প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হওয়া, আমার শেখা এবং বদলে যাওয়ার গল্প
★★প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হওয়া, আমার শেখা এবং বদলে যাওয়ার গল্প★★
★★বিসমিল্লাহির রাহমানির রাহীম
★★আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
★★শুকরিয়া মহান আল্লাহর নিকট যিনি আমাকে সৃষ্টি ও নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আমার বাবা-মায়ের প্রতি যাদের জন্য আমি এই পৃথিবীতে আসতে পেরেছি।
★★আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করছি তারুণ্যের প্রতীক, লাখো তরুন-তরুনীর পথপ্রদর্শক, প্রিয় মেন্টর জনাব “ইকবাল বাহার জাহিদ” স্যারের প্রতি। যার অনুপ্রেরণায় আমার হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো নতুন করে বাস্তবায়নের সাহস পেয়েছি।
★★আমি নড়াইল জেলার কালিয়া থানার, ভোমবাগ গ্রামের অতি সাধারণ পরিবারের একজন মেয়ে। আমরা দু-ভাই-বোন। আমার বয়স যখন ১ বছর, তখন আমার বাবা প্রবাসে চলে যান। নিজের শিক্ষা/ কারিগরি শিক্ষা না থাকায় সেখানে কষ্ট করে ও ভালো ইনকাম করতে পারে নি। তবুও যা ইনকাম করছেন দুই ভাই-বোন এর পিছনে খরচ করে গিয়েছেন সারা জীবন। যে ঋণ কোনদিনই শোধ হবার নয়। আমার মাকেও দেখিনি কখনও ঈদ এ একটি নতুন শাড়ি কিনতে। অথচ আমদের সব দিয়েই গেছেন। বরাবর দুই ভাই-বোন পড়া লেখাতে ভালো, তবে ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিলো। আমি ২০১৯ এ ইন্টার পাস করি। এর মধ্যে শুরু হলো করোনা, তার পর সংসার এ একের পর এক অঘটন, ভর্তি আর হতে পারলাম না। ২০২২ এ আমার বিয়ে হয়। আমার স্বামী প্রকৃতির রানী খাগড়াছড়ি জেলার সন্তান, দিঘিনালা উপজেলায় বাড়ি। সে সুত্রে খাগড়াছড়ি সদরে এখন আমার বসবাস। উনি মাদরাসা ও টিউশনি নিয়ে দিনের বেশির ভাগ সময় বাহিরে কাটান। বাসায় আমার একা সময় কাটে না, খারাপও লাগে, আমার আম্মু, এক দিন বকা দিলো বললো "কত মেয়ে ঘরে বসে অনলাইন এ কাজ করে তুইতো করতে পারিস, সময় টা কাটবে সে দিনই খোজ নিয়ে নিলাম এবং পেলাম উদ্যোক্তা হবার নতুন স্বপ্ন। আমার স্বামী ও অমত করলেন না। উনার কথা পর্দায় থেকে যা করবা করো, পাশে আছি। মনে সাহস পেলাম,ব্যাস শুরু নতুন পথচলা।
★★২১তম ব্যাচ চলে তখন, হঠাৎ একদিন পাবনার Din Islam ভাইয়া এই প্রিয় ফাউন্ডেশন এ রেজিষ্ট্রেশন করতে বললেন। আমি গ্রুপে এড হলাম, রেজিষ্ট্রেশন করলাম, গ্রুপ এর পোষ্ট, কমেন্ট গুলো সময় নিয়ে পড়লাম। স্যারের পিন পোষ্ট থেকে ওনার আইডি ঘুরলাম। ইউটিউব চ্যানেল এ গিয়ে পর পর অনেক গুলা ভিডিও দেখলাম। অন্য রকম একটি ভালো লাগা কাজ করলো এভাবে পর্যবেক্ষণের পর এবং মেসেঞ্জার গ্রুপে এড হওয়া মাত্র ভাইয়ারা-আপুরা অনেক