টানা ২০০০ দিন অনলাইন প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড! | নতুন সময়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 July, 2023, 8:33 PM
টানা ২০০০ দিন অনলাইন প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড!টানা ২০০০ দিন অনলাইন প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড!সাড়ে ৬ লক্ষ তরুণদেরকে বিনামূল্যে প্রশিক্ষন কর্মশালার টানা দুই হাজার তম দিনের ইতিহাস গড়েছে বাংলাদেশের ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন (এনবিএমইজিএফ)। অদম্য দেশপ্রেমী ইকবাল বাহার জাহিদ বেকার তরুনদের কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে সাড়ে ৫ বছর আগে প্রতিষ্ঠা করেন এই প্লাটফর্মটি।
শনিবার ১৫ জুলাই, এই বিশেষ প্রাপ্তি উদযাপিত হয় সারা বাংলাদেশের ৬৪ জেলা সহ বিশ্বের মোট ৩২ টি দেশে। এদিন ঢাকা জেলা টিমের আয়োজনে রাজধানীর কাওরান বাজারের টিসিবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হ্যালো ঢাকা এবং উদ্যোক্তা সম্মেলন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল বাহার জানান, “চাকরী করবো না চাকরী দেবো” – এই ব্রত সামনে রেখে গত টানা ২০০০ দিন ধরে ১ দিনের জন্যও আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারী ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি গত ২২ টি ব্যাচে। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ২০০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি।
তিনি বলেন, আমি শুধু উদ্যোক্তা তৈরি করছি না। ভালো মানুষ, মানবিক মানুষ তৈরিতে কাজ করছি। বিনা মূল্যে করলেও এটা আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন। সংগঠনের জন্য কাজ করলে রাতে ভালো ঘুম হয়।
যে কোন বয়সে যে উদ্যোক্তা হওয়া যায় ও ব্যবসা শুরু করা যায় – এটা প্রমাণ করেছে এই ফাউন্ডেশন। ইতিমধ্যে প্রায় ১ লাখ উদ্যোক্তা ও সাড়ে ৬ লাখ মানবিক মানূষ তৈরি হয়েছেন এই প্লাটফর্ম থেকে। যোগ করেন ইকবাল বাহার।
কোটি টাকার ধারণা প্রতিযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্য থেকেই ম্যাচ মেকিংয়ের মধ্যামে কোটি টাকার বিনিয়োগ পাওয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের অক্সিজেন খ্যাত প্রবাসীদের বেশি গুরুত্ব দেয়া হবে।
অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ১০ নারী উদ্যোক্তা নিজেদের তৈরি পোশাক ও খাদ্য সামগ্রি নিয়ে একটি নান্দনিক ফ্যাশন শো প্রর্দশন করেন।
টানা ৯০ দিন ধরে শেখা, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে একই প্লাটফর্মে, এরকম সুযোগ দেশে আর কোথাও নেই !
আগামী ৩ বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৩০০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে এটাই এনবিএমইজিএফ এর লক্ষ।
উল্লেখ্য, এর আগে টানা ১০০০ দিনের প্রশিক্ষন দিয়ে নাম তুলেছিলেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড ইউকে তে। এবার নিজেই নিজের সেই রেকর্ড ভাংলেন ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইটি উদ্যোক্তা ইকবাল বাহার। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কেউ কোন দিন টানা ২০০০ দিন প্রতিদিন নির্দিষ্ট কন্টেন্ট দিয়ে কোন ট্রেনিং কর্মশালা ফ্রিতে করেনি!
নিউজ লিংক
==========
https://notunshomoy.com/details.php?id=145882&fbclid=IwAR0LDAmjvpqVkM9bq1PHu5_jnaVKv6TAiekREI6uS5bycW2_PdASH6IUh_w