আমি আগে তেমন কথা বলতে পারতাম না কারো সামনে বা ভিডিও তে,নিজের পরিচয় দিতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন পারছি
🛞জীবনের গল্প -Story of life🛞
🕌বিসমিল্লাহির রাহমানির রাহিম
🕋আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আশা নয় বিশ্বাস সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ।
🛞জীবনের গল্প -Story of life🛞
💖সবাই ভালোবেসে আমার জীবনের গল্প টি পড়ার অনুরোধ রইলো। 💖
🕋সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার যিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে।🙏
🤲লক্ষ কুটি দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর যার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। 🤲
💖শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি আমার মা ও বাবাকে, যাদের পবিত্র ভালোবাসা এবং হাজারো কষ্টের পর এই দুনিয়ার আলো দেখতে পেয়েছি। তাদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয় আমার পক্ষে।💖
💖🤲অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তি, লাখো তরুণ - তরুণীর আইডল, জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি চমৎকার একটি প্লাটফর্ম " নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " অসংখ্য ভালো মানুষের একটি পরিবার।💖🤲
👉 প্রবেশ করছি গল্পের মূল পর্বে
🌍জন্ম পরিচয়-Birth Identity🌎
🤚আমি জাহিদুল ইসলাম, লক্ষীপুর জেলার, চন্দ্রগন্জ থানার, ০৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড দক্ষিণ মাগুরী গ্রামের জোড় বাড়িতে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্য।
আমার বাবা মায়ের ৬ সন্তান, আমরা ৪ ভাই ২ বোন।
এবং আমার পরিবারে আমার ১ সন্তান ছেলে এবং আমার সহধর্মিণী।
🌍 শৈশব জীবন- Childhood life🌎
🧭আমার শৈশব জীবনটা ছিল ভীষণ মধুর এবং অনেক আনন্দের আমি আমার ভাই বোনদের ছোট ভাই হওয়ায় সবাই আমাকে অনেক বেশি আদর করতো।
বাড়ির চাচাতো জেঠাতো ভাই বোন এবং গ্রামের সহপাঠীদের সাথে আমার বেড়ে ওঠা খেলা ধুলা দুষ্টমির মধ্যে দিয়ে কেটে যেতো মধুর আনন্দ মুখর সময়।
আমার শৈশব এবং শৈশবের খেলার সাথীদের অনেক বেশি মিস করে, আল্লাহর নিকট দোয়া করি যে যেখানেই আছে আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুক সব সময়।
🌍পড়াশোনা -Study🌎
✍️আমার পড়াশোনা শুরু হয় আমার পরিবারে আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা,বাবা ভাই বোন।অনেক আদর যত্ন করে পড়াশোনা শিখাতেন আমাকে।তারপর মক্তবে, এর পর নূরানী মাদ্রাসায় তৃতীয় শ্রেণি পর্যন্ত।এর পর কওমি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। তারপর আলিয়া মাদ্রাসায় আলিম পর্যন্ত।