খুব সুন্দর ভাবে অতন্দ্র গাজীপুর জেলার ফিজিক্যাল মিটআপ ও ডিসিপ্লিন ট্রেনিং শেষ হল
আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে সম্পন্ন হয়েছে অতন্দ্র গাজীপুর জেলার ফিজিক্যাল মিট আপ ও ডিসিপ্লিন ট্রেনিং।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি
প্রিয় মেন্টর জনাব -
ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি যিনি আমাদের কে এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন।
ডিসিপ্লিন ট্রেনিং এবং চমৎকার দিকনির্দেশনা দিয়ে মিট আপ কে প্রানবন্ত করে তুলেছেন সম্মানিত কোর ভলেন্টিয়ার ও মডারেটর Mohammad Mahmudul Islam ভাইয়া।
আরো উপস্থিত ছিলেন সম্মানিত কোর ভলেন্টিয়ার ও মডারেটর Md Jayed Hasan Emran ভাইয়া।
আরো উপস্থিত ছিলেন সম্মানিত মডারেটর ও ঢাকা জেলা এম্বাসেডর Zohir Joy ভাইয়া।
উপস্থিত ছিলেন সম্মানিত মডারেটর ও গাজীপুর জেলা সমন্বয়ক Sabbir Hossain ভাইয়া এবং সম্মানিত মডারেটর প্রিয় Ashraful Alam ভাইয়া।
উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এম্বাসেডর প্রিয় রহিমা আক্তার স্বপ্না, এবং গাজীপুর জেলা এম্বাসেডর প্রিয় মমিন সরকার ভাইয়া।
আরো উপস্থিত ছিলেন উপজেলা এম্বাসেডর Sahera Khatun Apu
Md Naeem Vaia
Md Abdul Monaf Hosen Vaia
Md Zahid Banu Vaia
Mitu Shikder Apu
Farzana Akter Apu
দুরদুরান্ত থেকে আরো উপস্থিত ছিলেন আজীবন সদস্য গন।
সকলের প্রানবন্ত উপস্থিতিতে মিট আপটি আরো সাফল্য মন্ডিত হয়ে উঠেছে।