সুন্দর করে স্বাগতম জানিয়েছিলেন একটি বিশেষ শব্দ ব্যবহার করে, "প্রিয় আপু ভালোমানুষের পরিবারে আপনাকে স্বাগতম" (ভালোমানুষ)। এই কথাটি আমার অসম্ভব ভালো লেগেছে। অন্য গ্রুপ থেকে, আমাদের প্রিয় ফাউন্ডেশনকে তখন সত্যি ইউনিক একটি গ্রুপ বলে মনে হয়েছিল। আর সেশন চর্চা ক্লাস এর কথা না বললেই নয়, স্যার এর সেশন থেকে প্রতিদিন কিছু না কিছু শিখছি। কিভাবে একজন ভালোমানুষ হতে পারি, নিজের উদ্যোগকে কিভাবে পরিকল্পনার মধ্যে সফল রূপ দিতে পারি, সকলের সাথে পরিচিত হওয়া, দক্ষতা অর্জন, কথা বলার জড়তা কাটানো, লিডারশীপ জ্ঞান অর্জন। এছাড়াও ফাউন্ডেশন বা স্যার এর ১৬ টি স্কিল'স অর্জন এর চেষ্টা করে যাচ্ছি।
★★৬ই এপ্রিল ২০২২ এ আমার বিয়ে হয়। ঠিক ২ মাস পর থেকেই অনলাইন এ উদ্যোক্তা জীবন শুরু করি। তবে দীর্ঘ মেয়াদি কোন পরিকল্পনা ছিলো না। আমি যে কখনও নিজের বলে কিছু করতে পারবো এমন কোন ধারণা মাথায় আসে নাই। খাতা-পেন্সিল এ আমি ছোট বেলা থেকে ছবি আঁকতে পারি, স্কুলে অনেকবার পুরস্কারও পেয়েছি। তাই আমার ছোট খালা মনি অনেকবার অনেক হ্যান্ডপেন্টিং পোষ্ট লিংক দিয়ে আমাকে শুরু করতে বলছে, তবে আমি নিজের আগের গুণকে নতুন রুপ দিতে পারবো এতটা আত্মবিশ্বাস হয়নি, তাই সাহস করে করার চেষ্টাও কখনো করিনি। তবে প্রিয় ফাউন্ডেশন এ নিয়মিত সেশন চর্চা ক্লাস করেও স্যারের প্রতিটা উপদেশ ফলো করে আমি শেষে সাহস করে শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমি পেরেছি এখন নিজের সিগনেচার পণ্য হিসেবে হ্যান্ডপেন্টিং ড্রেস আছে। যা সম্ভব হয়েছে প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হবার মাধ্যমে। তাছাড়া এখন প্রিয় ফাউন্ডেশন থেকে আমার অর্ডার আসা শুরু করছে। আলহামদুলিল্লাহ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছি, ইনশাহ আল্লাহ আমিও নিজের বলার মতো একটা গল্প বানাবো, যে অনুপ্রেরণা আমি প্রিয় স্যার ও প্রিয় ফাউন্ডেশন থেকে পেয়েছি।
★★এছাড়া ম্যাসেন্জার এ একটি রিসেলিং গ্রুপ আছে যেখানে অনেক আপুরা কাজ করে, তাদের সব সময় আমি স্বপ্ন দেখাতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তারা অনেকে এখন নিজের একটা পরিচয় বানাতে চায়। আমি আগে অনেক রাগি ছিলাম এখন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমার জীবনটাই বদলে গেছে প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হয়ে। আমি এই ফাউন্ডেশনে না আসলে হয়তো নিজের বলার মতো একটা গল্প বানানোর কথা কখনও অনুভব করতাম না।
★★আমার ভবিষ্যত পরিকল্পনা, একজন সফল উদ্যোক্তা হবো ইনশাহ আল্লাহ এবং ছোট বেলা থেকে অসহায় নারী, অনাথ ছেলে-মেয়ে ও অসহায় বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছা আছে। একই সাথে বলা যেতে পারে হোমলেস মানুষ এর জন্য কিছু করতে চাই। সবাই দোয়া করবেন আমি যেন সফল হতে পারি এবং আমার স্বপ্ন যেন পূরণ করতে পারি ইনশাহ আল্লাহ।