এরপর বিশ্ববিদ্যালয় জীবন BSS হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এবং MSS করার জন্য এডমিশন নেই এশিয়ান বিশ্ববিদ্যালয় আশুলিয়া ২ সেমিস্টার করার পর হঠাৎ আকস্মিক ভাবে আমার বাবা না ফেরার দেশে চলে যান 🥲ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ,মহান আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এ সময় আমার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার তার জন্য পড়াশুনা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি,তখন আমি একটা কোম্পানিতে জব করতাম ক্লাস গুলো হতো শুক্রবার কিন্তু আমার অফিস অপডে ছিলো বুধবার, প্রতি শুক্রবার অফিস খোলা থাকতো যার ফলে আর MSS আর সম্পূর্ণ করতে পারিনি । এই ইচ্ছে টা আমার অপূর্ণ রয়ে গেলো।
আর আমার ছাত্র জীবনের যত চাওয়া, পাওয়া, পূর্ণতা,সফলতা, খরচ সব আমার বাবা,মা,ভাই, বোনদের অবদান কারো কম কারো বেশি, আমি সারাজীবন কৃতজ্ঞ তাদের প্রতি।
🌍কর্মজীবন -working life🌎
🏃🏃♂️বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরিক্ষা দেওয়ার পর পরই আমার একটা চাকুরি হয় হামদর্দ ফার্মাসিটিকেলে।কয়মাস করার পর দেখলাম এটা একটা রক্ত চোষা কাজ,তারপর ওখানে থাকা অবস্থায় আরেকটা কোম্পানিতে পরিক্ষা দেই সেখানে নিয়োগ পেলাম বেঙ্গল এজেন্সি একটি সিরামিক প্রতিষ্ঠানে ২ বছর কাজ করার পর নতুন জীবনের প্রবেশ করলাম বিয়ে☺️।তার ১ বছর পর আরেকটা কোম্পানিতে ভাইভা দিলাম সেখানেও নিয়োগ পেলাম আলহামদুলিল্লাহ ইয়ন গ্রুপ ৬ মাস পর্যন্ত ভালো ভাবেই করেছি কিন্তু আমার পারিবারিক একটা সমস্যার জন্য বাড়ীতে ১৫/২০ দিন থাকতে হলো নতুন জব ছিলো তাই সমস্যা হওয়ায় সেখানে রিজাইন দিলাম। নিজ গ্রামে কয়েক জন বড়ো ভাই দের প্রবচণায় পড়ে উদ্দোক্তা হলাম ৫ জন মিলে একটা হোটেল দিলাম, কিন্তু এটা চিলো আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত, আমি আমার পরিবারের কারো সাথে পরামর্শ না করেই এই কাজটি করেছিলাম, আমি মানুষ চিন্তে ভুল করেছিলাম,তাদের মুখের কথা আর লেবাস দেখে বিশ্বাস করেছিলাম। কিন্তু তারা মুখোশের আড়ালে ভিন্ন চরিত্রের কুৎসিত মানুষ, সেখানে আমার ইনভেস্ট ছিলো ২ লক্ষ টাকা আমি এতোটাই বোকা আর তাদেরকে এতোটাই বিশ্বাস করেছি কোন ডোকোমেন্ট ছাড়াই তাদেরকে টাকা দিয়েছিলাম, ঔখানে আমার পুরা টাকাটাই মাটি হয়ে গেলো 🥲 আমি মানষিক ভাবে অনেক ভেঙ্গে পরি, তার পর নতুন জীবন, আমার বড়ো ভাইয়ারা সিদ্ধান্ত দিলো তুমি প্রবাসে একটা সপর দাও ভালো হবে ভাইয়াদের যে কথা সেই কাজ ০২-০১-২২ পবিত্র ভুমি সৌদি আরব আসলাম বর্তমানে এখানে ওথাইম সুপার মার্কেটে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি সৌদি আবাতে।
🌎নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের সাথে পরিচয়🌍
🧐আমি প্রথম ইউটিউবে একটা ভিডিও দেখি,তারপর একদিন পেইজবুকে একটি পোস্ট দেখলাম তারপর আমি একটু ঘাটাঘাটি করি দেখলাম চমৎকার কার্যক্রম আমার অনেক ভালো লাগলো বেশি অনুপ্রাণিত হলাম ৯০ দিন বিনামূল্যে প্রশিক্ষণ আমি অবাক হলাম বাংলাদেশে এটা কি ভাবে সম্ভব?
