হই,,,
এরপর থেকে প্লাটফর্ম নিয়ে সকল কিছু শিখতে ও বুঝতে আমার জেলার প্রত্যেক টা ভাই বোন যাদের নাম না বললেই নয়, জেলা এম্বাসাডর Khadija Akter আপু
কেয়া মনি আপু উপজেলা এম্বাসাডর
Sabina Yesmin আপু কমিউনিটি ভলান্টিয়ার
Md Siddiqur Rahman Shuvo শুভ ক্যাম্পাস এম্বাসাডর
Md Khokon ভাই কমিউনিটি ভলান্টিয়ার
বোরহান উদ্দিন ভাই কমিউনিটি ভলান্টিয়ার খুবই আন্তরিক ভাবে সাহায্য করে।।
এই প্লাটফর্ম এ যুক্ত না হলে আমার এতো এতো ভালো মানুষদের সাথে পরিচয় হতো না।। এতো প্রান প্রিয় ভাই বোন পেতাম না কোনোদিন।। ইকবাল বাহার জাহিদ স্যারের জন্য অনেক অনেক দোয়া এতো সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করার জন্য।।।
আমি 21 তম ব্যাচ থেকে যুক্ত আছি এবং
👉যা যা শিখেছি আগামী ৯০ দিনের প্রতিটি ব্যাচে
✍️✍️১। উদ্যোক্তা হবার মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা
✍️✍️২। স্বপ্ন দেখানো এবং স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় প্রতিটি ধাপে তা শিখানো হয়
✍️✍️৩। কিভাবে বিজনেস শুরু করবেন? কি কি স্কিলস লাগবে?
✍️✍️৪। কোম্পানি ফরমেশান কিভাবে করবেন? কি কি লিগ্যাল ডকুমেন্ট লাগবে?
✍️✍️৫। বিজনেস আইডিয়া কিভাবে নিবেন?
✍️✍️৬। খুব অল্প পুঁজিতে কি বিজনেস শুরু করা যায়?
👉৭। আপনার মুল্ধন কিভাবে এবং কোথা থেকে জোগাড় করবেন?
👉৮। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... কিভাবে লেগে থাকতে হয় কোন কাজে?
✍️✍️৯। কিনবেন/উৎপাদন কিভাবে করবেন, বিক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় করবেন কোথায়? কাস্টমার কারা?
👉১০। মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং
👉১১। মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারিং ও কেয়ারিং
👉১২। জীবনের সফলতার ৪ "স" - সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ,
👉১৩। সবার আগে একজন ভালোমানুষ হওয়া
👉১৪। ৯০ দিন ধরে বিজনেস শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, এবং ভালোমানুষি চর্চা
🇧🇩🇧🇩১৫। বাংলাদেশে প্রথমবারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট”
👉১৬। সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং
🖥️🖥️এছাড়াও অনলাইনে যে ১১টি স্কিলস শেখানো হয় ঃ
✍️১। বিজনেস চালানোর দক্ষতা
✍️২। মার্কেটিং এবং নেটওয়ার্কিং – সেলস স্কিলস
✍️৩। লিডারশীপ স্কিলস
✍️৪। কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশান স্কিলস
✍️৫। কমিউনিকেশান স্কিলস
✍️৬। ইমোশানাল ইন্টিলিজেন্স স্কিলস
✍️৭। বেসিক আইটি ট্রেনিং ও ই-কমার্সে বিজনেস করার ট্রেনিং – আইসিটি দক্ষতা
✍️৮। ইংরেজিতে কথা বলা, বোঝা ও লিখার দক্ষতা
✍️৯। উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস
✍️১০। মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ
✍️১১। কৃষি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ।
শেখাঃ
এই ফাউন্ডেশনে শেখার কোন শেষ নেই আমি এই প্ল্যাটফর্মের ফলে আমি পেয়েছি ভালো মানুষ হওয়ার সুযোগ
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থেকে যা শিখেছি
👉ভালো মানুষির চর্চা করা।
👉মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা।
👉জীবনে সংগ্রাম করে বেচে থাকা।
👉সময়কে মূল্যায়ন করা।
👉অসৎ কাজ বা ব্যবসা না করা।
👉ধর্য্যশীল হওয়া।
👉কথা দিয়ে কথা রাখা এবং কাওকে না ঠকানো।
👉মা বাবাকে সেবা যত্ন করা।
👉অসহায় মানুষের পাশে থাকা।
👉সফল না হওয়া পর্যন্ত লেগে থাকা।
👉নিজেকে ভালোবাসতে শিখা।
আমি মনে প্রাণে বিশ্বাস করি,
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
জনাব ইকবাল বাহার স্যারের অনুপ্রেরণা ও গ্রুপের সকলের ভালোবাসায় পাশে পেলে ভালো মানুষ হিসাবে আমি একদিন অনেক দূর এগিয়ে যাবো।
স্যারের কাছ থেকে আরো শিখতে চাই।। এই শেখার লোভে বার বার ছুটে আসি নিজের বলার মতো গল্প প্লাটফর্ম এ। স্যারের প্রতিটি সেশন আমি পাঠ করেছি আর নিজের মধ্যে ধারন করার চেষ্টা করছি।।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের টানা ২০০০ তম দিন উদযাপন অফলাইন মিটআপে যুক্ত হলে ভালোবেসে সবাই দায়িত্ব দেয় জাতীয় সংগীত পরিবেশন ও উপস্থাপনার।। এই অফলাইন মিটআপের মাধ্যমে প্লাটফর্ম সম্পর্কে আরো অনেক কিছু জানার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ
স্যারের একটি স্লোগান যেটি আমার উদ্যোক্তা জীবনে আমি কাজে লাগিয়েছি।
""সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট ""
ইনশাআল্লাহ সততা দিয়ে কাজ করে যাবো। সবাই দোয়া করবেন।।
ইসরাত জাহান নিপা।
ব্যাচ ২১
রেজিষ্ট্রেশন ১১৩৩৬১.
সৈকত সৌন্দর্য বরগুনা জেলা।
তারিখ ২৮-০৭-২০২৩
স্ট্যাটাস অব দ্যা ডে -৯৫৩