★★এরই ধারাবাহিকতায় প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হবার পর আমি সাহস করে হ্যান্ডপেন্টিং শুরু করি। আলহামদুলিল্লাহ এখন আমার অর্ডার আসা শুরু করেছে। এই যে আত্মবিশ্বাস প্রিয় স্যারের দেখানো পথে চলার মধ্যে অর্জন করছি।
প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর নিজের কিছু অনুভূতি যা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেঃ
★★প্ল্যাটফর্মে সময় ব্যয় করলে আমি একজন ভালোমানুষ হতে পারবো।
★★অনেক প্রিয় ভাই-বোন পেয়েছি।
★★সবার সাথে সহজে পরিচিত হতে পারছি।
★★সকলের সাথে আন্তরিকতা ও নেটওয়ার্কিং বৃদ্ধি পাচ্ছে।
★★নিজের স্কিল দক্ষতা বাড়াতে পারার সুযোগ পাচ্ছি।
★★নিজের ব্যবসায়িক জ্ঞান বাড়ানো এবং গুরুত্বপূর্ণ আইডিয়া পাচ্ছি যা অন্য কোথাও নেই।
★★নিজের ব্র্যান্ডিং হচ্ছে এবং সকলের সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে।
★★কিভাবে সবার সামনে নিজেকে উপস্থাপন করতে হয় তা শিখছি।
★★নিজের মধ্যে যে জড়তা আছে সেটা কাটিয়ে ফেলার চেষ্টা করছি।
★★সকল ভাই-বোনদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা পাচ্ছি।
★★একজন সফল উদ্যোক্তা হতে সকলের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ পাচ্ছি।
★★ইকবাল বাহার জাহিদ স্যারের মতো একজন ভালোমানুষ ও প্রিয় শিক্ষক পেয়েছি।
★★নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখি, উদ্যোক্তা হতে পারি বা না পারি, একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকতে পারি।
★★পরিশেষে নিজের মধ্যে লিডারশীপ তৈরি হচ্ছে।
★★প্রিয় স্যারের সেই স্লোগান আমাকে অনেক বেশি মুগ্ধ করে এবং স্বপ্ন দেখাতে অনেক বেশি সাহায্য করেছে, যার মধ্যে অন্যতম একটি স্লোগানঃ-
👉স্বপ্ন দেখুন
👉👉 সাহস করুন
👉👉👉শুরু করুন
👉👉👉👉এবং লেগে থাকুন
👉👉👉👉👉সফলতা আসবেই, ইনশাহ আল্লাহ
★★সবশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রকৃতির রানী খাগড়াছড়ির জেলার বড় ভাইয়া ও আপুদের, যারা আমাকে সব সময় অনুপ্রেরণা দিচ্ছেন, সহযোগিতা করছেন, প্রতিনিয়ত উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি গড়তে নতুন নতুন পরামর্শ দিচ্ছেন। সবাই দোয়া করবেন আমি যেন প্রিয় ভালোমানুষদের ফাউন্ডেশন থেকে নিজের উদ্যোক্তা জীবনে সফলতা বয়ে আনতে পারি।
★★ধৈর্য ধরে আমার গল্পটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদান্তেঃ
আমি উনজিলা খানম
ব্যাচ-২১/রেজিষ্ট্রেশন-১১৫২৬৭
নিজ জেলা নড়াইল।
বর্তমান অবস্থানঃ খাগড়াছড়ি সদর।
খাগড়াছড়ি পার্বত্য জেলা