তখন পরিবারে অনেক অর্থ নষ্ট করে ফেলি।
😊আমার জীবনের গল্প😊
" বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারাকাতুহু।আশা নয় বিশ্বাস আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন।
🌷 সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি সেরা জীব আশরাফুল মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন।
** দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সঃ) উপর য়ার জন্য আল্লাহ দুনিয়াটাই সৃষ্টি করেছন।
** সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কারনে এই পৃথিবীর আলো দেখা ভালবাসার মমতা ঝড়ানো মা বাবার প্রতি।
** সর্বশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি লাখো মানুষের আইডল, উদ্যােক্তা গড়ার কারিগর, এ যুগের স্বপ্নদ্রষ্টা মানব জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের এর প্রতি।যিনি এত সুন্দর একটা পরিকল্পনা না করিলে আমরা পেতাম না নিজের বলার মত গল্প ফাউন্ডেশন। এবং উদ্যােক্তা তৈরির কেন্দ্র।
¢--- জন্ম ও পরিবার ; --ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা বনাটি নামক ভুঁইয়া বাড়িতে আমার জন্ম। আমি পরিবারের প্রথম সন্তান হওয়া সবার মনে আনন্দ জোয়ার বয় এবং আমার দাদা,দাদী আমাকে প্রচুর আদর করে যত্ন করে। আমার খেলার সাথী হিসাবে বলা চলে। হঠাৎ একসময় দাদী মারা যায়। তারপর থেকে দাদার সাথে পথচলা।
🌷 আমার শৈশব লেখাপড়াও জীবনে উপার্জনে ছুটে চলা---অনেক আনন্দ মুখর দিনরাত যেত বন্ধু হিসাবে আমার দাদার সাথে মসজিদে নামাজে যেতাম খেলা করতাম। এভাবে বাবা একসময় মাদ্রাসা ভর্তি করে প্রথম শ্রেণীতে, বাবা মাদ্রাসা শিক্ষক ছিলেন বলে বাবার সাথে যাওয়া আসা কিছুদিন। পর স্কুলে ভর্তি হই লিখাপড়ার জন্য, এভাবে প্রাইমারি পেরিয়ে হাইস্কুলে এসএসসি পরীক্ষা পাশ করি। তারপর গুরুদয়াল সরকারী কলেজ কিশোরগঞ্জ ভর্তি হই এইচ এস সি। এভাবে বি এস এস পাশ করি এ কলেজ থেকে। পরবর্তী সময়ে আনন্দ মোহন কলেজ ভর্তি হই মার্স্টাস। এর মাঝে চাকুরী জীবন শুরু করি একটি এনজিও তে। অবহেলার বসে চাকুরী ইন্টারভিউ দেই। একাউন্টিং অফিসার হিসেবে জয়েন দিয়ে পাবনা জেলা চলে যাই। একবছর পর চাকুরী দেই মার্স্টাস পরীক্ষা পাশ করি। ধরাবাঁধা জীবন ভালো লাগেনা। তারপর প্রাণ গ্রুপে চাকুরী হয় টি এম এস পদে কিন্তুু ঘোরাঘুরি একসময় ভালো লাগেনা। আবার বাড়ি ফিরে আসি।একটু বলে নেই পড়ালেখা সময়ে কম্পিউটার, ইংরেজি কোর্স ,ফ্যামিলি প্ল্যানিং, ডিপ্লোমা কোর্স পড়ি। আমার বাবা শিক্ষক তাই পাশাপাশি ডিপ্লোমা ডাক্তার ছিলেন, সেই সুবাদে আমাদের একটা ঔষুধের বিজনেস ছিল। সেই ঔষুধের বিজনেস শুরু করি।
*** বিজনেস ও সংগ্রামী জীবন;-- কিছুদিন বিজনেস করি কিন্তুু লোকে বলে এম এ পাশ করে বিজনেস। এজন্য কলেজ নিবন্ধনের মাধ্যামে একটা নন এমপিভুক্ত কলেজে লেকচারের হিসাবে যোগদান করি কিন্তুু বেতন অল্প বলে চাকুরী পরিবতর্নের ফলে এস আই পরীক্ষা দেই এবং শেষ পযর্ন্ত চাকুরী হয় নাই। তখন পরিবারে অনেক অর্থ নষ্ট করে ফেলি। আবার চলে যাই ঢাকা একটা বায়িং হাউসে। সেখানে মাচের্ন্ডাইজার হিসেবে যোগদান করি। তখন দিনকাল নতুন করে ফিরে আসে। হঠাৎ বাবা মারা যায়। জীবনের সবকিছু এলোমেলো হয়ে যায়।তখন পরিবারে বড় সন্তান হিসাবে হাল ধরতে পরিবারে আমাকে। চাকুরী ছেড়ে আসতে হল দেশে।
*** ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণা ;;--- যে কথার দ্বারা আবার ঘুরে দাড়ানো চেষ্টা স্যারের একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হই
১, কোন কাজকে অবহেলা করা যাবে না,ছোট ভাবা যাবে না।
২, যে খেলবে সে পড়বে আবার উঠে দাড়াবে, বলবে আমি খেলব।
৩ ছোট ছোট সম্পর্ক গুলো একদিন বড় রূপ নিব।
৪, বৃষ্টি সবার জন্য পড়ে কিন্ত ভিজে কেউ কেউ।
৫, চাকুরী করবনা চাকুরী দিবো।
৬, নিজের বলার মত একটা গল্প তৈরি করতে হবে। এছাড়া সবাই ভালো মানুষ, তাছাড়া প্রিয় প্ল্যাটফর্ম এর শপথ বাক্য নতুন করে অনুপ্রেরণা দেয় দেয়।
"" এই দেখেশুনে প্লার্টফমে রেজিস্ট্রেশন করা""
&& বিজনেসের বতর্মান অবস্থা ------
আলহামদুলিল্লাহ, নিজের বাবার নামে একটা স্কুল দিয়েছি। এখানে ব্যবস্হাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি। ফামের্সী বিজনেস আছে এবং ( ভুঁইয়া সপ) নামে অফলাইন, অনলাইন বিভিন্ন পন্য ও দ্রব্য নিয়ে কাজ করার পরিকল্পনা করছি স্যারের উৎসাহ নিয়ে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
🌷🌷 এই গল্প থেকে শিক্ষা ;;-- জীবনে যত ঝড় আসুক, হাল ছাড়া যাবে না।
নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে এবং কাজের প্রতি ভালবাসা বিশ্বাস রাখতে হবে, আমি পারব ইনশাআল্লাহ।
**
এতক্ষণ গল্প টা মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই আমার জন্যে দোয়া করবেন।
আমিও নিজের বলার মত একটা গল্প তৈরি করতে চাই।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯৬১
তারিখ ৯-৯-২০২৩ইং
** আমার পরিচয়--
নাম:- মোঃ আমিনুর রহমান ভুঁইয়া ( সুমন)
ব্যাচ -- ২১ তম।
রেজিস্ট্রেশন --- ১১৭০৪০।ল্ল
উপজেলা--- নান্দাইল।
জেলা-- ময়মনসিংহ।
বতর্মান অবস্থান কিশোরগঞ্জ।