🌍রেজিষ্ট্রেশন সংক্রান্ত সহোযোগিতা🌎
🧐আমি গুগোলে একটু ঘাটাঘাটি করলাম রেজিষ্ট্রেশন এর জন্য তখন সৌদি আরবের মেহেদী হাসান হৃদয় ভাই নামের একজন ভাইয়ের সাথে চেটিং হয় আমি জানার চেষ্টা করলাম কি ভাবে জয়েন করতে পারি ভাই বল্লো এখানে রেজিষ্ট্রেশন করতে হবে, আমাদের একটা ব্যাচ এর রেজিষ্ট্রেশন চলছে আপনি এই ব্যাচে রেজিষ্ট্রেশন হয়ে জান, হয়ে গেলাম, রেজিষ্ট্রেশন করতে আমাকে সহোযোগিতা করেছেন, মেহেদী হাসান হৃদয়, জাহিদ হাসান,এবং হাবিবা সুলতানা আপু,গ্রুপে জইন করতে সহোযোগিতা করেছেন দুলাল আঙ্কেল,রুবিনা আক্তার, হানিফ ভাই ৷ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে এমন একটা ভালো পরিবারে রেজিষ্ট্রেশন করে সহোযোগীতা করার জন্য 🤲
🌎ফাউন্ডেশন থেকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে গাইডলাইন এবং সহোযোগিতা পাওয়া🌍
ইকবাল বাহার জাহিদ স্যার এর পর এই ফাউন্ডেশনে আমাকে অনেকে ভালোবেসে বিভিন্ন ভাবে গাইডলাইন এবং সহোযোগিতা করে জাচ্ছেন,সৌদি আরব এবং লক্ষীপুর টিম থেকে আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ তারা হলেন।
সৌদি টিম থেকে (c/v জাহাঙ্গীর শেখ, m/d নাসির মির্জা,c/a মোঃ জাহাঙ্গীর আলম,c/a তরিকুল ইসলাম, মেহেদী হাসান হৃদয়,রফিকুল ইসলাম খোকন, নাজমুল হোসেন, কাইউম সিকদার ভাই সহ আরো অনেকেই)
লক্ষীপুর টিম থেকে ( z/a মশিউর নেয়ামুল,z/a মোসলে উদ্দিন, m/d হানিফ ভাই সহ অনেক ভাই বোন দের সহোযোগিতা পাচ্ছি।
🌍ফাউন্ডেশন থেকে যা শিখলাম 🌎
💥আমি ফাউন্ডেশন এর সাথে যুক্ত হই ০৬-০৮-২৩ তারিখ ০৭ তারিখ সৌদি আরব ৭০০ তম মেগা মিটাপ ছিলো ২৩ তম ব্যাচ এর নবীন বরন অনুষ্ঠান ছিলো। সেখানে প্রধান অতিথি ছিলেন প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার। আমার সৌভাগ্য হলো ২৩ তম ব্যাচ থেকে কথা বলার,এখন পর্যন্ত প্রতিনিয়ত ক্লাস,সেশন পাঠ,কথাবলার জড়োতা কাটাতে ভিডিও করে জাচ্ছি প্রতিনিয়ত,
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা নিয়ে এবং সকলের সহোযোগিতা এবং আন্তরিকতা দেখে যা বুঝলাম,এটা একটা ভালো মানুষের পরিবার, উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ, ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ, সত্যি কথা বলা, মিথ্যা কথা না বলা, স্বপ্ন দেখা, শুরু করা,এবং সফল না হওয়া পর্যন্ত লেগে থাকা এসব শিখেছি। 🏇
🌍ফাউন্ডেশন থেকে যা পেলাম🌎
🤜বিনামূল্যে ৯০ দিনের ফ্রী উদ্দোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ, একজন ভালো মানুষ হওয়া,সত্যি কথা বলা,মিথ্যা কথা না বলা,কথা বলার জড়োতা কাটাচ্ছি,আমি আগে তেমন কথা বলতে পারতাম না কারো সামনে বা ভিডিও তে,নিজের পরিচয় দিতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন পারছি এসব সম্ভব হয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে এবং সেশন করে।
ধন্যবাদ প্রিয় মেন্টর কে।এসব আপনার অবদান।
অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছি প্রিয় স্যারের প্রতি,আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক আমিন।
🌍ভবিষ্যৎ পরিকল্পনা 🌎
🤚আমি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের শিক্ষা গ্রহণ করে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাবো,ফাউন্ডেশন এর শিক্ষায় আপনাদের দোয়াতে কিছুদিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলার বিখ্যাত কিছু পণ্য নিয়ে কাজ করবো চাকরির পাশাপাশি, এবং আমি যথা শীগ্রই দেশে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যেহেতু স্যার বলেছেন প্রবাসীরা কিছু একটা না করে দেশে না যাওয়ার জন্য তাই হয়তো আরো কয়টা বছর থাকতে হবে। এবং দেশে পিরে ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে পরের গোলামি না করে নিজে একজন উদ্দোক্তা হবো ইনশাআল্লাহ সবার নিকট দোয়ার দরখস্ত রইলো।
যারা আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার জীবনের গল্পটি পড়েছেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, জাযাকাল্লাহ খায়রান।
💖নিজের পরিচয় 💖
জাহিদুল ইসলাম শামিম
ব্যাচ ২৩, রেজিষ্ট্রেশন নাম্বার ১২১৬৯৭
নিজ জেলা লক্ষীপুর,বর্তমান সৌদি প্রবাসী
স্টেটাস অব দ্যা ডে ৯৬৩
তারিখ ১৪-০৯-২০২৩