টানা অনলাইন প্রশিক্ষণে রেকর্ড | দৈনিক সমকাল
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
সারাদেশে সাড়ে ছয় লাখ তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার টানা দুই হাজারতম দিনের উদাহরণ গড়েছে বাংলাদেশের ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন (এনবিএমইজিএফ)। ফাউন্ডেশনের উদ্যোক্তা ইকবাল বাহার জাহিদ বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাড়ে ৫ বছর আগে যাত্রা শুরু করেছিলেন।
বিশেষ প্রাপ্তি উদযাপিত হয় দেশের ৬৪ জেলাসহ বিশ্বের মোট ৩২টি দেশে। রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় হ্যালো ঢাকা ও উদ্যোক্তা সম্মেলন। অনুষ্ঠানে ইকবাল বাহার জানান, চাকরি করব না, চাকরি দেব– ব্রত সামনে রেখে টানা ২ হাজার দিন ধরে ১ দিনের জন্যও প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না। সরকারি ছুটি, এমনকি ঈদের দিনও চলে প্রশিক্ষণ। শুধু উদ্যোক্তা তৈরি করছি না; ভালো মানুষ, মানবিক মানুষ তৈরিতে কাজ করছি। বিনামূল্যে করলেও এটা আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন।
উদ্যোক্তা যে কোনো বয়সেই হওয়া যায়– এটা প্রমাণ করেছে এই ফাউন্ডেশন। ইতোমধ্যে প্রায় ১ লাখ উদ্যোক্তা ও সাড়ে ৬ লাখ মানবিক মানুষ তৈরি করেছে প্ল্যাটফর্মটি। উদ্যোক্তারা তাদের নিজেদের অভিজ্ঞতা উপস্থাপনের সঙ্গে ১০ নারী উদ্যোক্তা নিজেদের তৈরি পোশাক ও খাদ্যপণ্য নিয়ে ফ্যাশন শো প্রদর্শন করেন।
আগামী তিন বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরিসহ অন্তত ৩ লাখ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে এটাই এনবিএমইজিএফ উদ্যোগের লক্ষ্য। আগে টানা এক হাজার দিনের প্রশিক্ষণ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইউকেতে উদ্যোগটি আলোচনায় আসে।
News Link:
=========
https://samakal.com/technology/article/2307183836/টানা-অনলাইন-প্রশিক্ষণে-রেকর্ড