দুঃখ,বেদনার স্মৃতি যত কম মনে করা যায়, তত কম কষ্ট হয়-
আমার জীবনের গল্প👇
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
শুকরিয়া মহান আল্লাহ তায়ালার প্রতি, যিনি সমগ্র কুল কায়নাত সুন্দর করে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টির শ্রেষ্ট মানুষ করে বানিয়েছেন। সুস্থ ও সুন্দর ভাবে বাঁচিয়ে রেখেছেন।
🌿🌿🌿🌿
লক্ষ কোটি দরুদ ও সালাম হুজুর (সা:) এর উপর, যিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক, উম্মতের কাণ্ডারি ও সাফায়াত কারী।
🌹শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই পিতামাতার প্রতি, যাদের ভালবাসার কাছে, আমি চিরঋনী। যাদের উছিলায় আমি পৃথিবীর মুখ দেখেছি।
💐💐💐💐
🤳আধুনিক বিশ্বায়নে যুগের,লাখো মানুষের দিকপাল,হৃদয়ের মনি,প্রিয় শিক্ষক, প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা,কৃতজ্ঞতা ও সালাম।
🖋️📕যার প্রেরনায় ভালো মানুষের এই প্লাটফর্ম পেয়েছি। স্বপ্নের পথে হাটছি।আজ জীবনের কিছু কথা লেখার সুযোগ পেয়েছি।📕🖋️
🪴🪴🪴🪴🪴🪴
প্রিয় প্লাটফর্মের সকল দ্বায়িত্বশীল,সহযোদ্ধা আজীবন সদস্য ভাই ও বোনদের জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা💖। আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও সালাম_
"আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ"
🌹আমার জীবনের গল্প🌹
জীবন আসলে বিচিত্রময়। জন্ম থেকে মৃত্যু প্রতিটি দিন ঘটে চলেছে নানাবিধ ঘটনা। আনন্দ-বেদনা,সুখ-দুঃখ,চাওয়া-পাওয়া না পাওয়া মিলেই সবার দিন কাটে।
দুঃখ,বেদনার স্মৃতি যত কম মনে করা যায়, তত কম কষ্ট হয়। তাই জীবনের কিছু কথা,
আমার পরিচিতিঃ
নামঃ মোঃ শাহীন আলম
পিতাঃ মোঃ মোস্তফা হাওলাদার
🪷স্হায়ী ঠিকানা: বরিশাল জেলার অন্তর্গত বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে।
🪷বর্তমান ঠিকানা: আশুলিয়া,জামগড়া
🌼🌼🌼🌼🌼🌼🌼
আমি একজন সাধারন পরিবারের মোজো ছেলে। পড়াশুনায় আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম।
🧑🦱আমার বাল্যকাল:
স্মৃতির পাতায় ছোটকালের অনেক ঘটনা এখনো সবার মত করে আমারও মনে দোলা দেয়।
ক) আমি সব সময় একটু শান্ত প্রকৃতির ছিলাম,
খ) পারলে মানুষের উপকার করতাম না পারলে কখনো অপকার করি নাই,
গ) কম্পিটিশন জিনিস টা পছন্দ করতাম,
ঘ)যে কোনো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা করতাম,
ঙ) ছোট কাল থেকে পরিশ্রমী ছিলাম।
চ) আমি একজন ছোট কৃষি উদ্বেগতা ছিলাম অনেক প্রশিক্ষণ নিয়েছি।
ছ) আমার আব্বু ঢাকায় চাকরি করতেন বলে সাংসারিক কাজ গুলো আমরাই করতাম ভাইরা মিলে।
📘পড়াশুনা সহ কিছু কাজ:
আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই কাজের সাথে সম্পৃক্ত কৃষি কাজ আরও অনন্যা, আমাদের গরু ছিলো গরু দুধ দিতো তিন-চার কেজি তারপর হাঁস ছিলো ডিম দিতো এগুলো সকালে উঠে আগে পড়তাম তারপর বাজারে গিয়ে বিক্রি করে এসে আবার স্কুলে যাইতাম, আমার বাবার একটা ছোট চাকরী করতেন কিন্তু আমাদের কে কখনো কষ্টে রাখতেন না, যা চাইতাম দিতো, পাশাপাশি আমি অনেক কাজ করতাম যেমন মাঝে মাঝে দিন মজুরের কাজ ও করতাম ধান কাটা জমিতে রোপন করা আমি ভালোই পারতাম, এবং আমি ক্লাস নাইনে থাকতে প্রাইভেট পড়াতাম,সেই টাকা দিয়ে বই কিনতাম, প্রাইভেটের টাকা দিতাম, দেখতাম আব্বুর অনেক কষ্ট হতো, আমাদের পরিবার একটু বড় ছিল আমরা চার ভাই এক বোন মা বাবা, দাদী ছিলেন, দাদাকে আমি দেখেনি মারা গেছেন,
আসলেই অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়, আরেক কথা না বললে নয় আমার প্রিয় বড় ভাই যে পরিবারের হাল ধরতে গিয়ে নিজে আর পড়াশোনা করতে পারেন নি, তিনি এইচএসসি পযন্ত পড়ালেখা করে চাকরিতে প্রবেশ করেছেন, কেননা আব্বুর একা সংসার আমাদের তিন ভাইয়ের পড়ালেখা একটু কষ্ট হতো, বাবার পরে যদি কারও স্হান দিতে হয় সে হলো আমার বড় ভাই, সে আমাকে সবসময় সাপোর্ট দিতো, নিজে না পড়ে আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন সবসময় যেন মিলেমিশে থাকতে পার।
✍️প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জিবনঃ
আমাদের বাসার পাশে থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করি,
মাধ্যমিক জীবন শুরু আমাদের বাসা থেকে ১৫ মিনিট লাগতো যাইতে, আলহামদুলিল্লাহ ভালো চলছে, স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো সেখানে থাকতাম আমার অনেক প্রতিযোগিতায় প্রথম হয়েছি, আমি যখন ক্লাস নাইনে তখন আমি স্কুল থেকে ভদ্রতার পুরস্কার পাই খুব ই ভালো লাগছে এতো বড় একটা সম্মানা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় স্যারদের প্রতি, স্যার এবং মেডামের কাছে খুবই ভালো ছিলাম, আমার আরেকটা চাচাতো ভাই ছিলো দুই জনে কম্পিটিশন করে পড়াশোনা করতাম খুবই ভালো লাগতো, আর দুইজনের মধ্যে বেশ ভালো মিল ছিল যেখানে যাইতাম একসাথে যাইতাম,
আলহামদুলিল্লাহ ২০১৪ সালে এস এস সি পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক জীবন শেষ করি।
উচ্চ শিক্ষা জীবন শুরু:
এইচ এস সি তে ভর্তি হই বাকেরগঞ্জ সরকারি কলেজ যেটা আমার বাসা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে আমার একটা সাইকেল ছিল ওই টা চালিয়ে যেতাম, আলহামদুলিল্লাহ ভালোই চলছিলো ২০১৬ সালের ফাইনাল পরীক্ষার মাধ্যমে শেষ হয় এইচএসসি,
তারপর শুরু হয় জীবন যুদ্ধ
আব্বু অসুস্থ হয়ে যান একবারে বাড়িতে চলে আসেন, আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর চলে যায় ঢাকা বড় ভাইয়ের কাছে খুঁজতে থাকি চাকরি কিছুদিন পর পাই করতে থাকি, পাশাপাশি পড়াশোনা তো করতে হবেই শুরু করলাম আবেদন অনার্স চান্স হলো বরিশাল Accounting but আমি চাকরি করি ঢাকা কেমনে কি করবো পড়ে চিন্তা করতে এক টা বছর কেটে গেল, পরে চিন্তা করলাম ঢাকাই ভর্তি হবো পরে বিবিএস ভর্তি হয়ে গেলাম অফিস নাইট ডিউটি করে আবার দিনে ক্লাস করতাম এই ভাবে কেটে যায় দিনগুলো আলহামদুলিল্লাহ বিবিএস কমপ্লিট, ইনশাআল্লাহ মাষ্টার'স ভর্তি হবো।
