সপ্তাহে দুটো করে ডায়ালাইসিস নিতে হচ্ছে।চরম বাস্তবতার মুখোমুখি হই এবং হাতাশায় ভুগি।
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
আসসালামু আলাইকুম
জীবনের গল্প ★★
প্রথমে কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে আমাকে এত সুন্দর পৃথিবীতে পাঠানোর জন্য।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমার সশ্রদ্ধ সালাম। যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য লাভ করেছি।
সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমার বাবা মায়ের প্রতি যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন।
জীবন কখনোই মসৃণ হয় না। প্রতিটি জীবনই উত্থান পতনের মধ্য দিয়েই এগিয়ে যায়। যা আমরা গল্প আকারে বলি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।
জন্মঃ
নরসিংদী জেলার, পলাশ থানার ,জয়নগর গ্রামের নানু বাড়ীতে আমার জন্ম।
প্রথম ভালোবাসাঃ
আমার প্রথম ভালোবাসা ও আদর্শ আমার বাবা। বাবার আদর্শেই আজও পথ চলছি ভালোবেসে।
আমার মাঃ ইহকাল ও পরকালের জান্নাত আমার মা। আল্লাহর কাছে শুকরিয়া আমার জান্নাত এখনো আমাকে ছায়া দিয়ে যাচ্ছেন।
শৈশব ও কৈশোরঃ
৫ভাইয়ের পর আমার জন্ম হওয়ার কারনে খুবই আদরের ছিলাম।৫ভাইয়ের মধ্য মনি হয়ে হেসে খেলে আনন্দ ভালবাসায় বড় হতে থাকি। ছোটবেলা থেকেই আমি খুব শান্ত স্বভাবের ছিলাম যার জন্য সবাই আমাকে ভীষণ ভালোবাসতেন। সেই সুবাদে আমার শৈশব কৈশোর খুবই আনন্দ এবং সুখের কাটে।
শিক্ষা জীবন :
আমার লেখাপড়ায় হাতে খড়ি আমার বড় ভাইয়ের হাতে। চাকরির সুবাদে ভাইয়া নারায়ণগঞ্জে থাকতেন। তাই আমার লেখাপড়ার পার্ট শুরু হয় সেখান থেকেই। মেট্রিক, ইন্টার, ডিগ্রী, মাস্টার্স ( অর্থনীতি), সম্পন্ন করি নারায়ণগঞ্জ থেকেই।
এরপর ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ হতে পর্যায়ক্রমে বিএড ও এমএড সাফল্যের সাথে শেষ করি।
বৈবাহিক জীবনঃ
২০০৬ সালে পারিবারিকভাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ হই। শুরু হয় জীবন যুদ্ধ।
এর মাঝেই কোলজুড়ে আসে আমার প্রথম সন্তান। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে সংসার জীবন অতিবাহিত করছি।ইতিমধ্যে একটি কলেজে প্রভাষক হিসেবে নিযুক্ত হই। এরপর কর্মস্থল পরিবর্তন করে একটি সিএ ফার্মে কর্মরত হই।
এর মাঝে দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা আসে। এরপরে আমার জীবনে নেমে আসে এক কালো মেঘ। পৃথিবীতে আসার আগেই দ্বিতীয় সন্তান ওপারে চলে যায়।
ডাক্তারের ভুল চিকিৎসায় ভুল ওষুধে আমার দুটো কিডনি নষ্ট হয়ে যায়। পাঁচ বছর অতিবাহিত করার পর প্রতি সপ্তাহে ৩বার ডাইলাইসিস করা শুরু করতে হয়।আমার স্বামী সব সময় আমার পাশে ছিলেন।এ অবস্থায় আমার স্বামী আমার পাশে থাকতে গিয়ে তাঁর চাকুরী হারান। এমতাবস্থায় খুবই মানবেতর জীবন পার করি।
আমার ভাইয়েরা আর্থিক দিক দিয়ে আমাকে সহযোগিতা করেন।
বর্তমানে সপ্তাহে দুটো করে ডায়ালাইসিস নিতে হচ্ছে।চরম বাস্তবতার মুখোমুখি হই এবং হাতাশায় ভুগি।
ঠিক এ সময় Sharif Akanda Sabuz ও Rokonuzzaman Didar ভাইয়াদের কাছে এই প্রিয় প্লাটফর্মের সন্ধান পাই। তাদের সহাযোগিতায় ৯০ দিনের সেশন করে আমি হতাশা হতে বেরিয়ে আত্মপ্রত্যয়ি হয়ে উঠি।
আমি নরসিংদীর মেয়ে হওয়ার কারণে বিখ্যাত নকশী পিঠা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলাম।প্রথম অর্ডারটি ভালোবাসার প্লাটফর্মের Fouji Ara Begum Sumi আপুর কাছ থেকে পাই। আপু রিপিট কাষ্টমার হন ও আরো কাষ্টমার এনে দেন।
এরসাথে কাপড়ের সেক্টর যুক্ত করি। আপু প্রশিক্ষণ দেন জানার পর আপুর কাছে বেসিক ও অ্যাডভান্স কেক এবং বিস্কুটের কোর্স সম্পন্ন করি।
যা আমার ব্যবসার সাথে সংযুক্ত করি।আমার এই উদ্যোগের আয় হতে সংসার চলে। আপনাদের সহযোগিতা পেলে সফলতার সহিত আরও এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।
Iqbal Bahar Zahid স্যার ও এ ফাউন্ডেশনের প্রতি আমি চির কৃতজ্ঞ এত সুন্দর একটি প্লাটফর্ম আমাদেরকে উপহার দেয়ার জন্য।এ যেন এক অদৃশ্য ভালোবাসার বন্ধনে আবদ্ধ সকলে।
একে অন্যের পাশে থেকে সহযোদ্ধা হিসেবে কাজের একটি দারুণ সুযোগ ।
নিজেকে একজন ভালো মানুষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অনন্য মাধ্যম। যার মধ্যমণি আমাদের প্রিয় স্যার।
এত সুন্দর একটি ভালবাসার প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে এত এত ভালবাসার পরিবারের আজীবন সদস্য হয়ে থাকার সুযোগ করে দিয়েছেন।
স্যালুট স্যার আপনাকে। মন থেকে আপনার জন্য দোয়া করছি এবং আল্লাহর কাছে আপনার ও আপনার পরিবারের সকলের জন্য দীর্ঘ নেক হায়াত কামনা করছি। সব সময় যেন আল্লাহর ছায়ার আশ্রয়ে থাকেন। আমিন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৫৬
Date:- ০৮/০৮/২০২৩ইং
আপনাদের ভালোবাসায় সিক্ত
আমি মমতাজ বেগম
ব্যাচ :-২০
রেজিস্ট্রেশন:- ১০৯৩৫৬
নিজ জেলা:- নরসিংদী
জোন :- মতিঝিল
বর্তমান অবস্থান ঢাকা, বাসাবো
থানা :- সবুজবাগ
কাজ করছে :- হোমমেড ফুড, জামদানি প্রোডাক্ট ইত্যাদি নিয়ে
এবং আমার একটি পেজ আছে
স্বত্বাধিকারী :- Ria's closet