🙍♂️চাকরী+পড়ালেখা:
আমি যখন গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ বিবিএস ভর্তি হয়ে পাশাপাশি চাকরি করে থাকি, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো মানুষ হতে পারি, এবং কোনো একটা ভালো উদ্যোগ নিতে পারি।
🥰প্রিয় ফাউন্ডেশনের ১৮তম ব্যাচে যোগদান🥰
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র - উদ্যোক্তা তৈরির কেন্দ্র নামে এই প্লাটফর্ম নিজে নিজেই খুঁজে পাই এবং রেজিস্ট্রেশন করি @Korshed alom ভাই এর মাধ্যমে,
পেয়ে যায় প্রিয় মেন্টর @Iqbal Bahar Zahid sir এর মত মানবিক উদ্যোক্তা গড়ার কারিগর।
পড়ে আমাদের বরিশাল জেলা প্রতিনিধি Isita jahan apu ও @Roji Islam apur মাধ্যমে যুত্ত হই বরিশাল জেলা ম্যাসেনজার গুরুপে,
এর পরে আস্তে পরিচিতি হতে থাকে, তারপর পরিচয় হয় আমাদের বাকেরগঞ্জ এর উপজেলা এম্ভাসডর @Bellal Hossain Atik ভাই এর সাথে, তিনি অত্যন্ত একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ,
তারপর আমাদের বরিশাল জেলা প্রতিনিধি @S.M Sarwar Vai @Mainul Islam Vai সবসময় দিকনির্দেশনা দিয়ে থাকেন।
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রতিনিয়ত সেশন ক্লাস গুলো করে যাচ্ছি, আমি এখন পর্যন্ত উদ্বেগ তা বা ব্যাবসায়িক লাইফ শুরু নাই করি কিন্তু আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, এবং অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি,
✍️ঔষধ/মহাঔষধঃ
আমাদের প্রিয় লিডারগণের প্রতিটি কথা এক একটি ঔষধের মত। আর প্রিয় মেন্টর স্যারের প্রতিটি কথা মনে হয় এক একটি মহাঔষধ।
💌 আমার স্লোগানঃ
"সু্স্হ খাবার সুন্নাত জীবন,
সুস্হতা নিয়ে সফলতা অর্জন"।
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ফাউন্ডেশন থেকে প্রাপ্তিঃ
১) প্রতিটা সেশন থেকে অনুপ্রেরনা,সাহস, শিক্ষা নিজের জীবনে সাথে মিলিয়ে এগিয়ে চলা শিখতেছি।
২) ভালো মানুষ হওয়া,নেট ওয়ার্কিং বাড়ান,পজিটিভিটি চর্চা সহ অন্যান্য বিষয়ে নিজেকে আরো বেশি তৈরীর সুযোগ পাচ্ছি।
❤️এক কথায় ভাব প্রকাশ :
"কেন আগে প্রিয় স্যার কে পেলাম না"!!
পরিশেষে আরজ:
আমার একান্ত নিজের আবেগ,অনুভুতির এলোমেলো, অগোছালো কথা ধর্য্য সহকারে পড়ার জন্য প্রিয় ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ও আজীবন সদস্য ভাই ও বোন দেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা। অনইচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। দোয়া চাই, যেন ভালো মানুষ হয়ে লক্ষ্যে পৌঁছাতে পারি, ও "নিজের বলার মত একটা গল্প" তৈরী করতে পারি।
ধন্যবাদান্তে,
মোঃ শাহীন আলম
🏵️ব্যাচ: ১৮
🏵️রেজিস্ট্রেশন নং: ৯৪৭০৬
🏵️বর্তমান জেলা:ঢাকা
🏵️নিজ জেলা: বরিশাল
🏵️ উপজেলা:বাকেরগঞ্জ
একজন আজীবন গর্বিত সদস্য।
স্যাটাস অব দ্যা ডে ৯৬৩
১৪-০৯-২০২৩